কামাল ভাল, চাষের শুরুতে মাছ চাষি অনেক বড় বড় গল্প করেন, কারণ উনারা স্বপ্ন নিয়ে যাত্রা করেন, একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চান, আসলেই কি উঁনারা গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন? যদি না পারেন তাহলে কি কারণে উনারা সফল হতে পারেননি, আদৌ সফল হওয়া সম্ভব কিনা তা দেখান, মানুষ উপকৃত হবে। আপনি প্রতিটি উদ্যোগতার গল্প তিন ভাগে ভাগ করতে পারেন, (১) চাষের শুরু(২) চাষের মধ্যবর্তী সময়ের গ্রোথ এবং(৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাছের আহরণ এবং বিক্রি। আপনাদের ভিডিও গুলোতে গবেষণার শুরু দেখানো হচ্ছে, রেজাল্ট দেখানো হচ্ছে না, ফলে কেউ উপকৃত হচ্ছে না বরং উল্টো বড় বড় আশার বাণী শুনে নতুন উদ্যোগতা তার সর্বস্ব বিনিয়োগ করে সবকিছু হারিয়ে সত্যকার অর্থেই শান্ত হয়ে ক্ষান্ত হচ্ছেন। সেদিন হয়তো খুব বেশি দূরে নয়, ক্ষতিগ্রস্ত, সর্বস্বান্ত একজন হয়তো কোন এক ইউটিউবারের বিরুদ্ধে বিশাল অংকের ক্ষতিপূরণ মামলা ঠুকে দেবেন, উনার দেখাদেখি আরও অনেকেই এগিয়ে আসবেন ইউটিউবারদের বিরুদ্ধে। ইউটিউব হতে এতদিনে যা ইনকাম করতে পেরেছেন সব একটা ক্ষতিপূরণ মামলা সামাল দিতেই শেষ হয়ে যাবে। পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এডভোকেট মিনহাজ উদ্দীন খান, চট্রগ্রাম।
@azadsiddiq76443 жыл бұрын
chat khil which village
@Oiiiii_Vai11 ай бұрын
আপনারা যা বলেন মাছ এত টাকা বিক্রি করলে আমি এত টাকা বিক্রি মাছ বিক্রি করার সময় দেখান???
@কৃষকরাজু3 жыл бұрын
হারভেস্ট দেখান পারলে।জানি এটা পারবেন না
@abdullaali85432 жыл бұрын
90 me
@mdhasanvlogsfeni81083 жыл бұрын
দুইটা অক্সিজেন পাম্প বিক্রি করা হবে।।। কারো লাগলে জানাবেন,,,৷ কম দামে বিক্রি করা হবে,,,, ৬০ হাজার লিটারের কালচার করা যাবে,,,,,