No video

৪ কুল সূরা শিখুন || সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত || 4 Kul Sura

  Рет қаралды 2,980

আবাবিল

আবাবিল

Жыл бұрын

৪ কুল সূরা তেলাওয়াত। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস শুদ্ধভাবে শিখুন। বিভিন্ন যাদু ও কুপ্রভাব থেকেও চার কুল ও আয়াতুল কুরসির ফজিলত আমাদের রক্ষা করবে। ইনশাআল্লাহ
Sura Kafirun, Sura Ikhlas, Sura Falak, Sura Nas Quran recitation, This sura is part of powerful 33 ayat of Quran.
নিম্নে চার কুল ও আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ও অর্থসহ দেওয়া হলোঃ
প্রথম কুল: সূরা এখলাস-
(১) কুল হুওয়াল্লা-হু আহাদ।
(২) আল্লা-হুসসামাদ।
(৩) লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।
(৪) ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।
প্রথম কুল সূরা এখলাসের অর্থ-
(১) বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। (২) আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। (৪) আর তার কোনো সমকক্ষও নেই।
দ্বিতীয় কুল: সূরা আল ফালাক-
(১) কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক।
(২) মিন শাররি মা-খালাক।
(৩) ওয়া মিন শাররি গা-সিকিন ইযা-ওয়াকাব।
(৪) ওয়া মিন শাররিন-নাফফাসাতি ফিল-উকাদ।
(৫) ওয়া মিন শাররি হা-সিদিন ইযা-হাসাদ।
দ্বিতীয় কুল: সূরা আল ফালাক এর অর্থ-
(১) বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে, (২) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, (৩) আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, (৪) আর গিরায় ফুঁ - দানকারী নারীদের অনিষ্ঠ থেকে। ৫) আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।
তৃতীয় কুল: সূরা নাস-
(১) কুল আ‘ঊযুবিরাব্বিন্না-স,।
(২) মালিকিন্না-স,।
(৩) ইলা-হিন্না-স।
(৪) মিন শাররিল ওয়াস ওয়া-সিল খান্না-স।
(৫) আল্লাযী ইউওয়াসবিসুফী সুদূরিন্নাছ-।
(৬) মিনাল জিন্নাতি ওয়ান্না-স।
তৃতীয় কুল সূরা নাস এর অর্থ-
(১) বলো, ‘আমি আশ্রয় চাই মানুষের রব। (২) মানুষের অধিপতি। (৩) মানুষের ইলাহ-এর কাছে। (৪) কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে। (৫) যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। (৬) জিন ও মানুষ থেকে।
চতুর্থ কুল: সূরা কাফিরুন-
(১) কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন।
(২) লাআ‘বুদুমা-তা‘বুদূন।
(৩) ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
(৪) ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম।
(৫) ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
(৬) লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
চতুর্থ কুল সূরা কাফিরুন এর অর্থ-
(১) বলো, ‘হে কাফিররা, (২) তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না’। (৩) এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’। (৪) ‘আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’। (৫) ‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’। (৬) ‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন’।
Keywords:
৪ কুল সূরা বাংলা
৪ কুল ও আয়াতুল কুরসি
৪ কুল এর ফজিলত
চার কুল পড়ার নিয়ম
সূরা কুল বাংলা
৩ কুল সূরা বাংলা
চার কুল ও আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ
Sura Kafirun audio
Sura Ikhlas audio
Sura Falak audio
Sura Nas audio
4 kul sura audio
Jin jadu chikissa
33 ayat sura
Sura falak nas diye jadu nosto
#সূরা_কাফিরুন
#সূরা_ইখলাস
#সূরা_ফালাক
#সূরা_নাস

Пікірлер
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 53 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47