আ হা! এই ব্লগটি মনে হচ্ছে দেখতে বা শুনতে ভালই লাগবে।মন্দিরটি তৈরির উপকরণ গুলি শুনে অবাক হলাম মন্দিরটি দেখতে বেশ সুন্দর।গোলসি।থানার মল্লিক পুর অধিবাসী চক্রবর্তী পরিবার কে ধন্যবাদ জানাই।তাঁরা খুবই অভিজাত পরিবার জানতে পারলাম।আর ভিউ বাংলার ব্লগার কে অনেক আদর আর আশীর্বাদ জানালাম।কারণ ওতো খুব বাচ্চা ছেলে!বড্ড চেনা লাগছে।আমার দারুন ভালো লাগলো।চক্রবর্তী পরিবার কে অনেক ধন্যবাদ অভিনন্দন জানালাম।তাঁদের ভক্তি শ্রদ্ধা সহ সু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করার জন্য।এই রকম ব্লগের অপেক্ষায় রইলাম।কিন্তু টা একটু কম ব্যবহার করলে ভালো হয়।বাংলা টা বেশিকরে রপ্ত করতে হবে।,🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
@srijibmukherjeeАй бұрын
🙏
@dipankarbariadАй бұрын
খুব ভালো লাগলো।বহু পুরোনো একটি পুজোকে উত্তর পুরুষ সার্থকভাবে চালিয়ে নিয়ে যেতে পেরেছে, পারছে - এটাই অভিনন্দন যোগ্য। দুর্গা প্রতিমার মুখের ছাঁদে বিশেষত্ব লক্ষণীয়। অদ্ভুত ও অবাক লাগল - বাড়ির মেয়েরা পুজোর কাজে অংশভাক হতে পারেন না জেনে। আর ইতিহাসের খাতিরে জিজ্ঞাসা রইল - এই পুজো ৪০০ বছরের পুরোনো - তার কোনো তথ্য সাবুদ বা ন্যূনতম কোনো প্রত্নচিহ্ন নিদর্শ আছে কী ? ভিডিও চিত্র থেকে তা প্রত্যয়িত হয় নাই।
@srijibmukherjeeАй бұрын
ধন্যবাদ দাদা কমেন্ট করার জন্য🙏❤️ আগে..ছাদ টি ছিলো শাল কাঠের বিম আর সেখানেই নির্মান সাল ছিলো ১১৫২(বাংলা)।প্রায় চারশ। এখন অবশ্য ছাদ কক্ক্রিট হয়েছে।দু:খিত আমি ভিডিও তে সেটা পাই নি।
@swarnavosaha8669Ай бұрын
Sir nomoskar nomoskar 🙏🏼🙏🏼
@dipankarbariadАй бұрын
অশোক মিত্র সম্পাদিত , DAVP প্রকাশিত পশ্চিমবঙ্গের পূজা পার্বণ ও মেলা ( ৫ খণ্ডের মহাগ্রন্থ) একটু দেখে নেবেন যদি পারেন । বর্ধমান জেলার পুজো ডিটেলসে পাবেন । পুজোর ইতিহাস লইয়া কলকাতা বিশ্ববিদ্যালয় , বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু গবেষণ পত্রও প্রকাশিত হয়েছে কিছুকাল হইল। আপনার কাজটি ভালো লেগেছে । কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।