টাঙ্গাইল, সখিপুর উপজেলা। পরে মোবাইল হটস্পট দিয়ে চালালাম, ওহ আমার স্বরনীয় দিন ভাই। এত সুন্দর স্কৃন রেজুলেশন, অসাধারণ সাউন্ড, আর নেটওয়ার্ক কানেক্টিভিটি এত দ্রুত। ওয়াল মাউন্ট ফ্রি পেয়েছি। নিজে থেকে দেয়ালে আটকালাম। ঘরটা সুসজ্জিত হলো। 4k বললে কেউ ধরতেই পারবে না। আমার টিভি টা হচ্ছে, Aston brand, 43" fhd, double glass, voice control tv. ডাবল গ্লাস কারন, আমার ছোট বাবু আছে ঢেলাঢেলি অভ্যাস। প্যানেল ভাংলে যেকোনো কোম্পানিতে কোনো গ্যারান্টি কাজ হবেনা। শিলা ইলেকট্রনিক এর "জসিম ভাইকে" অনেক ধন্যবাদ। ভাই ভালো মানুষ। নিশ্চিন্তে কথা বলে টিভি ক্রয় করতে পারেন।
@Shilaelectronics199511 күн бұрын
ধন্যবাদ ভাই আপনাকে। আশাবাদী আরও ভালো সার্ভিস দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
@pkvclassroom496512 күн бұрын
টাঙ্গাইল, সখিপুর উপজেলা হতে। অনেক গবেষণা করলাম, টিভি মেকারকে জিজ্ঞেস করলাম ভাই টিভি কোনটা ভালো হবে? ভদ্রলোক বললেন, সব টিভি চাইনিজ। যদি টিভি ভালো হবে, তবে এত গ্যারান্টি দেয়ার কি আছে? কারন কোম্পানি নিজেই সন্দেহে থাকে, তার টিভি আগে নষ্ট হবে। তাই টিভি যেকোনোটাই নিতে পারেন। গ্যারান্টি বেশি থাকলে কোম্পানির ম্যাকার এসে ঠিক করবে, আর গ্যারান্টি কম গুলো হয়তো আমার মতো ম্যাকার ঠিক করবে। তাই প্রিয় ক্রেতা ভাইবোন চেষ্টা করবেন চাইনিজ কিন্তু ভালো মানের টিভি কিনতে। যেটা নষ্ট হবে ভাই , ঠিক করলেও ঐটা আবারো শিওর থাকেন নষ্ট হবেই। তাই এক্ষেত্রে গ্যারান্টি/ওয়ারেন্টির কোনো মুল্য নাই।