এক ব্যক্তি মারা যাওয়ার পর তার স্ত্রী (স্ত্রীর একটি ছেলে এবং একটি মেয়ে আছে) সেই জমিটি আর এক ব্যক্তির সঙ্গে বিক্রি করে দেয়। এবং আমরা এই দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছ থেকে জমিটি কিনি । আমরা জমিটি কেনার সময় দ্বিতীয় পক্ষের কাছ থেকে তো রেজিস্টি নিছি তার সাথে সেই মহিলার ছেলে এবং মেয়ে দুজনই নাবালক এবং নাবালিকা থাকার কারণে তাদের কাছ থেকেও না দাবি পত্র লেখে নিই। এখন সেই মহিলার ছেলে এবং মেয়ে দুজনই সাবালোক এবং সাবালিকা হবার পর আমাদের কাছ থেকে সেই জমিটির মালিকত্ব দাবী করছে। এই ব্যাপারে আমাদের কি করা উচিত একটু জানাবেন দয়া করে 🙏🏻