আমার জীবনে আমি তাহাজ্জুদ পড়ে অসম্ভব জিনিস ও পেয়েছি এবং অলৌকিক অনেক কিছুই পেয়েছি✨।তাই জীবনের আশা পুরণ বা সফলতা পেতে তাহাজ্জুদ পড়ুন❤।পাশাপাশি দোয়া ইউনুস ও দুরাকাত হাজত
@basqatkitchen37216 ай бұрын
Bro apnar satey kota bolte cy
@raisaakter84405 ай бұрын
আলহামদুলিল্লাহ আমি ও তাহাজ্জুদ নামাজ পরে অসম্ভব জিনিস পেয়েছি ইনশাআল্লাহ
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤😊 আল্লাহর দরবারে আমিন 😊😊❤🤲🤲
@IstigfarTahajjudDarudrMiracle6 ай бұрын
এগুলো কতটা হাদিস অনুযায়ী যৌক্তিক আমি জানিনা।দলীল ছাড়া কিছু বিশ্বাস করিনা।কিন্ত তাহাজ্জুদ,ইস্তেগফার,দরুদ পড়তে পারেন রিযিকের জন্য❤.এবং যেকোন আশা পুরণ এর জন্য দুরাকাত হাজত ও দোয়া ইউনুস অনেক শক্তিশালী
বিশ্বাস করেন টাকার বৃষ্টির দরকার নেই ২০ হাজার টাকা পেলে আমি নতুন জীবন শুরু করতে পারতাম বার বার আল্লাহ্ আমাদের পরিক্ষা নেই শত পথে থাকলে আল্লাহ বার বার পরিক্ষাই ফেলাই আর যারা শত পথে চলে😢 না তারাই দেখি সব থেকে সুখী হয় 😭😭
বুজুর্গণের কথায় ইসলাম ধর্ম চলে না, ইসলাম ধর্ম চলে একজনের কথায়, তিনি হলেন মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সব কথার কোন ভিত্তি নাই,
@cloudraymon16406 ай бұрын
আসসালামুয়ালাইকুম, আপনার দ্বিতীয় উক্তি টা সঠিক নয়! আমাদের প্রিয় নবী ও রসূল ছল্লাল্লাহু তিনি কখনোই তাঁর জীবদ্দশায় পরম করুণাময় মহান আল্লাহ পাকের নির্দেশনার বাহিরে কোনো কথা বলেন নি! আল কোরআন মজীদ যা লেখা আছে সবই আল্লাহ রব্বুল আলামীন এর উক্তি! আর এই কোরআন মজীদ এর ব্যাখ্যা ও বিশ্লেষণ যা হাদীস দ্বারা আমাদের প্রিয় নবী করীম "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" শিখিয়েছেন এগুলো আল্লাহ পাকের নির্দেশনার পূর্ণাঙ্গ বিশ্লেষন। রসূল "ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" এর মুখনিঃসৃত সমস্ত কিছুকে হাদীস বলা হয়। এবং তিনি যা বলেছেন এগুলো সবই আল্লাহ পাকের বাণী! তিনিই কখনোই তাঁর মনগড়া কোন কথা তাঁর উম্মাহ্ কে বলেন নি। ইসলাম, হেদায়েত, জান্নাত ও জাহান্নাম এ সব কিছুর ফায়সালা আল্লাহ্ রব্বুল আলামীন করবেন। আসা করি আলোচনা বুঝতে সক্ষম হয়েছেন ইনশাল্লাহ।
@abusiddiquem48445 ай бұрын
@@cloudraymon1640 ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ, মহান আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার কথাকে অনুসরণ করতে চাও তো আমার পাঠানো বার্তা বাহক মুহাম্মদ (স:) এর অনুকরণ কর। অল্প কথায় আমি তা-ই বুঝাতে চেয়েছি। বারাকাল্লাহু ফিক।