Рет қаралды 1,210,692
সুত্রাপুরের ডালপট্টির বুদ্ধুর পুরি ঢাকাবাসীর কাছে স্বাদের দিক দিয়ে সেরা পুরি। প্রায় ১৯৬০ সালের আগে প্রতিষ্ঠিত এই দোকানটি যুগ যুগ ধরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। শুরু থেকে এখন পর্যন্ত তাদের পুরির স্বাদ ও মান একই রকম ধরে রেখেছে। সেরা পুরির স্বাদ নিতে চাইলে আপনাকে অবশ্যই চলে যেতে হবে সুত্রাপুরের ডালপট্টির বুদ্ধুর পুরির দোকানে। প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত পুরি বিক্রি চলতেই থাকে। বুদ্ধুর পুরি খাওয়ার জন্য ছোট্ট গলি ধরে মানুষের ভির সবসময় লেগে থাকে। ডালপুরি ও ডিমপুরি দুই ধরনের পুরি পাওয়া যায় বছর জুড়ে। শীতকালে তাদের স্পেশাল পুরি হচ্ছে টাকি মাছের পুরি। আপনারাও চাইলে খেয়ে আসতে পারেন পুরান ঢাকার সুত্রাপুরের ঐতিহ্যবাহী বুদ্ধুর পুরি।
ঠিকানা : ৩৫, হেমন্ত দাস রোড, ডালপট্টি, সুত্রাপুর, ঢাকা
#বুদ্ধুর_পুরি #buddur_puri
For More Visit:
Website: infohunterbd.b...
Facebook: / bdinfohunter