আল্লাাহর বন্ধুদের জন্ম, ওফাত ও পুণরুথ্থানের দিনটি পরম শান্তির দিন। এ বিষয়ে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে : وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا অর্থ্যাৎ : তার প্রতি শান্তি-যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে। সূরা : মারইয়াম ; আয়াত ১৫ যুগে যুগে আল্লাহতায়ালা তাঁর বন্ধুত্বের মর্যাদা দিয়ে যেসকল নবি, রাসূল, অলি আউলিয়াগনকে জগতে প্রেরন করেছেন, সেই দিনটি জগৎবাসির জন্য অনাবিল শান্তির দিন। মহামানবগনের জন্মদিন, ওফাত দিনের উছিলায়ও মহান রাব্বুল আলামিন পাপিতাপি মানুষকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়েছেন, মুক্তি দিয়ে থাকেন। মহান মালিক যেন আমাদেরকে তাঁর বন্ধুগনের মাধ্যমে দেখানো সিরাতুল মুস্তাকিমে নিজেদের পরিচালিত করতে পারি।
@a.r.alihossain4 жыл бұрын
ইউটিউবের মালিক দয়া করে যোগাযোগ করবেন ফেইসবুকে ধন্যবাদ