আরজ আলী মাতুব্বরের বিখ্যাত বই শয়তানের জবানবন্দি #Arazalimatubbor #Shoytanerjobanbondi #AudioArt
Пікірлер: 1 100
@Audio-Art5 жыл бұрын
আরজ আলী মাতুব্বরের বই সত্যের সন্ধানঃ পর্ব ০১ - kzbin.info/www/bejne/o3urhn-EaaeembM পর্ব ০২ - kzbin.info/www/bejne/eGbWmWZ_hNlphac পর্ব ০৩ - kzbin.info/www/bejne/a4vEn2eZeJmJrMU পর্ব ০৪ - kzbin.info/www/bejne/aJ3baHyLgq97p7M পর্ব ০৫ - kzbin.info/www/bejne/b4iyhK2VlLaXqJI পর্ব ০৬ - kzbin.info/www/bejne/enXYoaCMms5kf6c সপ্তম পর্ব তথা এই বইয়ের শেষ পর্বঃ kzbin.info/www/bejne/pJLYaZquqaqeZqc
@dtales96214 жыл бұрын
শয়তান আছে, এটা বিশ্বাস করা হল, অথচ জীবন্ত অলৌকিক গ্রন্থ কুরআনের বাণী বিশ্বাস করা হচ্ছে না - এতে বুঝা যায়, এখানে সব ইসলাম বিরোধী গ্রুপের কর্মকান্ড হচ্ছে, হবে, যারা স্বেচ্ছায় নিজের সাময়িক লাভের আশায় ইসলামের ক্ষতির পরিবর্তে নিজের ঈমান ও পরকালের ১২ টা বাজাচ্ছে। তোমাদের মত এমন অনেক ইবলিশের দাস আছে, যারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, হবে- এটাই শয়তানের প্রতিদান। শয়তান তোমাদের উপর নির্ভরশীল না। শয়তানের অনেক দাস আছে। তোমরাই শয়তানের উপর নির্ভরশীল। তোমরা শয়তানের দান-প্রতিদান (যা আসলে শয়তানের প্রস্রাব-পায়খানা সমতুল্য) পাওয়ার জন্য লালায়িত, যা দিয়ে তোমরা দুনিয়ায় বিলাসীতা করতে চাও। শয়তান তোমাদের ভালবাসেনা, ভালবাসে তার কাজকে। তোমাদের মত অনেক ইবলিশের দাস দুনিয়ায় ছিল, আছে। কিন্তু তাদের শেষ পরিণতি ভাল হয়নি। হবেও না। তারা মরেছে নিকৃষ্টের মত, মরেও নিকৃষ্ট থাকবে। আর তাদের জন্য রয়েছে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার পক্ষ থেকে লা’নত (নিকৃষ্ট প্রতিদান)। পরকালে শয়তান তোমাদের পক্ষে কিছুই করবে না। উল্টা তোমাদেরকে বলবে, “আমাকে বিশ্বাস করতে কে বলেছে? তোমাদের কাছে কোরানের বাণী ছিল, সেখানে উল্লেখ ছিল যে, আমি তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের ধোঁকা দিব, ক্ষতি করব। তারপরও তোমরা আমাকে বিশ্বাস করে নিজের ক্ষতি নিজেই করেছ। এখানে আমার কোন দায় নেই।”
@shahinahmed64234 жыл бұрын
নাস্তিক মানে সল্প জ্ঞানের মূর্খ মার্কা, ধর্ম জিবনের গাইড লাইন,
@goutamdas91722 жыл бұрын
Je jukti mane na. Tara asal saitan.
@gopaldebnath86902 жыл бұрын
O0ò
@AlamAlam-xd9yq2 жыл бұрын
কি অনবদ্য সৃষ্টি
@Audio-Art5 жыл бұрын
আমদের অন্যান্য ছোটগল্প/প্রবন্ধের লিঙ্কঃ ১। বলাই ।। রবীন্দ্রনাথ ঠাকুর - kzbin.info/www/bejne/l4CydH2imdWrbqM ২। একরাত্রি ।। রবীন্দ্রনাথ ঠাকুর - kzbin.info/www/bejne/bqiuYqZmp7qjec0 ৩। অ্যা ডেড উইম্যানস সিক্রেট - গ্যি দ্যা মোপাসাঁ ।। A Dead Woman's Secret by Guy de Maupassant kzbin.info/www/bejne/rYKYn4lvod1pp5I ৪। জাদুঘর ।। বনফুল - kzbin.info/www/bejne/rJfFdmdpgL-Zrqc ৫। চিত্রকর ।। বরীন্দ্রনাথ ঠাকুর - kzbin.info/www/bejne/kJ66ZKWkq92fiNk ৬। যাত্রী ।। সাইফুল বাতেন টিটো - kzbin.info/www/bejne/n32waGh6a86Zm5o ৭। বেড নম্বর ২৯ ।। গ্যি দ্যা মোপাসাঁ’র ছোটগল্প - kzbin.info/www/bejne/q2iwcqelr5iqrpo ৮। মিনু ।। বনফুল-এর ছোটগল্প - kzbin.info/www/bejne/gWjCaIOZbs-ojpI ৯। কালাম কসমোলজিক্যাল আরগুমেন্ট - Kalam Cosmological Argument ।। আসিফ মহিউদ্দিন ।। প্রবন্ধ - kzbin.info/www/bejne/jHvNmGeXrp2Cg5I ১০। লজিক্যাল ফ্যালাসি ।। Logical Fallacy kzbin.info/www/bejne/l4SWaXWPhNF-oa8 ১১। শয়তানের জবানবন্দি ।। আরজ আলী মাতুব্বর - kzbin.info/www/bejne/fnKkiWtueNdlncU ১২। সমাজ গঠনের জন্য নৈতিক ঈশ্বরের প্রয়োজন হয়নি, সমাজের জটিলতাই নির্ধারণ করেছে ধর্ম ও ঈশ্বরের ধারণাকে - kzbin.info/www/bejne/fXetiouhg96Bl68 ১৩। বাংলাদেশের সহজিয়া ব্যান্ডের গান ছোট পাখি গাইলেন মৌসুমি ভৌমিক kzbin.info/www/bejne/i5PXp5yonsZ-nZY
@হরদমপাগলা5 жыл бұрын
""" আরজ আলি মাতুব্বর"""।নাস্তিকদের মাঝে বহুল পরিচিত একটি নাম,যাকে নাস্তিকরা দার্শনিক এবং স্ব-শিক্ষায় শিক্ষিত বলে থাকেন।আসলেই কি আরজ আলি দার্শনিক?¿? "" শয়তানের জবানবন্দি "" আরজ আলির বিখ্যাত একটি প্রবন্ধ। আসুন দেখা যাক এই প্রবন্ধে আরজ আলির কিছু মূর্খতা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। ১)আরজ আলি জানতেন না শয়তান জ্বিনদের একজন।তাই এই প্রবন্ধে শয়তানকে বারবার ফেরেস্তা বলে উল্লেখ করেছেন। ২)আরজ আলির বক্তব্য শয়তানকে আল্লাহর নূর থেকে সৃস্টি করেছেন,যে কারনে শয়তান জাহান্নামের আগুনে জ্বলবে না।এটাও একটা ভূল তত্ত্ব। শয়তান হলো জ্বিনদের অন্তর্ভুক্ত এবং জ্বিন জাতিকে আল্লাহ সৃস্টি করেছেন আগুন দিয়ে। ৩)বয়োজ্যেষ্ঠ মানেই সম্মানিত এর পক্ষ আরজ আলি যে যুক্তি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয়। পদমর্যাদার ক্ষেত্রেও একধরনের সম্মান পরিলক্ষিত হয়।সেনাবাহিনী,নৌ বাহিনী বা অন্যান্য ক্ষেত্রে পুত্র যদি পদমর্যাদায় পিতার চেয়ে উপরে থাকে তাহলে পিতা পুত্রকে সম্মান করতে বাধ্য।আর এই সৃস্টিজগতে কে শ্রেষ্ঠ কে অধম এটা আল্লাহ নির্ধারণ করবেন, আরজ আলি, না। ৪)আরজ আলির বক্তব্য, বেহেস্তে যৌন ক্রিয়া নিষিদ্ধ এর ফলে বেহেস্ত নাপাক হয়ে যায়।তাহলে বেহেস্তে হুরদের কাজটা কি?¿? ৫)আরজ আলি বারবার শয়তানের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বুজাতে চেয়েছেন শয়তান অভিশপ্ত না বরং আল্লাহর বিশেষ রহমতে শয়তান মানুষ এবং ফেরেস্তাদের চেয়ে ভালো আছে। আরজ আলি যদি কুরআন পড়তেন তাহলে অবশ্যই জানতেন, আল্লাহ তায়া’লা শয়তানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন।তার মানে এই নয় যে শয়তান অভিশপ্ত নয়।শয়তান অবশ্যই অভিশপ্ত। 👉সূরা বনি ইসরাইল আয়াত নং৬২, ১৭.৬২ সে বলল, ‘দেখুন, এ ব্যক্তি, যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব’। 👉বনি ইসরাইল আয়াত নং৬৩,১৭.৬৩ তিনি বললেন, ‘যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামই হবে তোমাদের প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসেবে’। ৬)আরজ আলি এই প্রবন্ধে বলেছেন,গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)ছিলেন জ্ঞানহীন।পুরো প্রবন্ধে আরজ আলির মূর্খতা ও অজ্ঞতাই পরিলক্ষিত হয়।আরজ আলি শয়তানের জবানবন্দিতে বলছেন,আদম(আঃ)সৃষ্টির পর ছিলেন শুধুই সজিব পুতুল জ্ঞান বলতে কিছুই ছিল না।অথচ আমরা কুরআন, হাদিস থেকে জানতে পারি আদম(আঃ)কে সৃষ্টির পরপরই ফেরেস্তাদেরকে কিছু জিনিসের নাম বলতে বলা হয়। যে সব জিনিসের নাম ফেরেস্তারা বলতে পারেননি।কিন্তু আদম(আঃ) ঐ সব জিনিসের নাম ঠিক ঠিক বলে দেন।যদি আদম(আঃ)এর জ্ঞান না থাকতো তাহলে কি করে আদম(আঃ)ঐ সব জিনিসের নাম বললেন,যার নাম ফেরেস্তারাও বলতে পারেন নাই? 👇 সূরা বাকারা,আয়াত নং ৩১। সূরা বাকারা,আয়াত নং ৩২। সূরা বাকারা,আয়াত নং৩৩। ৭)আরজ আলির ভাষ্যমতে আদম(আঃ)গন্ধম খাওয়ার পর জ্ঞান লাভ করেন।আদম(আঃ) গন্ধম খাওয়ার পর প্রথম কাজটা কি করেছেন¿?? গন্ধম খাওয়ার ফলে নিজেকে লজ্জিত মনে করেন,এবং সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জ্ঞানীরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শয়তান এবং শয়তানের অনুসারীরা মূর্খ, আহাম্মক যার ফলে তাহারা আল্লাহর সীমালঙ্ঘন করেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। ৮)আরজ আলির বক্তব্য, গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)এর লজ্জাজ্ঞান ছিল না।আদম(আঃ)উলঙ্গ থাকতেন। অথচ,কুরআনে স্পষ্ট ভাবেই বলা আছে গন্ধম খাওয়ার পর আদম(আঃ)ও হাওয়া(আঃ)বিবস্ত্র হয়ে পরেন।তারপর উভয়ই গাছের লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্হান ডাকেন। ৯)কেউ যদি নিজেকে সুপার ম্যান দাবি করে।তাহলে,অবশ্যই তাকে এর স্বপক্ষে প্রমাণ উপস্হাপন করতে হবে।যদি না পারে তাহলে সে মিথ্যাবাদি বলে গন্য হবে। আল্লাহ যেহেতু দাবি করেন তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠা। অবশ্যই আল্লাহকে সবকিছু সৃষ্টি করে দেখাতে হবে,তা না হলে আল্লাহ তার দাবিতে মিথ্যাবাদি বলে গন্য হবে।অতএব ভালো,মন্দ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুই আল্লাহর দাবির বহিঃপ্রকাশ। এবং,আল্লাহতায়ালা তার দাবির পক্ষে সমস্ত প্রমাণ উপস্হাপন করেছেন। ১০)নাস্তিকদের বিশ্বাস আল্লাহ,নাই শয়তান আছে।ক্যামনে কি!শয়তান আসলো কোথা থেকে?শয়তান কি বৈজ্ঞানীকভাবে প্রমাণীত সত্বা???সকল নাস্তিক আল্লাহ,আল্লাহর রাসূল এবং ধর্মের নামে কুৎসা রটনার সময় শয়তানকে ব্যবহার করে!!!HOW FUNNY!!! এই হলো আরজ আলি শয়তানের জবানবন্দির ময়নাতদন্ত। এমন একজন মিথ্যাবাদি,ভূল তত্ব উপস্হাপনকারী দার্শনিক কি করে হয়,এইটাই বুজলাম না।
@rashidm655 жыл бұрын
alam mdmahabubol Excellent. Thank you very much for your explanation. May Allah, The Almighty, live you long with Imman.
@rashidm655 жыл бұрын
Hello my Dear Story Teller, You have a amazing voice. And, I think you are also a smart Man. My one penny advice for you-- please don’t use your beautiful voice to spread the devil’s story where you might act unknowingly as a spokesperson of the devil. Maybe a lot of simple and honest people around us would be misguided before they pass away. On the Judgement Day, you will loose your good credits because it will be transferred to them based on their complaints against you. Please use your amazing beautiful voice to spread Allah’s Words (The Lord of The Whole Universe). I always feel myself that I am a worst kind of man in the whole humanity but I always beg to Him (my Lord) for forgiveness and His blessings. Please pray to Him for His blessings. In addition, any of you can discuss with me about devils and their activities if you’re interested. Kind regards, O-Rashid, Mamoun Ph.D. (Nutri Biochem) British Columbia, Canada.
@farhanhossain63915 жыл бұрын
Aroz Ali mataabar he was a ignorant man
@Simanto_Bisswas2 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি! 🙏🙏 এত গভীরের দর্শন শুনে আমি সত্যিই মুগ্ধ ও বাকরুদ্ধ। আমার আদর্শ আরজ আলী মাতুব্বর!
@sarangimusic33514 жыл бұрын
আরজ আলী মাতব্বর যুগের অন্যতম গুরুত্বপূর্ণ দার্শনিক। তিনি আল্লাহকে দর্শন বা ধারন করেছেন জ্ঞানের মাধ্যমে, বাস্তবতার নিরিখে। এই বিষয় নিয়ে ধর্ম জীবি বা ধর্ম ব্যাবসায়ীরা সমালোচনা করবে এটা খুবই বাস্তব।
@masudsuman87606 ай бұрын
সাধারন একজন আরজ আলীর কতো অসাধারণ উপলব্ধি। শ্রদ্ধা ও ভালোবাসা এই মহান ব্যক্তির প্রতি।
@Audio-Art5 жыл бұрын
আমাদের গল্পের চ্যানেল @Audio Art Story সাবস্ক্রাইব করে সাথে থাকুন৷ kzbin.info/door/0S_fwUQ0sfBraGF1wWu99Q
@Logical-earth2 жыл бұрын
আমার দেখা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ দার্শনিক তিনি যিনি ধর্মান্ধদের মুখে সজোরে চপেটা আঘাত করেছেন তার দার্শনিক মতবাদের মাধ্যমে।
@theweirdworld106 Жыл бұрын
নাস্তিকরা নিজেদের খুব জ্ঞানী মনে করে। প্রকৃতপক্ষে তারাই মূর্খ।
@jamalahmed60173 жыл бұрын
A simple primary read village man how come he knew so many things,incredable.Sure he is one of the ten great men of our whole world.Take my salute sir,You are master of your Subject. .
@Yesstudio-u2w5 ай бұрын
ওনার নাম শুনেছিলাম কিন্তু কোন বই পড়া হয়নি , আজ একটা লেখা শুনলাম ভাল লাগলো , ওনার সৃষ্টি সর্ম্পকে জানার আগ্রহ বেড়ে গেল
@সত্যানুসন্ধান2 жыл бұрын
অসাধারণ প্রবন্ধ, গভীর ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করছি মহান দার্শনিক আরজ আলী মাতুব্বরকে।
@akashsirarschool.45885 жыл бұрын
একজন আদর্শ লিপি শেষ করা মানুষ এতো সুন্দর করে লিখতে পারে তা কেউ কখনো ভাবতে পারে নি,কখনো ভাববে না,অবিশ্বাশ্য!!!আমি তার কথা বিশ্বাস করে নি কিন্তু সে যে কত ভাবতে পারে তার সামান্য উপলব্ধি করলাম।তবে আমার মনে হয় আমরা আমাদের কাজের জন্য নিজেরাই দায়ি,শয়তান নই শয়তান দ্বারা আল্লাহ আমাদের পরিক্ষা করেন মাত্র। কারন আল্লাহ খারাপ কাজ এবং ভালো কাজ দুই ই করতে সহযোগিতা করেন কিন্তু তিনি এর ফল ও জানিয়ে দিয়েছেন,ভালো কাজের ফল ভালো আর খারাপ কাজের ফল খারাপ।পাপ ,পুন্য দুই ই মানুষকে পরিক্ষার নামান্তর,শয়তান অবিশপ্ত নই বরং যারা শয়তান কে অনুসরন করেন তারাই অবিশপ্ত।অসাধারন!অসাধারন!অসাধরন!!!!!!!
@Audio-Art5 жыл бұрын
আমাদের গল্পের চ্যানেল Audio Art Story ।। অডিও আর্ট স্টোরি ঘুরে আসতে পারেন। শুনতে পারেন সাদাত হাসান মান্টোর বিখ্যাত ছোটগল্প ঠান্ডা গোশত। লিঙ্কঃ kzbin.info/www/bejne/oJ-2q2SZatCIg7s
@anwarmamun20204 жыл бұрын
Apni chomotker bolesen! Asomvob medhar adhikari.
@dtales96214 жыл бұрын
এজন্যই তো মহান আল্লাহর তায়ালা শয়তান থেকে বাঁচার জন্যে কোরআন এ প্রথমেই শিখিয়েছেন, ' আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইছি '।
@mahadirahman0965 ай бұрын
এসব বন্ধ করেন বাঙালি মুসলিমদের বিভ্রান্ত করবেন না,, মহান আল্লাহ রব্বুল আলামিনের হিকমা,, নিয়ে কথা বলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন নিয়ে আলোচনা করুন
@eshfaqurkhan9760 Жыл бұрын
I have never seen any writer articulates sarcasm such brilliant way .. simply one of the best essay since "Why I'm not a Christian" by Bertrand Russell .
@khalidbinwalid18555 жыл бұрын
অসাধারণ! যেমন কণ্ঠ, তেমনি উচ্চরন, অসাধারণ সাউন্ড। আজর আলী মাতুব্বরের সবগুলো বইয়ের ভিডিও চাই।
@DMJorge20005 жыл бұрын
শালায় পুরাই ভন্ড।একছের মিথ্যা কথা দিয়া ভরা........
@waztv4573 жыл бұрын
ভাই আপনার নাম টা এত সুন্দর কিন্তু এই শয়তানের বই কেন চান।ভাই প্রত্যেক টা কথা ভুলবাবে বুজানো হচ্ছে।যদি কোরআন এর জ্ঞান একটুও থাকে তাহলে বুজতে পারবেন এটা দাজ্জালের চ্যালাদের কাজ।
@aniksamiurrahman63655 жыл бұрын
"শয়তানের জবানবন্দী" বাংলা সাহিত্যের এক অনন্য রচনা। অডিও আর্ট কে অসংখ্য ধন্যবাদ এই দারুণ রচনাটি আবৃত্তি করে সকলের জন্যে উন্মুক্ত করার জন্যে।
@হরদমপাগলা5 жыл бұрын
""" আরজ আলি মাতুব্বর"""।নাস্তিকদের মাঝে বহুল পরিচিত একটি নাম,যাকে নাস্তিকরা দার্শনিক এবং স্ব-শিক্ষায় শিক্ষিত বলে থাকেন।আসলেই কি আরজ আলি দার্শনিক?¿? "" শয়তানের জবানবন্দি "" আরজ আলির বিখ্যাত একটি প্রবন্ধ। আসুন দেখা যাক এই প্রবন্ধে আরজ আলির কিছু মূর্খতা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। ১)আরজ আলি জানতেন না শয়তান জ্বিনদের একজন।তাই এই প্রবন্ধে শয়তানকে বারবার ফেরেস্তা বলে উল্লেখ করেছেন। ২)আরজ আলির বক্তব্য শয়তানকে আল্লাহর নূর থেকে সৃস্টি করেছেন,যে কারনে শয়তান জাহান্নামের আগুনে জ্বলবে না।এটাও একটা ভূল তত্ত্ব। শয়তান হলো জ্বিনদের অন্তর্ভুক্ত এবং জ্বিন জাতিকে আল্লাহ সৃস্টি করেছেন আগুন দিয়ে। ৩)বয়োজ্যেষ্ঠ মানেই সম্মানিত এর পক্ষ আরজ আলি যে যুক্তি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয়। পদমর্যাদার ক্ষেত্রেও একধরনের সম্মান পরিলক্ষিত হয়।সেনাবাহিনী,নৌ বাহিনী বা অন্যান্য ক্ষেত্রে পুত্র যদি পদমর্যাদায় পিতার চেয়ে উপরে থাকে তাহলে পিতা পুত্রকে সম্মান করতে বাধ্য।আর এই সৃস্টিজগতে কে শ্রেষ্ঠ কে অধম এটা আল্লাহ নির্ধারণ করবেন, আরজ আলি, না। ৪)আরজ আলির বক্তব্য, বেহেস্তে যৌন ক্রিয়া নিষিদ্ধ এর ফলে বেহেস্ত নাপাক হয়ে যায়।তাহলে বেহেস্তে হুরদের কাজটা কি?¿? ৫)আরজ আলি বারবার শয়তানের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বুজাতে চেয়েছেন শয়তান অভিশপ্ত না বরং আল্লাহর বিশেষ রহমতে শয়তান মানুষ এবং ফেরেস্তাদের চেয়ে ভালো আছে। আরজ আলি যদি কুরআন পড়তেন তাহলে অবশ্যই জানতেন, আল্লাহ তায়া’লা শয়তানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন।তার মানে এই নয় যে শয়তান অভিশপ্ত নয়।শয়তান অবশ্যই অভিশপ্ত। 👉সূরা বনি ইসরাইল আয়াত নং৬২, ১৭.৬২ সে বলল, ‘দেখুন, এ ব্যক্তি, যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব’। 👉বনি ইসরাইল আয়াত নং৬৩,১৭.৬৩ তিনি বললেন, ‘যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামই হবে তোমাদের প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসেবে’। ৬)আরজ আলি এই প্রবন্ধে বলেছেন,গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)ছিলেন জ্ঞানহীন।পুরো প্রবন্ধে আরজ আলির মূর্খতা ও অজ্ঞতাই পরিলক্ষিত হয়।আরজ আলি শয়তানের জবানবন্দিতে বলছেন,আদম(আঃ)সৃষ্টির পর ছিলেন শুধুই সজিব পুতুল জ্ঞান বলতে কিছুই ছিল না।অথচ আমরা কুরআন, হাদিস থেকে জানতে পারি আদম(আঃ)কে সৃষ্টির পরপরই ফেরেস্তাদেরকে কিছু জিনিসের নাম বলতে বলা হয়। যে সব জিনিসের নাম ফেরেস্তারা বলতে পারেননি।কিন্তু আদম(আঃ) ঐ সব জিনিসের নাম ঠিক ঠিক বলে দেন।যদি আদম(আঃ)এর জ্ঞান না থাকতো তাহলে কি করে আদম(আঃ)ঐ সব জিনিসের নাম বললেন,যার নাম ফেরেস্তারাও বলতে পারেন নাই? 👇 সূরা বাকারা,আয়াত নং ৩১। সূরা বাকারা,আয়াত নং ৩২। সূরা বাকারা,আয়াত নং৩৩। ৭)আরজ আলির ভাষ্যমতে আদম(আঃ)গন্ধম খাওয়ার পর জ্ঞান লাভ করেন।আদম(আঃ) গন্ধম খাওয়ার পর প্রথম কাজটা কি করেছেন¿?? গন্ধম খাওয়ার ফলে নিজেকে লজ্জিত মনে করেন,এবং সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জ্ঞানীরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শয়তান এবং শয়তানের অনুসারীরা মূর্খ, আহাম্মক যার ফলে তাহারা আল্লাহর সীমালঙ্ঘন করেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। ৮)আরজ আলির বক্তব্য, গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)এর লজ্জাজ্ঞান ছিল না।আদম(আঃ)উলঙ্গ থাকতেন। অথচ,কুরআনে স্পষ্ট ভাবেই বলা আছে গন্ধম খাওয়ার পর আদম(আঃ)ও হাওয়া(আঃ)বিবস্ত্র হয়ে পরেন।তারপর উভয়ই গাছের লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্হান ডাকেন। ৯)কেউ যদি নিজেকে সুপার ম্যান দাবি করে।তাহলে,অবশ্যই তাকে এর স্বপক্ষে প্রমাণ উপস্হাপন করতে হবে।যদি না পারে তাহলে সে মিথ্যাবাদি বলে গন্য হবে। আল্লাহ যেহেতু দাবি করেন তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠা। অবশ্যই আল্লাহকে সবকিছু সৃষ্টি করে দেখাতে হবে,তা না হলে আল্লাহ তার দাবিতে মিথ্যাবাদি বলে গন্য হবে।অতএব ভালো,মন্দ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুই আল্লাহর দাবির বহিঃপ্রকাশ। এবং,আল্লাহতায়ালা তার দাবির পক্ষে সমস্ত প্রমাণ উপস্হাপন করেছেন। ১০)নাস্তিকদের বিশ্বাস আল্লাহ,নাই শয়তান আছে।ক্যামনে কি!শয়তান আসলো কোথা থেকে?শয়তান কি বৈজ্ঞানীকভাবে প্রমাণীত সত্বা???সকল নাস্তিক আল্লাহ,আল্লাহর রাসূল এবং ধর্মের নামে কুৎসা রটনার সময় শয়তানকে ব্যবহার করে!!!HOW FUNNY!!! এই হলো আরজ আলি শয়তানের জবানবন্দির ময়নাতদন্ত। এমন একজন মিথ্যাবাদি,ভূল তত্ব উপস্হাপনকারী দার্শনিক কি করে হয়,এইটাই বুজলাম না।
@riduanrony72925 жыл бұрын
আরজ আলী প্রমান করছে আল্লারে শয়তান গোয়া মারছিলো।
@হরদমপাগলা5 жыл бұрын
@@riduanrony7292 ভাই,আপনারা সমকামী জানিতো বারবার গোয়ার কথা বলে মনে না করালেও চলবো।😄😃😁
@@riduanrony7292। নাস্তিকদের শেষ ভরসা গালাগালি। আরজ আলি ধর্মীয় জ্ঞানহীন ছিল সেটা প্রমান করে দিয়েছি।😀😃😄✌✌🐆😝
@albatrossmelody1741 Жыл бұрын
একজন সত্যের সাধক এবং দার্শনিক ছিলেন আরজ আলী মাতুব্বর.. ❤️❤❤️
@AllamaSiddiki6 ай бұрын
Bal er darshonik chilo😅
@ifteqharhussainkhan82556 ай бұрын
এসব ত্যারা যুক্তি বহুত শুনেছি। এ ব্যাটা এক স্বঘোষিত শয়তান। আল্লাহ কেনো এরুপ করলেন বা ওইরুপ করলেন তার বিচার খোদ শয়তান ও আরজ আলী মাতব্বর দুজনেই করতে যেয়ে বিপথগামী হোয়েছে। এসব দার্শনিকতা কম দেখলাম কি?
@Abin-y1f6 ай бұрын
হ্যাডার দার্শনিক
@fafpresents10815 ай бұрын
@@AllamaSiddiki নবী ও ভগবানদের চেয়ে বেশি ব্রেইন ছিল আরজ আলী মাতুব্বর এর।
@muhammadali22912 жыл бұрын
অসাধারণ মানুষের অসাধারণ বই। উনি বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের একজন
@ishan_shah.2 жыл бұрын
মৌলবাদের বিষদাত এর মারাত্মক ব্যারাম হলেন আরজ আলী মাতুব্বর ✊
@Mitharpoth6 ай бұрын
জয়গুরু জয়গুরু শতকোটি ভক্তি রইল আরজ আলী মাতব্বরের চরণে।
@saikotislamjulhas21556 ай бұрын
se apnr dhormo k follow korto? accept korsilo?
@Mitharpoth5 ай бұрын
@@saikotislamjulhas2155 আরজ আলী মাতব্বর ধর্ম সৃষ্টি করে কোন ধর্মে আছে এটা একসেপ্ট করার কোন প্রশ্নই তো আসে না।
@saikotislamjulhas21555 ай бұрын
@@Mitharpoth apni ki nastik?
@ShurmitaVlogs-076 күн бұрын
আমি 2025 সালে দেখছি আমার মত কে আছেন😊
@debashisdutta81582 жыл бұрын
Aaroj Ali mahtabur the fast profit of humanity in Bangladesh I salute him
@golokchandrabiswas85586 ай бұрын
আরোজ আলী মাতুব্বর আমার প্রিয় একজন লেখক !! তাঁর লেখা আমার খুব পছন্দের !!!! তাঁর লেখায় যে দর্শন, আমাকে মুগ্ধ করে !!! বিনম্র শ্রদ্ধা ,তাঁর প্রতি !!!!🙏🤍🙏
@gktotul75355 жыл бұрын
The best. প্রকৃত মমিনের জন্য। আল্লাহর মানব সৃষ্টি রহস্য জানার জন্য বক্তব্য টি গুরুত্বপুর্ণ।
@খাজাবাবা-ন৮প5 жыл бұрын
তুলনা হয় না।অসাধারন।ধন্যবাদ আরজ আলী মুন্সিকে।
@surerdharay16272 жыл бұрын
তিনি মুন্সী ছিলেন না। তাঁর পুরো নাম - আরজ আলী মাতুব্বর, মহাজ্ঞানী, দার্শনিক, মানবতার দিশারি!
@surerdharay16272 жыл бұрын
অসাধারন, অতুলনীয়, অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুন্দর আর সাবলীল,নির্ভুল উচ্চারন। হদয়গ্রাহী পরিবেশনা। ধন্যবাদ জানিয়ে খাটো করা নয়, বরং কৃতজ্ঞতা রইলো।
@poemnpoetry Жыл бұрын
নির্ভুল উচ্চারণ??? উনি তো ছাগলকে "সাগল" বলেন। আপনিও উনার কাতারে, তাই কোনটা সঠিক উচ্চারণ সেটা না জানলে কি আর করা!
@saajan9297 Жыл бұрын
আপনার দয়া করে ইসলামিক বই পর্যন্তই সীমাবদ্ধ থাকুন। একটা মূল ফাউন্ডেশন যাদের মনে দৃঢ়ভাবে বসে গেছে। আর যাই হোক মুক্তচিন্তা তাদের দ্বারা সম্ভব নয়। তাই নিজের পাল্লা টেনে ধরার প্রবণতা যাদের আছে, তাদের এ অঞ্চলে ঘোরাফেরা করা বৃথা। ইহা এড়িয়ে চলাই আপনাদের মনের জন্য আরামদায়ক। ধন্যবাদ।
@AbcXyz-ek6re6 ай бұрын
মুসলিম ছাড়া সবাই হেদায়েত পেয়েছে বলে আমার মনে হয়। যারা কোরআন পড়ে,বা যারা কোরানের অনুসারী তারা কোরান মানে বলে আমার মনে হয় না। ইসলামি স্কলারদের এই বিষয়টি মিলিয়ে দেখা দরকার য়ে উনি নিজে কোরান মানেন কিনা? কোরানের কোন আয়াতে নিরাকারের কথা উল্লেখ আছে? আমাকে দেখিয়ে দিতে পারলে আমি ইসলাম গ্রহন করব। পক্ষান্তরে নবী যে সপ্তম আকাশে মেরাজের রাতে আল্লাহর সাথে দেখা করতে গেলেন, তার দ্বারা কি আল্লাহ সাকার প্রমাণিত হয় না? দেখা শব্দ কি সাকারের প্রমান দেয় না? নিরাকার কিছু কি দেখা যায়? তাহলে আপনি বা আপনারা কোরানে সাকারের কথা ইংগিত দেওয়া আছে, তা না মেনে, যেটা কোরানে নাই, সেটা মানলে আপনিতো কোরানকে মানেন বলে আমার মনে হয় না। তার মানে সিদ্ধান্ত হচ্ছে কোরান অনুযায়ী আল্লাহ সাকার। দয়া করে এই ছোট হিসাবটা মিলিয়ে নেওয়ার অনুরোধ রহিল। . সূরা নিসা ১১৯ নাম্বার আয়াতে আল্লাহ প্রতিজ্ঞা করেছেন আমি তোমাদেরকে পথ ভ্রষ্ট করব । আর এখানে আল্লাহ অবশ্যই অবশ্যই কথাটি ব্যবহার করেছেন । সুরা আননিসা ১১৯ নাম্বার আয়াতে বলা হয়েছে যদি কেউ পশুপাখির বা জন্তুজানোয়ারের কর্ন ছেদন বা আল্লার সৃষ্টি বিকৃত করে তাহলে সে শয়তানকে অনুসরন করছে। এবং সে জাহান্নামী। অর্থাৎ সে পথভ্রষ্ট। অর্থাৎ এখানে আল্লার সৃষ্টির বিকৃতির কথা বলা হয়েছে। তাহলে প্রশ্ন হল আপনারা যে লিংগছেদন করেন বা মুসলমানি করেন, তা কি আল্লার সৃষ্টির বিকৃতি হয় না? আমি জানি এখন আপনি বিজ্ঞান খুজবেন। তাহলে আল্লাহ ভুল করেছে। আর আপনি এখন সংশোধন করছেন। তাহলে বলেন আল্লাহ বেশী বুদ্ধিমান, নাকি আপনি বেশি বুদ্ধিমান?প্রশ্ন রহিল। এখানে কি আল্লার নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া গেল না? তার মানে আল্লাহকে আপনারা ছোট করলেন না? আর যদি তাই হয় তাহলে আপনারা কাকে অনুসরণ করছেন? প্রশ্ন রইল? এই আয়াতে আল্লাহ ৬ বার অবশ্যই অবশ্যই কথাটি ব্যবহার করছেন। অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করেছেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। তাহলে যে আল্লাহ বলে আমি অবশ্য অবশ্যই পথভ্রষ্ট করব তার এবাদত কেন করব? আর এই আয়াতের মাধ্যমে তিনি মুসলিমদের লিংগ ছেদন করিয়ে সকল মুসলিমদেরকে জাহান্নামের টিকেট ধরিয়ে দিয়েছেন বলে আমার মনে হয়। কারন এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে প্রথম লাইনেই বলে দিয়েছেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। কারন আল্লাহর সৃষ্টিকে যে বিক্রিত করে সে নিশ্চিতভাবে জাহান্নামী। ভুল হলে ব্যাখ্যা দিবেন।
@fazlulhaque5685 жыл бұрын
ধর্ম হল বিশ্বাস। যুক্তি এখানে মূল্যহীন।
@Audio-Art5 жыл бұрын
আমাদের গল্পের চ্যানেল Audio Art Story ঘুরে আসতে পারেন। শুনতে পারেন সাদাত হাসান মান্টোর বিখ্যাত ছোটগল্প ঠান্ডা গোশত। লিঙ্কঃ kzbin.info/www/bejne/oJ-2q2SZatCIg7s
@sksamim86353 ай бұрын
কোথায় কোথায় এত যুক্তি অহেতুক দাবি তাহলে করেন কেনো বা অন্ন ধর্মের প্রতি ঘৃনা বা অযুক্তটি তখন প্রমাণ করতে ব্যাস্ত থাকেন কেনো
@KalonSiful8608 ай бұрын
আমার প্রাণপ্রিয় অভিভাবকের কদম মোবারকের আমার নতশিরে লাখো ভক্তি ও সালাম কেননা তিনি আমাকে সত্যের পথ প্রদর্শন করিয়েছেন এবং এই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন তাই আমি অধম গুনাহগার নিজেকে নিজে অনেক ধন্য মনে করি কেন নয় অতীতে আমাকে কেউ সত্যের বার্তা পৌঁছাইতে সাহায্য করেননি একমাত্র আমার প্রাণ প্রিয় অভিভাবক ব্যতীত তিনি আমাকে সত্যের পথ প্রদর্শন করিয়েছেন ❤🙏❤
@hasimsorkar96823 жыл бұрын
আরজ আলী মাতুব্বর মহা জ্ঞানী ছিলেন।
@rashedulislam2422 жыл бұрын
kzbin.info/www/bejne/mKa6eGicoKuMZsk
@NazmulHossain-zp2ym5 ай бұрын
নিন্মশ্রেনীর বই পড়ে, নিন্মশ্রেনীর যুক্তির গল্প।।।
@diponkordas70262 жыл бұрын
কি অসাধারণ ওনার চিন্তাভাবনা সকল মানুষ যদি এরকম লেখা পড়তো বা শুন্ত তাহলে মানুষ জাতির অনেক উপকার হত । আর আপনাদের উপস্থাপনা খুবই সুন্দর আমি চাই এরকম যত লেখা আছে আপনারা প্রকাশ করুন আমরা তো এসব বই এতো সহজে পাবো না আপনাদের সহযোগিতায় আমরা শুনতে পারি
@diponkordas70262 жыл бұрын
আপনাদেরকে ধন্যবাদ বলে ছোট করতে চাই না আপনাদের প্রতি ভালোবাসা অবিরাম 💖💖
@sadiakarim2859 Жыл бұрын
আরজ আলী সমীপে বইটিও খোঁজে পড়ে নিয়েন আরিফ আজাদ যোগ্য জবাব দিছে এ লেখেনির😂
@kadirahmed64752 жыл бұрын
শয়তান না থাকলে ও মানুষ শয়তানি করত, আল্লাহ সবাইরে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন
@mehedihasanprovat16462 жыл бұрын
Aroj Ali Matubbor tar iccha tei shoytan er promotoion kore gelo. Mone hoy tini shoytan er kono attio chilo tai tar mon er shb kotha bujhte parsilo.😆
@ukbd30545 ай бұрын
না। কারন মানুষের অন্তরে শয়তান প্ররচনা দেয়
@mdbabul10082 жыл бұрын
ভাই,আমি আপনার জন্য অনেক বই না কিনে বিনা খরচে তার বিষয় জানতে পারি, ধন্যবাদ আপনাকে।
@asitbar39865 жыл бұрын
খুব খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে।।
@Audio-Art5 жыл бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমাদের পাশে থাকুন সবসময়।
@Audio-Art5 жыл бұрын
আমাদের গল্পের চ্যানেল Audio Art Story ।। অডিও আর্ট স্টোরি ঘুরে আসতে পারেন। শুনতে পারেন সাদাত হাসান মান্টোর বিখ্যাত ছোটগল্প ঠান্ডা গোশত। লিঙ্কঃ kzbin.info/www/bejne/oJ-2q2SZatCIg7s
@kaminabegum12523 жыл бұрын
@@Audio-Art 6
@hussain1212-u2el5 ай бұрын
বাংলা সাহিত্য জগতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক আরজ আলী মাতব্বর ।
@subbirphysics50518 ай бұрын
আমি, কসমোলজিতেরিলেটিভিটিতে, তার প্রশ্ন পরেছিলাম। তিনি আমার বিভাগের মানুষ। তাঁর শিক্ষাগত যোগ্যতা শুনে আরো বেশি আচার্য হলাম।
@ahedulhoquetaluckder43685 жыл бұрын
আমার নাম মোঃ অহেদুল হক তালুকদার (Md Ahedul Hoque Taluckder) । আমি এক সময় আরজ মঞ্জিল লাইব্রেরির পরিচালনা কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলাম। 2013 সালে আমরা লামচরি গ্রামে বই মেলার আয়োজন করেছিলাম। ঐ বই মেলায় আমি এবং সদস্য আইউব হোসেন যিনি বর্তমানে ক্যান্সারে ভুগছেন) সঞ্চালনের দায়িত্ব পালন করেছিলাম। আমরা তখন স্মারক নামে একটি ম্যাগাজিন প্রকাশ করি। যার 40 পৃষ্ঠায় আমার লেখা একমাত্র একটি ইংরেজি কবিতা ছাপা হয়।। আমি একসময় আরজ আলীর মুরিদ ছিলাম। আমি তার রচনা সমগ্র পড়েছি। সংক্ষেপে শুধু বলতে চাই, আপনারা আরজ আলী মাতুব্বর সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন না।। উনার জ্ঞান ও পান্ডিত্যের যথেষ্ট ঘাটতি আমি আবিষ্কার করেছি। উনি বাংলা ছাড়া অন্য কোন ভাষা জানতেন না। ফলে ঐ আদিকালে বাংলা ভাষায় প্রাপ্ত সামান্য যা বই-পুস্তক পেয়েছিল, তাই অধ্যয়ন করেছিলেন। ধর্ম সম্পর্কে তার পান্ডিত্যের অভাব ছিল। উনি বেদ-বাইবেল-ত্রিপিটক-কোরান কখনও সরাসরি অধ্যয়ন করেননি। উনি লোক মুখের কথা এবং বাজারে প্রাপ্ত ধর্ম সম্পর্কে অন্যের লেখা চটি বইকেই মুলত রেফারেন্স হিসেবে নিয়েছেন। যেহেতু তখনকার দিনে এসবের বাংলা ভাষা পাওয়া দুষ্কর ছিল।। জ্ঞান ও পান্ডিত্যের সীমাবদ্ধতার জন্য তিনি পথভ্রষ্টঅভিযাত্রীর দলভুক্ত হয়ে পড়েন। বর্তমানে দেখছি কিছু ইসলাম বিদ্বেষীরা তাঁকে ব্যবহার করে, বিভ্রান্তি প্রচার করে মুসলমান তরুণ সমাজকে নাস্তিক্যবাদ তথা হিন্দুত্ববাদের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে, যা ঠিক নয়। আমরা জানি "নাস্তিক্যবাদ" হিন্দু ধর্মের একটি শাখাও বটে। সুতারাং, যেহেতু মুসলমান সন্তানদেরকে হিন্দু ধর্মের "গরু উপ ধর্ম" দীক্ষিত করা সম্ভব না। তাই এই নাস্তিক্যবাদকে বিজ্ঞানের একটু ফ্লেবার মিশিয়ে সুঘ্রাণময় ও চাকচিক্যময় করে তুলে ধরা হচ্ছে মুসলমান তরুণ প্রজন্মের কাছে। কারণ, উভয়ের উদ্দেশ্য ও লক্ষ্যে এক ও অভিন্ন।। ইসলাম বিদ্বেষীরা ভালভাবেই জানে ও বোঝে যে, ইসলামের সাথে প্রতিযোগিতায় যুক্তি-তর্কে-প্রমাণে পৃথিবীর কোন ধর্মই টিকতে পারবে না। তাইতো, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে ঘায়েল করতে বিজ্ঞানের মোড়কে পেঁচানো এই "নাস্তিক্যবাদকে" অস্ত্র হিসেবে ব্যবহার করছে। উল্লেখ্য, ডারউইনের "বিবর্তনবাদ" কোন প্রমাণিত বৈজ্ঞানিক সত্য নয়। এটি "হাইপোথিসিস" বা অনুমান নির্ভর তত্ব মাত্র। যদিও এই তত্ব ডারউইনের আগেও বিদ্যমান ছিল। তবে প্রমাণিত নয়। বিশ্ব ব্যাপী ইসলামের দুশমনরা এই তত্বকে বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে অপপ্রচার করে ইসলামের বাধ ভাঙা স্রোতের গতিতে বাধাগ্রস্থ করতে চাচ্ছে। কিন্তু ওরা শিক্ষিত বোকা।। কারণ, মানুষ এখন মুর্খ নাই, পড়াশুনা করে, গবেষণা করছে। পৃথিবীর সবচাইতে সম্প্রসারণশীল মতবাদ বা আইডিওলজি হচ্ছে ইসলাম। আপনারা এখন সবাই জানেন যে, মহা জ্ঞানী ডাঃ জাকির নায়েক এই পৃথিবী নামক গ্রহের আটশত কোটি দর্শক বিশিষ্ট উন্মুক্ত মঞ্চে বেদ-গীতা-পুরাণ-বাইবেল-কোরান-ত্রিপিটক-বিজ্ঞান দ্বারা প্রমাণ করে দিয়েছেন যে, "ইসলামই হচ্ছে মানবজাতির জন্য ঈশ্বরের মনোনীত একমাত্র আদি-অন্ত- চূড়ান্ত সত্য ধর্ম, বাকি সব মানুষের বানোয়াট"। যেসবগুলিতে আছে সত্য ও মিথ্যার মিশ্রণ"।। এতেই ইসলাম বিদ্বেষীদের মাথা খারাপ হয়ে গেছে। বরিশালের বামপন্থী কিছু রাজনৈতিক দলও তাঁকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। অথচ, আরজ আলী মাতুব্বর কোন দিন কোন রাজনৈতিক দলের ব্যানারে দাড়াননি। আরজ আলী মাতুব্বরে রচিত "সত্যের সন্ধান" বইটির সব গুলি প্রশ্নের উত্তর আমি দিতে এখন পারি। চাইলে কেউ এ ব্যাপারে আমার সাথে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। উনি কোন দার্শনিক নন, কারণ, দর্শনের কোন সূত্র উনি আবিষ্কার করতে পারেননি। ওনাকে শ্রদ্ধা করতে হবে জ্ঞানের প্রতি তার অদম্য স্পৃহার জন্য, তার রচনার জন্য নয়। কারণ, তার রচনা এখন মেয়াদউত্তীর্ণ ঔষধের মতো।। আমার পরিচয়টা আরজ আলী মাতুব্বরের নাতী শামীম মাতুব্বরের কাছ থেকে জেনে নিবেন।। প্রয়োজনে ফোন করতে পারেন : 01757440311
@সানজিদারহমান-থ৫দ5 жыл бұрын
Ahedul Hoque, Thanks a lot for your elaborated explanation. I strongly believe that aroz ali was an anti Islamic person.
@sazeebadhykaryswagata65594 жыл бұрын
তালুকদারসাব আপনাদের আমরা চিনি। নিজেদের মুখোশ উন্মোচন হয়ে যাবে তাই ভয় পাচ্ছেন। এটা পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু কি করার সত্যকেতো আর চাঁপা দিয়ে যুগেরপর যুগ রাখা যায় না।
@Shopnoba-fl3tf10 ай бұрын
Vai apni akhane ki korchen....asob video apnar jonno noy
@moinulislamkanak30889 ай бұрын
এব্যাপারে কিছু তথ্য আমার প্রয়োজন, মানে আরজ সাহেবের সীমাবদ্ধতার ব্যাপারে
@mdsamiulislam65136 ай бұрын
@@sazeebadhykaryswagata6559😂😂😂😂
@MmMm-nj6id2 жыл бұрын
এ,এক অনবদ্য নব নব নব লেখনী ✌️❤️💞💕
@mohammadhazratali85026 ай бұрын
অসাধারণ সুন্দর আলোচনা,,, গভীর জ্ঞানের বিকাশ ঘটেছে,,, ❤❤❤❤❤❤❤
@rahman62605 жыл бұрын
খুব ভালো l অসাধারণ রচনা l অনেক শিক্ষা পাওয়ার আছে l সমাজ পরিবর্তনে বিশেষ কার্যকরী পোস্ট l অভিনন্দন, ধন্যবাদ l
@mdmaruf71172 жыл бұрын
আমার মনে হয় তিনি একজন গভির চিন্তাবিদ ছিলেন।। সাধকের আলামত পাওয়া যায়। ❤️🙏
@kamalahmad13155 жыл бұрын
Very Good Video. Thanks. Many thanks........... .........
@হরদমপাগলা5 жыл бұрын
""" আরজ আলি মাতুব্বর"""।নাস্তিকদের মাঝে বহুল পরিচিত একটি নাম,যাকে নাস্তিকরা দার্শনিক এবং স্ব-শিক্ষায় শিক্ষিত বলে থাকেন।আসলেই কি আরজ আলি দার্শনিক?¿? "" শয়তানের জবানবন্দি "" আরজ আলির বিখ্যাত একটি প্রবন্ধ। আসুন দেখা যাক এই প্রবন্ধে আরজ আলির কিছু মূর্খতা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। ১)আরজ আলি জানতেন না শয়তান জ্বিনদের একজন।তাই এই প্রবন্ধে শয়তানকে বারবার ফেরেস্তা বলে উল্লেখ করেছেন। ২)আরজ আলির বক্তব্য শয়তানকে আল্লাহর নূর থেকে সৃস্টি করেছেন,যে কারনে শয়তান জাহান্নামের আগুনে জ্বলবে না।এটাও একটা ভূল তত্ত্ব। শয়তান হলো জ্বিনদের অন্তর্ভুক্ত এবং জ্বিন জাতিকে আল্লাহ সৃস্টি করেছেন আগুন দিয়ে। ৩)বয়োজ্যেষ্ঠ মানেই সম্মানিত এর পক্ষ আরজ আলি যে যুক্তি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয়। পদমর্যাদার ক্ষেত্রেও একধরনের সম্মান পরিলক্ষিত হয়।সেনাবাহিনী,নৌ বাহিনী বা অন্যান্য ক্ষেত্রে পুত্র যদি পদমর্যাদায় পিতার চেয়ে উপরে থাকে তাহলে পিতা পুত্রকে সম্মান করতে বাধ্য।আর এই সৃস্টিজগতে কে শ্রেষ্ঠ কে অধম এটা আল্লাহ নির্ধারণ করবেন, আরজ আলি, না। ৪)আরজ আলির বক্তব্য, বেহেস্তে যৌন ক্রিয়া নিষিদ্ধ এর ফলে বেহেস্ত নাপাক হয়ে যায়।তাহলে বেহেস্তে হুরদের কাজটা কি?¿? ৫)আরজ আলি বারবার শয়তানের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বুজাতে চেয়েছেন শয়তান অভিশপ্ত না বরং আল্লাহর বিশেষ রহমতে শয়তান মানুষ এবং ফেরেস্তাদের চেয়ে ভালো আছে। আরজ আলি যদি কুরআন পড়তেন তাহলে অবশ্যই জানতেন, আল্লাহ তায়া’লা শয়তানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন।তার মানে এই নয় যে শয়তান অভিশপ্ত নয়।শয়তান অবশ্যই অভিশপ্ত। ৬)আরজ আলি এই প্রবন্ধে বলেছেন,গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ) ছিলেন জ্ঞানহীন।পুরো প্রবন্ধে আরজ আলির মূর্খতা ও অজ্ঞতাই পরিলক্ষিত হয়। আরজ আলি শয়তানের জবানবন্দিতে বলছেন,আদম(আঃ)সৃষ্টির পর ছিলেন শুধুই সজিব পুতুল জ্ঞান বলতে কিছুই ছিল না।অথচ আমরা কুরআন, হাদিস থেকে জানতে পারি আদম(আঃ)কে সৃষ্টির পরপরই ফেরেস্তাদেরকে কিছু জিনিসের নাম বলতে বলা হয়। যে সব জিনিসের নাম ফেরেস্তারা বলতে পারেননি।কিন্তু আদম(আঃ) ঐ সব জিনিসের নাম ঠিক ঠিক বলে দেন।যদি আদম(আঃ)এর জ্ঞান না থাকতো তাহলে কি করে আদম(আঃ)ঐ সব জিনিসের নাম বললেন,যার নাম ফেরেস্তারাও বলতে পারেন নাই? সূরা বাকারা,আয়াত নং ৩১।আর আল্লাহ তা’আলা শিখালেন আদমকে সমস্ত বস্তু-সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু-সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্য হয়ে থাক। সূরা বাকারা,আয়াত নং ৩২।তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় তুমিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা। সূরা বাকারা,আয়াত নং৩৩। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আসমান ও যমীনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভাল করেই অবগত রয়েছি? এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ কর, আর যা তোমরা গোপন কর! ৭)আরজ আলির ভাষ্যমতে আদম(আঃ)গন্ধম খাওয়ার পর জ্ঞান লাভ করেন।আদম(আঃ) গন্ধম খাওয়ার পর প্রথম কাজটা কি করেছেন¿?? গন্ধম খাওয়ার ফলে নিজেকে লজ্জিত মনে করেন,এবং সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জ্ঞানীরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শয়তান এবং শয়তানের অনুসারীরা মূর্খ, আহাম্মক যার ফলে তাহারা আল্লাহর সীমালঙ্ঘন করেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। ৮)আরজ আলির বক্তব্য, গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)এর লজ্জাজ্ঞান ছিল না।আদম(আঃ)উলঙ্গ থাকতেন। অথচ,কুরআনে স্পষ্ট ভাবেই বলা আছে গন্ধম খাওয়ার পর আদম(আঃ)ও হাওয়া(আঃ)বিবস্ত্র হয়ে পরেন।তারপর উভয়ই গাছের লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্হান ডাকেন। ৯) অসমাপ্ত, চলবে
@akashtalukder6575 ай бұрын
❤❤❤❤❤
@iftakharulislamrasel87182 жыл бұрын
শয়তানই শয়তানের সাফাই গায়।
@AlayeaAktar-z7qАй бұрын
হৃদয় ছুয়ে যায় কথাগুলো শুনে
@insulinn94653 жыл бұрын
এটা শুনে যারা দ্বিধায় ভুগছেন, তাদের বলবো, আরিফ আজাদের " আরজ আলী সমীপে " বইটা পড়ার জন্য! 🖤
@lalonfakir93503 жыл бұрын
হ্যা পড়েছি | টো কি হলো ? আরিফ বুদ্ধিবৃত্তিক অসততা করে , দ্বিতীয়ত সে লজিক্যাল ফ্যালাসি করে ؛ ৩) তার বইয়ে তিনি নাস্তিকরা যেসব যুক্তি দেন না সেসব দুর্বল যুক্তি নাস্তিকের মুখে লাগিয়ে তারপর নাস্তিক পক্ষকে হারিয়ে দিয়েছেন | তিনি Strawman Fallacy ব্যবহার করেছেন যা অসততা | আরিফ কেন সরাসরি তার যুক্তিগুলি নিয়ে নাস্তিক ব্লগারদের লাইভ অনুষ্ঠানে তর্ক করতে আসেনা ? পারলে আসিফ মহিউদ্দিনের সঙ্গে লাইভ অনুষ্ঠানে চ্যালেঞ্জ নিয়ে আসুক | অবশ্য আসিফ মহিউদ্দিন তার মতো চ্যাংড়া পোলাপানের সঙে বিতর্ক করে নিজের পজিশন নষ্ট করবে কিনা সন্দেহ আছে |
@Neon_Ahmed_Noor Жыл бұрын
আপনাদের ছাগু আজাদের কুযুক্তি ও তার খন্ডন - ১: শয়তান যদি জ্বীন হয় তাহলে তাহলে শয়তান তো কোনো ভুল কাজ করেনি কারন আপনের আল্লায় ফেরেস্তাদেরকে আদমকে সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছিল। ২: শয়তান যদি জ্বীন হয় এবং জ্বীন যদি আগুনের তৈরি হয় তাহলে আপনের আল্লায় আগুন দিয়া কি আগুন পোড়াইবে? মূর্খের মত একটা কথা কইয়া দিলেই কি যুক্তি খন্ডন হয়ে যায়? ৩: বয়জৈষ্ঠ হলেই তাকে সম্মান দিতে হবে। যদি পদমর্যাদায় নিজের বয়সের থেকে ছোটও হয় তাহলে তাকেও সম্মান দিতে হবে কিন্তু তার মানে এই না যে পদমর্যাদায় উপরে হলেই তাকে সেজদা দিতে হবে। আর তাছাড়া ক্ষমতা জ্ঞান বুদ্ধি ও বয়সের ক্ষেত্রেও শয়তান আদমের অনেক অনেক উপরে তাহলে আদমকে শয়তান কেন সেজদা দিবে? ৪: কেয়ামত বা হাশরের আগে বেহেস্তের মধ্যে সেক্স করা যাবে বা জায়েজ আছে এইরকম একটা রেফারেন্স কি দিতে পারবেন? আর তাছাড়া সেক্স করার পর যদি অপবিত্র বা নাপাক না হয় তাহলে ফরজ গোসলের দরকার কি? আর গন্ধম খাওয়ার আগে কেন আদম হাওয়া সেক্স করেনাই? ৫: আপবার এই পয়েন্টির যথাযথ উত্তর তো আরজ আলি স্যার দিয়েই রেখেছেন। আপনারা যেইটাকে অবকাশ বলেন ঐটাই আসলে জ্ঞান বুদ্ধি ও যৌক্তিকতার সম্মান বা পুরস্কার। ৬: রোবোটের মত কোনো কিছুর নাম টপাটপ তোতাপাখির মত বলে যাওয়াই জ্ঞান? সব কিছুর নাম আল্লায় আদমের মধ্যে প্রোগ্রাম করেছে কিন্তু সেইটা তার জ্ঞান নয় শুধুমাত্র মুখস্ত বিদ্যা বা রোবট বলা যেতে পারে। নিজে নিজে কিছু চিন্তা ভাবনা করতে না পারলে সেইটাকে তখন আর জ্ঞান বলা যায় না। ৭: আপনি নিজেই বলেছেন যে আদম গন্ধম খাওয়ার পরেই লজ্জা অনুভব করেছেন। অর্থাৎ গন্ধম খাওয়ার পরেই আদম ও হাওয়ার জ্ঞান হয়েছে এর আগে নয়। আপনার এই পয়েন্টে আপনি নিজেই ধরা খেয়েছেন। 😂 ৮: কোন সূরার কত নং আয়াতে স্পষ্ট করে বলা আছে গন্ধম খাওয়ার পরে আদম হাওয়া বিবস্ত্র হয়ে পড়েছিলো সেই সূরার সেই আয়াতখানা দিন। ৯: দাবী আর প্রমাণ এক জিনিস নয়। আমিও দাবী করতে পারি আগের জন্মে আপনি আমার কাছ থেকে ১ কোটি টাকা ধার নিয়েছিলেন এখন আমার টাকাটা দিন। আমি এই দাবী করলেই কি আমার দাবী প্রমাণিত হয়ে যাবে? না হবে না। এর জন্য আমাকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। অতএব আল্লায় একটা আজগুবি দাবী করলেই সেইটা প্রমাণিত সত্য হয়ে যায় না। ১০: সার্কাজম বোঝার জ্ঞান কি আপনার হইছে হয়নাই। আপনারা যেসব আল্লাহ, শয়তান ফেরেস্তা, জ্বীন নামক কাল্পনিক ভুতের কিচ্ছা কাহিনী বানিয়েছেন আমরাও তেমন আপনাদের এইসব কিচ্ছা কাহিনী যে কতটা অবাস্তব ও অযৌক্তিক সেইটাই আপনাদেরকে আপনাদের কল্পিত গল্প দিয়েই বোঝাই। এই সামান্য বিষয় বোঝেননা বলেই তো আপনারা মূর্খ মুমিন! আশা করি বুঝেছেন। ধন্যবাদ।
@sheikhuschas17316 ай бұрын
আবাল @@lalonfakir9350
@monirhossain-mk4zr5 ай бұрын
বইটি পাওয়ার উপায়?
@MehediHasan-ii7cm5 ай бұрын
আরিফ আজাদ খুবই বলদ টাইপের যুক্তি দেয়।
@tusharsingha71186 ай бұрын
❤❤❤❤চমঘ চমৎকার
@md.jubaerhossain65305 жыл бұрын
অসাধারণ, দর্শনে ভরা। আপনায় কোটি কোটি শ্রদ্ধা। অবশ্য অন্ধবাদী দের ভাল লাগবে না।
@rafiraj50676 ай бұрын
প্রিয় দার্শনিকের জন্য বিনম্র শ্রদ্ধা।
@shahidahmed80735 жыл бұрын
মনে হল যেন দুটোই শয়তান !!!এক শয়তান বলেছে আর লেখক সহ আরো অসংখ্য শয়তান শুনছে।
@goutamdas91722 жыл бұрын
Apnio ekjan saitan.
@Neon_Ahmed_Noor Жыл бұрын
তারমধ্যে আপনিও এক শয়তান😂😂😂😂
@KacherTukroАй бұрын
কি অসাধারণ চিন্তাভাবনা কল্পনা করা যায়।
@iblishshoytan56915 жыл бұрын
জানিয়া খুব খুশি হইলাম যে আমার জবানবন্দি পঠিত হইয়াছে। ধন্যবাদ আরজকে, ধন্যপাদ যে পড়েছে তাকে।
@হরদমপাগলা5 жыл бұрын
""" আরজ আলি মাতুব্বর"""।নাস্তিকদের মাঝে বহুল পরিচিত একটি নাম,যাকে নাস্তিকরা দার্শনিক এবং স্ব-শিক্ষায় শিক্ষিত বলে থাকেন।আসলেই কি আরজ আলি দার্শনিক?¿? "" শয়তানের জবানবন্দি "" আরজ আলির বিখ্যাত একটি প্রবন্ধ। আসুন দেখা যাক এই প্রবন্ধে আরজ আলির কিছু মূর্খতা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। ১)আরজ আলি জানতেন না শয়তান জ্বিনদের একজন।তাই এই প্রবন্ধে শয়তানকে বারবার ফেরেস্তা বলে উল্লেখ করেছেন। ২)আরজ আলির বক্তব্য শয়তানকে আল্লাহর নূর থেকে সৃস্টি করেছেন,যে কারনে শয়তান জাহান্নামের আগুনে জ্বলবে না।এটাও একটা ভূল তত্ত্ব। শয়তান হলো জ্বিনদের অন্তর্ভুক্ত এবং জ্বিন জাতিকে আল্লাহ সৃস্টি করেছেন আগুন দিয়ে। ৩)বয়োজ্যেষ্ঠ মানেই সম্মানিত এর পক্ষ আরজ আলি যে যুক্তি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয়। পদমর্যাদার ক্ষেত্রেও একধরনের সম্মান পরিলক্ষিত হয়।সেনাবাহিনী,নৌ বাহিনী বা অন্যান্য ক্ষেত্রে পুত্র যদি পদমর্যাদায় পিতার চেয়ে উপরে থাকে তাহলে পিতা পুত্রকে সম্মান করতে বাধ্য।আর এই সৃস্টিজগতে কে শ্রেষ্ঠ কে অধম এটা আল্লাহ নির্ধারণ করবেন, আরজ আলি, না। ৪)আরজ আলির বক্তব্য, বেহেস্তে যৌন ক্রিয়া নিষিদ্ধ এর ফলে বেহেস্ত নাপাক হয়ে যায়।তাহলে বেহেস্তে হুরদের কাজটা কি?¿? ৫)আরজ আলি বারবার শয়তানের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বুজাতে চেয়েছেন শয়তান অভিশপ্ত না বরং আল্লাহর বিশেষ রহমতে শয়তান মানুষ এবং ফেরেস্তাদের চেয়ে ভালো আছে। আরজ আলি যদি কুরআন পড়তেন তাহলে অবশ্যই জানতেন, আল্লাহ তায়া’লা শয়তানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন।তার মানে এই নয় যে শয়তান অভিশপ্ত নয়।শয়তান অবশ্যই অভিশপ্ত। ৬)আরজ আলি এই প্রবন্ধে বলেছেন,গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ) ছিলেন জ্ঞানহীন।পুরো প্রবন্ধে আরজ আলির মূর্খতা ও অজ্ঞতাই পরিলক্ষিত হয়। আরজ আলি শয়তানের জবানবন্দিতে বলছেন,আদম(আঃ)সৃষ্টির পর ছিলেন শুধুই সজিব পুতুল জ্ঞান বলতে কিছুই ছিল না।অথচ আমরা কুরআন, হাদিস থেকে জানতে পারি আদম(আঃ)কে সৃষ্টির পরপরই ফেরেস্তাদেরকে কিছু জিনিসের নাম বলতে বলা হয়। যে সব জিনিসের নাম ফেরেস্তারা বলতে পারেননি।কিন্তু আদম(আঃ) ঐ সব জিনিসের নাম ঠিক ঠিক বলে দেন।যদি আদম(আঃ)এর জ্ঞান না থাকতো তাহলে কি করে আদম(আঃ)ঐ সব জিনিসের নাম বললেন,যার নাম ফেরেস্তারাও বলতে পারেন নাই? সূরা বাকারা,আয়াত নং ৩১। সূরা বাকারা,আয়াত নং ৩২।তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় তুমিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা। সূরা বাকারা,আয়াত নং৩৩। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আসমান ও যমীনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভাল করেই অবগত রয়েছি? এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ কর, আর যা তোমরা গোপন কর! ৭)আরজ আলির ভাষ্যমতে আদম(আঃ)গন্ধম খাওয়ার পর জ্ঞান লাভ করেন।আদম(আঃ) গন্ধম খাওয়ার পর প্রথম কাজটা কি করেছেন¿?? গন্ধম খাওয়ার ফলে নিজেকে লজ্জিত মনে করেন,এবং সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জ্ঞানীরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শয়তান এবং শয়তানের অনুসারীরা মূর্খ, আহাম্মক যার ফলে তাহারা আল্লাহর সীমালঙ্ঘন করেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। ৮)আরজ আলির বক্তব্য, গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)এর লজ্জাজ্ঞান ছিল না।আদম(আঃ)উলঙ্গ থাকতেন। অথচ,কুরআনে স্পষ্ট ভাবেই বলা আছে গন্ধম খাওয়ার পর আদম(আঃ)ও হাওয়া(আঃ)বিবস্ত্র হয়ে পরেন।তারপর উভয়ই গাছের লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্হান ডাকেন। ৯)কেউ যদি নিজেকে সুপার ম্যান দাবি করে।তাহলে,অবশ্যই তাকে এর স্বপক্ষে প্রমাণ উপস্হাপন করতে হবে।যদি না পারে তাহলে সে মিথ্যাবাদি বলে গন্য হবে। আল্লাহ যেহেতু দাবি করেন তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠা। অবশ্যই আল্লাহকে সবকিছু সৃষ্টি করে দেখাতে হবে,তা না হলে আল্লাহ তার দাবিতে মিথ্যাবাদি বলে গন্য হবে।অতএব ভালো,মন্দ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুই আল্লাহর দাবির বহিঃপ্রকাশ। এবং,আল্লাহতায়ালা তার দাবির পক্ষে সমস্ত প্রমাণ উপস্হাপন করেছেন। ১০)নাস্তিকদের বিশ্বাস আল্লাহ,নাই শয়তান আছে।ক্যামনে কি!শয়তান আসলো কোথা থেকে?শয়তান কি বৈজ্ঞানীকভাবে প্রমাণীত সত্বা???সকল নাস্তিক আল্লাহ,আল্লাহর রাসূল এবং ধর্মের নামে কুৎসা রটনার সময় শয়তানকে ব্যবহার করে!!!HOW FUNNY!!! এই হলো আরজ আলি শয়তানের জবানবন্দির ময়নাতদন্ত। এমন একজন মিথ্যাবাদি,ভূল তত্ব উপস্হাপনকারী দার্শনিক কি করে হয়,এইটাই বুজলাম না।
@nusrathuq70865 жыл бұрын
alam mdmahabubol বাকি অংশও চাই 😊
@rashidm655 жыл бұрын
Go to Hell.
@shaheenulislam39065 жыл бұрын
Mistake
@lopaahmmed24495 жыл бұрын
ঠিক বলেছেন একদম
@Nirvnirjhor Жыл бұрын
আমি আপনার কন্ঠের ভীষণ বড় ভক্ত।
@priyobangladesh85185 жыл бұрын
আদম হাওয়া আল্লাহর কাছে ক্ষমাচেয়েছে কিন্তু শয়তান ক্ষমা চায়নি। সে অহংকার করেছে।
@riduanrony72925 жыл бұрын
শয়তান কি আল্লারে গোয়া মারছে যে মাফ চাইবে?
@হরদমপাগলা5 жыл бұрын
@@riduanrony7292. """ আরজ আলি মাতুব্বর"""।নাস্তিকদের মাঝে বহুল পরিচিত একটি নাম,যাকে নাস্তিকরা দার্শনিক এবং স্ব-শিক্ষায় শিক্ষিত বলে থাকেন।আসলেই কি আরজ আলি দার্শনিক?¿? "" শয়তানের জবানবন্দি "" আরজ আলির বিখ্যাত একটি প্রবন্ধ। আসুন দেখা যাক এই প্রবন্ধে আরজ আলির কিছু মূর্খতা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। ১)আরজ আলি জানতেন না শয়তান জ্বিনদের একজন।তাই এই প্রবন্ধে শয়তানকে বারবার ফেরেস্তা বলে উল্লেখ করেছেন। ২)আরজ আলির বক্তব্য শয়তানকে আল্লাহর নূর থেকে সৃস্টি করেছেন,যে কারনে শয়তান জাহান্নামের আগুনে জ্বলবে না।এটাও একটা ভূল তত্ত্ব। শয়তান হলো জ্বিনদের অন্তর্ভুক্ত এবং জ্বিন জাতিকে আল্লাহ সৃস্টি করেছেন আগুন দিয়ে। ৩)বয়োজ্যেষ্ঠ মানেই সম্মানিত এর পক্ষ আরজ আলি যে যুক্তি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয়। পদমর্যাদার ক্ষেত্রেও একধরনের সম্মান পরিলক্ষিত হয়।সেনাবাহিনী,নৌ বাহিনী বা অন্যান্য ক্ষেত্রে পুত্র যদি পদমর্যাদায় পিতার চেয়ে উপরে থাকে তাহলে পিতা পুত্রকে সম্মান করতে বাধ্য।আর এই সৃস্টিজগতে কে শ্রেষ্ঠ কে অধম এটা আল্লাহ নির্ধারণ করবেন, আরজ আলি, না। ৪)আরজ আলির বক্তব্য, বেহেস্তে যৌন ক্রিয়া নিষিদ্ধ এর ফলে বেহেস্ত নাপাক হয়ে যায়।তাহলে বেহেস্তে হুরদের কাজটা কি?¿? ৫)আরজ আলি বারবার শয়তানের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বুজাতে চেয়েছেন শয়তান অভিশপ্ত না বরং আল্লাহর বিশেষ রহমতে শয়তান মানুষ এবং ফেরেস্তাদের চেয়ে ভালো আছে। আরজ আলি যদি কুরআন পড়তেন তাহলে অবশ্যই জানতেন, আল্লাহ তায়া’লা শয়তানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন।তার মানে এই নয় যে শয়তান অভিশপ্ত নয়।শয়তান অবশ্যই অভিশপ্ত। ৬)আরজ আলি এই প্রবন্ধে বলেছেন,গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ) ছিলেন জ্ঞানহীন।পুরো প্রবন্ধে আরজ আলির মূর্খতা ও অজ্ঞতাই পরিলক্ষিত হয়। আরজ আলি শয়তানের জবানবন্দিতে বলছেন,আদম(আঃ)সৃষ্টির পর ছিলেন শুধুই সজিব পুতুল জ্ঞান বলতে কিছুই ছিল না।অথচ আমরা কুরআন, হাদিস থেকে জানতে পারি আদম(আঃ)কে সৃষ্টির পরপরই ফেরেস্তাদেরকে কিছু জিনিসের নাম বলতে বলা হয়। যে সব জিনিসের নাম ফেরেস্তারা বলতে পারেননি।কিন্তু আদম(আঃ) ঐ সব জিনিসের নাম ঠিক ঠিক বলে দেন।যদি আদম(আঃ)এর জ্ঞান না থাকতো তাহলে কি করে আদম(আঃ)ঐ সব জিনিসের নাম বললেন,যার নাম ফেরেস্তারাও বলতে পারেন নাই? সূরা বাকারা,আয়াত নং ৩১। সূরা বাকারা,আয়াত নং ৩২।তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় তুমিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা। সূরা বাকারা,আয়াত নং৩৩। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আসমান ও যমীনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভাল করেই অবগত রয়েছি? এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ কর, আর যা তোমরা গোপন কর! ৭)আরজ আলির ভাষ্যমতে আদম(আঃ)গন্ধম খাওয়ার পর জ্ঞান লাভ করেন।আদম(আঃ) গন্ধম খাওয়ার পর প্রথম কাজটা কি করেছেন¿?? গন্ধম খাওয়ার ফলে নিজেকে লজ্জিত মনে করেন,এবং সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জ্ঞানীরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শয়তান এবং শয়তানের অনুসারীরা মূর্খ, আহাম্মক যার ফলে তাহারা আল্লাহর সীমালঙ্ঘন করেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। ৮)আরজ আলির বক্তব্য, গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)এর লজ্জাজ্ঞান ছিল না।আদম(আঃ)উলঙ্গ থাকতেন। অথচ,কুরআনে স্পষ্ট ভাবেই বলা আছে গন্ধম খাওয়ার পর আদম(আঃ)ও হাওয়া(আঃ)বিবস্ত্র হয়ে পরেন।তারপর উভয়ই গাছের লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্হান ডাকেন। ৯)কেউ যদি নিজেকে সুপার ম্যান দাবি করে।তাহলে,অবশ্যই তাকে এর স্বপক্ষে প্রমাণ উপস্হাপন করতে হবে।যদি না পারে তাহলে সে মিথ্যাবাদি বলে গন্য হবে। আল্লাহ যেহেতু দাবি করেন তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠা। অবশ্যই আল্লাহকে সবকিছু সৃষ্টি করে দেখাতে হবে,তা না হলে আল্লাহ তার দাবিতে মিথ্যাবাদি বলে গন্য হবে।অতএব ভালো,মন্দ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুই আল্লাহর দাবির বহিঃপ্রকাশ। এবং,আল্লাহতায়ালা তার দাবির পক্ষে সমস্ত প্রমাণ উপস্হাপন করেছেন। ১০)নাস্তিকদের বিশ্বাস আল্লাহ,নাই শয়তান আছে।ক্যামনে কি!শয়তান আসলো কোথা থেকে?শয়তান কি বৈজ্ঞানীকভাবে প্রমাণীত সত্বা???সকল নাস্তিক আল্লাহ,আল্লাহর রাসূল এবং ধর্মের নামে কুৎসা রটনার সময় শয়তানকে ব্যবহার করে!!!HOW FUNNY!!! এই হলো আরজ আলি শয়তানের জবানবন্দির ময়নাতদন্ত। এমন একজন মিথ্যাবাদি,ভূল তত্ব উপস্হাপনকারী দার্শনিক কি করে হয়,এইটাই বুজলাম না।
@sadiaafrin85265 жыл бұрын
@@হরদমপাগলা thik bolchen
@mahabub14095 жыл бұрын
your head
@priyobangladesh85185 жыл бұрын
@@হরদমপাগলা ধন্যবাদ ভাই। সঠিক তথ্যটি তুলে ধরার জন্য।।
@jamilhasan84935 жыл бұрын
পারফেক্ট লিখা,খুব ভালো লাগলো।
@হরদমপাগলা5 жыл бұрын
""" আরজ আলি মাতুব্বর"""।নাস্তিকদের মাঝে বহুল পরিচিত একটি নাম,যাকে নাস্তিকরা দার্শনিক এবং স্ব-শিক্ষায় শিক্ষিত বলে থাকেন।আসলেই কি আরজ আলি দার্শনিক?¿? "" শয়তানের জবানবন্দি "" আরজ আলির বিখ্যাত একটি প্রবন্ধ।আসুন দেখা যাক এই প্রবন্ধে আরজ আলির কিছু মূর্খতা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। 👇 ১)আরজ আলি জানতেন না শয়তান জ্বিনদের একজন।তাই এই প্রবন্ধে শয়তানকে বারবার ফেরেস্তা বলে উল্লেখ করেছেন। ২)আরজ আলির বক্তব্য শয়তানকে আল্লাহর নূর থেকে সৃস্টি করেছেন,যে কারনে শয়তান জাহান্নামের আগুনে জ্বলবে না।এটাও একটা ভূল তত্ত্ব। শয়তান হলো জ্বিনদের অন্তর্ভুক্ত এবং জ্বিন জাতিকে আল্লাহ সৃস্টি করেছেন আগুন দিয়ে। ৩)বয়োজ্যেষ্ঠ মানেই সম্মানিত এর পক্ষ আরজ আলি যে যুক্তি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয়। পদমর্যাদার ক্ষেত্রেও একধরনের সম্মান পরিলক্ষিত হয়।সেনাবাহিনী,নৌ বাহিনী বা অন্যান্য ক্ষেত্রে পুত্র যদি পদমর্যাদায় পিতার চেয়ে উপরে থাকে তাহলে পিতা পুত্রকে সম্মান করতে বাধ্য।আর এই সৃস্টিজগতে কে শ্রেষ্ঠ কে অধম এটা আল্লাহ নির্ধারণ করবেন, আরজ আলি, না। ৪)আরজ আলির বক্তব্য, বেহেস্তে যৌন ক্রিয়া নিষিদ্ধ এর ফলে বেহেস্ত নাপাক হয়ে যায়।তাহলে বেহেস্তে হুরদের কাজটা কি?¿? ৫)আরজ আলি বারবার শয়তানের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বুজাতে চেয়েছেন শয়তান অভিশপ্ত না বরং আল্লাহর বিশেষ রহমতে শয়তান মানুষ এবং ফেরেস্তাদের চেয়ে ভালো আছে। আরজ আলি যদি কুরআন পড়তেন তাহলে অবশ্যই জানতেন, আল্লাহ তায়া’লা শয়তানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন।তার মানে এই নয় যে শয়তান অভিশপ্ত নয়।শয়তান অবশ্যই অভিশপ্ত। 👉সূরা বনি ইসরাইল আয়াত নং৬২, ১৭.৬২ সে বলল, ‘দেখুন, এ ব্যক্তি, যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব’। 👉বনি ইসরাইল আয়াত নং৬৩,১৭.৬৩ তিনি বললেন, ‘যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামই হবে তোমাদের প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসেবে’। ৬)আরজ আলি এই প্রবন্ধে বলেছেন,গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)ছিলেন জ্ঞানহীন।পুরো প্রবন্ধে আরজ আলির মূর্খতা ও অজ্ঞতাই পরিলক্ষিত হয়।আরজ আলি শয়তানের জবানবন্দিতে বলছেন,আদম(আঃ)সৃষ্টির পর ছিলেন শুধুই সজিব পুতুল জ্ঞান বলতে কিছুই ছিল না।অথচ আমরা কুরআন, হাদিস থেকে জানতে পারি আদম(আঃ)কে সৃষ্টির পরপরই ফেরেস্তাদেরকে কিছু জিনিসের নাম বলতে বলা হয়। যে সব জিনিসের নাম ফেরেস্তারা বলতে পারেননি।কিন্তু আদম(আঃ) ঐ সব জিনিসের নাম ঠিক ঠিক বলে দেন।যদি আদম(আঃ)এর জ্ঞান না থাকতো তাহলে কি করে আদম(আঃ)ঐ সব জিনিসের নাম বললেন,যার নাম ফেরেস্তারাও বলতে পারেন নাই? 👇 সূরা বাকারা,আয়াত নং ৩১। সূরা বাকারা,আয়াত নং ৩২। সূরা বাকারা,আয়াত নং৩৩। ৭)আরজ আলির ভাষ্যমতে আদম(আঃ)গন্ধম খাওয়ার পর জ্ঞান লাভ করেন।আদম(আঃ) গন্ধম খাওয়ার পর প্রথম কাজটা কি করেছেন¿?? গন্ধম খাওয়ার ফলে নিজেকে লজ্জিত মনে করেন,এবং সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জ্ঞানীরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শয়তান এবং শয়তানের অনুসারীরা মূর্খ, আহাম্মক যার ফলে তাহারা আল্লাহর সীমালঙ্ঘন করেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। ৮)আরজ আলির বক্তব্য, গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)এর লজ্জাজ্ঞান ছিল না।আদম(আঃ)উলঙ্গ থাকতেন। অথচ,কুরআনে স্পষ্ট ভাবেই বলা আছে গন্ধম খাওয়ার পর আদম(আঃ)ও হাওয়া(আঃ)বিবস্ত্র হয়ে পরেন।তারপর উভয়ই গাছের লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্হান ডাকেন। ৯)কেউ যদি নিজেকে সুপার ম্যান দাবি করে।তাহলে,অবশ্যই তাকে এর স্বপক্ষে প্রমাণ উপস্হাপন করতে হবে।যদি না পারে তাহলে সে মিথ্যাবাদি বলে গন্য হবে। আল্লাহ যেহেতু দাবি করেন তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠা। অবশ্যই আল্লাহকে সবকিছু সৃষ্টি করে দেখাতে হবে,তা না হলে আল্লাহ তার দাবিতে মিথ্যাবাদি বলে গন্য হবে।অতএব ভালো,মন্দ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুই আল্লাহর দাবির বহিঃপ্রকাশ। এবং,আল্লাহতায়ালা তার দাবির পক্ষে সমস্ত প্রমাণ উপস্হাপন করেছেন। ১০)নাস্তিকদের বিশ্বাস আল্লাহ,নাই শয়তান আছে।ক্যামনে কি!শয়তান আসলো কোথা থেকে?শয়তান কি বৈজ্ঞানীকভাবে প্রমাণীত সত্বা???সকল নাস্তিক আল্লাহ,আল্লাহর রাসূল এবং ধর্মের নামে কুৎসা রটনার সময় শয়তানকে ব্যবহার করে!!!HOW FUNNY!!! এই হলো আরজ আলি শয়তানের জবানবন্দির ময়নাতদন্ত। এমন একজন মিথ্যাবাদি,ভূল তত্ব উপস্হাপনকারী দার্শনিক কি করে হয়,এইটাই বুজলাম না।
@হরদমপাগলা5 жыл бұрын
@Mohammed Wasiq ধন্যবাদ ভাই।কোথায় কোথায় ভূল আছে, যদি একটু ঠিক করে দেন উপকৃত হতাম।🐆😝
@Audio-Art5 жыл бұрын
আমাদের গল্পের চ্যানেল Audio Art Story ।। অডিও আর্ট স্টোরি ঘুরে আসতে পারেন। শুনতে পারেন সাদাত হাসান মান্টোর বিখ্যাত ছোটগল্প ঠান্ডা গোশত। লিঙ্কঃ kzbin.info/www/bejne/oJ-2q2SZatCIg7s
@alamgirhossain91784 жыл бұрын
@@হরদমপাগলা আপনি বুঝবেন কি করে!! আপনার মস্তিস্ক তো পাঠ্য পুস্তকে নিমজ্জিত। আরজ আলী মাতুব্বরের এই প্রবন্ধটা মানসিক প্রতিবন্ধী যারা তাদের বুজতে একটু অসুবিধে হওয়ারই কথা। যাদের চিন্তা পুস্তকে সীমাবদ্ধ,মস্তিস্ককে যারা নাড়াচাড়া করতে পারেনা, যারা মুখস্হ বিদ্যায় বিদ্যান তারা কি করে আরজ আলীর মাতুব্বরের প্রবন্ধ, শয়তানের জবানবন্দি, অনুভব করবে??!! এই সমস্ত কথা বুজতে হলে তীক্ষ্ণ, ক্ষুরধার,বিচক্ষণ ও ইস্পাত কঠিন ব্রেইনের অধিকারী হতে হবে।
@হরদমপাগলা4 жыл бұрын
@@alamgirhossain9178। দূর ভাই আপনার মূর্খতা অন্য কোথাও প্রকাশ করেন।আরজ আলি ধর্মীয় জ্ঞান শূন্য ছিল তা প্রমান কইরা দিছি।😄😃😁😀🐆😜
@AbdullahIshtiaq-y1r4 ай бұрын
আরজ আলি মাতুব্বর জিন্দাবাদ।
@Neon_Ahmed_Noor Жыл бұрын
চমৎকার 👌 তবে পায়ুযোদ্ধাদের পায়ুপথে এখন পারমানবিক বোমা ফুটবে এইটা শুনলে। কমেন্টে অসংখ্য মাদ্রাসার পায়ুযোদ্ধা দেখতে পাবেন 😅
@ArifAhmad-004 ай бұрын
Tmi akta bokachuda! Akhane madrasar chatroder niye ki amn tini bolcen tmr miya payupothe somossa ace
@MdAlAmin-rd4fn2 жыл бұрын
খুবই সুন্দর কথা আমাকে অনেক ভাল লেছে ভাইয়া । আপনি এরকম অজানা আরও কাহিনী দিন
@Marshal11midiya6 ай бұрын
অনেক তথ্য সংগ্রহ ভুল আছে এক জন মানুষ এর মনের ধারনা সব মহা গ্রন্থ আল কুরআন শরীফ পড়ুন আল্লাহ পাক সকলকেই হেদায়েত দান করুন আমিন
@md.alikhan9096 ай бұрын
সত্য কথা তিতাই হয়। মূর্খ,অন্ধদের কমেন্ট এই রকম ই।
@sagarsarkar49315 жыл бұрын
দারুণ বর্ননা।সত্য মিথ্যা মিশিয়ে জগাখিচুরি।
@Audio-Art5 жыл бұрын
আমাদের গল্পের চ্যানেল Audio Art Story ।। অডিও আর্ট স্টোরি ঘুরে আসতে পারেন। শুনতে পারেন সাদাত হাসান মান্টোর বিখ্যাত ছোটগল্প ঠান্ডা গোশত। লিঙ্কঃ kzbin.info/www/bejne/oJ-2q2SZatCIg7s
@tawhidulislam58362 жыл бұрын
বাংলাদেশের সক্রেটিস
@KalonSiful8608 ай бұрын
আমার প্রাণপ্রিয় অভিভাবকের কদম মোবারকের আমার নতশিরে লাখো ভক্তি ও সালাম কেননা তিনি আমাকে সত্যের পথ প্রদর্শন করিয়েছেন এবং এই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন তাই আমি অধম গুনাহগার নিজেকে নিজে অনেক ধন্য মনে করি কেন নয় অতীতে আমাকে কেউ সত্যের বার্তা পৌঁছাইতে সাহায্য করেননি একমাত্র আমার প্রাণ প্রিয় অভিভাবক ব্যতীত তিনি আমাকে সত্যের পথ প্রদর্শন করিয়েছেন,।
@rahman62609 ай бұрын
আরজ আলী কে জানাই আশেষ ধন্যবাদ।
@hridoykhan9915 жыл бұрын
খুব ভালো হয়েছে। আরো অনেক বই চাই। দর্শন, বিজ্ঞান ইত্যাদি।
@Audio-Art5 жыл бұрын
লজিক্যাল ফ্যালাসি ।। Logical Fallacy kzbin.info/www/bejne/l4SWaXWPhNF-oa8 সমাজ গঠনের জন্য নৈতিক ঈশ্বরের প্রয়োজন হয়নি, সমাজের জটিলতাই নির্ধারণ করেছে ধর্ম ও ঈশ্বরের ধারণাকে - kzbin.info/www/bejne/fXetiouhg96Bl68 কালাম কসমোলজিক্যাল আরগুমেন্ট - Kalam Cosmological Argument ।। আসিফ মহিউদ্দিন ।। প্রবন্ধ - kzbin.info/www/bejne/jHvNmGeXrp2Cg5I
@হরদমপাগলা5 жыл бұрын
@@Audio-Art. """ আরজ আলি মাতুব্বর"""।নাস্তিকদের মাঝে বহুল পরিচিত একটি নাম,যাকে নাস্তিকরা দার্শনিক এবং স্ব-শিক্ষায় শিক্ষিত বলে থাকেন।আসলেই কি আরজ আলি দার্শনিক?¿? "" শয়তানের জবানবন্দি "" আরজ আলির বিখ্যাত একটি প্রবন্ধ। আসুন দেখা যাক এই প্রবন্ধে আরজ আলির কিছু মূর্খতা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। ১)আরজ আলি জানতেন না শয়তান জ্বিনদের একজন।তাই এই প্রবন্ধে শয়তানকে বারবার ফেরেস্তা বলে উল্লেখ করেছেন। ২)আরজ আলির বক্তব্য শয়তানকে আল্লাহর নূর থেকে সৃস্টি করেছেন,যে কারনে শয়তান জাহান্নামের আগুনে জ্বলবে না।এটাও একটা ভূল তত্ত্ব। শয়তান হলো জ্বিনদের অন্তর্ভুক্ত এবং জ্বিন জাতিকে আল্লাহ সৃস্টি করেছেন আগুন দিয়ে। ৩)বয়োজ্যেষ্ঠ মানেই সম্মানিত এর পক্ষ আরজ আলি যে যুক্তি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয়। পদমর্যাদার ক্ষেত্রেও একধরনের সম্মান পরিলক্ষিত হয়।সেনাবাহিনী,নৌ বাহিনী বা অন্যান্য ক্ষেত্রে পুত্র যদি পদমর্যাদায় পিতার চেয়ে উপরে থাকে তাহলে পিতা পুত্রকে সম্মান করতে বাধ্য।আর এই সৃস্টিজগতে কে শ্রেষ্ঠ কে অধম এটা আল্লাহ নির্ধারণ করবেন, আরজ আলি, না। ৪)আরজ আলির বক্তব্য, বেহেস্তে যৌন ক্রিয়া নিষিদ্ধ এর ফলে বেহেস্ত নাপাক হয়ে যায়।তাহলে বেহেস্তে হুরদের কাজটা কি?¿? ৫)আরজ আলি বারবার শয়তানের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বুজাতে চেয়েছেন শয়তান অভিশপ্ত না বরং আল্লাহর বিশেষ রহমতে শয়তান মানুষ এবং ফেরেস্তাদের চেয়ে ভালো আছে। আরজ আলি যদি কুরআন পড়তেন তাহলে অবশ্যই জানতেন, আল্লাহ তায়া’লা শয়তানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন।তার মানে এই নয় যে শয়তান অভিশপ্ত নয়।শয়তান অবশ্যই অভিশপ্ত। ৬)আরজ আলি এই প্রবন্ধে বলেছেন,গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ) ছিলেন জ্ঞানহীন।পুরো প্রবন্ধে আরজ আলির মূর্খতা ও অজ্ঞতাই পরিলক্ষিত হয়। আরজ আলি শয়তানের জবানবন্দিতে বলছেন,আদম(আঃ)সৃষ্টির পর ছিলেন শুধুই সজিব পুতুল জ্ঞান বলতে কিছুই ছিল না।অথচ আমরা কুরআন, হাদিস থেকে জানতে পারি আদম(আঃ)কে সৃষ্টির পরপরই ফেরেস্তাদেরকে কিছু জিনিসের নাম বলতে বলা হয়। যে সব জিনিসের নাম ফেরেস্তারা বলতে পারেননি।কিন্তু আদম(আঃ) ঐ সব জিনিসের নাম ঠিক ঠিক বলে দেন।যদি আদম(আঃ)এর জ্ঞান না থাকতো তাহলে কি করে আদম(আঃ)ঐ সব জিনিসের নাম বললেন,যার নাম ফেরেস্তারাও বলতে পারেন নাই? সূরা বাকারা,আয়াত নং ৩১।আর আল্লাহ তা’আলা শিখালেন আদমকে সমস্ত বস্তু-সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু-সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্য হয়ে থাক। সূরা বাকারা,আয়াত নং ৩২।তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় তুমিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা। সূরা বাকারা,আয়াত নং৩৩। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আসমান ও যমীনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভাল করেই অবগত রয়েছি? এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ কর, আর যা তোমরা গোপন কর! ৭)আরজ আলির ভাষ্যমতে আদম(আঃ)গন্ধম খাওয়ার পর জ্ঞান লাভ করেন।আদম(আঃ) গন্ধম খাওয়ার পর প্রথম কাজটা কি করেছেন¿?? গন্ধম খাওয়ার ফলে নিজেকে লজ্জিত মনে করেন,এবং সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জ্ঞানীরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শয়তান এবং শয়তানের অনুসারীরা মূর্খ, আহাম্মক যার ফলে তাহারা আল্লাহর সীমালঙ্ঘন করেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। ৮)আরজ আলির বক্তব্য, গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)এর লজ্জাজ্ঞান ছিল না।আদম(আঃ)উলঙ্গ থাকতেন। অথচ,কুরআনে স্পষ্ট ভাবেই বলা আছে গন্ধম খাওয়ার পর আদম(আঃ)ও হাওয়া(আঃ)বিবস্ত্র হয়ে পরেন।তারপর উভয়ই গাছের লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্হান ডাকেন। ৯) অসমাপ্ত, চলবে
@islamiavideossong64594 жыл бұрын
কুকুর
@bashisthadevthakur50104 жыл бұрын
@@হরদমপাগলা ভাবা যায় আজকের দিনে এই সব ছাইপাশ বিশ্বাস করে??????????? আজকের দিনে হজরত মুহাম্মদ একজন ধর্ষণ, মূর্খ মাগিবাজ, কোরান পর্নগ্রাফি দুটোই সমান ক্ষতিকর 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@bashisthadevthakur50104 жыл бұрын
@@islamiavideossong6459 কে??????
@ziyabiswas34004 жыл бұрын
ভাষা হারিয়ে ফেলেছি। কি লিখবো বুঝতে পারছি না। এ যেন সব আমার প্রশ্নের উত্তর। তোমাকে অনেক ধন্যবাদ। আপনি বলতে ইচ্ছে করলো না। কেনো জানিনা আপনাকে খুব আপনার একজন মনে হচ্ছে। আমি এতটা গুছিয়ে কখনো কাওকে বলতে পারিনি। তাই তো কোনো প্রশ্ন করে অল্প শিক্ষিত নামাজিদের কাছে অপমানিত হতাম। তাদের দৃষ্টিতে আমি কিছুটা নাস্তিক বটে। আসলে বলার জন্য অনেক জানতে হয়। জীবনের গূঢ় তত্ত্ব জানতে একটু সময় ব্যয় করতে হয় , কোনো নির্জন স্থানে বসে চিন্তা ভাবনা করা আবশ্যক। রোবটের মতো ধর্ম পালন ইচ্ছে না সত্ত্বেও এ যেন আমার পোশায় না। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন। অনেক কিছুর মধ্যে আমি তাকে অনুভব করেছি। কিন্তু পৃথিবীর বেশিরভাগ মূর্খ্য তাকে বাণিজ্যিক, ও অলঙ্কারের রূপ দান করেছেন। যে ব্যবসা না করলে লোকসান এবং যে অলঙ্কার না পরলে বিচ্ছিরি দেখাবে। অর্থাৎ দেখানোটায় সবকিছু। আমি নামাজি তাই আমিই একমাত্র ধার্মিক। পৃথিবীর বাকি সব জাহাননামী। আন্তরিকতার ছোঁয়ার ছিঁটেফোটা দেখতে পাইনা তাদের ধর্মের মধ্যে। বোউ মা এসে গেছে ধর্ম না করলে আর চলবে না বাপের বাড়ি গিয়ে গল্প করবে তো , এমন অনেক কারণ আছে যেমন, ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে ওরা কি বলবে, মেয়ে বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, বয়েস হচ্ছে তো এবার একটু ধর্ম করা যাক, মারা গেলে আগুনে ফেলবে , আল্লাহ রাগ করবেন , আরে নামাজ পড়লে ভালো ওটা তো একটা ব্যায়াম, সংসারে আর্থিক উন্নতি হবে, আরো শতাধিক কারণ রয়েছে ধর্ম করার। আফসোস, কারো মুখে এটা কখনো শুনিনি যে , আমি তাকে পেতে চাই, আমার সমস্ত মন, প্রাণ, অনুভূতি, জ্ঞান, দিয়ে তাকে জানতে চাই, বুঝতে চাই , সবটুকু প্রেম দিতে ও নিতে চাই, ঠিক যেমনি মা ও সদ্যোজাত সন্তান এর মধ্যেকার আলিঙ্গন দৃশ্য। আমার চোখ ঝাপসা হয়ে এসেছে জলে। আর কিছু লিখছি না। যদিও আমার আরো আরো অনেক কিছু বলার ছিলো।
@Audio-Art4 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আপনি তুমি তো সাময়িক প্রকাশ মাত্র। কেউ ভালোবেসে তুই বললেও হৃদয় দিয়ে গ্রহন করি, কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করে আপনি করে বললেও কান্না পায়। সবসময় সাথেই থাকুন, আরজ আলী মাতুব্বরের অন্য বইগুলোও শুনতে পারেন।
@ziyabiswas34004 жыл бұрын
@@Audio-Art নিশ্চয় শুনবো।
@nafissadmanayon39454 жыл бұрын
যথার্থই বলেছেন
@AbayedRiaz4 жыл бұрын
আমাদের এই একটা সমস্যা আমরা আমাদের ধর্মীয় বিভ্রান্তিকর বিষয়ের সমাধানের জন্য কেন স্বল্প শিক্ষিত মানুষের কাছে যাই? ব্যাপারটা অনেকটা রোগের পরামর্শের জন্য হাতুড়া ডাক্তারের কাছে যাওয়া। ধর্মের ব্যাপারে অল্প শিক্ষিত নামাজীর কাছে প্রশ্ন করা তথা কিছু জানতে চাওয়া বোকামী নয় বরং মূর্খ্যতা। আপনি শিক্ষিত মানুষ, নিজ থেকেও অনেক কিছু জানতে পারেন কোরআন হাদিস থেকে কিংবা সুশিক্ষিত আলেম থেকে যার "জ্ঞান" আছে। উপরের তথ্যে একটু সংশোধন হবে। শয়তান ফেরেশতা ছিলো না। জ্বীন ছিলো। কিছু মক্তবের হুজুরেরা এমন উলটা পালটা পড়িয়ে থাকতে পারে :(
@insulinn94653 жыл бұрын
Dear @zia , আপনি আরিফ আজাদের আরোজ আলী সমীপে বই খানা পড়তে পারেন!
@alihossan50616 ай бұрын
নিজকে পরিবর্তন করতে পারলে অন্তত সাধারণ মানুষের খাতায় নাম উঠবে।
@discoverybd84575 жыл бұрын
বাহ কি ভাগ্য এই আরজের শইতানের দেখা পাইলো।।হা হা
@zidnizamiya1754 жыл бұрын
Ki bolbo moner jei prosno gula chilo sob gular answer paisi ajke Tmk onk dhonnobad😊💛
@joyfoundation16283 жыл бұрын
আপনার মোবাইল নাম্বার দিবেন আপু।
@sayonali7816 Жыл бұрын
এমন বই পড়বেন না, যেটাতে ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়ানো হয়েছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক
@shbulbul42995 жыл бұрын
এতো চমৎকার করে খোলা মেলা ভাবে বলার পরে ও যারা বুজে না তারা আর কি বুজবে!!!
@muhammadpavel24585 жыл бұрын
Ki bojhena vai..
@aminmiah89955 жыл бұрын
এতো খোলামেলা আলোচনা করার পরও যারা শয়তানকে দোষারোপ করে তারাই আল্লাহর দুশমন আর আল্লাহর প্রতিদন্ধী হতে চায়..।যারা শয়তানকে দোষারোপ করে তারা আল্লাহর অবাধ্য। তারাই আল্লাহর সাথে শয়তানকে বিরোধী বানিয়ে শিরক করছে।
@ChannelLND6 ай бұрын
বাংলাদেশের গর্ব, মহান দার্শনিক আরজ আলী মাতুব্বর।
@shyamolpaul2536 ай бұрын
অসাধারণ!! বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি🙏🙏
@MmMm-nj6id5 ай бұрын
চমৎকার অডিও টা 💕💕💕
@prasantade35284 жыл бұрын
Excellent knowledge on Islam. super Explanation .Highest thinking. Great presentation.
@nurmohammed71425 ай бұрын
beauteful
@khandakermohitulislam78525 жыл бұрын
বাংলাদেশের প্রথম সারির দার্শনিক।
@shahedahmed38395 жыл бұрын
Sir please produce 1 small chapter or sura nice like quran if you have power to produce nice like quran Quran smallest chapter sura Al kawsar......hey prophet I gave you so much blessings to you.now you pray to me and do sacrifice.your enemies are rootless. Now my chapter. ....hey prophet I gave you so much honour to you.now read quran to me and do fast.your enemies are headless.see my one is not nice like quran.nobody can produce chapter nice like quran.see it by your eyes quran is god.and real hell is waiting for you if you don't accept Islam
@বাঙ্গালিরশিকর6 ай бұрын
টিপু ভাই চমৎকার হই
@aftabahmed1434 жыл бұрын
It's a wonderful thought.... please upload his more videos.
@Audio-Art4 жыл бұрын
আরজ আলী মাতুব্বরের বই সত্যের সন্ধানঃ পর্ব ০১ - kzbin.info/www/bejne/o3urhn-EaaeembM পর্ব ০২ - kzbin.info/www/bejne/eGbWmWZ_hNlphac পর্ব ০৩ - kzbin.info/www/bejne/a4vEn2eZeJmJrMU পর্ব ০৪ - kzbin.info/www/bejne/aJ3baHyLgq97p7M পর্ব ০৫ - kzbin.info/www/bejne/b4iyhK2VlLaXqJI পর্ব ০৬ - kzbin.info/www/bejne/enXYoaCMms5kf6c সপ্তম পর্ব তথা এই বইয়ের শেষ পর্বঃ kzbin.info/www/bejne/pJLYaZquqaqeZqc
@NureAlam-cz4xx5 ай бұрын
আল্লাহ সবই পারে কিন্তু করে না , কারণ আল্লাহ তার অস্তিত্ব টিক রাখে।
@sksamim86353 ай бұрын
করার ক্ষমতা থাকলে তো করবে
@jamalahmed60173 жыл бұрын
I am shocked,every thing is very true,who can deny what he said?
ধন্যবাদ ও ভালোবাসা। আমাদের গল্পের চ্যানেল Audio Art Story ঘুরে আসতে পারেন। শুনতে পারেন সাদাত হাসান মান্টোর বিখ্যাত ছোটগল্প ঠান্ডা গোশত। লিঙ্কঃ kzbin.info/www/bejne/oJ-2q2SZatCIg7s
@antumr81175 ай бұрын
লেখক ও সুরকার কে শ্রদ্ধা জ্ঞাপন করছি
@riazahmed40172 жыл бұрын
দাদা,, আরজ আলী মাতুব্বর- এর এরকম কয়টা বইয়ের নামবলা যায়..?
@sksamim86353 ай бұрын
নত মস্তকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি সত্য উন্মোচন কারিকে
@selimshahab66915 жыл бұрын
He is a great man
@abdussalim75006 ай бұрын
খুব ভাল লাগল।
@SabrinaAfrin-dy2gi5 ай бұрын
আরজ আলী মাতব্বর নিঃসন্দেহে আল্লাহর প্রেমিক এবং পলি মানুষ। সব কথা গুলো নবী,অলি আল্লাহ্, গাউস, কুতুব ,পীর মাশায়েখ, বুযুর্গানে দিনদের। আল্লাহু আকবার।
@flynova.international5 ай бұрын
দয়াকরে নেক্সটে ব্যকগ্রাউন্ড সাউন্ড আরো কমিয়ে দিবেন।।।
@germanbangla10804 жыл бұрын
অসাধারণ দর্শন ভিত্তিক কথামালা।একটা কথার কোথাও মিথ্যা নয়, দোষের নয়। তাহলে কোথায় তার নাস্তিকতার ছাপ? 💥💥💥💥💥👓💥💥💥💥💥💥💥
@moolfghh2 жыл бұрын
ওয়াও
@kanamachi33375 жыл бұрын
It's 100% true but 99.99% human can't believe that...
@MAYBE_ZARA5 ай бұрын
Allah sobaike sohi bojh dan koren amin rabbi jidni elma
@ranjitbhowmic78985 жыл бұрын
খুব খুব খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ।
@হরদমপাগলা5 жыл бұрын
""" আরজ আলি মাতুব্বর"""।নাস্তিকদের মাঝে বহুল পরিচিত একটি নাম,যাকে নাস্তিকরা দার্শনিক এবং স্ব-শিক্ষায় শিক্ষিত বলে থাকেন।আসলেই কি আরজ আলি দার্শনিক?¿? "" শয়তানের জবানবন্দি "" আরজ আলির বিখ্যাত একটি প্রবন্ধ।আসুন দেখা যাক এই প্রবন্ধে আরজ আলির কিছু মূর্খতা ও অজ্ঞতার বহিঃপ্রকাশ। 👇 ১)আরজ আলি জানতেন না শয়তান জ্বিনদের একজন।তাই এই প্রবন্ধে শয়তানকে বারবার ফেরেস্তা বলে উল্লেখ করেছেন। ২)আরজ আলির বক্তব্য শয়তানকে আল্লাহর নূর থেকে সৃস্টি করেছেন,যে কারনে শয়তান জাহান্নামের আগুনে জ্বলবে না।এটাও একটা ভূল তত্ত্ব। শয়তান হলো জ্বিনদের অন্তর্ভুক্ত এবং জ্বিন জাতিকে আল্লাহ সৃস্টি করেছেন আগুন দিয়ে। ৩)বয়োজ্যেষ্ঠ মানেই সম্মানিত এর পক্ষ আরজ আলি যে যুক্তি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত নয়। পদমর্যাদার ক্ষেত্রেও একধরনের সম্মান পরিলক্ষিত হয়।সেনাবাহিনী,নৌ বাহিনী বা অন্যান্য ক্ষেত্রে পুত্র যদি পদমর্যাদায় পিতার চেয়ে উপরে থাকে তাহলে পিতা পুত্রকে সম্মান করতে বাধ্য।আর এই সৃস্টিজগতে কে শ্রেষ্ঠ কে অধম এটা আল্লাহ নির্ধারণ করবেন, আরজ আলি, না। ৪)আরজ আলির বক্তব্য, বেহেস্তে যৌন ক্রিয়া নিষিদ্ধ এর ফলে বেহেস্ত নাপাক হয়ে যায়।তাহলে বেহেস্তে হুরদের কাজটা কি?¿? ৫)আরজ আলি বারবার শয়তানের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বুজাতে চেয়েছেন শয়তান অভিশপ্ত না বরং আল্লাহর বিশেষ রহমতে শয়তান মানুষ এবং ফেরেস্তাদের চেয়ে ভালো আছে। আরজ আলি যদি কুরআন পড়তেন তাহলে অবশ্যই জানতেন, আল্লাহ তায়া’লা শয়তানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন।তার মানে এই নয় যে শয়তান অভিশপ্ত নয়।শয়তান অবশ্যই অভিশপ্ত। 👉সূরা বনি ইসরাইল আয়াত নং৬২, ১৭.৬২ সে বলল, ‘দেখুন, এ ব্যক্তি, যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব’। 👉বনি ইসরাইল আয়াত নং৬৩,১৭.৬৩ তিনি বললেন, ‘যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামই হবে তোমাদের প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসেবে’। ৬)আরজ আলি এই প্রবন্ধে বলেছেন,গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)ছিলেন জ্ঞানহীন।পুরো প্রবন্ধে আরজ আলির মূর্খতা ও অজ্ঞতাই পরিলক্ষিত হয়।আরজ আলি শয়তানের জবানবন্দিতে বলছেন,আদম(আঃ)সৃষ্টির পর ছিলেন শুধুই সজিব পুতুল জ্ঞান বলতে কিছুই ছিল না।অথচ আমরা কুরআন, হাদিস থেকে জানতে পারি আদম(আঃ)কে সৃষ্টির পরপরই ফেরেস্তাদেরকে কিছু জিনিসের নাম বলতে বলা হয়। যে সব জিনিসের নাম ফেরেস্তারা বলতে পারেননি।কিন্তু আদম(আঃ) ঐ সব জিনিসের নাম ঠিক ঠিক বলে দেন।যদি আদম(আঃ)এর জ্ঞান না থাকতো তাহলে কি করে আদম(আঃ)ঐ সব জিনিসের নাম বললেন,যার নাম ফেরেস্তারাও বলতে পারেন নাই? 👇 সূরা বাকারা,আয়াত নং ৩১। সূরা বাকারা,আয়াত নং ৩২। সূরা বাকারা,আয়াত নং৩৩। ৭)আরজ আলির ভাষ্যমতে আদম(আঃ)গন্ধম খাওয়ার পর জ্ঞান লাভ করেন।আদম(আঃ) গন্ধম খাওয়ার পর প্রথম কাজটা কি করেছেন¿?? গন্ধম খাওয়ার ফলে নিজেকে লজ্জিত মনে করেন,এবং সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জ্ঞানীরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শয়তান এবং শয়তানের অনুসারীরা মূর্খ, আহাম্মক যার ফলে তাহারা আল্লাহর সীমালঙ্ঘন করেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। ৮)আরজ আলির বক্তব্য, গন্ধম খাওয়ার পূর্বে আদম(আঃ)এর লজ্জাজ্ঞান ছিল না।আদম(আঃ)উলঙ্গ থাকতেন। অথচ,কুরআনে স্পষ্ট ভাবেই বলা আছে গন্ধম খাওয়ার পর আদম(আঃ)ও হাওয়া(আঃ)বিবস্ত্র হয়ে পরেন।তারপর উভয়ই গাছের লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্হান ডাকেন। ৯)কেউ যদি নিজেকে সুপার ম্যান দাবি করে।তাহলে,অবশ্যই তাকে এর স্বপক্ষে প্রমাণ উপস্হাপন করতে হবে।যদি না পারে তাহলে সে মিথ্যাবাদি বলে গন্য হবে। আল্লাহ যেহেতু দাবি করেন তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠা। অবশ্যই আল্লাহকে সবকিছু সৃষ্টি করে দেখাতে হবে,তা না হলে আল্লাহ তার দাবিতে মিথ্যাবাদি বলে গন্য হবে।অতএব ভালো,মন্দ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুই আল্লাহর দাবির বহিঃপ্রকাশ। এবং,আল্লাহতায়ালা তার দাবির পক্ষে সমস্ত প্রমাণ উপস্হাপন করেছেন। ১০)নাস্তিকদের বিশ্বাস আল্লাহ,নাই শয়তান আছে।ক্যামনে কি!শয়তান আসলো কোথা থেকে?শয়তান কি বৈজ্ঞানীকভাবে প্রমাণীত সত্বা???সকল নাস্তিক আল্লাহ,আল্লাহর রাসূল এবং ধর্মের নামে কুৎসা রটনার সময় শয়তানকে ব্যবহার করে!!!HOW FUNNY!!! এই হলো আরজ আলি শয়তানের জবানবন্দির ময়নাতদন্ত। এমন একজন মিথ্যাবাদি,ভূল তত্ব উপস্হাপনকারী দার্শনিক কি করে হয়,এইটাই বুজলাম না।
@pervezhawlader35115 жыл бұрын
@@হরদমপাগলা দাসি রাখা গনিমত এর মাল সম্পর্ক এ কিছু বলুন।
@হরদমপাগলা5 жыл бұрын
@@pervezhawlader3511।আল কুরআনে সবকিছুই স্পস্ট করে বলে আছে।আল কুরআন পড়েন সব জানতে পারবেন।🐆🐕
@pervezhawlader35115 жыл бұрын
@@হরদমপাগলা হুম কিন্তু যুগের সাথে তাল মিলাতে হবে ১৪০০ বছর আগের সমাজ আর আজকের সমাজ এক না।
@pervezhawlader35115 жыл бұрын
এই যুগ এ খিলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া বোকামি।
@kobinoorjahanbinteakbar66222 жыл бұрын
শয়তানের ধোকা নেক সুরতে।
@dangaramir33472 жыл бұрын
Ekdom bhai💝
@ishan_shah.2 жыл бұрын
মৌলবাদের বিষদাত এর মারাত্মক ব্যারাম হলেন আরজ আলী মাতুব্বর ✊
তাই নাকি😅 বইটা লেখা কার আপনি আমি সবাই জানি। অথচ বইয়ের নাম দিছে শয়তানের জবানবন্দি 🤣 বইটা মানুষ লিখেছে। শয়তান লিখেনি। মানুষ মানুষের মনগড়া মত লিখেছে হাইস্যকর।
@mijankhan58526 ай бұрын
আরে ভাই বিশ্বের অনেক বাঘা বাঘা দার্শনিকেরা পারে না ইসলামের সাথে আর তুমি আসছো আর জালিম মাতব্বরি নিয়ে
@ShomirChakraborty-x7d2 жыл бұрын
মুগ্ধ হয়ে শুনলাম
@firozhossain49285 жыл бұрын
সামান্য জ্ঞানের কাজ নয় এই ভাব জানা এই ভাব গপি ভাবনা....লালন শাহ জয় গুরু
@JannatRayyan-c9o5 ай бұрын
Respect ❤️ 🙏
@jatra31295 жыл бұрын
বাহ্! চমৎকার! যারা পড়তে চায় না তাদের জন্য একটি অসারণ উদ্যোগ! ছোট গল্প দিয়েন।
@Audio-Art5 жыл бұрын
আমাদের ছোটগল্পঃ ১। বলাই ।। রবীন্দ্রনাথ ঠাকুর - kzbin.info/www/bejne/l4CydH2imdWrbqM ২। একরাত্রি ।। রবীন্দ্রনাথ ঠাকুর - kzbin.info/www/bejne/bqiuYqZmp7qjec0 ৩। অ্যা ডেড উইম্যানস সিক্রেট - গ্যি দ্যা মোপাসাঁ ।। A Dead Woman's Secret by Guy de Maupassant kzbin.info/www/bejne/rYKYn4lvod1pp5I ৪। জাদুঘর ।। বনফুল - kzbin.info/www/bejne/rJfFdmdpgL-Zrqc ৫। চিত্রকর ।। বরীন্দ্রনাথ ঠাকুর - kzbin.info/www/bejne/kJ66ZKWkq92fiNk ৬। যাত্রী ।। সাইফুল বাতেন টিটো - kzbin.info/www/bejne/n32waGh6a86Zm5o ৭। বেড নম্বর ২৯ ।। গ্যি দ্যা মোপাসাঁ’র ছোটগল্প - kzbin.info/www/bejne/q2iwcqelr5iqrpo ৮। মিনু ।। বনফুল-এর ছোটগল্প - kzbin.info/www/bejne/gWjCaIOZbs-ojpI
@MdNizam-v4w10 ай бұрын
অসাধারন
@sazzadmalitha9365 жыл бұрын
অসাধারণ যুক্তি অসাধারণ 👍
@Audio-Art5 жыл бұрын
আমাদের গল্পের চ্যানেল Audio Art Story ।। অডিও আর্ট স্টোরি ঘুরে আসতে পারেন। শুনতে পারেন সাদাত হাসান মান্টোর বিখ্যাত ছোটগল্প ঠান্ডা গোশত। লিঙ্কঃ kzbin.info/www/bejne/oJ-2q2SZatCIg7s