মহান আল্লাহ পাক, আপনাকে সহি শুদ্ধ ও সুন্দর করে কুরআনের বানি প্রচারে সাহায্য করুন। আমিন।।।
@masudrana377511 ай бұрын
স্যার,আপনি নিজেই একটা বিশ্ববিদ্যালয়.. বি এস সি পাশ কইরা এতদিন ভাবছি লস হইছে.. এই সায়েন্স পড়ার কোন উদ্দেশ্য খুঁজে পাইনাই.… এখন আপনার লেকচার শুনে মনে হচ্ছে,, এই সায়েন্স পড়া সার্থক.. আপনি আমার জীবনের সেরা শিক্ষক..
@Maruf00022 жыл бұрын
আলহামদুলিল্লাহ। স্যারের আলোচনা যতই শুনি ততোই ভালো লাগে।তিনি যেন আমাদের আধ্যাত্মিক গুরু।
@t.r.15942 жыл бұрын
চ্যানেলটা দেখে খুব আনন্দ পাচ্ছি । আপনি যখন থাকবেন না আপনার এই কথাগুলো আপনাকে জীবিত সদাকায়ে জারিয়া হিসাবে ।
@md.shohidulislam23503 жыл бұрын
আপনার জ্ঞানের সাথে কারও জ্ঞান তুলনা করা যায় না। আল্লাহ আপনার মঙ্গল করুন।
@sharifnishathussain50003 жыл бұрын
আপনি গপ্পো মারতাছেন না, পরিস্কার। নিশ্চয়ই দারুণ উপভোগ্য ও প্রাণ্জল বর্ণনা, অনেক ধন্যবাদ।
@muktaamuktaa45032 жыл бұрын
আপনার চ্যানেলটির সন্ধান পেয়ে কয়েকটি পর্ব দেখে সত্যিই প্রেমে পড়ে গেলাম। নিয়মিত দেখছি, শুনছি আর ঋদ্ধতা অনুভব করছি। চালিয়ে যান...। অনেক অনেক ধন্যবাদ!
@mapalashbdАй бұрын
ঠিক বলেছেন
@md.shohidulislam23502 жыл бұрын
আমি বার বার ইউটিউব সার্চ দিই শুধুমাত্র আপনার এক ঘন্টার একটা নতুন ভিডিও দেখব বলে। কুরআন ও ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
@xyx3399 ай бұрын
এই ভিডিওটা অনেকদিন ধরে খুঁজতেছি, আলহামদুলিল্লাহ আজকে আবার দেখলাম।
@sultanstalk2 жыл бұрын
আজ তিনদিন যাবত শুনতেছি! আর আপ্লূত হচ্ছি! এতো গভীর নলেজ! সত্যি, মনোমুগ্ধকর!
@mapalashbdАй бұрын
ঠিক বলেছেন
@sagorahamed-b2wАй бұрын
মাশাল্লাহ আপনার বকবকের মধ্যেও প্রজ্ঞা পরিপূর্ণ আলোচনা। অনেক বেশি মনোযোগ সহকারে দেখি সম্পূর্ণ ভিডিও।
@Jewel280 Жыл бұрын
এই ভিডিও টা অদেখা ছিল, আজকে দেখলাম,,,ভালই লাগলো। মাশাল্লাহ, খুব ভালো বলছেন।
@মোকাওছারআলি Жыл бұрын
অসাধারন স্যার, আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম স্যার। আল্লাহ আপনাকে ভালো রাখুক সবসময়।
@masudsarkar48522 жыл бұрын
কোরআনের গবেষক আমার মহান আলেম জাকারিয়া ছ্যার চাইলে আমি এই কোরআনের গবেষণার কাজ চালিয়ে যেতে চাই, জাকারিয়া ভাইয়ের ইচ্ছায় হইলে ভালো হয়, কারণ, আমিও কোরআনের গবেষণা করি অনেক আগে হতেই। মাসুদ
@habibullahmesbah-n1u2 ай бұрын
স্যার কে কয়েকদিন আগে খুঁজে পেয়েছি , অসাধারণ ধন্যবাদ
@stitchinghouse77083 жыл бұрын
রোজ অপেক্ষায় থাকি আপনার নতুন ভিডিওর জন্য।
@anwarhosain557617 күн бұрын
❤❤❤Allahuakber ❤❤❤
@julfikarali72322 ай бұрын
অনেক গভীর জ্ঞান সম্পন্ন আলোচনা ধন্যবাদ
@AkterHossain-nv3ov Жыл бұрын
Authentic and scientific lecture it's a great topsir
@emaandaar5603 Жыл бұрын
খুবই গুরত্বপূর্ণ আলোচনা
@ShafaatMobarokАй бұрын
Sir, apnar kotha thik, gobeshonay promanito pani memory carry korte pare
@uzzalmadbar71883 жыл бұрын
স্যার মন থেকে বলছি বিশ্বাস করেন প্রতিদিন আপনার একটি নতুন ভিডিওর আশায় থাকি। স্যার সপ্তাহে অন্ততপক্ষে ৪ টি ভিডিও দিয়েন। 🥰🥰
@ahadullah473 жыл бұрын
I too...
@rkarimctgbd3 жыл бұрын
It’s really good to explain easy any one can understand…
@anwarhosain557617 күн бұрын
❤❤❤❤❤
@orangejelly3212 жыл бұрын
চালিয়ে যান ভালো বলতেছেন। যথেষ্ট তথ্যবহুল।
@amirhamza42098 ай бұрын
Scientific explanation gonna very deep,I am impressed❤😮
@True-l3w5 ай бұрын
আল্লাহ মানুষ এর জন্য যে দুনিয়া সৃষ্টি করেছেন তার প্রাথমিক সব কিছুতেই চেতনা দিয়েছেন। কিছু জীব, কিছু জড়ো। সাক্ষ্মী হিসেবে সবাই কেই ডাকা হবে।
@haroonroshid72783 жыл бұрын
মাঝে মাঝে ব্যতিক্রম কিছু আপলোড করলে অন্য রকম ফ্লেভার পাওয়া যায় ৷ যাক ভালই হয়েছে ৷ আপনার প্রতি দোয়া রহলো সার৷
@selinazannat83473 жыл бұрын
gayan somriddho osadharon alocona
@Rofekkadre Жыл бұрын
ভাই খুব মজা লাগতাছে
@masudsarkar48522 жыл бұрын
আমি প্রতি দিন আশায় থাকি আপনার নতুন ভিডিও দেখবো, আপনি অসুস্থ থাকলে শুয়ে শুয়েই ভিডিও তৈরী করেন, তোবুও আমরা আপনার নতুন ভিডিও চাই, আপনি কেমন আছেন জানান দেন। মাসুদ
@Asifmahmud-uk7ve Жыл бұрын
.excellent tapsir
@Srmotives708718 күн бұрын
Supperb❤❤
@huzaifaarsalan72263 жыл бұрын
একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন! আপনার তাফসীরের মত আর কোনো তাফসীর পৃথিবীতে নেই। ( সাইন্টিফিক তাফসীর)। তাহলে এই সাইন্টিফিক তাফসীরের ভবিষ্যত কী? মানে আপনার পরে এই দাওয়াহর কাজ কে করবে? অতএব আপনার উত্তরসুরী প্রয়োজন। অন্যথায়, এই তাফসীর হারিয়ে যাবে একদিন।
@theguy40842 жыл бұрын
আপনার কথা মত কাজ করলে পৃথিবীতে আরেক টা ফিরকা প্রতিষ্ঠা পাবে।কারন উনি যেবাবে বুজছেন উত্তর সুরি রা তার থেকে সরে গিয়ে ভিন্নমতে পৌছাবে এক সময়।তবলিগ পর্যন্ত ভাগ হয়ে গেছে।তার থেকে ভাল আমরা ভিডিও থেকেই জ্ঞান নেই
@naheedsultana5497 Жыл бұрын
আল্লাহ প্রয়োজন মনে করলে পরবর্তীতে আরও ত্বরান্বিত করে চাক্ষুষ প্রমাণ সহ উপস্থাপন করাবেন। আল্লাহ কাকে দিয়ে কি ও কতটুকু করাবেন তা তিনিই জানেন। জাকারিয়া কামাল ও কি জানতেন তাকে দিয়ে আল্লাহ কি করাবেন। সময়ই সমন্বয় ঘটায় আল্লাহ্র হুকুমে।
@kazizakia53198 ай бұрын
iiiku
@shamimmsf1262 ай бұрын
আমরা কি এসব তাত্ত্বিক ব্যাখ্যাকে পুরোপুরি সত্যি ধরে নিতে পারি? আমরা তো কল্পনাও করতে পারি না, সত্য শুধুই আপনার রবের কাছ থেকে আসে, আপনি সৃষ্টির পদ্ধতি ও উৎকর্ষতা ধরে ফেলতে পারবেন এমন জ্ঞান চর্চার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেন নাই, শুধুই ইবাদতের জন্য, আমরা তো এসব জাগতিক ও বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে আল্লাহর সৃষ্টি সম্পর্কে বিস্ময় প্রকাশ করতে পারি এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আমরা তার পবিত্রতা ঘোষণা করতে পারি, তার প্রতি মনোনিবেশ করতে পারি, উদ্দেশ্য একটাই আল্লাহ ছাড়া যেন আর কেউ বা কিছুই আমাদের অন্তরে না থাকে(এজন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে, আপনি সবার থেকেই আলাদা হবেন আপনার রব ছাড়া) ধন্যবাদ
@mdanowar-d7n2 ай бұрын
assalamualykom. dada bhai apni Kemon asenJodi kesu mone na koren akta prosno Korte parike?Jodi apni onumoti den, tahole prosnota Korte pare !
@mi005002 жыл бұрын
জিন আছে কিন্তু ভোত নেই এই ধরনের কথা একরকম ইসলাম ধর্ম প্রচারের মতোই শুনা যায়।।।
@riyadussalehin2213 жыл бұрын
অবশেষে স্যার এর ভিডিও 💞
@nettech1703 Жыл бұрын
স্যার, ভিডিওটি আবার পুনরায় দেখছি, কিছুদিন আগে চ্যাট জিপিটি আবিষ্কার হয়েছে , যার মাধ্যমে সব কিছু করা সম্ভব , যেমন আমি যদি বাংলাদেশের আমের উপরে একটা কবিতা লিখতে বলি , সে এত সুন্দর ভাবে কবিতা লিখে দিবে , যদি আমি বলি এই কবিতাটা আমি লিখেছি, যদি রবীন্দ্র নাথ ঠাকুরকে বলি কবিতা তা কেমন হয়েছে? কবি রবীন্দ্র নাথ ঠাকুর এই কবিতাটা পড়ে মুগ্ধ হয়ে আমার পায়ে চুমু খাবে,, চ্যাট জিপিটির মাধ্যমে কম্পিউটারের যে কোন কোডিং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লিখা সম্ভব, আমার ধারণা এটাই সেই দাব্বাতুল আর্থ। অনেক ভয়ঙ্কর এক জিনিস পৃথিবীতে চলে এসেছে।
আপনি আগে বিজিবিতে ছিলেন সেই বিষয়ে একটু ভিডিও করবেন. আপনার কর্মক্ষেত্র এবং ব্যাক্তিগত জীবন নিয়ে একটা ভিডিও বানাবেন
@mdsamjid63123 ай бұрын
Awesome lecture 🎉❤❤
@mdsamjid63123 ай бұрын
Full Unic Topic and Impressed or powerful analysis 🥰
@moniruzzamanshawon4887 Жыл бұрын
jazakallah
@mostofaabibulhasan45532 жыл бұрын
Where are you? No new videos or news for long!!!
@princefuad1516Ай бұрын
thank you rasel vi
@zobedakhan31602 жыл бұрын
I have one question if Jin is made of fair why he have to wear dress I don’t get you said he wears white something
@johankhan54213 жыл бұрын
Sir pharawon Nia kicu volen. Nasthik vlo eta momi
@firemoshiur94813 жыл бұрын
Assalamualikum sir,,, jajakallah for ur scientific Quran,,, i have a question to u,,, why Allah use "WE" instate of I. Plz kindly Ans plz plz plz plz plz plz
@jannatulnayer65782 жыл бұрын
স্যার জাদু টোনা প্রভাব সমাজে বেড়ে যাওয়া নিয়ে একটা ভিডিও করেন আপনার কথা শুনলে at least মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
@harunrashid61883 жыл бұрын
স্যার ডাইনোসর যুগের উত্থান পতন নিয়ে কোরআনের আলোকে যদি কিছু আলোচনা করতেন, ধন্যবাদ
@mohammadsharifhossain4919 Жыл бұрын
সময় নিয়ে একটি ভিডিও আশা করি। অনেক ঘাটাঘাটি করেছি অনেক খোঁজাখুঁজি করেছি সময় নিয়ে কোন ভালো আলোচনা পায়নি। সময় নিয়ে যদি একটা ভিডিও বানাইতেন সময়টা আসলে কি সময়ের শুরু কখন শেষ কখন সময়টা আসলে কি? একটি ভিডিও বানাইলে অনেক কৃতজ্ঞ থাকব আপনার কাছে। ধন্যবাদ স্যার।
@ayub443 жыл бұрын
Many thanks. want more
@bijoykhan628618 күн бұрын
U are a boss public... Though u r funny...
@mahfuzurrahman9742 жыл бұрын
ভাই, @Zakaria Kamal আসসালামু আলাইকুম। আপনার সাথে যোগাযোগের way কী? আপনার পোস্টাল এড্রেসটা দরকার। একটা গিফ্ট প্যাক পাঠাতে আগ্রহী। আমার বিশ্বাস আপনি খুব পছন্দ করবেন। প্লীজ। শুভ কামনা।
@ashrafunnessa37372 жыл бұрын
R U ok sir? Onek din aponar vedio Pai na.
@H2OnlineShopBD2 ай бұрын
very interesting info...
@MDAlAmin-1013 ай бұрын
স্যার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কিছু বলেন
@razib68882 ай бұрын
নতুন ভিডিও পাচ্ছিনা
@alphagiftcard94032 жыл бұрын
Sir apnar bari manikganj er kon upozelay, kon grame?
@dinisheba89412 ай бұрын
পুনর্জন্ম আছে কিনা, যদি থাকে তাহলে তার প্রক্রিয়াটা কেমন। আত্মার বিবর্তন হয় কিনা যদি হয় তাহলে তার প্রক্রিয়াটা কেমন। অনুগ্রহপূর্বক এ বিষয়ে একটি ভিডিও তৈরি করে উপকৃত করবেন। অগ্রিম ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ তায়ালা আপনার জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দিক।
@hemuraz84854 ай бұрын
স্যারের বাসা কি মানিকগঞ্জ নাকি।
@md.mizanurrahmanmizan39042 жыл бұрын
Sir, assalamualaikum, where evil exist ? Is not in " Insan " ? Does he appear outside the mans with his own shape ? please pardon me, if i could any wrong.
@AhmedZiausSalam2 жыл бұрын
Sir Apni Kothay. Dirghodin Apni Video Dichchen na. Apni Shustho Achen to?
@enamulhaque64442 жыл бұрын
শুনলাম।
@miron68982 жыл бұрын
respect you, sir, I did not see it but I feel it, for sure in my life . now I live in the UK I remember that moment till now
@walid.nightelf2 жыл бұрын
Darwin er motobad ektu alochona korben?
@khalidmiah79997 ай бұрын
Nice explanation
@farhansadiksiddiquey39242 жыл бұрын
What an explanation!
@johankhan54213 жыл бұрын
Sir pharaown Nia kicu vln. Nasthik vlo eta momi..
@mlabdulalim463Ай бұрын
Ami porsudin online soetan ke bishas koira tk nia protarona kore Muslim dabi kore aderke bishas koira je tk disi ate kono dukho nai kin matro 3550tk ki ki plan kore Ami jani orA batpari Korte pare tao Ami boka hoe gelam dhoka khaia Ami online ar ageo onek tk Dia je ar hobe na offline o Bish's kore fela othoba manush je Amon Korte pare Amar shathe keno Ami to valoi mone kori akhon ki korbo Ami apnar video Dekhi soetan Ra ki Ami Jodi bishas kore onek kosto koira tk gula hard porisrom 1000%halal tk dhora Khai ki korbo Ami apnar purono voktto followr ki korbo aktu bolben 😢❤
@TodayintimeTravel2 жыл бұрын
love you brother...
@rafiabegum59323 жыл бұрын
স্যার, অনেক দিন পরে আসলেন, অপেক্ষায় ছিলাম।
@shironam243 жыл бұрын
Sir salam.... Onek din por...
@FarhanAviaryАй бұрын
৭০ হাজার সংখ্যাটি বিভিন্ন বিষয়ে use করা হয়েছে। কেনো? এ বিষয়ে কিছু বলবেন কি?
@masudsarkar48522 жыл бұрын
I love you very much sir.
@mdimranhossain34282 жыл бұрын
সূরা হুদ এর ১০৭ ও ১০৮ আয়াত এ কি বলেছে, একটু ব্যাখ্যা করেন। এই আয়াত থেকে যা আমি বুঝেছি ,,, জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী নয়। এটা ঠিক,, না ভুল? একটু এর ওপর ভিডিও বানান,,আসমান নিয়ে।
@mdripon372 жыл бұрын
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন
@shortvideo-e4y Жыл бұрын
জান্নাত জাহান্নাম চিরস্থায়ী কুরআনে বর্ণিত আছে কুরআন পড়েন না কেনো বাংলা উচ্চারণ সহো পড়েন
@tariquzzamank.m.3560Ай бұрын
Hud 11:107 خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا يُرِيْدُ Bangla: তারা অনন্তকাল সেখানে থাকবে, যতকাল আকাশমন্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে;[১] যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়।[২] নিশ্চয় তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন, তা সম্পাদনে সুনিপুণ। [১] এই বাক্য দ্বারা কিছু মানুষ এই বিভ্রান্তির শিকার হয়েছে যে, জাহান্নামের আযাব কাফেরদের জন্যও চিরস্থায়ী নয়; বরং সাময়িক। অর্থাৎ, ততদিন থাকবে, যতদিন আকাশ ও পৃথিবী থাকবে। (তারপর শেষ হয়ে যাবে।) কিন্তু এই কথা ঠিক নয়। কারণ এখানে مَا دَامَتِ السَّمَوَاتُ وَالأرضُ কথাটি আরববাসীদের দৈনন্দিন কথাবার্তা ও পরিভাষা অনুযায়ী অবতীর্ণ হয়েছে। আরববাসীদের অভ্যাস ছিল যে, যখন তারা কোন বস্তুর চিরস্থায়িতত্ত্ব প্রমাণ করার উদ্দেশ্য হত, তখন তারা বলত,(هذا دائمٌ دوام السموات والأرض) "এই বস্তু আকাশ ও পৃথিবীর মত চিরস্থায়ী।" সেই পরিভাষাকে কুরআনে বর্ণনা করা হয়েছে, যার অর্থ কাফের ও মুশরিকরা চিরকালব্যাপী জাহান্নামে থাকবে, যা কুরআন বিভিন্ন স্থানে, خَالِدِينَ فِيهَآ أَبَدًا শব্দ দ্বারা বর্ণনা করেছে। তার দ্বিতীয় এক অর্থ এও করা হয়েছে যে, আকাশ ও পৃথিবী থেকে উদ্দেশ্য হল 'জিনস' (শ্রেণী)। অর্থাৎ, ইহলৌকিক আকাশ ও পৃথিবী; যা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এ ছাড়া পারলৌকিক আকাশ ও পৃথিবী পৃথক হবে। যেমন কুরআনে তার পরিষ্কার বর্ণনা এসেছে। يوم تبدل الأرض غير الأرض والسموات অর্থাৎ, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমন্ডলীও।" (সূরা ইবরাহীম ১৪:৪৮) আর পারলৌকিক উক্ত আকাশ ও পৃথিবী, জান্নাত ও জাহান্নামের মত চিরস্থায়ী হবে। এই আয়াতে সেই পারলৌকিক আকাশ-পৃথিবীর কথা বলা হয়েছে, ইহলৌকিক আকাশ-পৃথিবীর কথা নয়, যা ধ্বংস হয়ে যাবে। (ইবনে কাসীর) এই উভয় অর্থের যে কোন অর্থ নেওয়া হলে আয়াতের উদ্দেশ্য পরিষফুটিত হয়ে যাবে এবং উপস্থাপিত সমস্যা দূর হয়ে যাবে। ইমাম শওকানী (রঃ) এর আরো কয়েকটি অর্থ বর্ণনা করেছেন, যা জ্ঞানীরা দেখতে পারেন। (ফাতহুল কাদীর) [২] এই ব্যতিক্রমেরও কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সব থেকে সঠিক অর্থ এই যে উক্ত ব্যতিক্রম তওহীদবাদী মু'মিন পাপীদের জন্য। এই অর্থ অনুযায়ী এর পূর্ব আয়াতে شقي (দুর্ভাগ্যবান) শব্দটি ব্যাপক ধরতে হবে। অর্থাৎ কাফের ও পাপী মু'মিন উভয়কে বুঝাবে। আর إلا مَا شَاءَ رَبُّكَ দ্বারা পাপী মু'মিনরা ব্যতিক্রম হয়ে যাবে। আর ما شاء তে مَا হরফটি مَن এর অর্থে ব্যবহার হয়েছে। Hud 11:108 وَاَمَّا الَّذِيْنَ سُعِدُوْا فَفِي الْجَنَّةِ خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ عَطَآءً غَيْرَ مَجْذُوْذٍ Bangla: পক্ষান্তরে যারা সৌভাগ্যবান, তারা থাকবে বেহেশ্তে। সেখানে তারা অনন্তকাল থাকবে, যতকাল আকাশমন্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে; যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়।[১] এ হবে অফুরন্ত অনুদান। [২] [১] এই ব্যতিক্রমও পাপী মু'মিনদের জন্য। অর্থাৎ, অন্য মু'মিনদের মত এই গোনাহগার মু'মিনরা প্রথম থেকে শেষ অবধি জান্নাতে থাকবে না। বরং শুরুতে কিছু দিন তাদেরকে জাহান্নামে থাকতে হবে, পরে আল্লাহর ইচ্ছায় আম্বিয়া ও মু'মিনদের সুপারিশে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, যেমন সহীহ হাদীস দ্বারা এ কথা প্রমাণিত। [২] غير مجذوذ এর অর্থ হল غير مقطوع অর্থাৎ, এমন অফুরন্ত অনুদান যা শেষ হওয়ার নয়। এই বাক্য দ্বারা এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে, যে সকল পাপী মু'মিনদেরকে জাহান্নাম থেকে বে'র করে জান্নাতে প্রবেশ করানো হবে, তারা ক্ষণস্থায়ী নয়, বরং চিরস্থায়ী হবে এবং সকল জান্নাতীগণ আল্লাহ প্রদত্ত অনুদান ও তাঁর নিয়ামত দ্বারা উপকৃত হতে থাকবে, তা কোন কালে কখনও শেষ হবে না।
@darulnain3109Күн бұрын
Water memory ❤
@মোকাওছারআলি Жыл бұрын
স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম। নামাজ,রোজা পালন করলে কি কি উপকার হয় বিস্তারিতো যদি বলতেন।
@mahfuzurrahman9742 жыл бұрын
স্যার, ২০ বছর আগের কথা তখন ক্লাস নাইনে পড়ি। আমি তখন গীটার ও কীবোর্ড বাজাই নিয়মিতই। তো একদিন ঘুম থেকে উঠে দেখি পিঠটা প্রচণ্ড জ্বলতেসে। চেক করে দেখি....পিঠের মাঝ বরাবর মানুষের ২ আঙ্গুলের সমান চওড়া একএকটা নখের আঁচড় মোট ২ টা আঁচড় আড়াআড়ি! আম্মাকে দেখাই, জানাই।পড়া পানি খাই। কিন্তু কাজ হয় নি। খালি গায়ে ঘুমুলেই পিঠে কীসে যেনো ঐ আঁচড় দিতো। এরপর থেকে আর খালি গায়ে ঘুমাই না। বহু বছর পর একদিন ভুলে খালি গায়ে ঘুমিয়ে পড়েছিলাম -উঠে দেখি সেই নখের আঁচড়! এতো বছর পর গত ৩ মাস আগে আবার সেই আঁচড় দিলো। প্রশ্ন হলো, আঁচড় টা কে দেয়?কেন দেয়? জ্বীন? একটু কিছু বলুন। আর আমি নিজকে ❝আশিক জ্বীন❞-এ আক্রান্ত বলে সন্দেহ করি। কারণ একটা বিয়ে হবার ৩ মাসের মাঝে ডিভোর্স হয়। তারপর থেকে ১২ বছর আমার আর বিয়ে হচ্ছে না। সব রেডি হয়েও বিয়ে নষ্ট হয়ে যায়। এটার থেকে পরিত্রাণের উপায় কী? শুকরান ওয়া আফওয়ান।
@Goodwill100 Жыл бұрын
Hubaal k nie ekta video chai
@jasminakther71633 жыл бұрын
Thank you
@mdtuhingoni48663 жыл бұрын
Love you.... Sir
@sabbirahmed-by6up2 жыл бұрын
why allah always told "we crated ......"though he is one and only?Is allah plural no?
@kazihafiz60242 жыл бұрын
sir,how Jin can be a leader of angels .where's angel never commit any mistakes according to the Qur'an?
@zakariakamal2 жыл бұрын
Why a mistake-doer cannot be a leader of a ever-correct-doer? Rather than one that has ability to do mistake should be the leader in cases, specially when the job is independent in nature
@asadulislam73493 жыл бұрын
Dear Sir, Waiting for your video on revolve of earth, moon, sun and tawaf
@Milkyway-nv6zi Жыл бұрын
Boss❤
@mdsomrat24062 жыл бұрын
Sir jakir nayek somporke kishu jante chai apnar kase theke.
@mdnizam97742 жыл бұрын
Oni jakir naik somprka onak var volcha oni onek pocondo kore..
@mahajabeenrahman2932 Жыл бұрын
স্যার, জেরুজালেম কি হেড কোয়ার্টার হতে পারেনা? Sir,can't be the headquarters at Jerusalem?
@MdArshadulHaque-mi2xs2 жыл бұрын
স্যার ডাইমেনশন আলাদা হলেই তো লোয়ার ডাইমেনশনের উপর প্রভাব বিস্তার করতে পারে তাদের যে এন্টিমেটারের তৈরি হতেই হবে তা না
@ahadullah473 жыл бұрын
Sir... Salam
@halimabegum4150Ай бұрын
হিস্টোরি গুলো অনেক সুন্দর ই সাজাতে পারে অনেক জ্ঞানী লোক
@roktimakash68443 жыл бұрын
Sir apnar boi gulo ki bangla te pabo na???plz banglay anen
@akhiruzzaman77803 жыл бұрын
স্যারের মত রাকিব ভাইয়ের কাছে ইংরাজি শিখেন, এক ঢিলে দূ্ই পাখি মারলেন, অসূ্বিধা কি, বাংলা জানলে ইংরেজি শিখা আপনার জন্য সহজ হবে।
@mahajabeenrahman2932 Жыл бұрын
স্যার আখিরুজ্জামান সিরিজে আপনি বলেছিলেন দাজ্জালের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার হবে সম্ভবত তার্কিশ সুফিয়া হাগিতে। এখন বললেন ভ্যাটিকান সিটিতে। আপনার কাছে কোনটা বেশি এপ্রোপ্রিয়েট মনে হয়? Sir in Akhiruzzaman series you said Dajjal's artificial intelligence center will probably be in Turkish Sufiya Hagi. Now said in Vatican City. Which do you think is more appropriate?
@khaledayasmin57653 жыл бұрын
যাকারিয়া ভাই জিনদের উপর আরও ভিডিও চাই
@harunrashid61883 жыл бұрын
বেশি বেশি জিন ভুত নিয়ে আলোচনা করলে তো সমস্যায় পড়ে যেতে হবে আপা, কারন বিদেশে থাকি, তাও আবার একা একা ঘরে, একটু তো ভয় লাগেই, এখানে আবার জিনদের আনাগোনা বেশি
@zaforsadek10382 жыл бұрын
Waiting for video
@rasel6233 жыл бұрын
কুরআল বলছে, নিশ্চয়ই নামাজ অশ্লিল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। কিন্তু বাস্তবে এই আয়াত কাজ করে না কেন?
@meherunnesa44973 жыл бұрын
নিশ্চয়ই নামাজ/সলাত(আল্লাহর আদেশ-নিষেধ) অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। বুঝা কি যায়?
@durulhaji51462 жыл бұрын
যারা নিজে নিজেকে সংশোধন করে না, তারা কিসের নামাজি। লোক দেখানো নামাজে কাজ হয় না। যারা বিশ্বাস রাখে মরলেই মহান আল্লাহর সামনে পড়তে হবে, জীবনের হিসাব দিতে হবে, তারাই সত্যি কারের মুত্তাকী। আর তারা অপরাধ করতে ভয় পাই।
@mahfuzurrahman9742 жыл бұрын
সলাত বুঝে না পড়লে ঐ আয়াতের কার্যকারিতা কম হতেই পারে। সলাতে দাঁড়িয়ে কী বলছি-তা জানা ও বোঝা খুব জরুরী। এটা শেখাও খুব সহজ। মানুষ চেষ্টা করে না।আর হুজুররাও সহজ করে বোঝান না।
@mdsamjid6312 Жыл бұрын
Hmmm Simple Jar Namaz kobol hobe tare Proof hisebe kharap kaj teke baica takbe!😊
@mdsamjid6312 Жыл бұрын
Jar namaz kobol howar ojoggo looh dekano hobe tar tu positive change hobena 🚫🚫🚫
@abdullahalmamun11973 жыл бұрын
স্যার " Dimension " নিয়ে একটা ভিডিও করেন, এই ভিডিওতে আপনি ডাইমেনশনের কথা উল্লেখ করেছেন, So please দয়া করে কিছু ভিডিও করেন আমার এ বিষয়ে জানার খুব ইচ্ছা আছে,Thanks .