টংঙ্গী বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হারাম নাকি বিদআত? || ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ.

  Рет қаралды 81,575

The Believer Bangla

The Believer Bangla

Күн бұрын

Пікірлер: 119
@TheBelieverBangla
@TheBelieverBangla Жыл бұрын
"দ্বীনের মৌলিক বিষয় গুলো (ঈমানিয়াত এবং মৌলিক এবাদাত) ব্যতীত অন্যান্য ক্ষেত্রে আল্লাহর রাসূল করেননি তাই করা যাবে না"- এমন কথা আমার কাছে সঠিক উসূল নয়। তবে সর্ব ক্ষেত্রে রাসূলের মতো করে করার চেষ্টা করা আমাদের সকলের উচিত। উদাহরণ স্বরূপ - খান্দানের সবাইকে একত্র করার উদ্দেশ্যে একজন বয়োজ্যেষ্ঠ লোক তার সকল পরিবার, আত্মীয় স্বজনদেরকে তার বাসায় দাওয়াত দিলো (৪০-৫০ জন মানুষ) এবং বাড়ির ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করলো। খাওয়া দাওয়া পরবর্তী সময়ে তারা নিজেদের খান্দানের কল্যাণের জন্য সম্মিলিত মোনাজাত করলো। এমন সম্মিলিত মোনাজাত আমি নিজে হয়তো করবো না কিন্তু তারা করতে পারবে না এমনটা আমি কিভাবে বলি? ►আমার ফেইসবুক (Facebook Profile ID) - facebook.com/pious.amin/ ►অফিসিয়াল বাংলা ফেসবুক পেজ : facebook.com/thebelieverbangla
@saikatsaikat9872
@saikatsaikat9872 Жыл бұрын
@The Believer Bangla ভাই আমি যখন ই কোন বিষয় কল্যাণের জন্য অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য করব তখন ই চেষ্টা করব তা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের মত করতে। এই উসূল আমার কাছে সবচেয়ে গ্রহনযোগ্য। আমার খান্দানের জন্য কল্যাণ চাইতে হলে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব এবং আমার পরিবারের লোকজন কেও একইভাবে চাইতে বলব। এর জন্য সবাইকে একত্রিত করে মোনাজাত করবো এইটা আমার কাছে গ্রহণযোগ্য নয় কেননা এরকম কোন উদাহরণ সালাফ দের কাছ থেকে পাওয়া যায় না। সাহাবিদের আমল থেকে বরঞ্চ এটাই দেখা যায় যে তারা যখনি কোন সমস্যায় পড়তেন তখন সালাত আদায় করে আল্লাহর কাছে পানাহ চাইতেন। এর থেকে উত্তম পদ্ধতি আর কি হতে পারে?? এবার আসি তাবলিগ জামাতের কথায়ঃ-তাবলীগ জামাতের সম্মিলিত মোনাজাত আমার কাছে গ্রহণ যোগ্য মনে হয় না কারন তারা এই মোনাজাত কে শরীয়ত সম্মত মনে করে। অর্থাৎ তাদের বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছে যে এই মোনাজাত করলে অনেক সওয়াব। সমস্যা এখানেই। যখনই তারা মানুষ কে বুঝিয়েছে যে এই মোনাজাত এ শরিক হলে অনেক সওয়াব, জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দিবে, তখনই এই মোনাজাত বিদাত হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।
@nayeempatwary
@nayeempatwary Жыл бұрын
@@saikatsaikat9872 আপনার সাথে আমি একমত প্রিয় দ্বীনি ভাই৷
@sahedulislam1692
@sahedulislam1692 Жыл бұрын
@@saikatsaikat9872 এই হচ্ছে আপনাদের সমস্যা, কোন বিষয় সম্পর্কে শতভাগ নিশ্চিত না হয়েই মুখ দিয়ে যা আসলো তাই বলে ফেললেন, অথচ কোন মুমিন কোন বিষয় সম্পর্কে শতভাগ নিশ্চিত না হয়ে এতটা নিশ্চয়তা সরকারের কাউকে দোষারোপ করতে পারে না, অনুমান ভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা, (আপনারা সমালোচনা করুন তাতে কোন সমস্যা নেই, যে কোন ভাল মন্দ কাজের বিপরীতে সমালোচনা বা সমালোচক থাকবে এটাই স্বাভাবিক) কিন্তু দ্বীনের খেদমতে এতবড় একটি জামাতের বিরুদ্ধে কথা বলবেন তো আগে অন্ততপক্ষে, তাদের সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে তারপরই না হয় কথা বলুন। তাবলীগ জামাতের লোকেরা এস্তেমায় সম্মিলিত খোদ মুনাজাতকেই শুধু অতিব নেকির কাছ, জাহান্নাম থেকে মুক্তির উপায় মনে করে- এই কথা আপনাকে কে বলল?? এটা তো আপনার অনুমান ভিত্তিক কথা। ইসলামের একটি স্বতঃসিদ্ধ বিষয় হলো, কোনো এবাদতে একা ইবাদতের চেয়ে একের অধিকজন মিলে বা যত অধিক সংখ্যক লোক জামাতবদ্ধ অবস্থায় কোন ইবাদত সম্পন্ন করবে এমন সুশৃংখল জামাতবদ্ব ইবাদতে একা ইবাদতের চেয়ে অতি উত্তম, অনেক অনেক গুণ বেশি সওয়াব- ও আল্লাহতালার কাছে অধিক গ্রহণযোগ্য- তাবলীগ জামাতের বিশ্ব এস্তেমায় সম্মিলিত মোনাজাত এর মূল উদ্দেশ্য কিন্তু এটাই, বিশ্ব এস্তেমার এই মুনাজাতে লক্ষ লক্ষ মুসলমানের সমাগম হয়, সবাই একত্রিত ভাবে মোনাজাতের মাধ্যমে নিজেদের দুনিয়াবি প্রয়োজন এবং আখেরাতের কল্যাণ কামনা করা হয়, লাখ লাখ মুসল্লির এই জনসমাবেশে অবশ্যই অসংখ্য আল্লাহর নৈকট্য ভজন দ্বীনদার মুক্তাকি ব্যক্তিদের আগমন ঘটে যাদেরকে আল্লাহ্ বড় ভালোবাসেন এবং তাদের সকল আরজি আল্লাহতালা কবুল করেন, এখন এই বিষয়টি এখানে একেবারেই পরিষ্কার যে, তিন দিন আল্লাহর গুনকীর্তন, বড়াই বড়ত্ব ও পবিত্রতা বর্ণনা, কিভাবে দ্বীন ইসলামের প্রচার-প্রসার হয় উপস্থিত মুসল্লিদের তার দিকনির্দেশনা দান ও প্রত্যেকে ইসলামের জন্য নিজেদের জিম্মাদারী বুঝিয়ে দেওয়া - দ্বীন ইসলামের সার্বিক কল্যাণ কামনায় আলোচনা পর্যালোচনার পর লক্ষ্য লক্ষ্য মুসলমানদের সাথে নিয়ে কান্নাবিজড়িত কণ্ঠে নিজের দুর্বলতা ও কমজোরি প্রকাশ করে ইসলামের জন্য নিজেদের এই সামান্য খেদমত আল্লাহ কবুল করে নেবেন এই আশা করা, সুবিশাল এই দ্বিণী জামাত এবং জামাতে উপস্থিত আল্লাহ পাকের নৈকট্যশীল মহসিনের বান্দাদের দোয়ার বরকতে আল্লাহতালা গুনাহ মাফ করে দিতে পারেন, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন, জান্নাতি হিসেবে কবুল করতে পারেন, দুনিয়া আখেরাতের কামিয়াবী দান করতে পারেন এমন আশা করা ভুল বা অপরাধ কোথায়? এই মুনাজাত'ই জাহান্নাম থেকে তাদের মুক্তি দেবে আর এই মোনাজাতের মাধ্যমে আল্লাহ তায়ালা তাদের মুক্তি দিতে পারেন এই আশা করা এই ২টি বাক্যের মধ্যে বিস্তর ফারাক, আপনাদের এটা বুঝতে হবে।
@rahbarrahman5216
@rahbarrahman5216 Жыл бұрын
বিশ্ব ইজতেমা মুসলিমদের একটি বড় জামায়াত নিঃসন্দেহে। কিন্তু এ ধরণের জামায়াত প্রয়োজন থাকলে তার ইঙ্গিত রাসূল (সা) দিতেন। তাছাড়া মুসলমানদের একটা গণ জমায়েত তো প্রতি বছর পবিত্র হজ্ব পালনের মধ্য দিয়েই হচ্ছে। এই ইজতেমার লোকেরা আয়োজকেরা ইতিমধ্যেই বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। এখন বিভিন্ন জায়গাতে ইজতেমা বিচ্ছিন্ন ভাবে হচ্ছে। এতে ইজতেমার ভব গাম্ভীর্য অনেকটাই খেলো হয়ে গেছে। মুসলিম ঐক্য বিনষ্ট করে মুনাজাত করলে আল্লাহ্ তায়ালা কতটুকু খুশী হবেন ভাবা দরকার। ইজতেমা নিয়ে মানুষের মধ্যে এমনও ধারণা আছে যে ইজতেমায় মুনাজাত ধরলে সব গুনাহ মাফ। যে লোক এক ওয়াক্ত নামাজ পঢ়েনা সেও মুনাজাত ধরে ভাবে গত এক বছরের গুনাহ মাফ হয়ে গেছে। মুনাজাতের পরই সে আবার আগের ভূমিকায়! এগুলো তো খুবই বিপজ্জনক ধারণা।
@saikatsaikat9872
@saikatsaikat9872 Жыл бұрын
@@rahbarrahman5216 জি ভাই আপনি সঠিক বলেছেন। এই ধারণা গুলো এতটাই বিপজ্জনক যে এই ধারনার জন্য এই মানুষগুলোর কাছে সঠিক দ্বীনের কথা বলাই যায় না। তারা বুঝতেই চায় না যে তারা ইসলামের জন্য কাজ করতে গিয়ে উল্টো আরও ক্ষতি সাধন করতেছে। সত্য বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দ্বীনি ভাই। আল্লাহ আপনাকে ইহকালে ও পরকালে সম্মানিত করুন। আমিন।।
@Muhammad_Kawsar_
@Muhammad_Kawsar_ Жыл бұрын
অন্তরের অন্তস্থল থেকে স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন স্যারকে জান্নাতুল ফেরদৌসের সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত করেন, এবং আমাদেরকেও তাদের তাদের সাথী হিসেবে কবুল করেন। আমিন
@MdRahim-n7o7v
@MdRahim-n7o7v 8 ай бұрын
খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন শায়েখ আল্লাহ রাব্বুল আলামীন তুমি হুজুর কে জান্নাতুল ফেরদাউস নসীব করো আমিন
@MdMamun-yx7mp
@MdMamun-yx7mp Жыл бұрын
আল্লাহ পাক হুজুর কে জান্নাত বাসি করুক,,।
@JoyHasan-o4x
@JoyHasan-o4x 8 ай бұрын
হাত তুললাম ভাবলাম কোন মতেই কান্না করা যাবে না, কিন্তু এই জীবনের প্রথম এত বেশি আল্লাহর ভয়ে কান্না করলাম। আমার সম্পূর্ণ শরীর অটোমেটিক্যালি কাঁপছিলো। আমার হাতে পানি জমে গেছিলো, হাত দিয়ে দুই মুখ ঢেকে রাখছিলাম, ঠান্ডা না থাকার পরও নাক দিয়ে সিং ও গাল দিয়ে আঠা জাতীয় পানি বের হচ্ছিল, হাতের কব্জি দিয়ে মুখ মুছার কারণে হাতের বার বার জমা পানি ছালার চটের উপর পরছিল। আমার অবস্থা অনেক খাবার হয়ে গেছিল। শুরু আমার না, আশেপাশের অবস্থা অনেক ভয়াবহ। আল্লাহর ভয়ে কানছি ও চেষ্টা করে কেদেছি, কিন্তু এত মানুষের সামনে না কান্না করার নিয়েতে বসেছি তবু্ও জীবনের সবচেয়ে বেশি ভয় ওই মোনাজাতে পেয়েছি, বুঝলাম আল্লাহর ক্ষমতা, তিনি আল্লাহ, যার ইচ্চা ছাড়া কেউ মরতেও পারে না😭
@mdkawsarjabed2204
@mdkawsarjabed2204 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। আমার মাওলা রাব্বে কারীম বড় দয়াময়। নিশ্চয়ই আল্লাহ তাকে সঠিক পথে রাখেন যে সঠিক পথের সন্ধান করে বেড়ায়।
@TrueRasta-vy8el
@TrueRasta-vy8el 9 ай бұрын
আল্লাহকে মাওলা বলা ঠিক নয়
@manaz8035
@manaz8035 8 ай бұрын
সুন্দর আলোচনা ❤ আল্লাহ রাব্বুল ইজ্জত উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
@mahmudhasansiddique3433
@mahmudhasansiddique3433 Жыл бұрын
মাশাআল্লাহ,, প্রিয় উস্তাদ মরহুম কে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন।
@mohammadarif3352
@mohammadarif3352 Жыл бұрын
অনেক সুন্দর আলোচনা।
@identityofallah
@identityofallah 8 ай бұрын
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ ...////////////
@MdHasan-ji4lh
@MdHasan-ji4lh 8 ай бұрын
জাঝাকাল্লাহু খায়রন
@md.palashhossain2396
@md.palashhossain2396 Жыл бұрын
আমি যতবার ইজতেমায় গিয়েছি ততবার আমি মোনাজাতে হাত উঠালেই চোখ থেকে ঝর ঝর করে পানি পড়ে। মোনাজাতে গুনা মাফের দোয়া করার পর দোয়া শেষে শরীর টা এত হালকা ও নিজেকে এত নিষ্পাপ লাগে সেটা বোঝাতে পারবো না। আমার মনে হয় আল্লাহ্ আমার সব গুনাহ মাফ করে দিছেন। আমি জানিনা আসলে আখেরি মোনাজাত বিদআত না সহি। তবে আমার মনে হয় এটা আল্লাহ্ কবুল করে নিয়েছেন। এই মেহনত কবুলিয়াত মেহনত। ইলিয়াস রহমতুল্লাহ্‌ আলাইহি এই মেহনতকে আল্লাহর দরবারে কবুল করিয়েছেন।
@md.palashhossain2396
@md.palashhossain2396 8 ай бұрын
Amito bolini ghore o masjide bose doa korle pani asena. Ato chulkani kano vi apnar?
@SohanourRahman-j8s
@SohanourRahman-j8s 8 ай бұрын
বিদাত এ কাজ না করে তাহাজত্তে অথবা অন্য সময় মোনা জাতে হাত তুলে কাঁটলে আপনার গুনা মাফ হতো আফসোস
@saidulkarimshamol8304
@saidulkarimshamol8304 8 ай бұрын
টংগীর এজতেমায় আখেরী মোনাজাতে সকল মানবজাতীর হেদায়েতের জন্য আল্লাহর নিকট সাহায্য চাওয়ার জন্য দোয়া করা হয়। আল্লাহর দীনকে দুনিয়াতে প্রতিস্ঠিত করার জন্য ও নিজের পরিশুদ্ধীর জন্য আল্লাহ রাস্তায় যারা ৪০ দিন ১২০ বা এক বছর বের হয় মুলত তাদের জন্যই এই দোয়া ও মোছাফা করা হয়। সম্মিলিত দোয়া বেদায়াত বা নতুনত্ব নয়। আল্লাহ তালা সবসময়ই বান্দাকে আল্লাহর নিকট চাইতে বলেছেন।
@squadbusters8097
@squadbusters8097 8 ай бұрын
❤❤
@SohanourRahman-j8s
@SohanourRahman-j8s 8 ай бұрын
@@saidulkarimshamol8304 হযরত মোহাম্মদ স কি সম্মেলিত মোনাজাত করছে? অনেকে মনে করে টঙ্গী তে গেলে হজ পর্যন্ত হয় এগুলো কি? পৃথিবীর বড় বড় আলেম রা সবাই এখানে বেদাত হয় বলছে যেমন জাকির নায়েক, সৌদি আরব এটাকে বিদাত বলছে!
@aservantofallah5491
@aservantofallah5491 Жыл бұрын
সুন্দর আলোচনা।
@masihrahman03
@masihrahman03 8 ай бұрын
Very technical interpretation of akhiri munajat.
@md.marufurrahmanremon3095
@md.marufurrahmanremon3095 Жыл бұрын
Jajhakallah khair bhai...
@Shakibahmed210
@Shakibahmed210 Жыл бұрын
Love From Bangladesh 🇧🇩🇵🇰
@isratmim532
@isratmim532 Жыл бұрын
ভাইয়া,,, মেরাজ গমন সম্পর্কে একটা ভিডিও দিবেন,,,অল্প সময়ে মেরাজ গমন সম্পর্কে,,,, plz
@mosharofhossain5596
@mosharofhossain5596 8 ай бұрын
আলহামদুলিল্লাহ।
@mdapplemahamudmdapple6498
@mdapplemahamudmdapple6498 Жыл бұрын
অসাধারণ একটা ভিডিও সেয়ার করছেন ভাই
@saadmohammadjakaria
@saadmohammadjakaria Жыл бұрын
Alhumdulillah "Shohoj o Porishkar" vahasy r ki bolar thaky..!! Mah-Sha-Allah..Allah SWT unakay Arsh er chaya dan korun...Ameen..
@subornaMostofasumi-nv4pm
@subornaMostofasumi-nv4pm 8 ай бұрын
Alhamdulillah
@nabiahammed8994
@nabiahammed8994 Жыл бұрын
আলহামদুলিল্লাহ 🥰
@cookingwithshawon8249
@cookingwithshawon8249 Жыл бұрын
Khub sundor
@rigelallirigekalli3687
@rigelallirigekalli3687 9 ай бұрын
সুন্দর বলেছেন
@muhammedabdurrahimreyed533
@muhammedabdurrahimreyed533 Жыл бұрын
আলহামদুলিল্লাহ
@1980sohel
@1980sohel 8 ай бұрын
❤❤❤
@محمدالثاقب-ف3ش
@محمدالثاقب-ف3ش Жыл бұрын
Background Nasheed link?
@sarkarHejaj
@sarkarHejaj Жыл бұрын
আল্লাহ আমাদের কে হেদায়েত দান করো হে মাবুদ। আপনার রাসুল সঃ এর রেখে যাওয়া দ্বীন আজ হাসি তামাশা করে দিয়েছে। কিছু আলেম নামক জালেম
@arifkhan-fv7pq
@arifkhan-fv7pq Жыл бұрын
তোরে আসতে বলছে কে? তোর হেদায়াত তুই চা'। শুটিং করা বাদ দে।
@ismailroni7766
@ismailroni7766 Жыл бұрын
Right 🥰😍
@gulammostafa9524
@gulammostafa9524 Жыл бұрын
Assalamualikum❤️❤️❤️
@MahadiHasan-fe4nz
@MahadiHasan-fe4nz Жыл бұрын
Thanx
@Time-fh5ym
@Time-fh5ym Жыл бұрын
হারাম না তবে সুন্নাত মনে করলে বিদয়াত
@mdromzan3293
@mdromzan3293 8 ай бұрын
বিদয়াত শিরক শুধু আপনারাই বুঝেন!! স্যারের এতো সুন্দর আলোচনা থেকে বুঝতে পারলেন না এখনো বিদয়াত খুজছেন?আল্লাহ না করুক,সব কিছুতেই শিরক বিদয়াত অপবাদ দিতে দিতে প্রকৃত শিরক বিদয়াত আপনাদের উপর ভর করে বসে।
@tonoysarker6173
@tonoysarker6173 Жыл бұрын
Ay jonno ay manush ke amr onak valo lage…
@alaminsanny6954
@alaminsanny6954 Жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️
@mrpopeye4897
@mrpopeye4897 Жыл бұрын
Khb e chomotkar alochona
@asikovi5299
@asikovi5299 8 ай бұрын
গুরে ফিরে একেই হুজুর নামাজ সেষ মানি দোয়া সেষ নামাজ কেই দোয়া বোলা হয়েছে
@mehedihassanalif4277
@mehedihassanalif4277 Жыл бұрын
ভাই আসসালামু আলাইকুম।ভাই আমার ফ্যামিলির সবাই কট্টর আহলে হাদিস।এরপরেও আমি তাবলিগ জামাতের সাথে যুক্ত।সবাই বলে ওদের দাওয়াত দেয়ার পদ্ধতি আর ফাযায়েলে আমালে সমস্যা আছে।আপনি যদিও আলেম নন তারপরও এরউপরে একটা বিশ্লেষণধর্মী ভিডিও বানালে ভালো হয়।
@TheBelieverBangla
@TheBelieverBangla Жыл бұрын
fajayele amole kichu kiccha kahini ache______ ami segulo bad diye dei
@user-Isha779
@user-Isha779 Жыл бұрын
@@TheBelieverBangla ফাজায়েলে আমল বই টি একজন তাবেইন বা আল্লাহ ওয়ালা মানুষ এর সন্তুষ্টির জন্য লিখা হয়েছে, আর কিচ্ছা কাহিনী আর জাল হাদীস ও আছে, আর এগুলোই ফাজায়েলে আমল বই এর সমস্যা। আর আল্লাহ বাদে অন্য কারো সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কিছু করা শীরক, তাই এই বই না পরাই ভালো
@shihabuddin7560
@shihabuddin7560 Жыл бұрын
আমার জানামতে আহলে হাদিসের অনেক ভাই তাবলীগের সঙ্গে যুক্ত আছে। সবার বুঝ একনয়। খারাপটা বাদ দিয়ে ভালো গ্রহণ করা উচিৎ।
@mehedihassanalif4277
@mehedihassanalif4277 Жыл бұрын
@@shihabuddin7560 জী ভাই সঠিক বলেছেন।
@PeaceIslamicSpeech
@PeaceIslamicSpeech Жыл бұрын
আহলুল হাদীসরা সুন্নাত পালনে অবশ্যই কট্টর। আহলুল হাদিসদের মূলনীতির মধ্যে একটি হলো: (সূরা হাশর,আয়াত ৭) রসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ কর, আর তোমাদেরকে যাত্থেকে নিষেধ করে তাত্থেকে বিরত থাক, আল্লাহকে ভয় কর, আল্লাহ কঠিন শাস্তিদাতা।
@RanwayMONIR
@RanwayMONIR Жыл бұрын
al amin vai
@smjahangiribnefaruk3754
@smjahangiribnefaruk3754 Жыл бұрын
I am gast
@kidsgarden2200
@kidsgarden2200 Жыл бұрын
Khub pocondo kortam ei alem k
@hridoykhan0000
@hridoykhan0000 Жыл бұрын
পুরাটাই বিদআত।
@ashfakuddinmunshi2230
@ashfakuddinmunshi2230 8 ай бұрын
এই ভদ্রলোকের কথাই কোন কিছুই পষ্ট হয় না ।
@MonirHossain-qo3wm
@MonirHossain-qo3wm 8 ай бұрын
ইজতেমা জায়েজ কিনা সেটা বলেন? পরে আখেরি মুনাজাত। আরাফাতের ময়দানে হয় না, আর ইজতেমার আখেরি মুনাজাত জায়েজ বানাইয়া দিলেন!
@rezabiswas
@rezabiswas 8 ай бұрын
আরাফায় জাওয়া হয় ইবাদতের জন্য। কিন্তু ইজতেমায় ইবাদতের জন্য যাওয়া হয় না। যদি কেউ ইবাদত মনে করে তাহলে বিদাত হবে। অন্যথায় না
@musafir2029
@musafir2029 Жыл бұрын
Prio akjon Lok chilo amer
@MuskMak-cw6ob
@MuskMak-cw6ob 8 ай бұрын
মুরগির ডক্টর মজাফফর কোথায়??? তার বাৎসরিক ছুল্কানির কি খবর???😮😮😮
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,6 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 123 МЛН
বিতর নামায কখন কি ভাবে পড়তে হয়।
3:06
Dr. Khandaker Abdullah Jahangir Rh Official
Рет қаралды 1,2 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,6 МЛН