Swarup Dey@আপনার মন্দ কথা গুলো-ও আমার বেশ ভালো লেগেছে, যদিও অতি জঘন্য সুরে কমেন্ট করেছেন আমার বিরুদ্ধে, আমার মনে হয়েছে আপনি 'মানুষ', তাই আপনাকে লাভ চিহ্ন আমি দিলাম। কিন্তু দুঃখ আমার এই ভেবে যে এতো বার বার বার, বহুবার, প্রতিটি ভিডিওতে খুঁটে খুঁটে শতবার আমি নিজেকে 'অমানুষ' বলে পরিচয় করার পরেও আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেননি দেখলাম। আপনি একজন অসভ্য হিন্দু বা বধির বা নির্বোধ বা অশিক্ষিত তা-ও আমি বলবো না, না হলে আপনি কেন আমার 'অমনুষত্ব কে' আপনার মত 'মানুষের' বৈশিষ্ঠের সাথে গুলিয়ে ফেললেন!!! তাজ্জব। আমিতো 'অমানুষ', আমার মুখ দিয়ে প্রমিত বা শুদ্ধ বাঙলা আপনি কিভাবে আশা করেন!!!???? প্লীজ আমার মত একজন অমানুষের ভুলগুলোকে 'মানুষের' ভুলের মত গুলিয়ে ফেলবেন না। আপনি 'মানুষ', আপনি বা আপনারা জাগতিক, আমি তারও অধিক অর্থাৎ উপরে - অনেক উপরে, এই জগতের অনেক অনেক বাহিরের এক প্রাণী অর্থাৎ আমি এই জগতের কেউ নই। ভালো থাকুন
@rakib80174 жыл бұрын
আল্লাহর পথে আসি সবাই kzbin.info/www/bejne/kJbIqYCmqaaar68
@jbvlogs933563 жыл бұрын
তোমর মোন খুব ভালো
@angelorocco8943 жыл бұрын
I realize I am kinda off topic but do anybody know of a good place to watch new movies online ?
@ivanallan86843 жыл бұрын
@Angelo Rocco Flixportal :)
@angelorocco8943 жыл бұрын
@Ivan Allan Thanks, I signed up and it seems like a nice service :D I really appreciate it !!
@fitnessaddict4734 жыл бұрын
যত দেখি তৃষ্ণা মিটে না , শেষের Music টা এ রকম , অসাধারণ , Thank you much indeed ,
@Ruman905 жыл бұрын
আমি ফিজিতে থাকি, অসাধারণ একটা দেশ, এই দারুণ ভিডিওটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@nixsonkhan84845 жыл бұрын
ভাই ফিজি দেশ কি গরিব
@NazmulHuda-fq2wi5 жыл бұрын
ভাই, ভিজিতে বাংলাদেশী বা বাংলাভাষী মানুষের সংখ্যা কত হবে?সেখানে মুসলিমদের সংখ্যা কত হবে?
@nayamotahmedashik2099 Жыл бұрын
ভাই আপনি কি এখনো পিজি আছেন আপনার সাথে একটু কথা বলতে চাই প্লিজ
@Ruman90 Жыл бұрын
@@nixsonkhan8484 না
@Ruman90 Жыл бұрын
@@NazmulHuda-fq2wi শুনছিলাম ৩,৪ হাজারের মত বাংগালী আছে, মুসলিম ও ২৫,৩০ হাজারের মত আছে
@mdabdussalam3845 Жыл бұрын
Boni sir স্যারের বেস্ট ভিডিও আমার দেখা, কমপক্ষে ২০ বার দেখেছি ১৯ সাল থেকে। মন খারাপ হলে প্রথমে এটাই দেখি।
@khansumon85072 жыл бұрын
একমাত্র আমার দেখা সেরা মানুষটা ছাড়া এমন ভিডিও এবং দৃশ্য কেউ দেখাতে পারেনা এবং কখনো দেখাও নাই এবং দেখাতে পারবেও না,,,
@Saifulsaf3 жыл бұрын
অপরূপ, অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম আপনার মাধ্যমে!❤️ আসলে একমাত্র অমানুষ হয়ে আপনি পারলেন , যা ছদ্ধবেশীরা পারে না। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
@mdrakibhassan27515 жыл бұрын
অসাধারণ প্রতিবেদন মামা , সব চেয়ে ভাল লাগলো বাংলা গানের সাথে অসাধারন নাচ, মুগ্ধ হয়ে গেলাম।
@bdLover-015 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে । আরো ধন্যবাদ দিতে চাই প্রতিটি ভিডিওতে বাংলা গানের মিউজিক গুলো দেওয়ার জন্য। যে মিউজিক গুলো শুনলে অনেক ভাল লাগে...
@paikarimodhughorsatkhira5 жыл бұрын
আজকের আপনার শার্টটা দারুণ ছিল এবং চশমার সাথেও মিল আছে।আর নাচের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।
@amaleshadak46185 жыл бұрын
আপনার ভিডিও যতোই দেখছি ততই মুগ্ধ হচ্ছি ।অনেক তথ্য পাওয়া যায় খুব ভালো লাগে ভালো থাকবেন ।
@FITLCHANNEL17445 жыл бұрын
ভাই অনেক অনেক পরিশ্রম করে ভিডিও গুলো বানান,সত্যি খুবই ভালো লাগে আপনার পতিবেদনগুলো,আপনি বাংলাদেশে আসলে আমার বাড়িতে বেড়াতে আইসেন,আসলে খুবই খুসি হবো।
@mithunmondal736110 ай бұрын
আপনার মত একজন বাঙ্গালীর জন্য গর্ব হয় আমরাও বাঙ্গালী।
@enayettraveler45875 жыл бұрын
আমারও ফিজি যাওয়ার ইচ্ছে হয়!আপনার ভিডিও দেখে এই দেশ সম্পর্কে বেশ ধারণা লাভ করলাম।আপনাকে অশেষ ধন্যবাদ ভাই সুন্দর ভিডিও উপহার দেওয়া জন্য।
@mostafakamal10005 жыл бұрын
বনি আমিন ভাইয়া, ফিজি ভিডিও টি অপূর্ব লাগছে ফিজি ইতিহাস বলার জন্য ,,আপনি আছেন বলে আপনার চোখে বিশ্ব ভ্রমন, দিক দিগন্ত অজানা অনেককিছু সভ্যাতাকে আমাদেরকে দেখোর সুযোগ করে দেওয়ার জন্য ।এই ভাবে আমাদের মাঝে আপনি অনন্তকাল জন্য বচিয়ে রেখে । আপনাকে অশেষ ধন্যবাদ ।
@nazmulhussaincom5 жыл бұрын
আপনার মতো রসিক মানুষ খুঁজে পাওয়া আসলেই অনেক কষ্টসাধ্যের কাজ, ভাল থাকবেন❤️ ফিজিয়ান ড্যান্স এই প্রথম দেখলাম আপনার মাধ্যমে🙏
@amalkumardas99935 жыл бұрын
খুব ভালো লাগলো ফিজি আগলেন্ড। আপনি না দেখালে কোন দিন দেখতে পেতাম না। আপনি অনেক ভালো কাজ করছেন।আমাদের মন থেকে automatic দূয়া এসেজায়। ইশ্বর অবশ্যই আপনার মংগল করবেন। দু চার জন যারা আপনার সমালোচনা করে তারা অবুঝ এবং অশিক্ষিত তাই আপনি তাদের ignore করুন।
@ashrafulalamkajol89705 жыл бұрын
বন্ধু বনি আমিন, তোমার ফিজি তোমার ডোন এবং ক্যামেরার মাধ্যমে ঘুরে ঘুরে দেখলাম। এখানে বাংলা গান কি ভাবে? ওরা নিশ্চই বাংলা বোঝে। ফিজির প্রকৃতি অপরুপ। শুভ কামনা তোমার প্রতি।।
@tushardas98254 жыл бұрын
Ami India r Lok , South Africa te thaki, Bangali - aapnaar presentation ta khub Bhalo Laglo ...... 👍
@rajuchowdhury69755 жыл бұрын
এটাই মজাদার আমি বঙ্গোপসাগরের কাছের থেকে প্রশান্ত মহাসাগরের দ্বীপের(ফিজি) জনগণকে দেখছি ।ধন্যবাদ তবে অমানুষ নাম দিয়ে মানুষের খোঁজ দেওয়ার এই প্রচেষ্টা অসাধারণ।
@shafayatove5 жыл бұрын
Apnar uposthapona khub e sabolil Vaiya Onek sundor lage sunte ... Ami moddho bitto bole jekhane jaoar sopno dekhteo sahos pai na apnar karone sekhane sob dekte passi ... Lots of respect for you and love from Khulna, Bangladesh
@NoMad_ZiYaN5 жыл бұрын
মনোমুগ্ধকর চিত্র, অপার মুগ্ধতা রেখে গেলাম। ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাইনা,আপনার দীর্ঘায়ু কামনা করি।
@malaymukherjee53435 жыл бұрын
বনিভাই, কলকাতায় বসে আপনার জন্য ফিজি দেখা হল। ওখানে এত ভারতীয় থাকে জানতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওখানে যাবার ইচ্ছে রইল।
@gopalsaha205 жыл бұрын
Fiji is a Hindu Nation of Osenia
@whitedevil31014 жыл бұрын
পশ্চিমবঙ্গ থেকে -আপ্নার দৌলতে অনেক কিছু দেখছি ভিডিও তে।খুব ভাল লাগছে। আর background music ta অসাধারন। খুব আনন্দ পাচ্ছিলাম।।
@santoshbarua3722 жыл бұрын
স্যার, নমস্কার নিবেন। আমার বাড়ী কক্সবাজার। আমি আবুধাবি সংযুক্ত আরব আমিরাত থেকে দেখছি আপনার ভিডিও। আপনার প্রতিটি ভিডিও আমি দেখি। খুব ভাল লাগে। অসাধারণ দারুন। আপনার বিচরন, আপনার মনমাতানো গানের বাজনা প্রাকৃতিক মনোরম দৃশ্য সব কিছু মিলিয়ে কি বলবো অনেক অনেক শান্তি পাই।জানি না ভবিষ্যতে আপনার মতো এই রকম আর পাব কিনা। ভাল থাকবেন অনেক অনেক শুভকামনা রইলো। From Abu Dhabi UAE
@sajalahmed21805 жыл бұрын
আপনার ভিডিওগুলি সত্যিই অসাধারণ। পৃথিবীর অনেক কিছু দেখার স্বাধ থাকলেও তা অসম্ভব মনে হতো। আপনার ভিডিও গুলো দেখে অনেকটাই অনুভব করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে
@ronydas123455 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ বনি আমিন ভাই আপনি, একজন সত্যি কারের ভাল মানুষ, বাংলাদেশ থেকে বলছি, সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।
@probirchowdhury94 жыл бұрын
বনি ভাই আপ্নার আপ্নার ভিডিও গোলা আমি সব সময় দেখি অনেক ভালো লাগে....
আপনাকে অসংখ্য ধন্যবাদ বনি আমিন ভাই আপনি, একজন সত্যি কারের ভাল মানুষ, বাংলাদেশ থেকে বলছি।
@FICTIONSMEDIA4 жыл бұрын
NICE
@subirkumarghosh55873 жыл бұрын
দাদা আপনার Video গুলি অসাধারন, আপনার কলকাতায় আসার program আছেকি ?
@evergreenbabul73323 жыл бұрын
আপনার অনেক ভিডিও আমি দেখেছি। ভিডিও গুলো বেশ তথ্য বহুল।আপনার সাফল্য কামনা করছি।
@nirmalyaonwheels55255 жыл бұрын
খুবই ভালো লাগলো। রোহিনীর মায়ের নাম "কাহিনী" হলে সত্যিই মানাতো। Really ..... well said, very good sense of humour. Here in lies the magic of your audience retention. দারুন photography, সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
@azizahmedchaudhuri84285 жыл бұрын
Nice to see the old couple in a jocant mood. Hi Lord grant them long life although they are having grace period.
@NazmulHasan-tg9zw5 жыл бұрын
বনি ভাই ঢাকা থেকে বলছি। আপনার সুন্দর ভিডিও জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে এত দূরের মানুষ গুলো বাংলা গানের সাথে নাচ পরিবেশন করছে যা সত্যিই অতুলনীয়।
@obujtohaltd63734 жыл бұрын
আপনার ভিডিও অনেক সুন্দর আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আরো বেশি সুন্দর কোথা থেকে মিউজিক কালেক্ট করেন প্লিজ জানাবেন
@sali5365 жыл бұрын
বনি ভাই, ভিডিও টি দেখার আগেই আপনাকে আগাম শুভেচ্ছা! আপনার অক্লান্ত প্রচেষ্টার কারনেই বিনা খরচে অনেক অজানা সব কিছু জানতে পারছি।
@tarungupta87704 жыл бұрын
Beautiful collection . Thanks to Mr Boni Ami n
@delwarhossain23252 жыл бұрын
I am Hussain from Bangladesh i like your adventures you so much lucky you traveling many countries and i thank to you because of you we watching many beautiful places and i want to ask you one thing why mention boni amin amanus
@mamundack26414 жыл бұрын
অসাধারণ লাগলো মিউজিক বাংলা তালে তালে ফুজিয়ান ডান্স
@anowarhosain93395 жыл бұрын
অদেখা, অজানা, দেখতে ও জানতে পেলাম অমানুষের ম্যাধমে। ধন্যবাদ বনি আমিন সাহেব।
@redkarpet30944 жыл бұрын
apnar video ebong lekhoni dui khub onyorokom ektaa valolaga niye elo bohudin por onek dhonyobad.
@jhuntuadhikary15965 жыл бұрын
মুসলিম যদি ৫০%হতো,,,এতো সুন্দর হতো না
@ernaa87355 жыл бұрын
সালাম বনি আমিন ভাই আমি একজন বাংলাদেশী, মালয়েশিয়াতে থাকিযখন আপনার ভিডিওগুলো দেখি মনে হয় আমি স্বপ্নের রাজ্যে হারিয়ে যাচ্ছিমনে হয় আমি যদি কোনদিন আপনার দেখানো জায়গাগুলো ঘুরে দেখতে পারতাম
@mdmohsinranaofficial5 жыл бұрын
ভাইয়া আপনার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে । কারন আপনার ভিডিও তে নতুনত্ব অনেক কিছু খুঁজে পাই । যা অন্য কারো ব্লগে পাইনি ।
@subirkumarde13125 жыл бұрын
খুব ভালো লাগলো !.দাদা আপনার মাধ্যমে ফিজি দ্বীপপুঞ্জের অনেক বিষয় জানতে পারলাম ! অনেক অনেক ধন্যবাদ সাথে সাথে আমি খুব সৌভাগ্যবান ! খুব ভালো থাকবেন দাদা !
@jibanghosh7052 жыл бұрын
বাহ্! সত্যি অসাধারণ ভালো থাকবেন বনি আমিন ভাই 🙏
@TheSaniv5 жыл бұрын
Boni Bhai Apner Presentation ak kothai osadaron 👌
@mohiuddinmazumder88185 жыл бұрын
বহু ভিডিও দেখেছি, কিন্তু আপনার ভিডিওর স্টাইল গুলো আলাদা ধরনের। ভালোই লাগলো, পরবর্তী ভিডিও দেখার আপেক্ষায় থাকলাম।
@shahriarrifat56135 жыл бұрын
অনেক অজানা তথ্য পাওয়া যায় আপনার ভিডিও মাধ্যমে।💜 শুরু থেকে আপনার চ্যানেলের সাথে আছি। ধন্যবাদ
@RKLife244 жыл бұрын
আমিন ভাই বলেই ডাকলাম, সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘায়ু দান করুন!!! আপনার ভিডিও দেখে সত্যিই অনুপ্রাণিত হই।
অসংখ্য ভালবাসা রইলো ।আরো অনেক কিছু শিখতে চাই আপনার কাছ থেকে।আশা করি হতাশ করবেন না নিন্দুকের কথা শুনে।
@sahidislam54985 жыл бұрын
খুব সুন্দর হয়েছে আপনার দেখানো গুলো অনেক ধন্যবাদ আপনাকে
@rezakhan93635 жыл бұрын
বনি আমীন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রতিটা ভিডিও দেখি এবং দেখার চেষ্টা করি। আশা করছি আপনার Next video Pepeete island ( পলিনেশিয়া) এবং Apia islands ( America) দেখবো ইনশাআল্লাহ। আপনার শুভকামনা করছি। ভাল থাকবেন।
@monsurali95315 жыл бұрын
বনি ভাই নাচের সময়ে আপনাকে পেপে গাছ ধরে দারিয়ে থাকা সিনটা অনেক মজার ।
@ninian20575 жыл бұрын
So melodious, thanks Chatgaiya Bodda
@BoniAmin5 жыл бұрын
Nurul Huda @ ha ha ha, keyan acho vai? Gom acho na?
@ninian20575 жыл бұрын
Gom achi, Bodda
@Mohonbagan7775 жыл бұрын
Onek onek DHONNOBAD brother, love from INDIA (west Bengal)
@alimran80165 жыл бұрын
sir,অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম ,ভাল লাগলো । thank you.
@md.mahbubulhoqe60955 жыл бұрын
দারুন লাগ্লো ভাই-বনি আমিন, ধন্যবাদ।
@md.shamadulislam87625 жыл бұрын
Boni uncle love you so much. Thanks for sharing all this.
@subratabanerjee69314 жыл бұрын
Very nice...!
@mohammadtorikulislam6954 Жыл бұрын
বনি ভাই আপনি কেমন আছেন আপনার ভিডিও গুলো দেখে অনেক ভালো লাগে ফ্রিজে যাওয়া যাবে একটু আমাকে তথ্য দেবেন বাংলাদেশ কোথা থেকে যাওয়া সম্ভব হবে
@ibrahimthepro1456 Жыл бұрын
খুব সুন্দর লাগলো কাকা !!! ধন্যবাদ !!!
@Gogreengoelectric5 жыл бұрын
Boni Amin ji Zindabad. Thankyou very much dear sir Fiji national calculator Fiji dance Very nice and beautiful and Indian origin people also beautiful. I love you and your family take care and God bless......🇧🇩 🇦🇺🇮🇳 🇫🇯
@quazibegum2635 жыл бұрын
Hemanta Bachar was
@mamataghosh89975 жыл бұрын
Bhison bhalo laglo dada apnar video ta dekhe tar theke o bhalo background music .osadharon information. Khub bhalo thakben dada.
@litonsaha37294 жыл бұрын
Mind blowing Dadabhai God bless you! For good representation
@amiyokrishnaroy24585 жыл бұрын
Boni Amin bhai thanks for upload this video. Your all collection are excellent. Greeting from Bangladesh
@moniburrahman40243 жыл бұрын
ভাইজান ফিজিতে যাব মালয়েশিয়া থেকে যাতে চাচ্ছি আপনার কাজ কোন ইনফরমেশন আছে নাকি এজেন্সি আসেন নাকি মালয়েশিয়ার দয়া করে জানাবেন
@princedishary5 жыл бұрын
ভাইয়া সুন্দর সুন্দর অনেক সুন্দর, চোখ জুড়িয়ে যায়, এই পর্যন্ত যায় দেখালেন ! ভালবাসা ছাড়া আমরা কিইবা দিয়েছি আপনাকে ? বনি আমিনকে আর ধন্যবাদ দিতে ভাল লাগেনা, এখন সময় এসেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় সম্মানিত করার, আমার এতটুকু শক্তি সামর্থ হলে সেটাই করব ইন্শাল্লাহ কথা দিলাম, এটা যে আপনার ৩০কোটি বাঙ্গালীর কাছে পাওনা, ভাইয়াকে অনেক অনেক ভালবাসা ও সম্মান জানাই ।।
@shakhaowathossain63095 жыл бұрын
চমৎকার
@siddarthadey72015 жыл бұрын
কৃতজ্ঞতা রইল। আপনি আপনার কাজ চালিয়ে যান স্যার।
@blantikusa5 жыл бұрын
ও ভাই বনি আমিন, শেষে বাংলা গানের সাথে নাচনিটা খুব ভাল্লাগছে।
@ashisbanerjee38895 жыл бұрын
I
@ridubaiya10245 жыл бұрын
Osonkho Dhonnobad boni vai, Eto sob des ghure dekhanor jonno. Evabei chaliye jan.