আপনার পরিবেশন বরাবরের মতোই স্বচ্ছন্দ ও আন্তরিক ৷ কিন্তু গল্পের ভিত্তিই এখানে দুর্বল। প্রকৃতপক্ষে কাহিনী বিস্তার লাভ করিতে পারিবে এমন কোন ঘটনা বা সমস্যাই এখানে নাই | এক নাটকীয় পরিস্হিতিতে মালতীর সহিত সাক্ষাৎ হয় এবং যুবকটির মালতীর প্রতি প্রণয় জন্মে। মালতী ইহাতে সম্মতি বা অসম্মতি কিছুই জানায় নাই। কিছুদিন পরে সে বেনারস যায়। কয়েকদিন পরে অবিকল তাহারই মতো দেখিতে এক যুবতী ফিরিয়া আসে।সে বলে সে মালতীর যমজ বোন মল্লিক৷৷ সে জানায় মালতী বিবাহ করিতে পারিবে না কারণ সে অন্যপূর্বা ৷ মল্লিকা আরো জানায় যে মালতীর নিকট সকল বৃত্তান্ত শুনিয়া সে যুবকটিকে ভালোবাসিয়া ফেলিয়াছে এবং যুবকটি সম্মত হইলে তাহারা বিবাহ করিতে পারে। যুবকটি মনঃক্ষুন্ন হইয়া চলিয়া যায় ৷
@ekbaggoppo3 ай бұрын
আপনার মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় থাকি আমি। শ্রদ্ধা জানাই। 🙏