❤সত্যিই ছবিটা দেখে মনটা ভরে গেল,একটি ব্যতিক্রমধর্মী কাহিনী ছিল,যেটা কিনা সমাজের মধ্যে অনেক ক্ষেত্রে ঘটে থাকে,আজ প্রায় ৩০ বছর যাবৎ বিভিন্ন দেশের ছায়াছবি দেখে আসছি,ছবির মানদন্ড বিচার করতে আমার বেশি সময় লাগে না,আমার দৃষ্টিতে ছবিটি খুবই অসাধারণ লাগলো,এবং সবাই খুব ভালো অভিনয় করেছেন,কাহিনীটা অসাধারণ ছিল,মালয়েশিয়া থেকে।
@MrsRidita6 ай бұрын
কাহিনি টা কিতা হেইডাই ত বুঝিনাই
@blusky47326 ай бұрын
@@MrsRidita যারা বোঝার তারা অলরেডি বুঝে গেছে,আপনাকে হয়তো বুঝতে হলে আরো একবার দেখতে হবে,
@sujatadutta3095 ай бұрын
Ektu jodi bojhaten🙏
@blusky47325 ай бұрын
@@sujatadutta309ছায়াছবিটি যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন ,তবে আমার মতে সবার পছন্দ তো আর একরকম হয় না , সে ক্ষেত্রে আপনার পছন্দটা ভিন্ন রকম হতে পারে ,বা ভালো নাও লাগতে পারে ,এখানে আমি আমার ভালো লাগাটা ব্যাখ্যা করেছি মাত্র ।
@piyasbormon4047Ай бұрын
নন্দিতা দাস ও কৌশিক সেনের হৃদয়জুড়ানো হাসি দেখে ও শুনে আমি বিমোহিত। ইসস,,,এমন হাসি যদি আমি হাসতে পারতাম।😊
ছবিটার থিমটা ঠিক করে বুঝতে পারলাম না। তবে,,কৌশিক স্যারের অভিনয় জাস্ট দুর্দান্ত 👏👏কি নিখুঁত অভিনয় ❤
@latifurrahman66096 ай бұрын
নন্দিতার অভিনয় অসাধারণ। বাংলাদেশ থেকে।
@afrojaakter99173 күн бұрын
সিনেমা দেখে বুঝতে পারলাম আবেগ দিয়ে ভালো ভাসা
@abirbaranmukherjee34437 ай бұрын
এই ছবি এক অনন্যসাধারণ অভিনয়ের স্বাক্ষর রেখে গেল। অভিনয় এবং আঙ্গিক যে কত নিখুঁত হতে পারে তার তুলনা মেলা ভার। নন্দিতা দাসকে দেখে শ্রীলা মজুমদারকে মনে পড়ছিল।
@KajalRoy-i1i7 ай бұрын
Apurbo laglo
@inazrul5253 ай бұрын
অজানা এক কারণে চোখ জল এসে গেলো..কৌশিক দা আর নন্দিতার অভিনয় আজকাল কেউ করতে পারবে বলে মনে হচ্ছে না.. শ্বাশত দা ও ছিল অন্য উচ্চতায়.. অসাধারণ তবে কাহিনীটা বুঝিনি
মৃণাল সেনের শেষ ছবি ।তাঁর স্বাক্ষর রেখে গেছেন। সংলাপে নন্দিতা দাসের হিন্দি টান রয়ে গেছে। শ্বাশত চট্টোপাধ্যায় এবং কৌশিক সেন অনবদ্য। সত্যিই X হাসব্যান্ডের বাড়িতে পা রাখার মূহর্ত টা কেমন যেন বিহ্বল করে দিল।র্তমান ও অতীতকে কেমন যেন এলোমেলো করে দিল। সব ছবি ভাষায় প্রকাশ করে যায় না।শুধু এক একটা দৃশ্য দেখে অনুভব করতে হয়। আর নিজের মত করে অর্থ খুঁজে নিতে হয়। আমার ভূবন ছবিটা এক কথায় অনবদ্য।
@jayashreebhowmik99547 ай бұрын
খুব ভালো লাগলো। সৌমিত্র চ্যাটার্জী র বহমান মুভি টি দেখানোর অনুরোধ করছি
@chinmayeedaschakladar82937 ай бұрын
অসাধারণ ছবি। আগে দেখেছিলাম আবারও দেখলাম, খুব ভালো লাগলো। ❤❤❤
@mmondal58413 ай бұрын
খুব সুন্দর লাগলো সব কিছু মিলে ঘর বাড়ি পরিবেশ হাঁস মুরগি এককথায় অসাধারণ 👌🏻👌🏻♥️❤❤❤❤
@sagnikdas72647 ай бұрын
নন্দিতার মধ্যে স্মীতা কে খুজে পাই এই ছবিতে,এই চরিত্র যেন স্মীতা কে ভেবেই লেখা❤
@bipashadas98547 ай бұрын
সমস্ত ছবি খা না দেখলাম আর চোখ দিয়ে অবিরাম টপ টপ করে জল প ড় ল এ মন স্পর্শ কাতর অভিনয় অমর হয়ে থাকুন এই শিল্পী বৃন্দ এবং ছবি নির্মাতা গন
@majiparthas5 ай бұрын
সারমর্ম বুঝলাম না,,কিন্তু কৌশিক দার অভিনয় আমার বেশ লেগেছে
@akikalam14035 күн бұрын
ভাল লাগল। লন্ডন থেকে
@sadhanchowdhury72567 ай бұрын
নন্দিতা কৌশিক নেশা ধরিয়ে দেবার মতো অভিনয় করেছে।
@sutapamitra3258Ай бұрын
Bar bar dekte echhe Kare Amar vubon khub valo hoeche cinema ta
@mostakmandal536 ай бұрын
অসাধারণ ❤❤। অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম।
@GamingFun-m1n5 ай бұрын
Opurbo sundor laglo❤❤
@sudiptapramanik39567 ай бұрын
excellent Excellent!!! Nandita, koushik, Saswata really awesome ❤️❤️❤️❤️ Salute of all.... Love this picture..
@nupurghoshal42217 ай бұрын
অসাধারণ। ঈশ্বর কার ভাগ্যে কি লিখে রেখেছেন কেউ জানিনা।
@zakirdhk6 ай бұрын
চমৎকার অভিনয়, দারুন লাগলো
@nazimkhan96424 ай бұрын
অসাধারন মন ভরে গেল
@ni-world6427 ай бұрын
আল্লাহ, আপনার এই সুন্দর পৃথিবীতে ভাল মানুশদের জন্য সুন্দর ব্যাবস্থা রাখবেন প্লিজ - - -
@sibaniroy49304 ай бұрын
মন প্রাণ ভরে গেল
@SatrughnaPal-c6c3 ай бұрын
খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ
@ratnadebbandyopadhyay574621 күн бұрын
Bhalo -------
@ambalikabanerjee30837 ай бұрын
অসাধারণ
@rekharoy32977 ай бұрын
অবিস্মরণীয় মুভি
@স্মৃতিথেকেনেওয়া7 ай бұрын
সাবিত্রী চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত পাশের বাড়ি movie upload করার জন্য অনুরোধ জানাই
@dishanvlog53647 ай бұрын
দারুণ ভাল হয়েছে ।
@shovanroy19382 ай бұрын
অনবদ্য সিনেমা। মনকে নাড়া দেয়। ভাবনা ডানা মেলে।
@nehanmahirahomechannel68037 ай бұрын
Just a single word - Excellent
@TanvirAhamed-w9n3 ай бұрын
লাস্টে কি হলো ঠিক বুঝতে পারলাম না
@MousumiPaladhy7 ай бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ
@KalponaSouthKorea7 ай бұрын
অসাধারণ love from South Korea
@santanumitra367 ай бұрын
কিম ওখানেই থাকে তাইনা?
@shreoshichaterjee65987 ай бұрын
Yes
@sanjuhaque27947 ай бұрын
Apni ki apu blog koren.
@KalponaSouthKorea7 ай бұрын
@@santanumitra36 কোন কিম ?? North Korea তো পাশের দেশ ,, আমি তো South Korea,, hum.. এই আর কি একটু family vlog দেই,, ধন্যবাদ
@somjitisdifferent5 ай бұрын
Ami protita vlogs dakhe kalpona didi@@KalponaSouthKorea
@স্মৃতিথেকেনেওয়া7 ай бұрын
উত্তমকুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত রাতভোর movie upload করার জন্য অনুরোধ জানাই
@anupkumarsarkar88225 ай бұрын
গ্রামে গ্রামের ভাষা নেই , শহুরে ভাষা 😢
@SunandaGoswami-i5t12 күн бұрын
ভালোবাসা চিরন্তন।নূরের প্রথম বউ তালাকের পর মেহেরের বউ হয়েছে। নূর পরে আরব থেকে ফিরেছে। এখন সে আর্থবান। মেহের কয়িক শ্রম করে সংসার চালায়। নূরের সন্তান ছিলনা সে মেহেরের ছেলেকে নিজের করে পেতে চায়।গল্পের মূল চরিত্র একটানোলক। সেটা নূর দিয়েছিল মেহেরের বউকে। সে তখন নূরের বউ ছিল।একে ঘিরে গল্প দানা বেঁধেছে।প্রত্যেক শিল্পীর অভিনয় প্রশংসনীয়।প্রত্যন্ত গ্রামের পরিবেশ যথোপযুক্ত।সিনেমাটি পুরস্কার পাবার যোগ্য।নন্দিতা দাস আকর্ষনীয়।
মুসলিম হলেই তাবিজ কবচ পড়াতে হবে এটা ঠিক না, এর বাইরে ও মানুষ থাকে
@chandanmohanta15995 ай бұрын
Muslim bolei je dari rakhte hobe... Eta thik na... Er baireo manush aache...
@rinadasch81667 ай бұрын
ভাষা হারিয়ে ফে লেছি❤❤❤
@gourmohansinha95397 ай бұрын
Superb ! Really a master piece in every respect.
@jyotirmoychakraborty41446 күн бұрын
সিনেমাটার বক্তব্য কি কেউ বুঝলে দয়া করে লিখবেন।
@mayukhmoulik23643 ай бұрын
Darun jiban darsan
@স্মৃতিথেকেনেওয়া7 ай бұрын
সুখেন দাস, রঞ্জিত মল্লিক অভিনীত সংকল্প movie টা upload করার জন্য অনুরোধ জানাই
@Dream_-_Lover7 ай бұрын
Dhuss advut movie. Ki6ui bujhlm na 😮
@shiprachatterjee12207 ай бұрын
আসলে নূর ভালবেসেছিল তার ভাইয়ের বৌকে,সেটা মেহেরের বৌও জানত। কিন্তু ওদের ভালবাসাটা প্রকাশ্যে আসেনি ,ওরা দুজনেই শুধু অনুভব করতো, সংসার ঠিক রাখতে গেলে এরকম ভালবাসাকে বাড়তে দিতে নেই। আবডালেই রাখতে হয় আর ওদের প্রেমটা শারিরীক ছিল না শুধু মন থেকেই ভালবাসা টা ছিল। খুব সুন্দর কাহিনী।
@chandannag28487 ай бұрын
Khub sundor laglo..jemon story temon acting 😊
@RabeyaAkter-w7v4 ай бұрын
@@shiprachatterjee1220নূর এবং সখিনা স্বামী স্ত্রী ছিলো। ডিভোর্সড হয়ে মেহেরের সাথে বিয়ে হয়। ২ জনের মধ্যে ভালোবাসা টা ছিলো শুধু একসাথে সংসার করা হয়নি
@simadasbhowmik81026 ай бұрын
দারুণ
@kakalimajumder89587 ай бұрын
Bes valoi laglo👌❤
@dipankarpanchananbaital10614 ай бұрын
😢😢😢😢😢😢😢❤❤❤❤❤
@parnamazumder18607 ай бұрын
আমি গল্প টা বুঝতে পারিনি তাই এটা ভালো সিনেমা বলতে পারবোনা আসলে গল্পটাই তো বুঝিনি।
@MrsRidita6 ай бұрын
আমিও বুঝলাম না
@ashiqelahi-z5w6 ай бұрын
আমিও গল্পটা বুজতে পারিনি
@Sayemabu12066 ай бұрын
সুন্দর
@MayshaFaria-mw5dj6 ай бұрын
Ami india thaki❤❤❤❤
@ranajitmallick39737 ай бұрын
খুব ভালো লাগলো সিনেমা টা
@tapasis18247 ай бұрын
Apurbo obhinay sabar. ❤
@mmondal58413 ай бұрын
যখন এই বই টা হয়েছে তখন আমি তখন ও হয়নি আজ সেই বই টা এখন দেখছি ১২.৯.২০২৪ আজকে দেখছি
@kallalkar7007 ай бұрын
সবই সময়ের প্রয়োজনে।
@sauravnath46437 ай бұрын
❤❤❤
@user-Shishir6767 ай бұрын
Last ki holo bujhlmna
@taslimataslima68317 ай бұрын
অনেক অনেক বেশি সুন্দর মুবিটা
@sunandamukherjee99767 ай бұрын
খুব ভালো লাগলো
@pangshashortfilm7 ай бұрын
দারুন একটি মুভি
@imranalimondal1477 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SotterSondhan-e8i6 ай бұрын
কারতা(বাচ্চা) ধরে এনে কান্না করাচ্ছে।
@ALORGOLPERASOR7 ай бұрын
খুব সুন্দর সিনেমা
@udaybhanuganguly58176 ай бұрын
দারুন একটা বই
@srabanichowdhury3326 ай бұрын
Brilliant
@technologydc7 ай бұрын
This movie leads no where so weak script n story.Yet 1 watched the movie till the end.1 could not comprehend the last scene of the movie.Somebody please help me to realise the last scene.
@sanjitdebnath35017 ай бұрын
কি বোঝালো এই বইটা? দুটো বিয়ে করতে? মিলেমিশে একসাথে থাকতে? অর্থ থাকলে অপরকে তার দ্বারা প্রভাবিত করতে? কি শিখলাম? এতো প্রসংশা তো হলো, নীতি কথাটা একটু যদি বলতেন।।
@rupasrimusic7 ай бұрын
Apnar moto alpobuddhi sompnno manush eta bujhbena.
@ayeshaakter88417 ай бұрын
আপনার কি বউ চলে গেছে
@ananyaroy3567 ай бұрын
Ki bojhalo bujhte parlen na? Bhalo kore tobe aro ekbar dekhun. Eita ekta bishwash antosomman rokkhar ar Mutual respect kemon hoa uchit tar golpo. Bujhlen?
@umakundu94767 ай бұрын
বইটা তো পড়িনি ভাই। এটা তো ছবি।
@shipraacharya22897 ай бұрын
@@umakundu9476😮😮
@RadioGardaIndia7 ай бұрын
Beautiful movie ❤❤❤🎉
@bikashbhadury99317 ай бұрын
Sundar.
@greenhousemaker3 ай бұрын
এটা কোন ধরণের গ্রাম, যেখানে সবাই ক্যালকেশিয়ান বাংলায় কথা বলে?
@gautamsaha7587 ай бұрын
বৃথা সময় নষ্ট করলাম ।
@bananimukharjee20077 ай бұрын
ফালতু পরিচালক।যদি একসাথে বসে খাওয়া দাওয়া দেখাতো তাও একরকম হতো।নিমন্ত্রিত অতিথি সে যেই হোক ওমনি হাঁদার মতো কেউ দাঁড়িয়ে থাকেনা।আর গৃহকর্তা ও গৃহকর্তিও ওমনি হাঁ করে থাকে না কারন তারাই নিমন্ত্রণ করেছে।
@kalyandebsharma26275 ай бұрын
7/7/24
@naina37377 ай бұрын
ami kichui bujhlam na movie tai ki bujhate chailo? keu bujhao amai plz
@ShabanMahmood-yu7gt5 ай бұрын
আগা মাথা কিছুই বুঝলামনা!!!
@abhijitsengupta66667 ай бұрын
কাঁচা গল্প, কাঁচা অভিনয়, দুর্বল সংলাপ, ভালো অভিনেতা-নেত্রী থাকা সত্ত্বেও ওই যাকে বলে ঘটি জলে সলিল সমাধি। আসলে, আমরা এখন যা করতে পারি তার থেকে ১০০ গুণ বেশি ভেবে ফেলি মানে, বানাতে পারিনা গামলা গড়তে গেছি জাহাজ।