আমার প্রাণের 'পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-- ফুল ফুটিয়ে গেল শত শত। সে চলে গেল, বলে গেল না-- সে কোথায় গেল ফিরে এল না। সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল-- তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে-- মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে-- কোথা দিয়ে কোথায় গেল সে॥
@dipankarmaj2 жыл бұрын
অসাধারন, অসামান্য 👌👌
@indrajitbanerjee42432 жыл бұрын
এটা কীর্তন নয়,এতবড় গাইকার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের মিউজিক কম্পোজ পাতি কীর্তন মনে হলো,,ঠাকুরের ফিলিং পেলাম না
@deepanjanchakravorty2579 Жыл бұрын
একদমই ঠিক বলেছেন!ওটা আমিও ভেবেছি,বাদ্যযন্ত্র সুর আর কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একেবারেই হয়নি!