বার বার শুনতে ইচ্ছে করে। কী অসাধারণ পরিবেশনা। সহজ, সরল , আন্তরিক উচ্চারণ! যতবার শুনি কেবল মুগ্ধতা, কেবলই মুগ্ধতা আচ্ছন্ন করে।
@soumenmukherjee35742 ай бұрын
ওনার আবৃত্তির সঙ্গে আর কারো তুলনা না করাই শ্রেয়।
@tarunghatak2679 Жыл бұрын
অনন্য অতুলনীয় অনুকরণীয় নয় এই পাঠ ।কবিতাটি মর্মে মর্মে মানুষের জীবনের এক পরিণাম প্রবেশ করিয়ে চারে।
@MM_20222 жыл бұрын
অসাধারণ । দুর্দান্ত । যেমন কণ্ঠ, তেমন প্রকাশ। আবৃত্তির আকাশে এক ব্যতিক্রমী নক্ষত্র। প্রণাম।
@seemadasgupta67153 жыл бұрын
অসাধারণ কবিতার অন্তর্নিহিত অর্থ খুঁজে পেলাম সার্থক আবৃত্তিকারের মাধ্যমে। শ্রদ্ধা ও নমস্কার জানাই দুজনকে।
@pathikrupokaar45933 жыл бұрын
আবৃত্তির ঈশ্বর 🙏 অসামান্য একটি কবিতার অসাধারণ আবৃত্তি 🙏💗
@subirmitra991525 күн бұрын
Tulanaheen kabita ar tar asadharan recitation
@kaushikmitikchatterjee20843 жыл бұрын
অসাধারণ । সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেয়েও অনেক ভালো এবং গভীর ।
@parthakahar45352 жыл бұрын
ওঁনার কন্ঠ ও আবৃত্তি ও যথেষ্ট উন্নত। তবে আবহ সঙ্গীতের আতিশয্যে ভারাক্রান্ত।
@saumyadebmukherjee95832 жыл бұрын
মোহময় আবৃত্তি।
@saswatabandyopadhyay31692 жыл бұрын
Ekebarei bhul katha. Soumitra Babur ta and gabhirata sampanna!
@AritraMukherjee-ie7wk Жыл бұрын
শম্ভু মিত্র এর সাথে কারুর তুলনা করাটাই বোকামি!!
@soumenmukherjee35742 ай бұрын
কিসুই বোঝেননা দেখছি @@saswatabandyopadhyay3169
@slatekhori24192 ай бұрын
আহা.. বারবার শুনতে ইচ্ছে করে 🙏
@ashokdas70413 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ জীবনানন্দ দাশের অনবদ্য কবিতা টি শোনার সুযোগ করে দেওয়ার জন্য।
@abhipsachatterjee982516 күн бұрын
অসাধারণ
@azadmahmud-jg4bf6 ай бұрын
There is no one greater than Shambhu Mitra!
@krishnabhattacharya8668 Жыл бұрын
আমার অন্যতম প্রিয় কবিতা কতদিন পরে শুনছি।
@tarunghatak2679 Жыл бұрын
হাজার বছর থাকুক এই আবৃত্তি।
@bibeksumon51883 жыл бұрын
আহ্ কী কন্ঠ!!! শম্ভ মিত্র...
@santanaghosh245111 ай бұрын
সেই ছোটবেলা থেকে শোনা এই কবিতা গুলো। জীবনানন্দের। শম্ভু বাবুর কন্ঠে।বার বার মনে হয় জীবনানন্দ নিজে যদি আবৃত্তি করতেন, ঠিক এমনই লাগত। এটা কেন যে মনে হয় জানি না। দুজনেই খুব সৎ মানুষ ছিলেন বলেই কি?🙏🙏
@robikhan9831 Жыл бұрын
অসাধারণ উচ্চারণ...
@basantabhattacharyya51603 жыл бұрын
Asadharan nibedan.
@parthakahar45352 жыл бұрын
শুধু কন্ঠই যথেষ্ট...💙
@SR2506-g4q Жыл бұрын
Ashadharan.
@riyagoswami66353 жыл бұрын
অনবদ্য
@tapaslayekmusictlm1994 Жыл бұрын
আপনি অসাধারণ
@mdrazzal5448 Жыл бұрын
Excellent
@syedahsanulhoque75592 жыл бұрын
অসাধারণ আবৃত্তি
@aparnabiswas19072 жыл бұрын
Osadharon.
@badrulahsankhan42482 жыл бұрын
দারুন হয়েছে আবৃত্তি।
@mdrazzal5448 Жыл бұрын
God of recit
@AmalDasKobita2 жыл бұрын
অসাধারণ।
@dhrubobagchi89383 жыл бұрын
এখনও ধারে কাছে কেউ নেই এই কিংবদন্তির
@Muhib_recitation Жыл бұрын
চমৎকার আবৃত্তি করেন আপনি। আপনার পরিবারের নতুন সদস্য হয়ে গেলাম। পাশে আছি সবসময় পাশে থাকুন আপনিও।
@kamalacharjee1387 Жыл бұрын
Pronam janai
@monalisadutta76752 жыл бұрын
Anobadoo laglo
@mrashokpaul23713 жыл бұрын
Shambhu da aar jibabonanando er jugal bandi. Ki apurba sristi
@sumayerkhan1522 Жыл бұрын
শোনা গেল লাসকাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হ’লো তার সাধ; বধূ শুয়েছিলো পাশে- শিশুটিও ছিলো; প্রেম ছিলো, আশা ছিলো- জ্যোৎস্নায়- তবু সে দেখিল কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল- লাসকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিলো বুঝি! রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার; কোনোদিন জাগিবে না আর। ‘কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অবিরাম- অবিরাম ভার সহিবে না আর-’ এই কথা বলেছিলো তারে চাঁদ ডুবে চ’লে গেলে- অদ্ভুত আঁধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে; গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায়- অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা; মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি; সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন- যেন কোন্ বিকীর্ণ জীবন অধিকার ক’রে আছে ইহাদের মন; দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে; চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা-একা; যে-জীবন ফড়িঙের, দোয়েলের- মানুষের সাথে তার হয়নাকো দেখা এই জেনে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে চমৎকার! ধরা যাক দু-একটা ইঁদুর এবার!’ জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ- সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের- তোমার অসহ্য বোধ হ’লো; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে- গুমোটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে। শোনো তবু এ মৃতের গল্প; কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই; বিবাহিত জীবনের সাধ কোথাও রাখেনি কোনো খাদ, সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু- আর মননের মধু দিয়েছে জানিতে; হাড়হাভাতের গ্রানি বেদনার শীতে এ-জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই; তাই লাসকাটা ঘরে চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে। জানি- তবু জানি নারীর হৃদয়- প্রেম- শিশু- গৃহ- নয় সবখানি; অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়- আরো-এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে; আমাদের ক্লান্ত করে ক্লান্ত- ক্লান্ত করে; লাসকাটা ঘরে সেই ক্লান্তি নাই; তাই লাসকাটা ঘরে চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে ব’সে এসে চোখ পাল্টায়ে কয়: ’বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে? চমৎকার! ধরা যাক্ দু-একটা ইঁদুর এবার-’ হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার? আমিও তোমার মতো বুড়ো হবো- বুড়ি চাঁদটারে আমি ক’রে দেবো কালীদহে বেনোজলে পার; আমরা দু-জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার।
@samirankumardeb84354 ай бұрын
গ্রানি> গ্লানি হবে।
@somnathbanerjee25343 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি
@somnathbanerjee2534 Жыл бұрын
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে
@anjanchakraborty9939 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@poranerdhoni45313 жыл бұрын
🙏
@snehasarkar82163 жыл бұрын
এ আবৃত্তি কারের মূল্যায়ন করা আমার অসাধ্য আমি মোহাচ্ছন্ন হ ই স্তব্ধ হ ই কোন অতলে তলিয়ে যায় স্নেহা সরকার
@Shuvo2452 жыл бұрын
সৌমিত্র চট্টোপাধ্যায় আর শিমুল মোস্তফার চেয়ে বেটার।