Dada gachta kinte gele ki naam bolbo same apner sada gachter jeta apni prathame full samet dekhiyechen majhkhanta holud ar sada scientific name kothai pabo erokom same kathgolap please 🙏 information din
@kakolichatterjee22933 жыл бұрын
আপনার vdo প্রতিটি খুব সুন্দর
@MyGardenRajuPaul3 жыл бұрын
ধন্যবাদ
@kirtuniajisan52332 ай бұрын
কাঠ গোলাপ কি ঘরের বারান্দায় বা সিঁড়িতে রাখা যাবে?? সেখানে আলো বাতাস আছে। ছাদে খুব রোদ পড়ে। তাই জিজ্ঞাসা করছি? উত্তর দেবেন ।
ডালে কুঁড়ি আসলে সেখান থেকে আপনা থেকেই ৩-৪ টি ডাল চলে আসে। গাছ লম্বা হয়ে গেলে কোনো ডাল না গজালে প্রুনিং করতে পারেন।
@sokherbagan34344 жыл бұрын
খুব সুন্দর #SokherBagan
@MyGardenRajuPaul4 жыл бұрын
ধন্যবাদ, শুভেচ্ছা রইলো।
@ruposribhattacharya81113 жыл бұрын
Potash r super fosphet er bikolpo joibo saar ki daoa jete pare?
@MyGardenRajuPaul3 жыл бұрын
হাড়গুঁড়ো তে ফসফরাস আছে, সরিষায়র খোলে সামান্য পটাশ আছে। এই বিষয়ের উপর একটা ভিডিও দেওয়া আছে। দেখে নিতে পারেন।
@ruposribhattacharya81113 жыл бұрын
@@MyGardenRajuPaul link ta dile valohoto
@MyGardenRajuPaul3 жыл бұрын
লিঙ ক দেওয়া যায় না, একটু খুঁজে নিন
@ruposribhattacharya81113 жыл бұрын
@@MyGardenRajuPaul okk
@ruposribhattacharya81113 жыл бұрын
Ami normal garden soil e ei gacher chara bosiechi dermis holo.ami natun bagani tai atokichu jantamna.joibo sar ki ditebparbo eigache ei borshakale? Sorsher khol bade.r saf use korbo kivabe?
সকাল ৯-১০ টার মধ্যে যদি রোদ হয় তখন করুন মানে চড়া রোদে বা বিকালে করবেন না
@creationofranu21363 жыл бұрын
Dada ami kathgolaper akti dal niye balite protisthapon korechhi.....18 din por dekhlam dogate kochi pata aschhe....abar ki baganer matite bosiye debo????
@MyGardenRajuPaul3 жыл бұрын
৪৫-৫০ দিন পর শুধু মাটি(৯০%) আর কম্পোস্ট (১০%) দিয়ে ছেট টবে বসান। তারপর গাছ সেট হয়ে গেলে ফাইনাল পটে শিফ্ট করুন।
@shuvrob.sharif65432 жыл бұрын
Watch the video in 1.25x speed and thank me later.
@travellerdip5488 Жыл бұрын
দাদা ভালো কাঠ গোলাপ কোন নার্সারী তে পাবো বলবেন
@avicksen19263 жыл бұрын
Chapa er Kathgolap ki same plant
@supriyodeyy4 жыл бұрын
দারুণ দারুণ 👌👌👌 😊
@MyGardenRajuPaul4 жыл бұрын
ধন্যবাদ, শুভকামনা রইলো
@deepanjanachakraborty27562 жыл бұрын
আমি প্রুনিং করে ছি কিন্তু দু মাস হয়ে গেলো। কিন্তু পাতা বের হচ্ছে না। কি করলে পাতা বের হবে।।
@nusratjahanmrittika37233 жыл бұрын
Kathgolap er Dal ki cutting kore bosano jay?
@MyGardenRajuPaul3 жыл бұрын
হ্যাঁ।
@subratachattopadhyay35013 жыл бұрын
খুব ভাল লাগল।
@kashpianaher8298 Жыл бұрын
আমার কাঠ গোলাপে কুড়ি গুলি পড়ে যাচ্ছে কারন বুঝতে পারছি না। কি করলে কুড়ি প ড়বে না জানাবেন
@fagunmeyesumona10 ай бұрын
আমার গাছে কোন পাতা নেই শুধু ডাল এখন কি মাটি পরিবর্তন করা যাবে?
@MyGardenRajuPaul8 ай бұрын
হ্যাঁ
@papiaghosh49704 жыл бұрын
দাদা আপনার সাথে যোগাযোগ করব কিভাবে, আপনার বিভিন্ন কালারের টাইম ফুলের কাটিং বা বীজ কিভাবে আপনার থেকে পাব? আমি উ: ২৪প: টাকি
@antarachowdhury84786 ай бұрын
আমার গাছে পাতাই ভরে গেছে কিন্তু ফুল আসে নি।কি করো
@MyGardenRajuPaul6 ай бұрын
রোদে রাখুন। একটু পটাশ দিন। ফুল না আসার আরো কিছু কারন আছে। একটি ভিডিও আনবো এই বিষয়টা নিয়ে।
@shadw93792 жыл бұрын
দাদা গাছের পাতায় কালো কালো পোকায় ভরে গেছে , কি মেডিসিন ব্যবহার করবো?
@MyGardenRajuPaul2 жыл бұрын
এক্টারা ১ গ্রা/লি
@shadw93792 жыл бұрын
@@MyGardenRajuPaul কিভাবে ইউজ করবো?
@MyGardenRajuPaul2 жыл бұрын
এক লিটার জলে ১ গ্রা গুলে স্প্রে করুন
@masudreza74702 жыл бұрын
Dada kamon acho. Masud Reza from Bangladesh
@MyGardenRajuPaul2 жыл бұрын
ভালো, আপনি ভালো আছেন তো?
@নিরুপম-শ২হ3 жыл бұрын
ডাল থেকে এর চারা কি ভাবে করবো দাদা?
@sudhirkumardas65653 жыл бұрын
Easy and simple. Very nice.
@MyGardenRajuPaul3 жыл бұрын
ধন্যবাদ
@syamalbanerjee814 Жыл бұрын
ফুল ফোটার পর ফুলের স্টিকটা কেটে দেব কি?
@henadutta51934 жыл бұрын
Raju Bhai aamar balcony te 15april theke 15 August porjonto roddur aashe.tar roddurer naam o thake na .aei poristhiti te aei gaachh hobe ki?
@MyGardenRajuPaul4 жыл бұрын
রৌদ্র পেলে ভালো হয় লাগিয়ে দেখুন।
@nupur45443 жыл бұрын
গাছের গোড়ায় পচন ধরলে কি করতে পারি
@MyGardenRajuPaul3 жыл бұрын
ফাঙ্গিসাইড দিতে হবে। খুব পচে গেলে পচা অংশ কেটে দিতে হবে।
@terracegardenofarpita42393 жыл бұрын
দাদা আমি একটা কাটিং করেছি এই গাছের একমাস আগে। ছোট্ট পাতা বের হচ্ছে এটা কী এখনই রিপট করবো নাকি কিছুদিন অপেক্ষা করবো?
@manotoshroy26674 жыл бұрын
Ranberanger kathgolap chai Amar Kache sada ache, Kothay PAOA Jane ?
@manotoshroy26674 жыл бұрын
PAOA jabe Hobe ota
@MyGardenRajuPaul4 жыл бұрын
নার্সারীতে খোঁজ করুন।
@kanchancreation7315 Жыл бұрын
কাটিং থেকে চারা রোপণ করা দেখালে ভালো হতো কাঠগোলাপ এর
@MyGardenRajuPaul Жыл бұрын
ওকে
@kanchancreation7315 Жыл бұрын
@@MyGardenRajuPaul thanks 🙏
@ummesalmalira94372 жыл бұрын
বারান্দায় হবে?
@MyGardenRajuPaul2 жыл бұрын
রোদ দরকার
@chitraroy35902 жыл бұрын
আমার কাঠ গোলাপ গাছ বড় টবে ১৮/২০” হবে কিন্ত ১বছরের বেশী হল ফুল কুড়ি কিছুই আসছে না নতুন পাতা হচ্ছে আবার মরেও যাচ্ছে কি করতে হব উপায় বলুন।
@MyGardenRajuPaul2 жыл бұрын
শীত আসছে, এখন আর ফুল হবে না, পাতা ঝরে যাবে, শীতের পর আবার পরিচর্যা করুন
@mrinalinisarkar14634 жыл бұрын
কম্পোস্ট বলতে গোবর সার দেওয়া যাবে?
@MyGardenRajuPaul4 жыл бұрын
হ্যাঁ, যেকোন কম্পোস্ট যেমন পাতাপচা, গোবর সার, ভার্মি।
@mahirshahriarudoy79034 жыл бұрын
ভাইয়া রঙ্গন গাছের কুরি ঝরে যাচ্ছে। কী করব?
@MyGardenRajuPaul4 жыл бұрын
পিঁপড়ে কুঁড়ি কেটে দিচ্ছে। নিমতেল দিন
@abdulodud39873 жыл бұрын
আমার কাঠ গোলাপ গাছের কোনো শাখা-প্রশাখা নেই। কিভাবে এই গাছের শাখা প্রশাখা বাড়ানো যায় প্লীজ বলবেন।
@MyGardenRajuPaul3 жыл бұрын
ডগা পিনচিং করে
@terracegardenofarpita42393 жыл бұрын
ডাল প্রুনিং করে দিন
@abdulodud39873 жыл бұрын
গাছটি খুব লম্বা নয়।আট ইঞ্চি মতো হবে।পাতাও খুব কম আছে।পিনচিং করলে কোনো অসুবিধা হবেনা কি??
@SaifSaifa-b1h9 ай бұрын
কাঠ গোলাপ গাছে পোকা মাকড় হয় এগুলো কিভাবে দুর করবো?
@MyGardenRajuPaul8 ай бұрын
যেকোনো কীটনাশক দিন
@koelimukherjee89484 жыл бұрын
নমস্কার । আমি আজকে প্রথমবার আপনার ভিডিও দেখলাম । খুব ভালো লাগছে আপনার এডেনিয়াম পরিচর্যা । আমার এডেনিয়াম গাছ গুলো নিয়ে খুব সমস্যা য় আছি । আমি গত ফেব্রুয়ারিতে আমার এডেনিয়াম গাছ গুলোকে প্রুনিং করে দিয়ে ছিলাম পরে ভারমি কম্পোজ বালি মাটিসাফ দিয়ে গাছ বসিয়ে ছিলাম ।কিন্তু গাছের ডালপালা খুব একটা ছড়ালো না এবং একটিফুল পেলেও আর গাছগুলোতে ফুল হল না ।কর্ডেক্স টাও খুব ভালো হচ্ছে না । এখন আমার প্রশ্ন হল গাছ গুলো কে আমি কিভাবে যত্ন করলে গাছ গুলো ভালো হবে ।
@MyGardenRajuPaul4 жыл бұрын
অ্যাডেনিয়ামের জন্য নিম খোল, হাঁড়গুড়ো, শিং কুচি খুব ভালো কাজ করে। আর আপনি কিছুটা মাটি সরিয়ে একচামচ পটাশ আর এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আবার মাটি দিন। গাছ ছোট হলে দুটি মিলে একচামচ দিন।
@shourovarya73263 жыл бұрын
ফুল আসতে কতোদিন সময় লাগবে?
@MyGardenRajuPaul3 жыл бұрын
এখন চারা বসালে গরমের শেষ থেকে ফুল আসবে
@ranahossain14812 жыл бұрын
দাদা আমি ৩ মাস আগে কাঠগোলাপের চারা কিনে এনেছি। গাছ আনেক সুন্দর হয়েছে কিন্তু ফূল হচ্ছেনা এখন কি করবো
@MyGardenRajuPaul2 жыл бұрын
এক চামচ পটাশ, দু চামচ সুপার ফসফেট দিন
@payelsarkar60924 жыл бұрын
কতো ইঞ্চি টব নিলে ভালো হয়? আমার ৮ ইঞ্চিতে আছে ...
@MyGardenRajuPaul4 жыл бұрын
১০-১২ সাইজ ঠিক আছে। তবে গাছ বড় করতে চাইলে বড় টব।
@payelsarkar60924 жыл бұрын
@@MyGardenRajuPaul ধন্যবাদ
@proyashatoz13064 жыл бұрын
আমার গাছে প্রচুর পাতা।ফুল হচ্ছে না। আপনার ভিডিও দেখে মনে হল নাইট্রোজেন বেশি হয়ে গেছে। এখন কী করনীয় জানাবেন প্লীজ।
@MyGardenRajuPaul4 жыл бұрын
সমপরিমান সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ মিশিয়ে গাছ পিছু টবের কিনারা বরাবর দেড় থেকে দুই চামচ দিন।
@souviknaskar84703 жыл бұрын
দাদা এই গাছ টি দশ ইঞ্চি টবে ভালো হবে?
@MyGardenRajuPaul3 жыл бұрын
হ্যাঁ
@debasissen3973 жыл бұрын
লাল কাঠগোলাপ থাকলে কি ভাবে পাওয়া যাবে ?
@MyGardenRajuPaul3 жыл бұрын
নার্সারিতে খোঁজ করুন
@arohiroyar3 жыл бұрын
আমার কাঠচাঁপা টা ৬ বছরের পুরনো বড় টব এ আছে।প্রতি বছর ফুল দেয়। সাইজ হলো ২.৫ ফুট। ওর কি রুট ট্রিটমেন্ট দরকার অন্য গাছের মত না এতেই ও থেকে যাবে?
@MyGardenRajuPaul3 жыл бұрын
রুট ট্রিটমেন্ট করলে গাছটা নতুন ভাবে বৃদ্ধি পাবে।
@hthgchilachowgps10142 жыл бұрын
কাঠগোলাপ গাছ কেনো শুকিয়ে যায়?☹️
@sarikakhatun60202 жыл бұрын
Amar tao sukiye jachhe
@M.sJarin7 ай бұрын
দাদা আমি একটা গাছ কিনেছি এক বছর হলো কোন ফুল হচ্ছে না, পাতা ছিল তা-ও ঝরে গেছে 😢
@MyGardenRajuPaul7 ай бұрын
পাতা বেশী থাকলে ফুল কম আসে। রোদে রাখুন। এবার পাতার সাথে ফুল আসার সম্ভবনা আছে।
@mahfuzazaman61222 жыл бұрын
আপনারা কি এর চারা বিক্রি করেন
@MyGardenRajuPaul2 жыл бұрын
না
@mamdas74373 жыл бұрын
দাদাভাই আমার কাঠগোলাপ গাছটি হাফ ফুট উচ্চতা (মাটির উপরের অংশ), বাড়িতে মিস্ত্রি কাজ করার সময় গাছটি আঘাত পায় এবং মাথাটা ভেঙে যায়। আমি গাছটিকে কিভাবে বাঁচাবো? শিকড়ের কোনো ক্ষতি হয়নি।
@MyGardenRajuPaul3 жыл бұрын
গোঁড়ায় খাবারবদিন, যেমন পরিচর্যা করছেন করুন, নতুন ডাল গজাবে।
@shilpikatun15894 жыл бұрын
অপরাজিতা ফুল গাছের পাতা ডাল ফ্যাকাশে বা হলুদ হয়ে যাওয়ার কারণ টা বলেন প্লিজ।
@MyGardenRajuPaul4 жыл бұрын
খোল ভিজানো জল দিন আর মাসে একবার এপসম লবন দিন।
@shilpikatun15894 жыл бұрын
@@MyGardenRajuPaul tnq .apnar video amr kub valo lage .onek upokar hoi.
@Ranir_diary2 жыл бұрын
দাদা গাছে সার না দিলে কি হবে??
@MyGardenRajuPaul2 жыл бұрын
টবে থাকলে মাঝে মাঝে খাবার দিতে হবে। বছরে অন্তত দুবার
@tapandhar47074 жыл бұрын
আমার একটা কাঠগোলাপ গাছের বয়স ১ বছর হয়েছে, কোনো ফুল ও আসে না আবার গাছের বৃদ্ধি ও কম। কয়েকটি পাতা আছে শুধু
@MyGardenRajuPaul4 жыл бұрын
গাছে একচামচ ফসফেট, এক চামচ পটাশ আর একমুঠো সরিষার গুঁড়ো খোল দিন।
@tapandhar47074 жыл бұрын
আপনার ফেইসবুক আইডি কি পেতে পারি?
@MyGardenRajuPaul4 жыл бұрын
ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
@tapandhar47074 жыл бұрын
ধন্যবাদ
@fauzdarfamily73723 жыл бұрын
আমার কাঠগোলাপ গাছে গতবার ফুল পেয়েছি। এখন সব পাতা ঝরে পরেছে।গাছের মাথা কি ছেঁটে দিবো এখন?না ছাঁটলেও কি নতুন পাতা গজিয়ে ফুল পাবো এবার?টবে আছে গাছটা।
@MyGardenRajuPaul3 жыл бұрын
শীতকালে এই গাছ ডরমেনসিতে থাকে। ফেব্রুয়ারির শেষে কাটাই ছাটাই করে প্রয়োজনে রিপট করুন
@hinduboy92744 жыл бұрын
দাদা আমি জানতে চাই মিরাকুলান কী প্ৰচুর ক্ষতি কর শরীরের পক্ষে , এটা কী সব গাছে দিবা যায় ,লেবু ,পিয়ারা, কুল, , গোলাপ ইত্যাদি দয়া করে বলুন
@MyGardenRajuPaul4 жыл бұрын
যেকোন রাসায়নিক মাত্রা ছাড়িয়েগেলে শরীরের ক্ষতি করে। সব গাছেই দেওয়া যায়।
@tahminamonika19223 жыл бұрын
টব কত ইঞ্চি?
@MyGardenRajuPaul3 жыл бұрын
১০ ইন্চির বড় হলে ভালো হয়
@shilpikatun15894 жыл бұрын
Tnq
@keeplooking48454 жыл бұрын
👌👌❤️🌼
@MyGardenRajuPaul4 жыл бұрын
ধন্যবাদ, ভালো থাকবেন।
@keeplooking48454 жыл бұрын
@@MyGardenRajuPaul Ha dada....apni o valo thakben..
@shawonahmed51952 жыл бұрын
কাঠগোলাপের কান্ড শুকিয়ে যাওয়ার কারণ কি??
@MyGardenRajuPaul2 жыл бұрын
ডাই ব্যাক। এগুলো সাধারন সমস্যা। যেকোন ফাঙ্গিসাইড দিন।
@shawonahmed51952 жыл бұрын
@@MyGardenRajuPaul এই সমস্যা হওয়ার কারণ কি??
@MyGardenRajuPaul2 жыл бұрын
কয়েকটা গাছ যেমন অ্যালামন্ডা, গোলাপ, বোগেনভেলিয়াতে এই সমস্যা হয়। ডগার দিক থেকে শুকিয়ে আসে। ডগার শুকনো অংশ কেটে সেখানে ফাঙ্গিসাইড লাগাতে হবে।
@shawonahmed51952 жыл бұрын
@@MyGardenRajuPaul ধন্যবাদ
@sanjayroy4334 Жыл бұрын
কাট চাঁপা গাছর কি বার্ঞ্চ বেশি করার জন্য প্রনিং করা হয় না ?