অনেক ধন্যবাদ। তবে pH মিটার দিয়ে কিভাবে মাটি পরীক্ষা করবো সেটা প্রাক্টিক্যাল দেখালে খুব উপকার হতো। হাতেনাতে করে দেখানোর অনুরোধ রইলো
@BkMondal-ni8rl14 сағат бұрын
Dada viyetnam superearly echor gachher ph level janan, ai gachh acidic na alkali pochhanda kore ?
@sonalimukherjee68893 жыл бұрын
Excellent video. Informative & educative. Thanks a lot.
@ashrafchowdhury247910 ай бұрын
Super channel,a very very sensible channel,where every discussion keeping quality.This video is not an exception,thank you.
@geekaydutta3 жыл бұрын
OSadharon video dada. Onek na jana toththyo pelam. Onek dhonnyobad.
@ritabhoumik93942 жыл бұрын
Khub useful vdo bhai , thank you 🙏
@habibullah7499 Жыл бұрын
অসাধারণ উপস্থাপনা।
@pallabray7678 Жыл бұрын
ভিডিওটা খুবই ভালো লাগলো। আম গাছের পিএইচ লেভেল কত থাকলে ভালো হয়।
@rajgardens Жыл бұрын
PH 6-7
@MintuTalukder-y3y3 ай бұрын
দাদা কেমন আছেন আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার মাটিতে রোপণ করা একটি দেশি-বিদেশি ফল গাছের বাগান আছে সেখানে এপ্রিকট,পিচ, লোকাট,লেমনড্রপ, ম্যাজিক ফ্রুট,প্যাসোনফ্রট, বিভিন্ন জাতের লঙ্গান, রাম্বুটান,ম্যাঙ্গোস্টিন, কয়েক জাতের বেদনা,থাই কতবেল, কয়েক জাতের কুল,ভিয়েতনামী কাঁঠাল,পেয়ার বা নাশপাতি, ভিয়েতনামী মাল্টা আফ্রিকার ইয়োলো মাল্টা কয়েক জাতের কমলা, জাপানি পার্সি মন,রোলেনিয়া আতা সুদানী আতা,থাই মিষ্টি কামরাঙ্গা তেঁতুল, জলপাই, সীডলেস লেবু থাই জাম্বুরা,থাই বড় জাতের বেল,থাই ডুরিয়ান কাঁঠাল,কাউয়া ফ্রুট,জাবাটিকাবা,এবিউ ফ্রুট,আঙ্গুর, বিভিন্ন জাতের লিচু, লটকন, আমরা,আনারস,থাই সীডলেস কালো জাম সাদা জাম, বিভিন্ন জাতের কলা,থাই আমলকী,এলাচ দারুচিনি তেজপাতা অলস্পাইস মসল্লা,বিলেতি গাব, ম্যানিলা চেরী বারবাডোস চেরী, পেঁপে, নারিকেল ও বিশ্বের বিভিন্ন দেশের ৫০ জাতের আম গাছ সহ প্রায় ১০০০ হাজার টি ফল গাছের বাগান আছে,এখন বলি সমস্যার কথা আমার বাগানের পিএইচ লেভেল ৪.৫ হতে ৫ অর্থাৎ এসিডিক মাটি এবং আমার গাছের হেল্থ ও গ্ৰথ খুব ই ভালো সবুজ সতেজ শুধু রাম্বুটান ছাড়া, রাম্বুটানের ২০ চারা লাগিয়ে ছিলাম সব গুলোর অবস্থা খুবই খারাপ প্রাণ যায় যায় অবস্থা, আমার বাগানের গাছের বয়স ১৮ মাস চলছে, দাদা এখন আমি চুন কিভাবে প্রয়োগ করবো প্লিজ জানাবেন বিস্তারিত ভাবে, দাদা আমার এটা বানিজ্যিক বাগান নয়, আমি বৃক্ষের বন্ধু,গাছ লাগানো আমার শখ,নেশা এবং ভালোবাসা, আমি প্রতিটি গাছের গোড়ায় ডিজিটাল পিএইচ মিটার দিয়ে মাটি পরীক্ষা করেছি, এখানে আগে মেহগনি গাছের বাগান ছিল, সেই গাছ বিক্রি করে ফলের বাগান করেছি আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না তবে আমি তরল জীব আম্রুত ও পাতা পচা জৈব সার ব্যবহার করি, এই বছর কিছু কিছু গাছে ফুল ও ফল এসেছিলো, মোটামুটি আমার এটি একটি মিশ্র ফলের ও ফুলের বাগান বলা চলে, এখানে সাথি ফসল হিসেবে আছে মিষ্টি কুমড়া,লাউ, মরিচ, বেগুন পুই শাক, মিষ্টি আলু , মাসকালাই ডাল কয়েক জাতের আখ,ও লতা জাতীয় ব্লাক বেরী ফলের গাছ
@haripadasaha95713 жыл бұрын
আপনার পর্যালোচনা খুব সুন্দর,যেকোন ব্যাপার খুব সহজেই বোঝা যায়।
@apurbaprokashmajumder43443 жыл бұрын
এটা একটি মূল্যবান তথ্যবহুল ভিডিও হয়ে রইলো।খুব ভাল হয়েছে দাদা। 🤗
@ritakhastgir1076 Жыл бұрын
On line তিনটি ph মেশিন কিনেছিলাম। তিনটেই খারাপ। কোনো কাজে আসেনি। কোন মেশিন কিনবো, তার দাম কত যদি একটু বলেন।
@diptendumondal753 жыл бұрын
ভিডিওটি খুব ভালো লেগেছে। ছাদ বাগানের কমন কিছু ফুল ও ফলের গাছের পিএইচ মাত্রা জানাটা খুব জরুরি। বিশেষ করে বহুবর্ষজীবী ফল গাছের (যেমন-পেয়ারা, আমড়া, সবেদা, লিচু, কুল, ড্রাগন, আম, ডুমুর ইত্যাদি) ক্ষেত্রে পিএইচ লেভেল এর একটি তালিকা পেলে আমরা সকলে খুবই উপকৃত হতাম।
@rajgardens3 жыл бұрын
এই নিয়েই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি. আর আপনি যে গাছগুলোর কথা উল্লেখ করেছেন সেইগুলি প্রায় নিউট্রাল মাটি পছন্দ করে.
@narayanchandrabanik3883 жыл бұрын
দাদা🙏।আপনার চমৎকার বাচন ভংগী ও শব্দ চয়ন এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত আমার কাছে খুউব ভাল লাগে তাই আপনার কোন video মিস্ করতে চই না । দেখে শুনে ছাদকৃষিতে বেশী মনোযোগী হচছি । বাংলাদেশ থেকে লিখছি । PH মিটারের ছবি দেখলাম যদি ব্যবহার বিধির উপর ( ছাদকৃষি ও মাঠকৃষি) একটি ভিডিও দিতেন তা হলে নির্ভুল ভাবে সঠিক প্রয়োগ করা যেতো । ধন্যবাদ । ❤️❤️❤️🎉🎉🎉
@rajgardens3 жыл бұрын
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ🙏। ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছি। পিএইচ মিটার সম্পর্কে আর কিছু জানার থাকলে মিটারের বক্সে ওপর ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন।
@asrafulalam10252 жыл бұрын
Oshadharon laglo. Apnar knowledge dekhe obak hoye jai. Apni ki kore ato kichu janlen. Anyway prottekta vdo dakhar chesta kori du akta miss hoye jai. Ei vdote lebu gach ki mati babohar kore seta bolen ni.
@rajgardens2 жыл бұрын
মন্তব্যের জন্য ধন্যবাদ। সবই আপনাদের শুভকামনার ফল। আমার চ্যানেলে মাটি তৈরির একাধিক ভিডিও আছে। সেগুলি দেখে যে কোনও একটি পদ্ধতিতে মাটি তৈরি করুন।
@asrafulalam10252 жыл бұрын
@@rajgardens dhonnobad. Ashole ami jante chaichi Acitic soil na Alkaline soil konta lebu gach pochondo kore
@udayshankardey48353 жыл бұрын
Thank you অনেক কিছু জানলাম শিখলাম।
@AminaCookingUK3 жыл бұрын
Mashallah very nice video nice shareing 👌👌❤💜
@tusharkantimondal46602 жыл бұрын
Dada valo ph meter kothay pabo r bujhbo ki kore konta best???
Dada apner theke akta help chai ami padma fuler bij kinechi ota ki bhabe jerminet krbo jadi ektoo janan ami 2/3 mukhta ghase akta pote rekhechilm kintoo ota hoyní jadi details ektoo janan khoob badhito hobo
@rajgardens3 жыл бұрын
একটি কাচের গ্লাসের অর্ধেক জল নিয়ে পদ্মের বীজ গুলো ডুবিয়ে রাখুন। যেগুলো ডুবে থাকবে সেগুলো থেকে চারা তৈরি হবে। এইভাবে তিন-চারদিন ভিজিয়ে রাখুন এবং মাঝে মাঝে জলটা পাল্টিয়ে দেবেন। তাহলে চারা তৈরি হয়ে যাবে জলের মধ্যে 5ml হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে দেবেন যাতে বীজগুলো পচে না যায়।
@ishitachowdhury29423 жыл бұрын
Thank u apner reply r jonno
@dilrubaakhter26082 жыл бұрын
Shobigaser ph er ekta chart dile khub valo hoto dada.
@mdjaliljui3 жыл бұрын
খুব সুন্দর লাগলো
@sutapamitra84333 жыл бұрын
Dada Agromin soil plus matite deoa jabe ?eta ki joebo
@rajgardens3 жыл бұрын
বুঝলাম না।
@kanijmehbub11893 жыл бұрын
Bhai ki ki misiye mati toiri korlen ai video te tar recipe bolben.ar aamar malti gachhe ful hoi na ki korbo bolben plz.
@rajgardens3 жыл бұрын
'এঁটেল মাটি কে কিভাবে ঝুরঝুরে করে তুলবেন' এই নিয়ে আমার চ্যানেলের ভিডিও আছে। মাটি তৈরির প্রসেসটা দেখে নিন। মাল্টা গাছে ফেব্রুয়ারির দিকে ফুল আছে এখন নয়।
@kanijmehbub11893 жыл бұрын
@@rajgardens bhai maloti gachhe ful na aasar kotha bolechhi.
@rajgardens3 жыл бұрын
'কম যত্নে সারাবছর ফুল' এই নিয়ে আমার চ্যানেলটি ভিডিও রয়েছে। সেখানে যেভাবে পরিচর্যার কথা বলেছি সেই ভাবে করুন।
@kanijmehbub11893 жыл бұрын
@@rajgardens ok thanks
@adg7803 Жыл бұрын
Dada what kind of ph level is required for succulents and cactuses. I have few plants like moon cactus, howarthea, mother of millionns, echeveria, pachyphytum. Some of them died in this hot summer and rest are not looking good. Please advice. Thank you
@arijitbanerjee63603 жыл бұрын
Dada, Apnar Cherry fol misti ki vabe hobe sei video ta dekhechi, khubie vlo legeche video information gulo, Ekta questions chilo je Cherry plant a fol misti hobar janno, chun r poriborte stream bone dust deowa jabe?
@rajgardens3 жыл бұрын
না। চুন এর পরিবর্তে ম্যাগনেসিয়াম সালফেট এবং জিপসাম 1 চা চামচ করে গোড়ায় দিতে পারেন।
@arupkumarpatra76393 жыл бұрын
দারুন ভিডিও। সবারই এই তথ্য জানা উচিত।
@md.serajislam55323 жыл бұрын
দাদা আমি বাংলাদেশী কিন্তু আমার দেশে কিছু কিছু জিনিস ভাল মানের জিনিস পাই না আপনি জদি আপনার কাছ নিতে চাই জদি আপনি গাছও নিতাম আপনার মোবাইল নাং দিলে উপকার হবে
@abdurrob-gh4fn Жыл бұрын
Ph 4.50, what can I do dear brother pl. advice me.
@shubhabratasengupta4464 Жыл бұрын
Ami pH tester kinechi kintu sab matitei ak e lveel delhachhe. R amar sthal padmer pata sukiye jachhe kintu ei April masei ful ache. pH level 8 dekhai.
@thenomadic52903 жыл бұрын
The Best gardening channel on KZbin "Raj Gardens" ❤️❤️....thank u sir for discussing this important topic 😊😊
@rajgardens3 жыл бұрын
Thanks 😄
@AnubratoAnu Жыл бұрын
dada rudraksh kemon mati pocondo kore?
@rajgardens Жыл бұрын
নরমাল বাগানের মাটি।
@milanpsarkm71 Жыл бұрын
Dada aam ghacher jonno kemon mati dorkar? Khario na amlik..R er ph koto hoa dorkar
@rajgardens Жыл бұрын
এক কথায় বলা যাবে না। পরে এই নিয়ে ভিডিও করার ইচ্ছে আছে।
@anwarhussain-tb1yz3 жыл бұрын
Very nice video. Thanks.
@vidbanentertainment46293 жыл бұрын
কথা ,রাখার জন্য ধন্যবাদ।
@madhabdas65383 жыл бұрын
How test pH meter practically , on vedio 🙏🙏🙏.
@glossygarden94733 жыл бұрын
khub valo akta video....puro clear❤️❤️👍 bolchi dada 20 pis chondromollika gacher jonno koto kg vermy composed lagbe??? 8-10 inch tob er jonno.🙏🙏
@rajgardens3 жыл бұрын
২-৩ কেজি
@কাজীরুফগার্ডেন3 жыл бұрын
Unbelievable coverage, Tremendous description, the most Useful topic. Thank you for your so nice experience sharing. ❤❤
@rajgardens3 жыл бұрын
Thanks 🙏
@NazrulIslam-gq6jg Жыл бұрын
@@rajgardens 😮😮। ধ। ধ ্য ধ। ধ। ্য। ্য। ্য।
@gopaghosh8613 жыл бұрын
Meter bosiye matir pH dekhay akdom 1 . Mayberry gache pH 5/6 ki bhabe korbo? Chun meshabo? Please bolben.🙏
@rajgardens3 жыл бұрын
ভিডিওটি আর একবার ভালো করে দেখুন।
@shyamasundar3137 Жыл бұрын
Ur video is very good and valuable information u have given. Thanks to the same. We resdential gardeners. If soil pH is below 5.5 what is to be done. Pl inform me urgently. My plants are not growing. Pl help me. Awaiting ur early response. Thanks.
@rajgardens Жыл бұрын
কিছু গাছ এই লেভেলের পিএইচ পছন্দ করে। আপনি ঠিক কোন গাছের কথা বলছেন? চুন অথবা জিপসাম প্রয়োগ করতে পারেন।
@jayantaghosh52863 жыл бұрын
Khub e valo
@tapasroy63803 жыл бұрын
sir apni cowdung theke waste decomposer die sar toiri videote bolechen 2 week a 2 bar kore misiechen 3rd week aar na misie chapa diechen. eta ki 1 week dubar misie jodi chapa die die tahale ki hobe? please ektu janaben
@rajgardens3 жыл бұрын
ভিডিওটি আপনি আরেকবার ভালো করে দেখুন তাতে সপ্তাহে দুই থেকে তিনবার সলিউশন মেশানোর কথা বলা হয়েছে। ওপরে যে ঢাকনা দেবেন তা থেকে যেন আলো-বাতাস পাস করতে পারে।
@thehacker93353 жыл бұрын
হাজারি বেলি ফুল গাছের পরিচর্যা নিয়ে একটি ভিডিও বানান Please
@rajgardens3 жыл бұрын
বেল ফুলের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন।
@ghurtehjai49543 жыл бұрын
আমি একজন নতুন subscriber , আপনার ভিডিও দেখে আমার ছাদ বাগান করার খুব শখ হয়েছে । প্রথমে মাটি তৈরি করার জন্য যা দরকার আমি আপনার Amazon লিঙ্ক দিয়ে সবকিছু আনিয়েছি। এখন জানতে চাইছি প্রথম বাগানটি হিসাবে কি কি গাছ দিয়ে শুরু করবো । কিছু পাতাবাহার গাছ আগেই লাগিয়েছি
@rajgardens3 жыл бұрын
যে গাছগুলি খুব সহজেই প্রায় সারাবছর ফুল দেয় যেমন জবা টগর বুগেনভেলিয়া জুঁই বেল মাধবীলতা রঙ্গন এবং ফলের মধ্যে পেয়ারা সবেদা লেবু এইগুলি লাগাতে পারেন।
@ghurtehjai49543 жыл бұрын
@@rajgardens অনেক ধন্যবাদ দাদা
@ghurtehjai49543 жыл бұрын
আমি একজন গৃহবধূ , বারাকপুরে থাকি। আপনার কোনও নার্সারি জানা আছে যারা গাছ হোম ডেলিভারি করে ।
@sayakunjonursery2 жыл бұрын
দাদা আমি বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা থানা থেকে লিখছি আমি একজন নার্সারি ব্যবসায়ী আমার নার্সারিতে 10000 গোলাপ ফুলের চারা আছে যেগুলোকে ডিএপি সার সরিষার খৈল জিপসাম সালফার বরণ দিয়েছি কিন্তু গাছের গ্রোথ আসছে না কি করলে গ্রোথ আসবে দয়া করে জানাবেন এবং 5000 টি আমের কলম আছে যেগুলোর প্রত্যেকটার পাতার আগার অংশ থেকে শুকিয়ে পাতা ঝরে যাচ্ছে আস্তে আস্তে কাজ গুলি মারা যাচ্ছে এর প্রতিকার কি দয়া করে জানাবেন মাটি মাপার পিএইচ মিটার কোথায় কিনতে পাওয়া যায় জানালে উপকৃত হইব
@RajuAhmed-rb3rd2 жыл бұрын
আমিও জানতে চাই
@biswajitdebnath16513 жыл бұрын
Thank you Sir for sharing this important information
@nilatirthaghosh6765 Жыл бұрын
অনেক ধন্যবাদ দাদা, শুভ কামনা রইলো অনেক 💐🌿🌿 আমার গোলাপ গাছের মাটি অ্যালকালাইন হয়ে পড়েছে ফলে নতুন কচি পাতা আসার কিছু দিন পর পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে আর গাঢ় সবুজ রঙের না হয়ে সাদা ভাব হচ্ছে , কিন্তু খাবার ,শিকড় পরিচর্যা, কীটনাশক সবই নিয়ম করে দিচ্ছি ,স্প্রে করে দুবার দিনে স্নান করাই , তাও পাতার কোনো পরিবর্তন নেই ।
@shopnaakthar43043 жыл бұрын
ভাই আপনে যে ঔষধ গুলোর কথা বলেছেন মিরাকুলার, পি এচ এধরনের ঔষধ কি ফারমিসিতে পাওয়া যাবে
@rajgardens3 жыл бұрын
না। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখানে দেখতে পারেন।
@sanatanimuktodhara3 жыл бұрын
Nice informative video, thanks
@pritimoysarbadhikary11093 жыл бұрын
Dada pati lebu, Malta lebur ala dal chinbo ki kore...? Bujhte khub asubidha hocche...ektu janale valo hoy.
@rajgardens3 жыл бұрын
সাধারণ গ্রাফটের নিচ থেকে ডালগুলো বের হয়। আসল ডাল থেকে এইগুলি বেশি স্বাস্থ্যবান এবং সবুজ থাকে। দেখামাত্রই কেটে ফেলবেন।
@chunimuni5293 жыл бұрын
Amar lebu gacher pata kukre jache rogor,neem tel use korechi tao kichu hoche na ki use korbo
@rajgardens3 жыл бұрын
গাছের গোড়ায় 1 চা চামচ ইপসম সল্ট দিন সেইসঙ্গে সিস্টেমিক কোন ফাংগিসাইড স্প্রে করুন.
@mahabubhossain47672 жыл бұрын
দাদা, আপনার ভিডিওর,সবকিছু এত সুন্দর করে সাজান, যাদেখে, মন ভরেযায়, আর এত সুন্দর ভাবে ছন্দে ছন্দে ভরা ভরা আপনার ধারা ভাস্ব শুধু শুনতে ইচ্ছে করে। একটা ভিডিওতে যাকিছু লাগে সব কিছু পরিপূর্ণ ভরা। আপনার জন্য আমার পক্ষ থেকে শ্রদ্ধাময় ভালো বাসা সব সময় থাকবে।দাদা আপনার দেখানো মতে টবের মাটি পরিক্ষা করেছি, তাতে ভিনেগার মেশানো গ্লাসে বুদ বুদ দেখা গিয়েছে, এখন কি করলে মাটি ঠিক হবে, এবং কি দিতে হবে এবং কতটুকু দিতে হবে, দয়া করে আমাকে একটু জানাবেন, উপকৃত হবো, এবং আমার ৭০/ ৮০ টি, টব একই মাটি দারা প্রচ্ছুত করা, আপনার সাজেশন মতো ফরমুলা সব টবের মাটিতে ব্যাবহার করবো, দয়াকরে একটু জানাবেন দাদা,
@rajgardens2 жыл бұрын
এই ভিডিওতেই তো বিস্তারিতভাবে আলোচনা করেছি। ভিডিওটি আর একবার মন দিয়ে দেখুন। মাটির পিএইচ কম হলে বা বেশি হলে কোন জিনিস গুলো প্রয়োগ করে ব্যালেন্স করা যায়।
@swapondutta20223 жыл бұрын
Dada amar ph meter ta ph dekhaina meter ta thik korar kono way ase?
@rajgardens3 жыл бұрын
না, নতুন কিনে নিন।
@rajatsengupta39152 жыл бұрын
মাননীয় মহাশয় নমষ্কার, আপনার ভিডিও দেখতে দেখতে অনেক শিখেছি। P H metre এর Riding কিভাবে করতে হয়, মিটারের বিভিন্ন স্কেল গুলো কিভাবে মাপতে হয়, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই।
@rajgardens2 жыл бұрын
ভিডিওটি সবকিছু আলোচনা করেছি, মন দিয়ে আরেকবার ভিডিওটি দেখে নিন।
@subratamukherjee18122 жыл бұрын
আপনি যে Ph মিটার ভিডিওতে দেখালেন তার দাম কত এবং কিভাবে সংগ্রহ করা যাবে যদি জানান তাহলে উপকৃত হব ধন্যবাদ।
@rajgardens2 жыл бұрын
ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।
@tslmultimedia7503 жыл бұрын
দাদা আমার কমলা বড় হচ্ছে না কি করবো
@rajgardens3 жыл бұрын
গোড়ায় এনপিকে যুক্ত জৈব সার প্রয়োগ করুন সেই সঙ্গে এক চা চামচ এপসম সল্ট দিন।
@amareshpal2452 жыл бұрын
Ph miter thik kaj Korche ki na ki kore bujbo?
@rajgardens2 жыл бұрын
পিএইচ মিটার দিয়ে মাটির পিএইচ মাপাটা খুবই ইজি, ভিডিওতে যে মিটারটির কথা বলেছি তাতে খুব সহজেই দেখা যায়। এ ছাড়া ইলেকট্রনিক্সেরও পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন।
@dilrubaakhter26082 жыл бұрын
Dada zipsham ki?
@rajgardens2 жыл бұрын
এটি গাছের একটি প্রয়োজনীয় খাবার এর মধ্যে আছে ক্যালসিয়াম এবং সালফার।
@sampadey79513 жыл бұрын
ক্যাপসিকাম নিয়ে একটা ভিডিও চাই প্লিস
@wafirahman12853 жыл бұрын
দাদা আমাদের এলাকার বাজারে ঝিনুক গুড়া নামে একটা সার পাওয়া যায়, এই সার কী ব্যবহার করা যাবে? এতে কোনো ক্ষতি হবে না তো?
@rajgardens3 жыл бұрын
করা যাবে।
@amarkrishigarden31703 жыл бұрын
দাদা জমিতে বড় পরিসরে মাল্টা চাষ করলে সে খেএে কি ভাবে করলে ভালো হবে।p h মিটার পরিমাপ সম্পর্কে জানাবেন । নমস্কার
@mushfiqurrahman84373 жыл бұрын
Garden a Monbose na Kintu Ami gardening Korte cai kivabe Bagane Mon bosabo tar Akta Vidio diben plz plz plz 💓💓💓
@rajgardens3 жыл бұрын
গার্ডেনিং একবার শুরু করে গাছ কে ভালবাসুন, তাহলে আপনার মন সবসময় গার্ডেন গার্ডেন করবে।
@mushfiqurrahman84373 жыл бұрын
Akta Vidio banan Ben
@mitaghosh68203 жыл бұрын
নমস্কার দাদা , আপনার কি কোন Face Book Page ache ? আমার জবা গাছের মাটির ph ৭ , সেটা কি ঠিক আছে না change করতে হবে?
@rajgardens3 жыл бұрын
কোন গাছের মাটিতে কিরকম পিএইচ লাগে তা ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটি আর একবার দেখে নিন।
@subrataroy90573 жыл бұрын
স্যার, আমি মাটির ph লেবেল কিছু বুঝতে পারলাম না, ph মিটার দিয়ে মেপে দেখলাম phএর কাঁটা 7আর 8 এর মাঝামাঝি আছে, সব টবের মাটিতে, তাহলে কি করব?
@rajgardens3 жыл бұрын
ভাল করে ম্যানুয়ালটা পড়ুন।
@maksudrahman1177 ай бұрын
দাদা, আমি বাংলাদেশ থেকে লিখছি, আমার ছাদ বাগানের মাটি ph 4.5 আছে, এখন acidic লেবেল কি আরও বাড়ানো খুব প্রয়োজন? নাকি এই লেবেল খাছের জন্য মোটামুটি ভালো?
দাদা সয়এল টেস্টার মেসিনটি ph টেস্ট করতে পারছিনা।কোন দিকে খার কোন দিকে এলকালাইন বুঝতে পারছি না।একটু দেখিয়ে দিলে ভালো হয়
@saptarshisikdar5626 ай бұрын
Lebu gacher pH koto
@sharmisthaganguly81443 жыл бұрын
কফি ব্যবহার করা যাবে দাদা ?
@rajgardens3 жыл бұрын
করা যাবে। কফি মাটিকে অ্যাসিডিক করে তোলে। তাই বেশি এবং বার বার ব্যবহার করবেন না।
@suklabiswas50713 жыл бұрын
দাদা আমার একটি কুল গাছের মাটি কিছুটা তুলে নুতন টাইকোডারমা মিশিয়ে কবে দ
@biswanathdutta19813 жыл бұрын
Where is pH meter available what is cost?
@rajgardens3 жыл бұрын
ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।
@sujonsathi74632 жыл бұрын
দাদা আম গাছের পিএইচ লেভেল কত লাগে আর কমলা গাছের পিএইচ লেবেল কত হলে ভালো হয় আমার জানাবেন প্লিজ।
@tapasroy63803 жыл бұрын
Sir ঘুঁটে থেকে ওয়েস্ট decomposer দিয়ে কিভাবে সার বানানো যায় ওই ভিডিও তে আমি কিছু প্রশ্ন করেছি যদি একটু doubt গুলো clear করে দেন উপকৃত হই
@rajgardens3 жыл бұрын
সব উত্তরই প্রায় ভিডিওতে আছে।
@PaperRhyme13 жыл бұрын
দাদা মাল্টা গাছে হিউমিক এসিড ব্যবহার করা যাবে তবে পরিমান কত????
@rajgardens3 жыл бұрын
করা যাবে। হিউমিক অ্যাসিড নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে একবার দেখে নিন।
@skalimran2 жыл бұрын
দাদা, জিপাসামের পরিমানটা নিয়ে ঠিক বুঝে উঠতে পারিনি। জিপসামের পরিমান আর চুনের পরিমান কি এক?
@rajgardens2 жыл бұрын
১২ ইঞ্চি টব হলে জিপসাম এক টেবিল চামচ এবং চুন এক চা চামচ দিতে পারেন।
@HuMan-sp4zz Жыл бұрын
দাদা হাফ ড্রামে ১ লিটারে জলে কত এম এল ভিনেগার দিবো?
@rajgardens Жыл бұрын
100ml
@sampadey79513 жыл бұрын
এখন চন্দ্রমোলিকা লাগানো যাবে পথমে কি ছোট টবে লাগাবো পটিং মিক্সচার কেমন হবে প্লিস একটু বলবেন
@rajgardens3 жыл бұрын
প্রথমে গাছ থেকে কাটিং করে বালির মধ্যে বসিয়ে চারা তৈরি করে নেবেন। শিকড় ভালোভাবে বেরোলে50% বেলে দোঁআশ মাটি 40%কম্পোস্ট 10%নিম খোল +সরষের খোল এবং সামান্য সুপার ফসফেট মিশিয়ে মাটি তৈরি করে ছোট টবে গাছ বসিয়ে দেবেন।
@deloerhossin735010 ай бұрын
গ্রিষ্মকালিন মুলা চাষে মাটির পি এইস কত লাগবে
@rajgardens10 ай бұрын
নরমাল পিএ ইচ হবে। গ্রিন শেডের নিচে লাগাতে হবে।
@suklabiswas50713 жыл бұрын
আমার একটি কুল গাছের মাটি কিছুটা তুলে নুতন টাইকোডারমা মিশিয়ে কবে দিয়েছিলাম। দুই দিন পর দেখলাম পাতায় দাগ দাগ হয়েছে। কি করবো? Pleseজানাবেন।
@rajgardens3 жыл бұрын
এটা ট্রাইকোডার্মা ব্যবহার করার জন্য হয়নি। গাছটি আগে থেকেই ফাঙ্গাসে অ্যাটাক ছিল।
@sanjaynaskar7410 Жыл бұрын
আপনার p h মিটার ঠিক ঠাক কাজ করছে তো?ওটার কেমন দাম জানালে ভালো হয়।
@rajgardens Жыл бұрын
একই তো আছে ।মনে হচ্ছে ৫০০ মত নিয়েছিল। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে একবার দেখে নিতে পারেন।
@tanushreehalder39726 ай бұрын
পান গাছের ph কত হলে ভালো হয়।
@prabirsanth13423 жыл бұрын
স্যার, চন্দ্রমল্লিকা গাছ কি ধরনের মাটি পছন্দ করে । এই গাছে কি কি সার দেওয়া যাবে? বিভিন্ন video থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। আপনি একটু দয়া করে বলবেন স্যার ।
@rajgardens3 жыл бұрын
নার্সারি থেকে চারা কেনা পর অথবা বাড়িতে তৈরি করে নেয়ার পর ছোট টব দিয়ে শুরু করবেন। সেক্ষেত্রে 50%বেলে দোআঁশ মাটি,40% কম্পোস্ট,10% নিম খোল+ সরষের খোল এবং সামান্য ফাংগিসাইড মিশিয়ে গাছ বসাবেন।
@aneebarua77253 жыл бұрын
রঙ্গন ফুল নিয়ে একটা ভিডিও দেন বাংলাদেশ থেকে বলছি
@rajgardens3 жыл бұрын
'কম যত্নে বারোমাসি ফুল' এই নিয়ে আমার চ্যানেল ভিডিও রয়েছে। সেখানে যেভাবে পরিচর্যার কথা বলা হয়েছে সেই ভাবে আপনিও করুন।
@asifakram28973 жыл бұрын
পরমর্শের জন্য কিভাবে যোগাযোগ করবো
@rajgardens3 жыл бұрын
এখানেই প্রশ্ন করবেন
@binodray76893 жыл бұрын
দাদা আম গাছে নতুন পাতা বের হওয়ার কয়েকদিন পরেই কিনারা বরাবর যেমন পুড়ে যায় এমন দেখা যায় কেন এমন হয়?আমি সাফ, ব্লাইট্রক্স এমনকি ব্যকটেরিয়া নাশক স্প্রে করেছি কিন্তু একই অবস্হা কি করনীয় জানাবেন
@rajgardens3 жыл бұрын
গোড়ায় বেশি জল হয়ে যাওয়ার কারণে শিকড় নষ্ট হতে শুরু করেছে। তাই গাছে এই রকম সমস্যা দেখা যাচ্ছে। ফাংগিসাইড গাছে স্প্রে করার সাথে সাথে গোড়াতেও দিতে হবে। সেক্ষেত্রে ট্রাইকোডার্মা ভিরিডি এক চা চামচ নিয়ে গোড়ার মাটিতে ভালো করে মিশিয়ে দিন। গোড়ার মাটি ভালোভাবে না শুকালে একেবারেই জল দেবেন না।
@biyasghosh31873 жыл бұрын
Minimum to maximam price টা বলুন company-r নাম না বললে ও হবে।
@rajgardens3 жыл бұрын
500-1500 টাকা
@PaperRhyme13 жыл бұрын
দাদা আমার কমলা বড় হচ্ছে না এখন কি করব?????
@rajgardens3 жыл бұрын
গাছের হিউমিক অ্যাসিড ব্যবহার করুন ।এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে।
@PaperRhyme13 жыл бұрын
ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।হিউমিক এসিডের ভিডিও দেখেছি, খুব ভালো ভিডিও।কমেন্টের উওর দেওয়ার জন্য আবারো ধন্যবাদ।
@nononoone16263 жыл бұрын
রঙ্গন গাছ নাকি এসিটিক মাটি পছন্দ করে। আমার তো এক লিটার পানিতে এক চামচ অনুপাতে ভিনেগার গুলে রঙ্গনের গোড়ায় দেওয়ার প্ল্যান ছিল। এখন আম্লিকতার খারাপ দিক দেখে দিতে ইচ্ছে করছে না। ভিনেগার- পানি কি দেওয়া উচিত হবে? পরে যদি মাটিটুকু কোনো কারণে পুনঃব্যবহার করার প্রয়োজন হয় বা গাছের ক্ষতি হলে তখন এসিটিক মাটিতে চুন মিশিয়ে দিলে হবে? চুনের সাথে বিক্রিয়া করে মাটির নিরপেক্ষ হওয়ার কথা না? কোনো ক্ষতি হবে কি?
@syedsahidulla7122 Жыл бұрын
দাদা, আপনার ভিডিও দেখার পরে মাটির pH লেবেল চেক করেছিলাম। আমার বিভিন্ন ধরনের 1/2 বছরের ফল গাছের pH লেবেল ছিল 1/3 এর মধ্যে। 10/20 গ্ৰাম চুন দিয়ে 7 দিন পর pH লেবেল চেক করেছিলাম এখন pH লেবেল 2/4 আছে। এরপর কি করনীয় দয়া করে জানাবেন।