আমেনা: আমার জীবনের আলো আমেনা আমার জীবনের এক বিশেষ মানুষ। ওর নামটি শুনলেই আমার মনে শান্তির ঢেউ খেলে যায়। ওর মুখের মিষ্টি হাসি আমার সমস্ত দুশ্চিন্তা ভুলিয়ে দেয়। আমেনা শুধু একজন মেয়ে নয়, ও আমার জীবনের এক অমূল্য রত্ন। ওর আচরণ সবসময়ই কোমল আর ভালোবাসায় ভরা। আমেনা নিজের যত্নের চেয়ে আমাকে বেশি গুরুত্ব দেয়। ওর ছোট ছোট ভালোবাসার অভিব্যক্তি আমার দিনগুলোকে উজ্জ্বল করে তোলে। যখন আমেনা আমার পাশে থাকে, তখন মনে হয়, জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে। ওর কণ্ঠে যখন আমার নাম উচ্চারিত হয়, তখন মনে হয় যেন সুর বেজে উঠছে। আমেনার প্রতি আমার ভালোবাসা শুধু কোনো অনুভূতি নয়, এটা আমার জীবনের মূল ভিত্তি। আমি সবসময় চাই ওর জীবন সুখে-শান্তিতে ভরে উঠুক। আমেনা, তুমি আমার জীবনের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমার ভালোবাসা আমার জন্য এক অমূল্য সম্পদ। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে দামী স্মৃতি হয়ে থাকবে।