Song: Abar habe to dekha Artist: Manna De Lyricist: Pulak Banerjee Music director: Ratu Mukherjee cover credits: Sarojini Ghosh #sarojinighoshmusic #abarhabetodekha #mannadey #live #bengalisong #romanticsong
Пікірлер: 1 300
@ak_fripon8704 Жыл бұрын
মান্না দের গানগুলোর মধ্যে এই গানটা আমার খুব বেশি শুনা হতো, আপনার গানটা দেখার পর থেকে শত বার শুনছি হয়তো, ভালো লাগাটা কোনো ভাবেই কমাতে পারিনি। শ্রদ্ধা ভরে ভালোবাসা আপনার জন্য❤❤❤
@m.r.tripura45316 ай бұрын
সরোজিনী ঘোষ আপু:;; আমরা ভক্তরা আপনার ঠিকানা বিস্তারিত জানতে চাই::???
@RajeshRoy-t3h5 ай бұрын
Qqqqqqqqqok by bylo by Zee by Da ka ni😊 🎉 😊@@m.r.tripura4531
@ShahinReza-lj6zx10 ай бұрын
Heart touching singing a song !!!!
@sultanaakter611111 ай бұрын
অসাধারণ দিদি
@utpalmondal43749 ай бұрын
Khub valo hoyechhe
@madanmohanmondal29265 ай бұрын
এই ক্ষণজন্মা মহান শিল্পীর প্রতি রইলো আমার গভীর শ্রদ্ধা। তাঁর দীর্ঘ জীবন কামনা করি।
@pujapaul2 жыл бұрын
মাসিমণি জানো তো,এই গানে অন্য এক অনূভুতি খুজে পাচ্ছি। প্রতিটি কথা অনেক যত্ন নিয়ে,অনেক আবেগ জড়িয়ে নিয়ে, হৃদয়ের সবটুকু ছোয়া দিয়ে,নিজেকে উজাড় করে গেয়েছো। গানটি দুর্দান্ত পরিবেশন করেছো। সন্ধ্যার পর থেকে যে কতবার শুনেছি বলে শেষ করতে পারবোনা,তাও মন ভরে না,মনে হয় আরো কয়েকবার শুনি। ঠাকুর তোমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আনন্দে রাখুন, আর হাসিখুশি রাখুন এই কামনা করি। আমার প্রনাম নিয়ো মাসিমণি।🥰😘❤🌼🙏
@SarojiniGhoshMusic2 жыл бұрын
সবসময় খুব ভাল থেকো। ভালোবাসা নিয়ো।
@TahabubAlam2 жыл бұрын
@@SarojiniGhoshMusic & puja paul পূজা তোমার মতামতে বস্তুতপক্ষেই বস্তুনিষ্ঠ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে যা হৃদয়হরণীও বটে। বাস্তবিকপক্ষেই, এ পরিবেশন হয়েছে মন-প্রাণ উজাড় করা এক দুর্দান্ত পরিবেশন। পূজা তোমার জন্য আমাদের অনেক আশীর্বাদ ও ভালোবাসা।আনন্দে থেকো, সুস্হ থেকো সারাক্ষণ।😊❤️❤️
@pujapaul2 жыл бұрын
@@TahabubAlam ধন্যবাদ আংকেল।আপনিও খুব ভালো থাকুন ,সুস্থ থাকুন, আনন্দে থাকুন,আর এভাবেই আশির্বাদ করতে থাকুন যেন ভালো মনের মানুষ হয়ে উঠতে পারি। 🙏😊
@mdzahirul56462 жыл бұрын
তোমার কথা গুলো ঠিক যত শুনি ততই শুনতে ইচ্ছে করে।
@pujapaul2 жыл бұрын
@@mdzahirul5646 ধন্যবাদ আংকেল,ভালো থাকুন।🙏🌼😊
@pankajroychowdhury8104 Жыл бұрын
অতুলনীয়। খুব সুন্দর হয়েছে গানটা । ধন্যবাদ।
@PhysioTravelVlogs10 ай бұрын
Oshadharon maam
@RomenBiswas-ue9ncАй бұрын
😊❤😂
@asokemajumdar7644 Жыл бұрын
অসাধারণ, অপূর্ব,তুলনা হয় না।
@MdKamruzzaman-r5m11 ай бұрын
Asadharon apu
@JMRaju-hv8ie11 ай бұрын
গানের ভিতরে এতো মায়া দিয়ে কেউ গান গাইতে পারে তা এই প্রথম দেকলাম। অসাধারণ ❤
@parthomittro93936 ай бұрын
অনেক ছোটবেলায় রাতে এই গানটি গেয়ে মা আমাকে ঘুম পাড়াত। আজ বয়স হয়েছে ৭৩+ ঐ গান শুনে মা এর কথা মনে পড়ছে চোখ জলে পূর্ণ হয়ে গেল। খুব ভালো গাইছেন গায়িকা।
@rajumohajan773511 ай бұрын
এই গান অনেক কোঠিন গান,,অনেক উঁচু স্কেলের গান,,অসাধারণ গেয়েছেন
@MdjahangirKabir-c8u9 ай бұрын
❤. Fantastic ❤.
@SambhuKumarSarkar-h8h9 ай бұрын
কি অসাধারণ কন্ঠে গানটা গাইলে গো দিদি ।অনেক দিন পরে এই রকমের একটা গান শুনে মনটা ভরে গেল ।ভালো থেকো ।শুভেচ্ছা রইল ।❤❤
@sumana28510 ай бұрын
💐wonderful voice good to see u video enjoy singing song
আপনি খুব ভালো গেয়েছেন । কোনো তুলনা হবে না। কত কঠিন গান সুন্দর ভাবে পরিবেশন করলেন। অনেকবার মন দিয়ে শুনেছি।
@pranabgayen53577 ай бұрын
অত্যন্ত দরদী গলায় ঠিক সূরের টানে মুগ্ধ করলেন দিদি । সুস্থ জীবন , ঈশ্বরের আশীষ ঝরুক
@SarojiniGhoshMusic7 ай бұрын
ধন্যবাদ
@culturecircle2 жыл бұрын
👍👌অনেক প্রতিক্ষার পর এই গান!!!! গান যদি গোটা একটা নাটক হবার ক্ষমতা ধরে, কন্ঠ, কাব্য, সুর সংযোজনে এমন অনায়াসে উচ্চারিত হয় ,প্রাণ মন ভরে শুনি, অনুভব করি । অনবদ্য দিদিভাই 🚩 ভালো থেকো ,আরো আরো প্রাণ দাও। 🙏❤️🙏❤️🙏❤️🙏
@SarojiniGhoshMusic2 жыл бұрын
ভাল থেকো ভাই
@Asok19648 ай бұрын
Fabulous.....please keep it up.....
@JakirHossain-qp8dh7 ай бұрын
আপনি সংগীতের এক অনন্য মাত্রা সরোজিনী ঘোষ। আমি আপনার ঘরে খুবই মুগ্ধ। জানিনা আপনি কিভাবে এত সুন্দর গান করেন, আপনার মন আমাকে অনেক আকৃষ্ট করে। সত্যিই আপনি একজন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী। আপনার জন্য অনেক শুভকামনা সংগীত নিয়ে এগিয়ে যান আরো দূরে। 🙂🙂🙂🙂🙂
@Mousumiranamusic3 ай бұрын
খুবই ভাল লাগল 😊❤
@radhakantamondal3187 Жыл бұрын
আপনার গানটি শুনতে আমার খুব ভাল লেগেছে। এই সমস্ত গান গাওয়ার মতো শিল্পী বড় অভাব। ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে এবং আপনার দীর্ঘ জীবন কামনা করি ঈশ্বরের কাছে। জয় শ্রী রাম।
@SarojiniGhoshMusic Жыл бұрын
Dhanyabad
@asokemajumdar7644 Жыл бұрын
অসাধারণ,মুগ্ধ হয়ে গেলাম। অপূর্ব সুন্দর।
@NasirUddin-jr9qp2 жыл бұрын
কালজয়ী এই গান এখনো হৃদয়ের মাঝখানে ঝড় তোলে।আবার ফিরতে পারতাম স্বর্নালী যুগে সেই শৈশবের দিনগুলোতে।
@mdmonju8086 Жыл бұрын
অনেক কঠিন গান।অনেক ভাল গেয়েছেন। ধন্যবাদ।
@SarojiniGhoshMusic Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে
@TahabubAlam Жыл бұрын
🎻♨️🥰✨🌟🔆🥰সুরের কী অনির্বাণ শিখা জ্বলছে এই চির স্বর্ণালীকণ্ঠে…! কী অন্তহীন মুগ্ধতার সাবলীলতায় ভরা স্বর্ণালী গায়নশৈলী…! আকাশের তারার সোনালী আলো যতদিন থাকবে তার চেয়েও বেশী দিন এই স্বর্ণালীকণ্ঠের সুর সবার হৃদিপদ্মকে মোহিত করে তুলুক…!🪕🌻🌼🌷🌷🙏🙏
@SarojiniGhoshMusic Жыл бұрын
ধন্যবাদ দাদাভাই 🙏
@arupkolley-vv5gq11 ай бұрын
9p)😊😊@@SarojiniGhoshMusic
@santimoybanerjee31782 жыл бұрын
Khub valo laglo mdm, aapnar gola khub sundor
@ratnadas16142 жыл бұрын
অসাধারণ হৃদয়ের অন্তঃস্থলে ছুঁয়ে গেল বোন♥️।ভালো ও সুস্থ থেকো।
কতোদিন পরে তুমি নতুন গান নিয়ে এলে -- আমার অপেক্ষার অবসান হলো। আহা কী মধুর সুন্দর অন্তর ছোঁয়া সুর তরংগ ছড়িয়ে পড়ছে ইথারে ! তুমি সরোজিনী দিদি ছাড়া কি আর আমাদের গান শোনার পিপাসা কাতর মন তৃপ্ত হয় ! এমনি গানে গানে থেকো তুমি কোটি প্রাণে !
@SarojiniGhoshMusic2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তুমি ভাল আছো তো?
@anitadatta13032 жыл бұрын
@@SarojiniGhoshMusic এ বয়সে যেমন ভালো থাকা সম্ভব , আছি । তোমার সুরে আমার আত্মা বেজে চলেছে !
@sadhankumarghosh5772 жыл бұрын
@@anitadatta1303 আপনাকে ভালো থাকতেই হবে Ani Mam, তবেই তো আমরা পাবো আপনার অমূল্য মতামত।
@anitadatta13032 жыл бұрын
@@sadhankumarghosh577 অনেক দিন পর পেলাম। তুমি ভালো থেকো সবাইকে নিয়ে !
@asokemajumdar7644 Жыл бұрын
Asadharan,A dekhai Sesh dekha noyto.........abar hbeto dekha........ Akash choyar mto
@abhijitsarkar6811 ай бұрын
আমার মা, খুব ভালো। অসাধারণ!!!
@shyamalichaterji47832 жыл бұрын
Maa ke mone pore amar maa ke........... Darun sundor.
@sayedulislam47549 ай бұрын
দিদি আপনি যে গান করেন সেই গানই ভাল লাগে। আমি বাংলাদেশ থেকে নিয়মিত আপনার গান শুনি।
@sasankasekhardas93782 жыл бұрын
খুব ভালো গান শুনলাম।কি কন্ঠের কাজ! চালিয়ে যান দিদি।
@Goldenculture4387 ай бұрын
💖💦💧💦💞…আহা…! কী আবেগের বন্যা ধারা গয়নাশৈলীতে…! কতো নিষ্ঠা, ও সাধনার ফল এই নিবেদন…! আর দূরে দূরে না থেকে…! আসুন, সবাই মিলে লক্ষাধিক হাততালিতে মুখরিত করে তুলি স্বর্ণালী চ্যানেলের মিষ্টিময় প্রাঙ্গণ…! 🥰🥰❤️❤️
@nirmaldas81432 жыл бұрын
Khoob bhalo laglo. Bhalo theko Maa.
@SarojiniGhoshMusic2 жыл бұрын
অনেক ধন্যবাদ
@TahabubAlam8 ай бұрын
🌈🌷🌷🌷🌈…সকল পক্ষপাতদুষ্টতার ঊর্ধ্বে থেকে,ও যুক্তির পরাকাষ্ঠায় বিবেচনাপূর্বক আমাদের মতামত হলো মিষ্টিময় চ্যানেলের নিজস্ব শৈল্পিক আবেগে ভরা স্বতন্ত্র গায়নশৈলীময় নিবেদনটি এক অনন্য মনোঞ্জয়ময়…! বাস্তবেই, উৎকর্ষতার নিরিখেই দারুন একটি মনোময় পরিবেশন…! কোন প্রশংসা করতে না পারলেও আমরা যেন শ্রদ্ধার সাথে সযত্নে তা এড়িয়ে যাই…!অশেষ ধন্যবাদ…! 💐🙏🙏💐
@SangitaBhunia-yk6ty8 ай бұрын
😊😊😊😊😊
@rijudas7338Ай бұрын
অসাধারণ দিদি
@asimsarker88757 ай бұрын
এক কথায় দারুণ মনোমুগ্ধকর কন্ঠ 🙏🙏
@bidhandas3152 жыл бұрын
মাঝখানে কয়েকটি দিন বোনের দেখা না পেয়ে একটু চিন্তিত ছিলাম, আবহাওয়ার তারতম্যের ফলে অনেকেই কমবেশি অসুস্থ হয়ে পড়ছে, আমি নিজেও বেশ কিছুদিন ভুগলাম। অবশেষে বোনের উপস্থিতি ও তার সুমিষ্ট কণ্ঠ - সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে মনকে প্রফুল্ল করে তুললো।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
আমিও অসুস্থই ছিলাম দাদাভাই। এখন একটু ভাল।
@ashutoshsaha11122 жыл бұрын
অসাধারণ। হারানো দিনের কথা মনে করিয়ে দেয়ার মত গান।♥️♥️♥️
@chandrasekharroy846 Жыл бұрын
সুমধুর সংগীতের মূর্ছনায় আমাদের মুগ্ধ করে চলেছেন সরোজিনী ম্যাডাম। আমি তার দীর্ঘ জীবন কামনা করি।তার কন্ঠে আরো সুন্দর সংগীত শোনার প্রতীক্ষায় রইলাম।
কোনো গান যখন মানুষের হৃদয় কে স্পর্শ করে তখন সেই শিল্পীর স্থান হয় মানুষের বক্ষ স্থানে।
@kingsuk16132 жыл бұрын
মান্না দের কণ্ঠে এতদিন এই মর্মপর্সি গান শোনার পর এই প্রথম কোনও মহিলার কণ্ঠে গানটি শোনলাম। সুমধুর কন্ঠ, সুর তাল লয় এর নিখুঁত সমাবেশে মন ও প্রাণ ভরে গেল। সরোজিনী ঘোষ দেবীকে জানাই আন্তরিক অভিনন্দন।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ
@masud8922 жыл бұрын
শৃমতী সরোজিনী, গাইবার ঢংহীন,অহংকার হীন,সহজ ভংগি টিও কান ও দৃস্টি কাড়া।শাড়ি পরনে বাঙালী,সামনে হারমোনিয়ামের যাদুর বাক্স এবং তাকানো মন কে এক শুভ্র, সমুজ্জল আমেজে ভরিয়ে দেয়।পৃতিমা ও উৎপলা সেনের গান ও মানাবে আপনার৷ কনঠে।
@sunilkumarsahoo78232 жыл бұрын
A pure Nostalgic.If contemporary shilpi concerned,no one but Didi Sarojini can sing.,An attractive honestly sung..More confident.An indifferent.Anabadya..❤️🙏
@SarojiniGhoshMusic2 жыл бұрын
Thank you so much vai for your precious comments ❤ 😊
@alokeshnaskar30482 жыл бұрын
৭০ - র দশকের কালজয়ী অসাধারন আবেগময় গান এটি,আর এক আবেগময় মিষ্টি কণ্ঠে পরিবেশিত হলো,শুনে খুব আনন্দ পেলাম, বড় ভালো লাগলো।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
ধন্যবাদ
@alokeshnaskar30482 жыл бұрын
@@SarojiniGhoshMusic Thanks to you.
@pradyotchakraborty9362 жыл бұрын
গানটির মধ্যে যেমন মাধুর্য এবং রুচিবোধ আছে, তেমনি শিল্পী মহোদয়া প্রকৃত ভারতীয় এবং বাঙালি নারীর রুপ দেখলাম। শারি এবং শাঁখা সিঁদুর আজকাল বাঙালি বিবাহিতা নারীদের থেকে আশা করা যায়না। সরজিনী ঘোষ মহোদয়াকে অশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। গানটির জন্য অনেক ধন্যবাদ।
@subhashsaharoy2522 жыл бұрын
Absolutely right
@jujuthsukumarchakraborty19002 жыл бұрын
You are so right! Here is a perfect Bengali celebrity keeping her culture and tradition above everything. Salute to Sarojini Devi. May God bless her.
@SarojiniGhoshMusic2 жыл бұрын
🙏🙏🙏🙏
@SarojiniGhoshMusic2 жыл бұрын
🙏🙏🙏🙏
@SarojiniGhoshMusic2 жыл бұрын
🙏🙏🙏🙏
@joymitra4292 Жыл бұрын
Khub sundor hoiche
@hafizulhaque59582 жыл бұрын
আপনার গান দিদি মন ছুয়ে যায় প্রতি টি গান।শুভ সপতমী।
@sabujroychowbahury5758 ай бұрын
Unprecedented melodious,nostalgic voice.
@TahabubAlam2 жыл бұрын
❤️❤️কি অসম্ভব আবেগময় আত্মাভেদী দেহভাষ, গায়নশৈলী আর প্রাণভেদী দরদী কণ্ঠের নৈপুণ্যতা! কালজয়ী এ গানটি আপনার হীরক কণ্ঠে আবার অকল্পনীয় পূর্ণতা পেলো। মন-প্রাণ আর হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে এ গানের বাণী,ও সুর কে যেন পরিপূর্ণরূপে ফুটিয়ে তুললেন! এমন সুন্দর মনছোঁয়া কথা আর সুরের সাথে আপনার কণ্ঠ আর গায়নভঙ্গির সমলয় সুবিদিত ও সুপরিক্ষীত। তাই তো, আপনি আমাদের সবার প্রিয় হীরক-কণ্ঠী শিল্পী। হ্যাঁ, সত্যিই, সাময়িক বিরতির পরেই, আবার দেখা হলো জনপ্রিয় এই বিরহের গানে। এভাবেই, দেখা হবে বারবার...। এ দেখা হবে অন্তহীন। আমাদের চোখে আপনি যে কি স্বর্গীয় সঙ্গীতদেবী, তা হয়তো আপনাকে আমরা কোনদিনই বোঝাতে পারিনি। তবে, আপনাকে হারাবার কোন ভয়ই আমাদেরকে তাড়া করে না। কেননা, আপনার সাথে আমাদের এ সম্পর্ক চিরস্থায়ী বেদীর উপর প্রতিষ্ঠিত। অন্তহীন আনন্দে শারীরিক ও মানসিকভাবে সুন্দর ও সুখে থাকুন।❤️🥰🙏
@SarojiniGhoshMusic2 жыл бұрын
অসম্ভব সুন্দর এবং মূল্যবান মতামত এর জন্য ধন্যবাদ জানাই দাদাভাই, তার সাথে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাল থাকুন সবসময়।🙏🙏
@ajharulislam47932 жыл бұрын
সত্যিই বলেছ বন্ধু, এ যেন স্বর্গীয় দেবী কণ্ঠ নিঃসৃত সুর ধারা।
@salmasultana99992 жыл бұрын
Wonderfully said! Thanks for your pedantic comment!🙏😀 ❤️to our dear Singer!😀😀
@shibsankarpodder90562 жыл бұрын
ধন্যবাদ বন্ধু তাহবুব গানটি সেয়ার করার জন্য। চমৎকার গেয়েছেন সরোজিনী গানটি। উভয়কে অভিনন্দন এবং ধন্যবাদ।
@pujapaul2 жыл бұрын
কি অপরূপ সুন্দর মন্তব্য করেছেন আংকেল দেখে প্রান জুড়িয়ে গেল। এইভাবেই মনছোঁয়া মন্তব্য করতে থাকুন, আর আমরা সকলে উপভোগ করে আর আপনার মতো সুন্দর সুন্দর মন্তব্য করতে পারি সেই আশির্বাদ করুন । জানি পারবোনা এতো সুন্দর লেখা লিখতে তাও বলছি আশির্বাদ করবেন।🙏🌺💐😊
@bijayshankarofficial2 жыл бұрын
Apurbo hoiyeche maam darun darun darun 👌🙏♥️
@SarojiniGhoshMusic2 жыл бұрын
Dhanyabad vai
@shailamannan68259 ай бұрын
এই গানটি মেয়ে কন্ঠে শুনতে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ!
@dipalichakraborty33732 жыл бұрын
Apurbo gailen .ahaaaaa asadharon .mon vore galo👋👋👋
@SovanKumarSaha2 жыл бұрын
এককথায় অসাধারণ। 👌👌 গানটি পুরোনো হবে না। প্রবাদপ্রতিম মান্নাদে শুরু করেছেন। এখন ব্যাটনটি আপনার হাতে। ভবিষ্যতে আরো অনেকে আসবেন। গানটি অমর হয়ে রয়ে যাবে।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই
@suchitamukherjee6535 Жыл бұрын
Bah asadharan , Mannababur gaan tomar golay aro pranobonto hoe utheche 👍❤️
@SarojiniGhoshMusic Жыл бұрын
Anek dhanyabad
@ashitdas58122 жыл бұрын
শ্রদ্ধেয় মান্না দে বাবুর গাওয়া অসাধারণ গানটি চমৎকার মিষ্টি সুরেলা কণ্ঠে গেয়েছো। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।।।👌❤️ বাংলাদেশ থেকে।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
Thank you so much dada
@mitaliganguly56302 жыл бұрын
.....Darun...👍👍🥰🥰
@susantasharma60742 жыл бұрын
তোমার কণ্ঠ নিঃসৃত গান হৃদয় এর অন্ত স্থলে সপর্শ করে।অসম্ভব ভালো লাগলো।অনেক বড়ো জায়গায় পৌঁছে যাও, এই কামনা করি।
@anadipradhan74052 жыл бұрын
তোমার কন্ঠ গান হদয় সপস করে
@amitavakonar38072 жыл бұрын
Khub sundor geecho maa galatio bhari chamotkar
@tapaschakraborty2663 Жыл бұрын
খুব ভালো লাগলো আমার মা সরস্বতীর কন্ঠে সুমধুর সঙ্গীত আসল জাত শিল্পীকে চেনা যায় তার সুরেলা কন্ঠের অধিকারিনী
@sadiamosharraf3452 Жыл бұрын
কি চমৎকার কন্ঠ!!! এত আবেগ দিয়ে, এত মায়া করে গাইলেন গানটি!!! অসাধারণ ❤❤
@kishorchakraborty-rs3ly Жыл бұрын
Vn vn
@debasisbarman9703 Жыл бұрын
আপনার গানগুলো ভীষণ ভালো ,যদি সম্ভব হয় এই গানটি গাইবেন অনুরোধ থাকলো। "আমি তোমার মাঝে পেলাম......
@tuhinsir85062 жыл бұрын
After a long gap we are listening your sweet voice. This song is a tribute to Manna Dey. Thank you very much madam. May God bless you
@SarojiniGhoshMusic2 жыл бұрын
Many Many thanks 🙏 😊
@md.nazmulhasanbhuiyanfarid41642 жыл бұрын
Atodinpore.
@Arunkr.mukharjee Жыл бұрын
@@SarojiniGhoshMusicisvery sweet
@NasirUddin-jr9qp2 жыл бұрын
অসাধারন দিদি আমার সোনালী সে দিন গুলো মধ্যে মান্নাদে স্যারের একটি জনপ্রিয় গান।খুব সুন্দর গেয়েছেন অনেক শুভকামনা।
@swapankumardey71082 жыл бұрын
E X C E L LE N T / A M A Z I N G U N B E L I E V A B L E DEVELOPMENT IN STYLE (singing) Very good performance,no doubt. Be conscious of health. May god bless you.
@sumonkumar33922 жыл бұрын
এক কথা অনবদ্য দিদি খুব সুন্দর
@SarojiniGhoshMusic2 жыл бұрын
Thank you 🙏
@swaponray68422 жыл бұрын
Incense burns itself and of the smell. Conqur the world with your voice.