৫টি সেরা আধুনিক গান | মান্নাদে , সতিনাথ , অনুপ ঘোষাল , হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়।
Пікірлер: 522
@msmanikenterprise3 ай бұрын
এই গুণী শিল্পীরা স্রষ্টার অপূর্ব সৃষ্টি। শ্রদ্ধা তোমাদের।
@sanjibchakma5891Ай бұрын
দাদুর পরে বাবা এখন আমি কি যাদু! যখন কিছুই বুঝতাম না তখন কানে আসে এ গান---গান বেশ এই টুকু । নিজে যখনই মন দিয়ে শুনি - এখন প্রেমে পরে গেছি । ধন্য হলাম। ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@naliniranjanroy18633 ай бұрын
সচেতনভাবে পঞ্চাশ বছর ধরে এই সব কিম্বদন্তীদের সুধাকণ্ঠ শুনে আসছি। তবুও আশ মিটে না, কখনও পুরান হয়ে না। আমার বয়স ছেষট্টি বছর সত্যিই কালজয়ী শিল্পী ও শিল্প ।❤❤❤
@mdsirajshake69142 ай бұрын
De
@learnenglisheasily92044 ай бұрын
আমার বয়স ৪০ হলো, ১৪ বছর বয়স থেকে গানগুলো শুনে আসছি, তখন রেডিওতে শুনতাম। ইচ্ছে হলেই শুনতে পারতাম না। এখন ইচ্ছে হলেই শুনতে পাই।
@RebaChatterjee-fg3vo2 ай бұрын
আমিতো ভাবি বাংলায় জন্মেছি, এবং বাঙালি হয়ে জন্মেছি এই ঈশ্বরের এক অপরিসীম কৃপা। তাইতো এই মহান সুর সাধকদের উপহার কে প্রাণ ভরে গ্রহণ করতে পেরেছি।। সেই কোন ছোট্টবেলা থেকে এইসব মহান শিল্পীদের কণ্ঠস্বর এর জাদুতে আচ্ছন্ন হয়ে রয়েছি আজও সেই আচ্ছন্নতা একইভাবে রয়ে গেছে।। আমৃত্যু থেকেও যাবে।। তাই ঈশ্বরের শ্রীচরনে অকপট স্বীকারোক্তি"যাবার বেলায় এই কথাটি বলে যেন যাই/যা দেখেছি যা পেয়েছি তুলনা তাহার নাই"।।
@khageswarnath19113 ай бұрын
এই অবিস্মরণীয় শিল্পীরা তাদের গানের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন। প্রনাম শ্রদ্ধেয় গুণী শিল্পীদের।
@TapasKumardas-qz4hb2 ай бұрын
যতই শুনি ততই প্রাণটা জুড়িয়ে যায়। 13:13
@VismadebHazaraАй бұрын
❤️❤️❤️👍সুন্দর
@chitrachatterjee9964 ай бұрын
এই সব গানগুলো শুনতে খুব ভালো লাগে। বার বার শুনেও মনের খেদ মেটে না। যারা আমাদের শোনার আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।
@MdNuruzzaman-d6f2g3 ай бұрын
চির -কালীন প্রিয়তার শীর্ষে থাকা এ গান গুলি হৃদয়ের গহীনে স্হায়ী ভাবে বসবাস করছে।
@MdShirajulIslam-gm1wd2 ай бұрын
বলার ভাষা নেই। ধন্যবাদ
@samareshbhattacharyya34933 ай бұрын
নক্ষত্রখচিত বাংলার স্বনামধন্য শিল্পীরা অবিস্মরণীয় অবদান রেখে গেছেন, যা কোনদিনই বিস্মৃত হওয়ার নয়। সার্থক বাংলায়, বাঙালী হিসেবে যথার্থই গর্বিত।
@priyabratakhanra72422 ай бұрын
বাঙালি ও আবেগ যতদিন এ পৃথিবীতে থাকবে ততদিন এইসব গান সমানভাবে বেঁচে থাকবে। এসব স্বর্ণযুগের সোনার গান।
@arpitadassarma9104Ай бұрын
অসম্ভব ভালো
@ChandanDas-lb3ze3 ай бұрын
, হৃদয় ছুঁয়ে যাওয়া ঐ সব শিল্পি দের গান গুলি কালজয়ী।
@vaskarbanerjee92434 ай бұрын
অসাধারণ।এসব গানের কোনো তুলনা হয়না। যতবার - ই শুনিনা কেন! এসব গান কখনও পুরোনো হবে না।
@ParimalChakraborty-un5uk3 ай бұрын
আমার বয়স আশি , কতদিন থেকে শুনছি ? তবুও আশা মেটে না , হয়তো ওপারে গিয়েও শুনতে চাইব , হে চির বরণীয়রা , বাঙালি হলে সে ভুলতে কি পারবে ? মনে হয় না
@asmakhatun14212 ай бұрын
😊❤
@asmakhatun14212 ай бұрын
😊❤😊😊😊😊😊😊😊😊😊😊
@ramdasbhattacharjee9222 ай бұрын
আমারও 76 বছর বয়স।সেই ছোট বেলা থেকেই শুনছি।এখনও একই ধরনের ভাল লাগে,ধন্যবাদ ❣️
@AbulHossain-ms5du2 ай бұрын
😊
@keringtonbarua93582 ай бұрын
আপনেদের নমষ্কার জানাই। বাঙালি আসলে ভুলতে পারবে না।
@NayanChakraborty330Ай бұрын
শ্রবণে শান্তি,, মর্মে উপলব্ধি,, চিত্তে সুখ,, প্রাণে বেঁচে থাকার তাগিদে এই চিরন্তন চিরকালীন গান গুলো শুনে যেতে হবে।
@drbipul177629 күн бұрын
ঠিক ঠিক।
@rebachoudhury5705 ай бұрын
সব গুনী শিল্পীদের গান একসাথে শুনে আমার মন টা ভরে গেলো কি অপূর্ব কন্ঠ স্বর কি গায়কী বার বার শুনতে ইচ্ছে করছে সবাই কে আন্তরিক শ্রদ্ধা জানাই 🙏🙏🙏🙏🙏
@anjalidas71504 ай бұрын
Mugdha Haye gelam
@KorimManik3 ай бұрын
স্বর্গীয় মান্না দে, সতীনাথ, হেমন্ত বাবু উনারা সরাসরি ইশ্বরের উপহার এ পৃথিবীতে উনার সৃষ্টি বাংগালীদের মনের খোড়াক মিঠানোর জন্য পাঠিয়েছিলেন। এ সব শিল্পী ক্ষনজন্মা তাঁদের তুলনা শুধু তাঁরাই। উনাদের গান ছিল মানব জীবনে ঘটে যাওয়া ঘটনার গানে রুপান্তরীত একটা অংশ। আর গৌর প্রসন্ন মজুমদার উনাকে ভগবান দায়ীত্ব দিয়েছিলেন গান রচনার মাধ্যমে মানুষের মনের কথা বলার, উনি সর্বত ভাবে তাই করে গেছেন। ভগবান যেন উনাদের ওপারেও শান্তিতে রাখেন।... সাংবাদিক মানিক
আহা এই সব গান কি কোনো দিন কেউ ভুলতে পারবে? না কোনোদিনও না,,, আর কোনো প্রজন্ম আসবেও না এই স্বর্ণ দিনের মতো।।।।❤❤❤
@sunilmondol66584 ай бұрын
জীবনে চলার পথের অতৃপ্ত আত্মার তৃপ্তি❤ কোনদিন পুরাতন হয়নি আর হবেও না নতুনত্বের স্বাদ সারা জীবন পাওয়া যায়। হে গুণী শিল্পী তোমাদের চরণে আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম 🙏🏽♥️🌹 1965 সালে আমার জন্ম আজ 2024 সালে গানটি আবার একবার শুনলাম। ভালো থাকুন সকল ভক্ত ও শ্রোতাগণ নমস্কার আমি অধম শুনিল কুমার মন্ডল টাংরোড খুলনা বাংলাদেশ❤
@SajalAhmed16124 ай бұрын
আহা।কলিজা ঠান্ডা করা গান।কি সুর,কি আবেগ,কি মায়া,কি জাদু গানের মাঝে।
@mdjoshim298618 күн бұрын
৫ জনকে একসাথে দেখে মন বরে যায় ভাই সভায় কে ধন্যবাদ জানায় বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানায় ❤❤❤❤❤
@nrisinghamukherji34803 ай бұрын
গানের জাদুকরদের সেই কালজয়ী গান গুলি আবার ও শুনে রোমানচিতো হলাম ।
@tapanbaidya73332 ай бұрын
রোমাঞ্চিত হবে ।
@sreepadabapari83153 ай бұрын
সেরার সেরা বাছাই করা শিল্পী দের সর্বকালের সেরা গান। এ গান কোনদিন পুরানো হবে না। স্বর্ন যুগের নক্ষত্রদের সহস্র কোটি প্রনাম।
জীবনের চলে যাওয়া দিন ফিরে আসে না কিন্তু এই গানগুলো চিরকালের যা জীবনের অনেক কিছু মনে করিয়ে দেয় ।
@KartickMaity-ju7lj4 ай бұрын
প্রেম জাগে মনে। হারিয়ে যাওয়ার দু:খ থেকেও বেচে থাকা যায়।গোপনে দীর্ঘ শ্বাস ফেলেও যেন বেচে থাকার রসদ পাওয়া যায়। হৃদয় শূন্য হয়েও কোথায় কিভাবে যেন ভরাট হয়ে যায়। দু:খ সুখ হয়ে দেখা দেয়। ধন্য হলাম। ধন্যবাদ তাদের যাদের থেকে এ উপহার পেলাম।
@SulekhaBasu-j6d2 ай бұрын
Ai ganguli konodin harabe na.
@nazrulhuda1262Ай бұрын
চমৎকার ব্যাক্ষা।ধন্যবাদ ❤!!
@BharatiDas-g4f4 ай бұрын
এই সব অমর সঙ্গীত এঁদের মৃত্যুঞ্জয়ী করে রাখবে চিরদিন।❤❤❤
@rahulbiswasbp4 ай бұрын
জীবনে যদি দ্বীপ নাহি পারো আহ কি গান!
@pritiaich51235 ай бұрын
Good morning . Sir ashadharon gan gulo mone xhey Jae bedonae
@biker_abhi_abhijit3 ай бұрын
মহান শিল্পীদের প্রণাম জানাই। এরকম আর হবে বলে মনে হয় না
@rebasaha88943 ай бұрын
অসাধারণ।। যতবার শুনি মন ভরে যায়।
@bipulmitra62517 күн бұрын
শুধু শুনতেই ইচ্ছা করে, যত দিন বেঁচে থাকি ততোদিন যেন এ-ই গুণী শিল্পী দের গান শুনতে পারি। বিনম্র শ্রদ্ধা রহিল।
@RashidSharif-m8v8 күн бұрын
আহা কি গানের কথা,কি শুর, তেমনি গায়ক অসাধারণ 😢
@akashdas86394 ай бұрын
বাইরে টানা বৃষ্টি, ট্রেনে বাড়ি ফিরছি কলেজ থেকে। বড্ড একলা লাগছিল। ভাগ্যিস এসব গান ছিলো। ❤
এই গান গুলো মনে এক ধরনের শিহরণ সৃষ্টি করে। ৬০ নয় নিজেকে ২০/২৫ বছরের যুবক মনে হয়।❤❤
@tithibiswas612428 күн бұрын
কিন্তু এখনকার ছেলে মেয়েরা মনেকরে এগু সেকেলে।
@amitkantisarma89512 ай бұрын
কালজয়ী সৃষ্টি। গীতিকার, সুরকার আর গায়ক তিনের অসাধারণ মেলবন্ধন। বাংলা গানের স্বর্ণযুগের অনবদ্য সৃষ্টি, যা কোনদিন পুরানো হবে না ।
@bimolsaha74035 ай бұрын
স্বর্ণ যুগের সময়ের প্রবীন এই শিল্পীদের অনেক গান শুনেছি, যত শুনি ততই মুগ্ধ হই, আজ এই গুনিরা আমাদের কাছে শুধু স্মৃতি কিন্তু তাদের কণ্ঠের এ গান গুলি অমর হয়ে থাকবে শ্রোতা দের হৃদয়ে,প্রয়াত সবার আত্মার শান্তি কামনা রইলো।।।।।।।
@MominMia-h1f4 ай бұрын
Unparalleled brilliant singer nice voice famous in world ❤❤😢
@vishnudevnath85172 ай бұрын
হৃদয়ের মণিকোঠায় স্মরণীয় হয়ে থাকবে। 🙏🙏
@goutammukherjee1225 ай бұрын
আবার, আরো একটি অনন্য সৃষ্টিশীল অলংকরণ সমৃদ্ধ গানের ডিজিটাল সৃষ্টিতে আকৃষ্ট হলাম।
@RanjitBiswas-uc6bh5 ай бұрын
Sad song 😂
@mozammelhossain8542 ай бұрын
বিনম্র শ্রদ্ধা জানাই সব গুনী শিল্পীদের। কখনো হবেনা পুরনো এসব কালজয়ী গান । অসাধারণ কথা সুর আর কন্ঠে সৃষ্ট এ আবেগ কোনোদিন হারিয়ে যাবে না ।
@ramasanyal684 ай бұрын
অসাধারণ এই কালজয়ী গানগুলো, পরিবেশনকারী গুণীজনদের অনেক অনেক শ্রদ্ধা।
@ratankantibhowmik617513 күн бұрын
এইসব শিল্পীদের গান অসাধারণ সৃষ্টি শিল্পীদের আমার প্রণাম
@Bappy-ws7ux4 ай бұрын
সোনায় মোড়ানো থাকবে এই গান ❤
@avijitbanerjee92635 ай бұрын
যতদিন পৃথিবীর মাটি থাকবে ততদিন ওনারা বেঁচে থাকবেন এই গানের মধ্যে
@sudipsinhamahapatra16065 ай бұрын
😊😅😅😢🎉😂
@AnkonDey-d2q4 ай бұрын
😮😮8😮😮 88😂😮😮
@SonaliChowdhury-f1y4 ай бұрын
@@sudipsinhamahapatra1606 n
@md.abdurrashid37923 ай бұрын
@@sudipsinhamahapatra1606❤❤
@KrishnaSaha-zf3gy3 ай бұрын
pppaqqq@@sudipsinhamahapatra1606
@chyafrin4 ай бұрын
জীবনের সংক্ষিপ্ত সময়ে, পাঁচ অংকের হিসাব হতে না হতেই, জীবন ও হুট করে চলে যায়, না ফেরার দেশে, আহ,
@chaitaliagarbal3766Ай бұрын
প্রনাম মহান শিল্পীদের
@SunilPal-tm1xh3 ай бұрын
অসাধারণ একটি কালজয়ী গান খুব ভালো লাগে। দারুন!
@nazrulhuda1262Ай бұрын
এ চমৎকার গানগুলো শুনে শুনে বড় হলাম,কি মাধুরিমায় পূর্ণ? ❤🎉❤❤️🩹💜💚❤️🧡💓❤️❤️🩹
@swapankarmakar16284 ай бұрын
এক কথায় অসাধারণ,
@SwaponMallick-pz2rd4 ай бұрын
চিরন্তন নতুন, অতুলনীয়! Old is really wonderful and gold.
@sunirmalmitra28083 ай бұрын
তুলনা হয় না, তুলনা হয়না।
@hlbarai44484 ай бұрын
❤❤❤❤❤মহান ভারতের মহান পঞ্চ রত্ন সারা দুনিয়ার মহান নেতাজীর স্বপ্নের সহজ সরল মহান বাঙালির চিরদিনের গর্ব ও নিঃলিপ্ততার এক মাত্র জ্বলন্ত নিদর্শন।❤❤❤❤❤❤😅 মহান নেতাজী চির অমরত্ব লভুন জীবনে ❤❤❤❤❤❤😢
@mdjosss43374 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ShahadatHossain-bt4gb4 ай бұрын
সত্য, ত্রেতা, দাপর ও কলি যুগ শেষ হয়ে যাবে কিন্তু এই গানের যুগ শেয হবে না।
এই গানগুলো চির নতুন, শুনেল কেবল বার বার শুনতে ইচ্ছে করে
@TaraknathPramanik-fy9sb5 ай бұрын
Darun darun darun darun ganomor hoya thakba
@shyamaliroy44723 ай бұрын
আমার প্রিয় শিল্পী দের প্রনাম জানাই।
@fatikmukherjee90873 ай бұрын
হৃদয়, মন, প্রাণ ভরে গেল। অসাধারণ সুন্দর।
@rajlaxmimousumi5734Ай бұрын
উনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। কী অসাধারণ গান।♥️♥️
@kumardebu105 ай бұрын
বাংলা গানের স্বর্ণযুগের প্রবাদপ্রতিম পঞ্চরত্ন কিংবদন্তি শিল্পীদের গাওয়া অসাধারণ কিছু কালজয়ী স্মরণীয় বাংলা গান! ভারতীয় বাংলা সঙ্গীতের অবিস্মরণীয় পঞ্চরত্ন কিংবদন্তি শিল্পীদের অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রণাম।♥️🙏
@somenathchatterjee73814 ай бұрын
কালজয়ী স্মরনীয় গান অসাধারণ।
@rulynpaul59403 ай бұрын
Super Songs. Thank you Manna Dea.
@subarnasarkar77154 ай бұрын
অনবদ্য সৃষ্টি 🙏
@Ajjubh822 күн бұрын
My age is82 old is gold❤
@srisriradhaballavjiu36154 ай бұрын
মন ভরে গেল মন ভরে গেল। প্রত্যেকটি গান❤🙏🙏❤❤❤❤
@HossainMdHoque4 ай бұрын
এই গানগুলো আর আসবে না কারণ এই লোকগুলো তো আর আসবেনা। এখন যারা আসবে তারা শুধু জানে হিংসা মারামারি স্বার্থ অর্থ দেহ বিক্রি করেবিনোদন দিবে। আমি নিজেকে বড় গর্বিত মনে করি কারণ এই দিনগুলি আমি দেখেছি। তবে লোকগুলি চলে গিয়েছে কিন্তু গান চিরতরে মানুষের বুকে থাকবে। এই গানগুলো মনকে নাচায় দেহ কে নাচায় না। 😭😪 হৃদয় কে কাঁদায়।
এই গান গুলো আমার খুব পছন্দের গান ছোটো বেলা থেকে শুনে আসছি।
@AbulKashim-bb8hc3 ай бұрын
No doubt some are the best songs.OpenEyes Bangladesh.❤
@mohinUddin-fg8igАй бұрын
মনের খোরাক
@kalyanbasu44154 ай бұрын
Hemanta, Manna, Manabendra toe onobodyo. Tobe Shyamal ke miss korlam.
@AsitbarantewaryAsitBarantewary3 ай бұрын
Korim manik. Akdom. Thik kotha bolechen dada.
@nishitchakravarty26514 ай бұрын
Khub bhalo laglo. Parano gan Monta bhore galo.
@rajibroy70744 ай бұрын
এইসব গানগুলি শুনলে মন ভালো হয়ে যেতে বাধ্য
@jakirhossainchowdhury88503 ай бұрын
আমার প্রথম জীবনের প্রিয় শিল্পীদের গাওয়া প্রিয় গান অনেক দিন পরে শুনে মনমুগ্ধ ধন্যবাদ।
@tapanbaidya73332 ай бұрын
মনোমুগ্ধ।
@manikachakraborty66884 ай бұрын
সুন্দর খুব সুন্দর
@nayonghosh257010 күн бұрын
কালজয়ী অমর সংগীত বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি কালয়জী গানের স্রস্টাগণ।।।❤
@SrikumarsarkarSrikumarsarkar3 ай бұрын
Akdom thik katha bolecchn vai🎉
@rameshmondal73694 ай бұрын
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই মহান শিল্পীদের প্রতি ❤ আরও কৃতজ্ঞতা তাদের প্রতি যারা এ অমৃত সম সুমধুর সুর শোনার সুযোগ করে দিয়েছেন ❤
@keshabnath60833 ай бұрын
এই শিল্পীরা হয়তো আর কোন দিন ফিরে আসবেনা। উনারা এই গান গুলো অন্তর দিয়ে গেয়েছেন। আর যারা শুনতেন, তারা ও এই গান গুলি অন্তরে ঝড়িয়ে রাখতেন। যেমন আমরা এখনো বার বার শুনি। এবং শুনতে ইচ্ছে ও করে
@AbulKalam-y5j8d4 ай бұрын
অপূর্ব সুন্দর
@JayantaChattopadhyay-e7p3 ай бұрын
Osadharan gan
@MasudKhan-s6gАй бұрын
আমি সবসময় চল্লিশ ১৯৯৭ থেকে গ্রামের শুনছি কোন কন্টিনিউ সুমির ভাই খুব ভালো লাগে এখন সৌদি আরব এয়ারপোর্ট
@bishnupadbala77994 ай бұрын
সেরা পাঁচটি গান সত্যিই সুন্দর।
@rumaganguli89254 ай бұрын
এই গান গুলোর কোনো তুলনা নেই ।
@mostafizur_.Rahman4 ай бұрын
ভুবন বিক্ষ।ত গানের জাদুগর
@ratanbarua439927 күн бұрын
কোনদিন পুরনো হবে না এই গান। পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে।
@sagornodi14352 ай бұрын
চিরদিন এই গাণ অমৃত, এই গানের শিল্পী কে শ্রদ্ধা। ❤❤❤
@KamalHossain-ei4we2 ай бұрын
এ বছরের সেরা গান নয়, যুগ যুগের সেরা গান । পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে।
@AJANTABHATTACHARYA-zl3tl2 ай бұрын
কি অপূর্ব কি মধুর এই সব গান। এই সব গান শুনলে ই মন টা কেমন হয়ে যায় কত লোকের কথা মনে পড়ে যারা আজ নেই , কোথায় তারা আছে তাও জানি না