ধন্যবাদ ভাই,,,, আমাদের চরের দুঃখ কষ্টের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার জন্য ।। সত্যি চরের জনগণ অনেক দুঃখ কষ্টের মধ্যে বসবাস করে সেটা আমি জন্মমের পর থেকেই দেখে আসছি,,,, আমি চরের ছেলে
@shafikvlogs8180 Жыл бұрын
ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য। চরের অসহায় মানুষের দুঃখ কষ্ট সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিও দেখার পাশাপাশি বন্ধু বান্দবদের মোবাইলে শেয়ার করলে খুশি হব।
@SohelTaraz Жыл бұрын
শফিক ভাই, চরের মানুষের জীবনযাপন অনেক সুন্দর করে তুলে ধরেছেন, এ জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানায়, পাশাপাশি আপনার সাথে আপনার এই ভিডিওতে সঙ্গী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।।
@shafikvlogs818011 ай бұрын
ধন্যবাদ ভাই
@MDNasirUddin-i6o7 ай бұрын
শফিক ব্লগার ভাই কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশির্বাদ অহর্নিশি।❤❤❤
আমি আপনার এবং সোহেল ভাইয়ের ভিডিওগুলো প্রায় নিয়মতই দেখি , চরের প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে অসম্ভব সুন্দর এবং ভালো লাগে ।। কিন্তু কথা হল আপনারা শুধু এখানে চরে বিভিন্ন প্রকার সমস্যাই দেখেন , আর সেখানে আমি দেখি অপার সম্ভাবনা । এই মানুষজনগুলোর কোনই সমস্যা হবেনা , বরং তারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চাইতে অনেক সুখে থাকতো বা থাকবে । কিন্তু কথা হলো ভাই মানুষজন তো ভালোনা , যেমন একজন ব্যাক্তি যদি এই চর এলাকায় তার কিছু টাকা পয়সা দিয়ে এগ্রিকালচার বিষয়ক কোন একটি ব্যাসা প্রতিষ্ঠান দাঁড় করালেন যাতে করে ঐ এলাকার মানুষেরও একটা কর্মসংস্থানের ব্যাবস্থা হলো আবার খামার বা ফার্মের মালিকেরও কিছু ব্যাবসা হলো । কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে ফার্মের মালিকও নাই ফার্মও নাই । এইসব এলাকায় বাইরের কেউ গেলে নিশ্চিত তাকে হয় মেরে ফেলবে না হয় তাকে পিটিয়ে তার যা কিছু আছে সবকিছু কেড়ে ছুড়ে তাকে এলাকা ছাড়া করে দিবে । আমি মালায়শিয়াতে একটা সিস্টেম দেখেছি যে তারা সাগরের মধ্যে ভাসমান অবস্থায় বিশাল বিশাল ঘর তুলে আছে । যত ঝড় তুফানই হোকনা কেন ঐ ঘরের কিছুই করতে পারেনা । সেটা তৈরি করেছে তাও আবার প্লাষ্টিকের ড্রামের উপরে । ঠিক তেমনি যদি ঐ পদ্ধতিটা ফলো করে এই চরাঞ্চলের মানুষজনগুলো তাদের থাকার ব্যাবস্থাটা করতো তাহলে আমার মনে হয় তাদের বাকীজীবনে আর কখনো নদী ভাঙ্গার ভয় করা লাগতোনা । আর আমি শুনেছি বর্ষাকালে নাকি এইসব চর এলাকায় প্রায়ই ডাকাতি হয় । তাও আবার কেমন , যেমন এই চরের মানুষ ঐ চরে গিয়ে ডাকাতি করে । সুতরাং আমি যেটা মনে করি চরের মানুষজনদের কখনওই কোন প্রকার দুঃখ কষ্ট হবেনা । যদি তারা বাইরের এলাকার মানুষজনের নিরাপত্তার ব্যাবস্থা করতে পারে ।
@shafikvlogs818011 ай бұрын
ধন্যবাদ ভাই আপনাকে আমার ভিডিও দেখার জন্য
@md.mainuddin4669 Жыл бұрын
ভাই তাদের নাম্বার দিয়েন তাদের সাথে কথ বলে কিছু উপহার দেওয়ার চেস্টা করবো সৌদি প্রবাসি
@shafikvlogs8180 Жыл бұрын
ধন্যবাদ ভাই আপনাকে আমার ভিডিও দেখার জন্য। প্রবাদে আছে্্্সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে।আপনি তাদেরকে সাহায্য করতে চেয়েছেন এটা শুনে ভালো লাগলো।তবে তাদের মোবাইল নাম্বারটি আমার কাছে নেই।তবে কথা দিচ্ছি ভাই এর থেকে তাদের মোবাইল নাম্বার অবশ্যই সংগ্রহ করে রাখবো।পরিষেশে ভালো থাকবেন ভাই