ইষ্টি কুটুম আর কুসুম দোলা নাটকে দেখে বাহা আর ইমনের কষ্ট এবং অপমান দেখে সিরিয়ালের প্রতি ঘৃণা ধরে গেছে।
@tasibhosen21605 ай бұрын
❤❤❤❤❤archi baha
@amalendudey89915 ай бұрын
অর্চির চরিত্রের অনেক দোষ (এবং সেটা লেখিকার ইচ্ছাকৃত, she lliked confused character of her heroes। কিন্তু সেই সাথে এটাও সত্যি যে বাহাকে সে অনায়াসে ত্যাগ করতে পারতো, তাকে সে শুধু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিল তাই নয়, তাকে পড়াশোনা শিখিয়ে স্বনির্ভর করে গড়ে তুলেছিল । শুধু এই গল্পের "দৈর্ঘ্য আর কমলিকার দুঃখজনক পরিণতি" না দেখালে আমার বেশি ভালো লাগতো ।
@diptipal81575 ай бұрын
আমরা চরিত্র নিয়ে আলোচনা করছি। কিন্তু, এখানে সবথেকে দোষী লেখিকা। এই ধরনের চরিত্র সৃষ্টি শুধু লীনা গাঙ্গুলীইপারেন।বাহার মতো একটা মেয়ের সৃষ্টি করেছেন শুধুই তার দুঃখ পাবার জন্য, আর কমলিকার চরিত্র সৃষ্টি করেছেন অর্চির সঙ্গে নোংরামি করার জন্য। তার সঙ্গে জড়িয়ে দিয়েছেন অর্চিকে। ছিঃ ছিঃ।
@zahidhasanzahidhasan9874Ай бұрын
Why don't you give the episodes of 250?
@0301nghoshАй бұрын
Archi could rage at, insult, be possessive of, and dominate Baha easily. He was insensitive to Moon. He had double standards. He wouldn’t allow Baha to dictate his own actions. He talked of having a friendship with Moon but wouldn’t allow Baha to have her own friends or a separate life from her marriage