বিরলের মধ্যে বিরলতম ঘটনা তো বটেই, কোনো সন্দেহই নেই। কিন্তু তার সঙ্গে অপরাধীর যোগ কতখানি তার উপর নির্ভর করে অপরাধীকে কী পরিমাণ শাস্তি দেওয়া হবে। আজ (২৪/০১/২০২৫) আনন্দ বাজার পত্রিকায় যা বেরিয়েছে তাতে পরিষ্কার যে হাইকোর্টে ব্যপারটা বিরাট আকার ধারন করবেই।