মিকাতের যদি নিয়ত না করতে পারি ভুলে যায় তাহলে কি ওমরা হবে হুজুর দয়া করে আমাকে জানিয়ে উপকৃত করবেন আমি খুব দুশ্চিন্তায় আছি আমি মিকাতের নিয়ত করতে ভুলে গিয়েছিলাম একটু অসুস্থ ছিলাম বলে
@shariarrahat80394 күн бұрын
ইহরাম বাঁধা ফরজ, মীক্বাতে ইহরাম বাঁধা ওয়াজিব। ওয়াজিব তরক হলে ফিদিয়া স্বরূপ ৩টি সিয়াম অথবা ৬ জন মিসকিন খাওয়ানো অথবা সামর্থবান হলে একটি ছাগল বা ভেড়া দম হিসেবে আদায় করতে হবে। আপনি দম আদায় করুন, ইন শা আল্লাহ।
@Akterjahan-sn4ybАй бұрын
বদলি ওমরাহর করানো য়াবে কিনা
@sairaafrinsadiaroll-64913 ай бұрын
আসসালামুয়ালাইকুম নফল তাওয়াফ করে যদি মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ না পড়া হয় তাহলে কি নফল তাওয়াফ আদায় হয়ে যাবে?
@shariarrahat80394 күн бұрын
জী হয়ে যাবে, তাওয়াফের পর ২রাকাত সালাতটি হচ্ছে "সুন্নত"। এই সালাত আদায় করা না হলে গুনাহগার হবে না, ইন শা আল্লাহ।