অসাধারণ একটি নাটক যেন প্রাত্যহিক জীবনের এক প্রতিচ্ছবি। বিপাশা হায়াত ও আসাদুজ্জামান নুর উভয়েই দক্ষ অভিনেত্রী ও অভিনেতা। খুবই ভালো লেগেছে ওদের অভিনয়। আর ছোট্ট মেয়ে কুমির অভিনয় ও দুর্দান্ত হয়েছে।
@mdsaniurrahmanmdsaniurrahm7212 Жыл бұрын
ভুলেও যদি জানতাম আমি,একদিন তুই এমন করে হয়ে যাবি চির জন্মের পর !! তবে কি আর এত মায়ার ঘর বানাইতা আমার এই বুকেরও ভেতর । প্রিয় শান্তা ~~~ তোমাকে ভেবে ভেবে আমি যে পরিমাণ কষ্ট পায়, একমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ বুঝে না, শান্তা তুমিও মানুষ আমিও মানুষ, অথচ আমার কত কষ্ট তোমার জন্য, আর তুমি সুন্দর করে, তোমার মতো তুমি আছ, তুমি সুখে থাক চিরকাল, দোয়া করি, হে আল্লাহ তুমি তাঁকে আমার কাছে পাঠিয়ে ছিলে, আবার তুমিই তাঁকে এমন পাষাণ করেছ, যে সে আমাকে ভুলেও মনে করে না, সে আমার দিকে তাকালেও আমাকে দেখে না,, জীবনে কখনও ভাবিনি তুমি এমন হবে শান্তা 💔 আমি হলাম এমনি একজন হতভাগা যাকে ছেড়ে গিয়ে শান্তা রামিম কে ভালোবাসে, তুমি যদি আমাকে নাই ভালোবাসবে, আমাকে এতদূরে না নিলেই পারতা, কেন আমার সাথে এমন করলে, আমি ত তোমার কোনো ক্ষতি করি নাই, হে সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা দুনিয়াতে যা হয় সবকিছু তোমার হুকুমে,, আমার জীবনের সব কিছু তোমার দিকে তাকিয়ে মেনেছি। কষ্টটা বুকের ভিতর চাপা দিয়ে রাখতে পারি না , নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে, আজকের পরে আর নতুন কিছু লিখব না, হে আল্লাহ আমি আর পারছি না, সব কিছুর উর্ধে তোমার কাছে আমি একটু মানসিক শান্তির কামনা প্রার্থনা করছি আমি জানি না আমার এ কমেন্ট তোমার চোখে পড়বে কি না, হে আল্লাহ তুমি তাঁর চোখে আমার এই কমেন্ট টা পৌছিয়ে দেও, কমেন্ট টা পড়ে শান্তা আমাকে কল দিবে তাঁর অপেক্ষায় আছি, তুমি যত দিন পর্যন্ত তুমি আমার কমেন্ট পড়বে না, কমেন্ট পড়ে আমাকে কল বা মেসেজ দিবা না ততই দিন পর্যন্ত আমি, কমেন্ট করেই যাব। তোমার নামে, ফেইসবুকে, স্টোরিতে, ইমুতে, ইনস্টাগ্রামে, তোমার - আমার ছোট- বড় ভাইয়ের জন্য, চলে গেছ তাতে কোন কষ্ট নেই, কিন্তু চলে যাওয়ার সময় আমাকে তুমি একটু শান্তনা দিয়ে যাও নি, কি ভাবে তোমাকে ছাড়া থাকব সারাটাজীবন, আমরা ছেলে মানুষ তোমরা যখন আমাদের একা করে চলে যাও, তখন আমরা কি চাই জানো, চায় তোমাদের মুখের একটু শান্তনা, তোমরা সেটাও দিতে পার না 😭😭 ভালো থেকেও তুমি, বাই শান্তা ~~~ আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি ❤️ নাটকের কাহিনিটা আমার জীবনের সাথে সম্পূর্ণ মিল, কারণ শান্তা আর আমিও ছিলাম মামাতো ভাই বোন, একটা সময় সে আমাকে ছেড়ে চলে যায়, হায়রে মেয়ে মানুষ, আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, যখন তুমি বলেছ আমাকে আর ভালোবাস না, আমাকে ছেড়ে চলে গেছ, আমাকে ভুলে গেছ, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ, প্রতিনিয়ত চলছেই আমার কষ্ট, মৃত্যুর আগেও আমার এই কষ্ট কমবে না, ভালো থেকেও তুমি, 😭😭😭😭💔💔💔💔😭😭
@parvinakter6904 ай бұрын
পুরনো নাটক গুলো এতোটাই বাস্তবতা দিয়ে তইরি হতো, যে টিভির নাটকের সাথে মিলে মিশে একাকার হয়ে জাই,
@SalmaSultana-ig5np2 жыл бұрын
বিপাশা হায়াতের অভিনয়কে অভিনয় বলা কঠিন, এতো একেবারে বাস্তব চিত্র।
@ksmunira5982 жыл бұрын
বিপাশাকে স্যালুট অভিনয়কে বাস্তবে পরিণত করার জন্য।
@musratmishma13872 жыл бұрын
নাটকটা খুবই সুন্দর। ছোট কুমির অভিনয় অসাধারণ হয়েছে
@jahirulhaque76752 жыл бұрын
বিপাশা হায়াত যে অভিনয় করেছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি একজন কোন মাপের অভিনেত্রী তা মাপ কাঠিতে মাপা যায় না। অসংখ্য ধন্যবাদ।
@jaydeepchatterjee64712 жыл бұрын
OLD is GOLD ❤️.... Salute for everyone....Love from 🇮🇳💓
@madritoextend11922 жыл бұрын
চমৎকার একটা নাটক দেখলাম ❤️❤️
@subratachakraborty77432 жыл бұрын
মৃনাল সেনের খারিজ মনে পড়ে গেল । অসাধারণ অভিনয় করেছেন সবাই বিপাশা হায়াতের অভিনয় অসাধারণ পূর্ণ সদ্ব্যবহার করেছেন।
@MdShajalal-jm8xk Жыл бұрын
😮😅😮😮😮😮😮😮😊
@abhiyumislam6135Ай бұрын
ধন্যবাদ আবুল হায়াত সাহেব
@nusratpriya53122 жыл бұрын
সৎ বাবা/মা ভালো হওয়ার কঠিন ভাগ্যের ব্যাপার
@AkibaBornali4 ай бұрын
Khub Bhalo EKTA natok,khub mormosporshi .
@mohuaaktar84754 ай бұрын
Bipasha medam ovonoy just bolar moto na❤❤
@HridoyHasan-sf4dj2 жыл бұрын
চোখে জল এসে গেল।
@sojibMollah96525 ай бұрын
ভিন্ন রকম পরিচালনায় আবুল হায়াত ❤
@nsuniquebanglacontent79002 жыл бұрын
অসাধারণ সুন্দর একটা নাটক
@AsrafAli-j4p5 ай бұрын
নাটকটা দেখে নিজেকে কন্টল করতে পারলামনা অনেক খোন কেদেছি পোরতেকের অভিনয় ছিলো দারূন অসাদারূন ❤
@azadmolla39362 жыл бұрын
আমি জানি এটা ওভিনয় তার পরেও চোখের পানি আটকে রাখতে পারলাম না
@nooruddin702 жыл бұрын
Very very nice program London taki tumar sylhete viya thanks
@parthapratimghosh54142 жыл бұрын
অসাধারণ নাটক। মিস্টার এ.নুর, বিপাশা হায়াত,মিস্টার এ. নূর এর স্ত্রী ,ওরা তো বলাই বাহুল্য, আর সবাই উচ্চতম স্তর এ অভিনয় করেছেন। মিস্টার আবুল হায়াত যে নাট্য জগতের একজন বড় মাপের মানুষ এই নাটকে এর পূর্ণ প্রতিফলন ঘটেছে।
@mdjohurul18572 жыл бұрын
যার ইচ্ছে থাকে তাই সুজগ তেমন থাকেনা, আর সব কিছুই আছে, কিন্তু কাজে লাগাতে পারিনা
@muhammedalam10745 ай бұрын
বিপাশা ম্যডাম অনেক ধ্যনবাদ,একদম কাজে বুয়া
@moushumejoarder1368 Жыл бұрын
I love bangla natok 😂🎉❤
@taslamazaman30602 жыл бұрын
অসাধারণ নাটক। প্রথম যখন বিটিভিতে প্রচারিত হয়েছিলো তখন আসাদুজ্জামান নূরকে ভিলেন ছাড়া কিছু ভাবতে পারতাম না।
@mdzakirislam16282 жыл бұрын
২০২৩ এ দেখলাম
@jahanaraparvin3056 ай бұрын
খুব সুন্দর একটা নাটক
@zahrulislam86282 жыл бұрын
সুন্দর ও সাবলীল কাহিনী এবং সকলের অভিনয় অভিভুত করেছে, তবে শেষ দৃশ্যে জরুরী বিভাগে চিকিৎসা ও চিকিৎসকের ভুমিকা সব অর্জনকে ম্লান করে দিয়েছে।
@starmedia.002 жыл бұрын
জীবন্ত নাটক ২০২২ সালে দেখলাম!
@mdjohurul18572 жыл бұрын
তখনই ভুল বুঝতে পারে যখন আর কিছু করার থাকে না
@mitonchandra42196 ай бұрын
অসাধারণ অনুভূতি
@sukladey66322 жыл бұрын
Oshadharon
@Tista3822 жыл бұрын
অসাধারণ একটি নাটক।
@IsmailHossain-zk2yn Жыл бұрын
সাধারণ অভিনয়
@mdaltuo431510 ай бұрын
আমি কোন ধরনের পাগল রে ভাই,আজকে ২০/৩/ ২০২৪.এই সময়ে এসেও এই ধরনের নাটক গোলো নিয়েই পড়ে আছি।
@Hasanikbal1012 жыл бұрын
Brilliant acting.
@muktimaity76462 жыл бұрын
বাচ্চাটা জীবিত থাকলে বোধহয় আরও ভালো হতো।ওরা মৃত্যুর পর নক্ষত্র হয় কিনা কে জানে?
@rahimaakter65852 жыл бұрын
দারুণ একটা নাটক
@robiislam92832 жыл бұрын
কি অভিনয়
@neoazdiaries23602 жыл бұрын
বাহ
@sonodnondon2 жыл бұрын
অনেক পুরাতন এপিসোড
@taniaalam32062 жыл бұрын
Knk shndr
@Samirkanti-f5g6 ай бұрын
ভালো করে জানি , আমি নাটক দেখছি - তবুও বলছি , ঐ মেয়েটাকে ঐ তারার কাছে পাঠিয়ে দিলেন কেন? বাচিয়ে দিলে কি খুব অসুবিধা হতো , এতো সহ্য করা যায়না । কলকাতা দমদম থেকে আপনাদের নাটক দেখে ভালো লাগে, হাসতে হয় , তবে এমন নাটক দেখে সত্যি ভালো লাগছে না , আপনারা সব পারেন , বাচাতেই পারতেন ।