অসাধারণ। আবার দেখাক টিভি তে, মুখে একগাদা রং মাখা পঁচা সিরিয়াল দেখার থেকে এ অনেক ভালো , চোখ ও মন দুটোরই তৃপ্তি দেয়। 🙏
@somachakraborty86465 ай бұрын
এই ধারাবাহিক যখন দূরদর্শনে দেখতাম, তখন ছোট ছিলাম। কিন্তু আজও মনে আছে। অভিনেতা অভিনেত্রীরা যারা রয়েছেন, তাঁরা তো প্রণম্য, উপন্যাস টাই মনে হয়েছে জীবন্ত হয়ে উঠেছে বর্তমানের কুৎসিত রুচির ধারাবাহিক যেটুকু দেখি, তাতে খুবই মনে হয়, পুরোনো দিনের সযত্নে তৈরি করা এত ভালো কাজ কেন আর হয় না! অথচ দর্শকরা চান এইরকম কাজ দেখতে। তারা সস্তার নিম্নরুচির, নিম্নমানের কাজ পছন্দ করেন না। তথাপি বয়স্ক মানুষরা বাধ্য হন সেগুলো দেখতে। আজ হঠাৎ এই ধারাবাহিকের এপিসোড পেয়ে দেখতে দেখতে ভালো লাগছে ভীষণ।