আস্সালামুআলাইকুম,,,ভাই আমার ৪র্থ বর্ষের রেজাল্ট আসে আরো ৪ মাস আগে,,তখন একটা প্রভিশনাল সার্টিফিকেট চলে আসে কলেজে,,কিন্তু আমি ১ সাবজেক্ট ইম্প্রোভ দিছিলাম ২য় বর্ষের,, সেটার আসার কারণে ফলাফল বেড়ে যায়। বেড়ে গিয়ে সেটা সমন্বয় হইছে যে দেড় মাস হচ্ছে। আমি এখন সার্টিফিকেট কোত্থেকে তুলতে হবে? এমার্জেন্সি প্রভিশনাল সার্টিফিকেট দরকার
@Foysal_sir2 ай бұрын
যদি সেভেন কলেজ হন,তাহলে ভিডিও তে যেভাবে বলা হয়েছে ওভাবে এপ্লিকেশন করেন। ১ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন।
@MDSAIFULISLAM-ln8jb2 ай бұрын
@@Foysal_sir ধন্যবাদ
@Tabassum-d2z2 ай бұрын
আমার অনার্সের এডমিট কার্ড হারিয়ে গেছে। এখন কি করবো? প্লিজ জানান
@Foysal_sir2 ай бұрын
আপনার ডিপার্টমেন্টে যোগাযোগ করেন, তারা আপনাকে সঠিক নির্দেশনা দিতে পারবেন। যদি তারপরও সমেস্যার সমাধান না হয় তাহলে আপনার কোন বন্ধুর এডমিট কার্ড স্ক্যান করে এডিট করে আপনার তথ্য দিয়ে নতুন করে বানান।
@ZarirHasanАй бұрын
Sonali bank a taka joma dibo kivabe? Agay taka joma diya tarpor ki computer dokan theke Rosied tulte hobe?
@Foysal_sir29 күн бұрын
৭ কলেজের ওয়েবসাইটে টাকা জমা দেওয়ার রশিদ পাওয়া যায়। তাছাড়া কম্পিউটারের দোকানে বললেই হবে যে সার্টিফিকেট উত্তোলনের জন্য টাকা জমা দেওয়ার যে রশিদ ওইটা ডাউনলোড করে দেন। অনেক কম্পিউটারের দোকানে আগেই প্রিন্ট করে রেখে দেয়। ওই রশিদ নিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসবে। তিনটা রশিদের কপি তারা সিল দিয়ে দিবে। আবেদন পত্রের সাথে তা সংযুক্ত করতে হবে।
@mdabdulhamid51652 ай бұрын
মার্কশীট তুলার একটা ভিডিও চাই!!
@Foysal_sir2 ай бұрын
একই প্রক্রিয়ায় মার্কশিট তুলতে পারবেন। ওখানে গিয়ে কারো কাছে জিজ্ঞাসা করলে সব বলে দিবে।
@istiaqahmed86622 ай бұрын
আমি প্রভেশনাল সার্টিফিকেট এর জন্য সমস্ত কাগজপত্র কলেজে যেদিন সীল,স্বাক্ষর করাবো ওইদিনই কি ঢাকা বিশ্ববিদ্যালয় জমা দিতে হবে??? নাকি অন্যদিন দিলেও হবে???যেকোনো একদিন দিলেই হবে।
@Foysal_sir2 ай бұрын
দু এক দিন পরে দিলেও হবে। দেরিতে জমা দিলে দেরিতে সার্টিফিকেট পাবেন। তবে জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে পাওয়া যায়।
@istiaqahmed86622 ай бұрын
@@Foysal_sir এতে ব্যাংকের টাকা যে আগে দিলাম সমস্যা হবেনা??
@Foysal_sir2 ай бұрын
কোন সমেস্যা নেই। রিসিভ থাকলেই হল।
@istiaqahmed86622 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই। প্রভেশনাল সার্টিফিকেট তুলতে দুই কপি ছবি কি ওই ফরম এর সাথে পিন আপ করে দিতে হবে??? আর একটা বিষয় ভাই ৩০০ টাকা দিলে সার্টিফিকেট কবে পেতে পারি?? আর ৫৫০ টাকা দিলে কবে পেতে পারি একটু বললে উপকার হত।
@Foysal_sir2 ай бұрын
জী।ফর্মের সাথে পিন আপ করে দিবেন। আর ৩০০ টাকা দিলে ১৫ দিন এবং ৫৫০ টাকা দিলে ৩-৫ দিনের মধ্যে সার্টিফিকেট পাবেন।
@shakawathossen31602 ай бұрын
অনলাইনে নাকি সহজে আবেদন করা যায়?
@Foysal_sir2 ай бұрын
@@shakawathossen3160 আমাদের সময় তো ছিলনা। এখন অনলাইনে করা যায় কিনা সেটা জানা নেই। আমার জানা মতে আমি যেভাবে বলেছি সেভাবেই চলছে। কয়েকদিন আগে আমার এক বন্ধু সার্টিফিকেট তুলল একই সিস্টেমে।