Рет қаралды 12
হ্যালো বন্ধুরা,
এই ক্লাসটি করে তুমি জানতে পারবে, বিস্তৃতির কিছু লুকানো সত্য, আর সাথে পেরে যাবে যেকোনো রাশির বিস্তৃতি করতে। বইয়ের বড় বড় সূত্র দেখে ভয় না পেয়ে এই ক্লাসটি দেখে বুঝে নেও দ্বিপদী বিস্তৃতি কত্ত মজা আর সহজ একটা চ্যাপ্টার। আর হ্যা, তোমাদের বন্ধুদেরও জানাতে ভুলে যেও না কিন্তু ! চলো, এবার পড়ে ফেলা যাক