Рет қаралды 7,768,989
শ্রদ্ধেয় শিল্পী মৃণাল চক্রবর্তীর গাওয়া কালজয়ী বাংলা গান আমার মত করে চেষ্টা করলাম।।
তবলা সহযোগিতায় শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য
programming, mixing,mastering শ্রী শুভজিৎ দেব.
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে।।
যে কথা বলব তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।।
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।।