Рет қаралды 361,537
ভারত কিভাবে স্বাধীন সিকিম রাজ্য দখল করেছিলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : / adyopanto
৯ এপ্রিল, ১৯৭৫
সিকিমের রাজপ্রাসাদ ঘিরে ফেলতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। তাদের থামাতে, প্রাসাদের মূল ফটকে অবস্থানরত এক রক্ষী রাইফেল তুলে নিলে ভারতীয় সেনারা তাকে গুলি করে উড়িয়ে দেয়। স্বাধীন সিকিমের রাজা চোগিয়াল থন্ডুপ নমগয়াল আতঙ্কিত হয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা অফিসারকে টেলিফোন করেন। কিন্তু টেলিফোন ধরেন জেনারেল খুল্লার। জেনারেলের নির্দেশে প্রাসাদরক্ষী ‘সিকিম গার্ড’ এর ২৪৩ জন সদস্যকে অস্ত্র সমর্পন করার আদেশ দিতে বাধ্য হলেন- চোগিয়াল। ভারতীয় সেনাবাহিনীর পুরো অপারেশনটি শেষ করতে সময় লাগলো মাত্র ২০ মিনিট। আর দুপুর, ১২টা ৪৫ মিনিট নাগাদ, একটি স্বাধীন দেশ সিকিম- হারিয়ে গেল পৃথিবীর মানচিত্র থেকে।
▶ Follow Me on Facebook:
/ damahbub
▶ Follow Me on Instagram:
/ da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
info.adyopanto@gmail.com