AEPS Fraud: লেনদেনের জন্য ব্যবহার করছেন আধার কার্ড, কতটা সুরক্ষিত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট?

  Рет қаралды 378,378

TV9 Bangla

TV9 Bangla

Күн бұрын

জমি-বাড়ি কিনতে নেওয়া হচ্ছে আঙুলের ছাপ। সেই ছাপ ক্লোন করে প্রতারণা। ধাপে ধাপে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। রেজিস্ট্রি অফিসেই লুকিয়ে বিপদ? ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য? কী বলছেন সাইবার বিশেষজ্ঞ?
#AEPS | #BankFraud | #OnlineFraud | #BiometricClone
TV9 Network, the number one news network in India, proudly announces its digital offering in Bengali, tv9bangla.com. Associated Broadcasting Co. Pvt Ltd (TV9) believes in producing reliable and relevant contents for the audience of Bengal, which is intellectually progressive and is proud of its rich culture and language. From creating insightful, un-biased and comprehensive news stories to sports, entertainment and feature stories, tv9bangla.com aims at adding value to the thought process of its global Bengali audience.
Website: www.tv9bangla....
TOP Headlines | Breaking News | Trending On KZbin | National News | World News | Sports News | Entertainment News | Business News | Technology News| | Science News | Health News
#BanglaNews | #BanglaNewsLive | #BreakingNews
TV9 Network, the number one news network in India, proudly announces its digital offerings in Bengali. Stay tuned and follow us.
TV9 বাংলা: tv9bangla.com/
Follow Us On Facebook: / tv9banglalive
Follow Us On Instagram: / tv9_bangla
Follow Us On Twitter: / tv9_bangla
Subscribe Us On KZbin: bit.ly/34uWUvN
#tv9banglalive | #breakingnews | #banglanews

Пікірлер: 884
@swapankumarmandal224
@swapankumarmandal224 Жыл бұрын
আমি ব্যাংক ও সাইবার ক্রাইমের অভিযোগ করেও কোন ফল পাইনি আজও।আধার কার্ডের সহিত ব্যাঙ্ক লিংক বন্ধ করা হোক
@dulalmandal2687
@dulalmandal2687 Жыл бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ সংবাদ সংস্থাকে। ধন্যবাদ পিউ দিকে তার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য। কিন্তু এত কিছু করা সাধারণ মানুষ বা অশিক্ষিত মানুষের পক্ষে সম্ভব নয় তার জন্য ভারত সরকারকে এর বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সংবাদমাধ্যমে অনুরোধ জানাচ্ছি।
@goldentimes7731
@goldentimes7731 Жыл бұрын
Ei scam ta onekdin dhorei hocche, onno state e police arrest o koreche criminal gulo ke. Sunechi land registration office theke illegally Aadhar number ebong fingerprint tule nicche.
@sovenjeetpaul4221
@sovenjeetpaul4221 Жыл бұрын
আমার একটা প্রশ্ন আছে। সকলে বলছেন যে আমার আঙ্গুলের ছাপ সরকার নিজের কাছে রাখছে, যখন সরকারি ওয়েবসাইট হ্যাকড হচ্ছে সরকার এই জরুরি তথ্য সাবধানে রাখতেই পারছেন না তবে দপ্তর গুলো কেনো নিচ্ছে আমাদের আঙ্গুল এর ছাপ?
@joydebbarman389
@joydebbarman389 Жыл бұрын
Bank আবার এই চক্র জড়িত নয় তো? Important কথা যে bank থেকে টাকা কাটবে সেই bank কে টাকা return দিতে হবে.
@janastatus5191
@janastatus5191 Жыл бұрын
Re sokari lok r bank ja office ache sobai jorito emini emni ki data onno keu pay sob chor koche aokar
@Pritplay67
@Pritplay67 Жыл бұрын
Na bank a modi bose churi korche... Ki buddhi apnar...
@coloursdigital1
@coloursdigital1 Жыл бұрын
Bank manager data leak korche. Jar account a besi taka tar kache credit card er jonno besi call ase
@janastatus5191
@janastatus5191 Жыл бұрын
Hm er jonno sokar dai % khe goriber kache sadhu sajche
@SamsurAli
@SamsurAli Жыл бұрын
Right
@swapankumarmandal224
@swapankumarmandal224 Жыл бұрын
আমার সঙ্গেও এই প্রতারণা হয়েছে।আমিও এস বি আই এর গ্রাহক।পড়াশুনা না জানার লোকের জন্যই যদিআধার কার্ডের টাকা তোলার ব্যবহার করা হয়।তারা লক আনলক করবেন কি করে এ কথা বোঝেন না ?আধার কার্ড লিঙ্ক বন্ধ করা হোক
@syedkhukurani6271
@syedkhukurani6271 Жыл бұрын
পিউ তোমার এই আলোচনা এতো ই গুরুত্বপূর্ণ , তোমাকে অজস্র ধন্যবাদ জানাই।
@srijitkundu8239
@srijitkundu8239 Жыл бұрын
সাইবার ক্রাইমের যারা আছেন তারা শুধু safe থাকতে বলেন। ঘটনা ঘটার পর কোনো সহযোগিতা করার ঘটনা শুধু বড় বড় কথা বলেই শেষ।
@saritamukherjee9963
@saritamukherjee9963 Жыл бұрын
Akdom thik.jutor shuktola khoyejabe.upokare lagbena
@subhasishdey8567
@subhasishdey8567 Жыл бұрын
একদম ঠিক বলেছেন
@udaysankarghosh5246
@udaysankarghosh5246 Жыл бұрын
এর জন্য দায়ী সম্পূর্ণ ভাবে আমাদের দেশের সরকার, প্রতিরোধ করার জন্য যা যা বললেন - এগুলো কি প্রান্তিক সাধারণ মানুষ এর পক্ষে সম্ভব? এগুলো অবিলম্বে যাতে বন্ধ হয় ব্যাবস্থা করা হোক, একি চলছে এই দেশে, মানুষ এর কোন নিরাপত্তা নেই?
@abdulkaioumsardar7876
@abdulkaioumsardar7876 Жыл бұрын
আরো স্ক্যাম করার জন্য M Aadhar application ব্যবহার করতে বলছেন, এগুলো বন্ধ করতে বলছেন না এই মিডিয়া গুলো, এরা সবাই জড়িত।
@susantapatra7655
@susantapatra7655 Жыл бұрын
Biomatric lock রাখা সবার পক্ষে সম্ভব নয়। সবসময় অন করাও যায় না। তাই ব্যাংক থেকে যদি aeps off us বন্ধ করে দেয় তাহলে এই রকম সমস্যা হবেই না। Aeps r সব রকম জালিয়াতি হচ্ছে off us থেকে, তাই এটা আগে বন্ধ করা দরকার।
@dipankarsamanta379
@dipankarsamanta379 Жыл бұрын
এই সব ব্যবস্থা তুলে দেওয়া উচিত। এতে গরীবের আর কতটুকু উপকার হয়, তার থেকে মধ্যবিত্ত লোকের বেশি ক্ষতি হয়। আমার মনে হয় এবং সরকারের বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত।
@taranibasak3283
@taranibasak3283 Жыл бұрын
ব্যাংক তার নিজের গ্রাহকের নিরাপত্তা ঠিকই বজায় রেখেছিল।আধার নিয়ে বাড়াবাড়ি, যখন তখন যেখানে সেখানে লিংক বাধ্য করিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার বিরাট চক্র। এখন সবাইকেই এই ফাঁদে ফেলা হলো । অন্তত প্রতিবেদন তাই প্রকাশ করে।
@ssb9054
@ssb9054 Жыл бұрын
আপনি ও মোবাইল ফোন ইন্টারনেট এসব ব্যাবহার করা ছেড়ে দিন, কত গরীব মানুষ এসব ব্যাবহার করে না।
@sona4575
@sona4575 Жыл бұрын
চক্রান্তকারীদের বিরুদ্ধে নতুন আইন আনা হোক ফাঁসি
@samirmajumder8599
@samirmajumder8599 Жыл бұрын
আমাদের দেশে ফাঁসি এখনো মনে হয় উঠে যায়নি। ফাঁসি দিলে সাজা হলো কিন্তু যার টাকা গেছে সেই টাকা ফেরত দেবে কে????
@boi5126
@boi5126 Жыл бұрын
আমরা করছি না, আমাদের দিয়ে করানো হচ্ছে। কারন, এখন আধার ছাড়া আমাদের নিজস্ব কোনো মূল্যই নেই।
@Abhistudio1
@Abhistudio1 Жыл бұрын
আর থাকতে ভালো লাগছে না এই দেশে। যে যা খুশি করছে। এটা করো ওটা করো সারাক্ষণ দৌরতে হচ্ছে। Please এ সব বন্ধ করুন।
@Aachol_stories
@Aachol_stories Жыл бұрын
যারা আধার আর ব্যাংক যুক্ত করছে,আর সিম কিনতে আধার লাগছে,এইগুলি তারা করছে, সবাই যুক্ত এই চক্রে
@apurbaroy7868
@apurbaroy7868 Жыл бұрын
eta sampurno vul apni video ta puro dekhen
@apurbaroy7868
@apurbaroy7868 Жыл бұрын
sangbadik Piu ki office e bose sim kineche
@Rupali-zw5je
@Rupali-zw5je Жыл бұрын
ক্রেতাদের সুরক্ষার নাম করে অসুরক্ষিত করে দেয়া হয়েছে।
@arunavakali7182
@arunavakali7182 Жыл бұрын
AEPS facility must not be made available for all bank account holders by default. It can only be provided to people who opted for it.
@Chotto_sundori
@Chotto_sundori Жыл бұрын
এর দায় ব্যাংককেই নিতে হবে
@susantapatra7655
@susantapatra7655 Жыл бұрын
এগুলোর জন্য সবথেকে বেশি ব্যাংক দায়ী। ব্যাংক থেকে আসল জায়গায় স্টেপ নেওয়া হচ্ছে না। Aeps off us বন্ধ করে দিলে এইসব সমস্যা গুলো হবে না। কিন্তু এই ব্যাপারে ব্যাংক মিডিয়া কারো নজর নেই।
@saktipanda4114
@saktipanda4114 Жыл бұрын
এটা কোন সমস্যাই নয়,ofus aeps ট্রানজেকশন বন্ধ করে দিলে সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে, সরকারের চাপে ব্যাংক বাধ্য হয়ে ofus aeps ট্রানজেকশন চালু রেখেছে। গ্রাম ও শহর তলির প্রতিটা চা, পান থেকে মুদি দোকানে ofus aeps ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যায় যেখানে কোন প্রকার সুরক্ষা বিধি মানা হয়না। প্রতিটি aeps লেনদেনের সময় আধার নম্বর এর সাথে অ্যাকাউন্ট নাম্বার ও কাস্টমার আইডি প্রদান করা বাধ্যতামূলক করা হোক। প্রতারক আধার নাম্বার, ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করতে পারলেও অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডি গ্রাহক নিজে থেকে না দিলে প্রতারকের পক্ষে টাকা তোলা সম্ভব হবে না। যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে গ্রাহক পরিষেবা নিলে সমস্যা হবে না। maadhaar আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকলেই ব্যবহার করা যায়, গ্রাম ও শহরতলীর অধিকাংশ মানুষেরই যেটা নেই।ধন্যবাদ।
@samirmajumder8599
@samirmajumder8599 Жыл бұрын
এই প্রক্রিয়া গুলো সরকার দারা করা হয়েছে অর্থাৎ আধার, প্যান, ফোন নম্বর, আর পুরো গুষ্টির গৌত্র ঠিকুজি কুষ্ঠি একজায়গায় করা। এতো কিছু করার পর সুরক্ষিত কোথায়??? যার যাচ্ছে তার যাচ্ছে, সরকারের কোনো দায়িত্ব নেই?????? টাকা ফেরানোর দায়িত্ব ব্যাংক বা সরকারকেই নিতে হবে।
@Yolo-mz5yg
@Yolo-mz5yg Жыл бұрын
Bank a gala bolbe ata armra kichu korte parbo na . Onno kothao gia complain korun .😂
@kabitadas2324
@kabitadas2324 Ай бұрын
Why bank is not responsibility, no action Govt.
@pankajnath5422
@pankajnath5422 Жыл бұрын
আমি BHIM UPI দিয়ে WBSEDCL Electricity bill দিয়ে ছিলাম 2022 এর June মাসে। Transaction fail হয়। অনেক complain করেও কিছু হয়নি। SBI bank বলছে transaction পরে complete হয়ে গেছে আর WBSEDCL বলছে আমরা টাকা পায়নি। আমি প্রথম যখন SBI তে account খুলি আমার কাছে ফোন আসে আর আমার debit card details চায়, তাও আবার রবিবারে। আমি বুঝতে পারলাম। কোনো information share করিনি। Finally, আমার ব্যক্তিগত ধারণা bank এবং government দুইজনেই জড়িত। কোনো step নেওয়া হয় না। এই ভাবে দেশের লোকের টাকা খাবার নতুন নতুন ব্যাবস্থা করছে আমাদের মহান দেশের অসৎ সরকার।😢
@vegabond_exp
@vegabond_exp Жыл бұрын
আধার দিয়ে টাকা তোলা যাবে এই সিস্টেমটাই তো বাজে, এটা বন্ধ করার দাবি জানাচ্ছি।
@vegabond_exp
@vegabond_exp Жыл бұрын
@@sabkamalikek4394 Ei system ta by default off rakha uchit. Jader dorkar tara enable kore nebe. Ami to debit card sudhu activate korar jonno 1 bar use koreci, ekhon sob PayTM deye e hoye jai.
@dgitme
@dgitme Жыл бұрын
ekdom immediately AEPS bondho kora hok… amar goto kal r aaj milie 9900 taka tule nieche.. kono OTP ba notification aseni…
@kalapahar2951
@kalapahar2951 Жыл бұрын
বেশির ভাগ ক্ষেত্রে ব্যাংক কর্মচারীরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে।
@subhajitmajumder7421
@subhajitmajumder7421 Жыл бұрын
Ekdam
@bratinkumarsadhu8613
@bratinkumarsadhu8613 Жыл бұрын
Apni nije bank employee hole eta mante parten toh?
@kalapahar2951
@kalapahar2951 Жыл бұрын
@@bratinkumarsadhu8613 ha partam,karon emon onek case hoyechhe je khane bank employee juktto chilo.jodio ba AEPS a bank employee der proyojon pore na Hacker der.
@rakhipaul5303
@rakhipaul5303 Жыл бұрын
@@kalapahar2951 proman ki ache dada? Gadhar moton ja khushi bollei holo?
@kalapahar2951
@kalapahar2951 Жыл бұрын
@@rakhipaul5303 আপনার বাবা মা আপনার কেবল জন্ম দিয়েছে মানুষ করতে পারেনি।গাধা কে একটু নিজের দিকে তাকাবেন,ঠিক বুঝতে পারবেন ।আপনার চিন্তা ভাবনা খুব জঘন্য ওটা ঠিক করুন। বাজে কথা বলতে রুচি তে বাঁধে,কিন্তু কি করবো জঞ্জাল পরিষ্কার করতে গেলে হাতে ও একটু নোংরা লাগে।
@papiyaroy1405
@papiyaroy1405 Жыл бұрын
পিউ এই সম্পর্কে আরও তথ্য দিও,খুব তাড়াতাড়ি আবার ভিডিও আনবে,আমরা জানতে চাই
@debkumarsarkar3502
@debkumarsarkar3502 Жыл бұрын
ব্যাঙ্কে আধার কার্ড লিঙ্ক বন্ধ করা উচিত।
@ruhinakitchen
@ruhinakitchen Жыл бұрын
জে CSP থেকে টাকাটা তোলা হয়েছে ,ব্যাংক চাইলে তার পুরো তথ্য বার করা সম্ভব
@pijushvlogs4400
@pijushvlogs4400 Жыл бұрын
Ekdom
@dentyt6432
@dentyt6432 Жыл бұрын
Csp centare toh cctv o to ase
@SNjannaterPoth
@SNjannaterPoth Жыл бұрын
R8
@saritamukherjee9963
@saritamukherjee9963 Жыл бұрын
Adou cctv ache?thakle chole? Tobe sathe chor dhorar sadicha thakte hobeto.nahole police parena erakom kaj achenaki?
@unscriptedarin
@unscriptedarin Жыл бұрын
Bhul .. Bank er kiosk hole tobei sombhob . Kintu aaj kaal parate goli te sab mobile er dokaanei AEPS enabled system jegulo ke Track kora bank er jonnyeo possible noy ..
@supratik4799
@supratik4799 Жыл бұрын
AEPS এ টাকা তোলার জন্য ওটিপি বাধ্যতামূলক করা উচিত।
@skarobilla7762
@skarobilla7762 Жыл бұрын
Taholeo hobe na
@ujjwalmukhopadhyay6735
@ujjwalmukhopadhyay6735 Жыл бұрын
আপনার তথ্যের ভিত্তিতে আমরা সাধারণ জনগণ এবার সচেতন থাকব , ধন্যবাদ জানাই আপনাকে ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনার জন্য আমরা সমব্যাথি, দুক্ষিত।
@rituparnasengupta7815
@rituparnasengupta7815 Жыл бұрын
জমির মিউটেশনের জন্য আধারের জেরক্স ও জমির দলিলের জেরক্স লাগে । এবার কি হবে ?? বয়স্ক মানুষের জন্য অনলাইন লাইফ সার্টিফিকেট দিতে হলে তার সিকিউরিটি কি ?? এখন তো দেখছি ডিজিটালের থেকে আমাদের পুরাতন কাগজপত্রের কাজই ভালো। দেরী হতো কিন্তু এই রকম টেনশন থাকত না।।
@SANJAYKUMAR-we8sz
@SANJAYKUMAR-we8sz Жыл бұрын
Right
@goldentimes7731
@goldentimes7731 Жыл бұрын
ঠিক বলেছেন, জমি রেজিস্ট্রেশন এর সময়ে আধার নাম্বার এবং fingerprint নিয়ে নিচ্ছে, এর জন্য দায়ী রেজিস্ট্রেশন অফিস এবং BLLRO অফিস এর দুর্নীতিপরায়ন কর্মীদের
@anupambandyopadhyay1326
@anupambandyopadhyay1326 Жыл бұрын
খুবই ভাল তথ্য দিয়েছেন।
@SubrataDas-kf5if
@SubrataDas-kf5if Жыл бұрын
ব্যাংক নিজেই ধোঁকা দিচ্ছে না তো ।
@goldentimes7731
@goldentimes7731 Жыл бұрын
Sunechi WB te land registration office theke aadhar number and fingerprint tule nicche criminal ra
@DD-nk4fb
@DD-nk4fb Жыл бұрын
@@goldentimes7731 tule nicche na dada. egulo bikri hoy ritimoto.
@kalyanmahato8422
@kalyanmahato8422 Жыл бұрын
it's an eye-opening. this AEPS should be withdrawn immediately. we are very happy without this service.
@btwitzsanjit
@btwitzsanjit Жыл бұрын
Aadhaar Biomateric off(Lock) করে রাখা উচিৎ. Aadhaar(UIDAI) এই option টা দেয়. এবং যখন biometric এর দরকার পড়বে তখন আবার on(Unlock)করে biomatric use করো।
@pallabkumarbanerjee3989
@pallabkumarbanerjee3989 Жыл бұрын
This is the best suggestion
@afjaluddin4253
@afjaluddin4253 Жыл бұрын
সবাই পারবে?
@btwitzsanjit
@btwitzsanjit Жыл бұрын
@@afjaluddin4253 হ্যা। তবে Aadhaar এর সঙ্গে phone number এর লিঙ্ক থাকা জরুরি ।
@nutrisan1914
@nutrisan1914 Жыл бұрын
Ki bhabe off kore rakhbo
@btwitzsanjit
@btwitzsanjit Жыл бұрын
@@nutrisan1914 KZbin e search korun Aadhaar Biometric lock unlock. Onek video asbe. Dekhe kore nin
@rajudutta5812
@rajudutta5812 Жыл бұрын
যাই হউক, টাকা তোলার আগে কেন মোবাইলে সতর্কিকরন বার্তা দেওয়া হয় না।ও তা সেখান থেকেই বন্ধ করার ব্যবস্হা থাকা।
@saifuddinmallick9284
@saifuddinmallick9284 Жыл бұрын
রাস্তায় বাইক নিয়ে যে সিমকার্ড গুলো দিচ্ছে মানুষ কিছু না বুঝে কিনে নিচ্ছে কিন্তু আমার আধার কার্ড এর কপি টার সাথে কি করা হয় কেও জানেন?
@ARJUN-sv9ld
@ARJUN-sv9ld Жыл бұрын
যাত্রাপালার মত চেঁচিয়ে কান ঝালাপালা করে দিলো 🙄 আর BIOMETRIC LOCK কি ভাবে করতে হবে সেটাই জানালো না❌😂
@javedmondal
@javedmondal Жыл бұрын
Maadhaar app download kore nin, app a peye jaben option
@skb4202
@skb4202 Жыл бұрын
আধারের মাধ্যমে টাকা তোলার পদ্ধতি বাতিল করতেই হবে।।।নতুবা সাধারণ মানুষ এভাবেই প্রতারিত হবে।
@soudiproy97
@soudiproy97 Жыл бұрын
এর জন্য দায়ী SBI bank নিজেই. আমাদের রাজ্যে আরো রাষ্ট্রত্য bank আছে সেই সকল bank এ এই ধরণের কোনো সমস্যা নেই।
@janastatus5191
@janastatus5191 Жыл бұрын
Sbi chor
@suvronaskar9757
@suvronaskar9757 Жыл бұрын
Rakesh Roshan Hack Koreche chand theke
@pritamsarkar6003
@pritamsarkar6003 Жыл бұрын
​@@janastatus5191Nadada bhul aeps bank use korte parbena Ami 7 years aeps retailer ami continues work korchi aeps csp niye bank o csp kokhono fraud korena
@nitishkamila334
@nitishkamila334 Жыл бұрын
যত সুবিধা হবে এরকম আরো বাড়বে আগে তো এই সব হত না
@SatyerSandhane7023.
@SatyerSandhane7023. Жыл бұрын
চোর দের কোনো সাজা হয়না তার জন্যই তো এত বারবারন্ত ধরতে পারলে ফাঁসি দাও
@rezaulkarim9273
@rezaulkarim9273 Жыл бұрын
ব্যাংক এর লোকজন জড়িত।
@tajboutique8116
@tajboutique8116 Жыл бұрын
তার মানে প্রত্যেকটা জিনিস আঁধার লিংক করিয়ে আমাদের এইভাবে ফাঁদে ফেলে হচ্ছে😢😢😢😢😢
@koustubhmodak4363
@koustubhmodak4363 Жыл бұрын
Exactly
@RahulMukherjee_vlogs
@RahulMukherjee_vlogs Жыл бұрын
আমি গত মাসে ফ্ল্যাট রেজিস্ট্রি করেছি, আমার biometric use করে, আমারও ব্যাংক থেকে টাকা কেটেছে ১০,০০০টাকা , আমার প্রোমোটার তারও শুনলাম একাই ভাবে কাটা হয়েছে টাকা। আমার মনে হয় Registry office থেকেই ডাটা leak হয়েছে।
@frndlynemy
@frndlynemy Жыл бұрын
মোদীকে বলো
@parthasinha1618
@parthasinha1618 Жыл бұрын
আমার হয়েছিল। টাকা ফেরত পেয়েছি। 8000/- AEPS এর মাধ্যমে চুরি হয়েছিল। property কিনেছিলাম 2 মাস আগে। কোর্ট থেকেও হচ্ছে এগুলো।
@pratiksaha6339
@pratiksaha6339 Жыл бұрын
কোন ব্যাংক
@rim1089
@rim1089 Жыл бұрын
Apni ki vabe return pelen mane kothai contact korechilen details ta jodi bolen
@parthasinha1618
@parthasinha1618 Жыл бұрын
Sbi
@parthasinha1618
@parthasinha1618 Жыл бұрын
1st আমার location টিকিয়া পারা সাইবার সেল এ লোকাল থানার GD নিয়ে দেখা করি ওখানে 1 টা ফরম দেয় ওটা fill-up করে ব্যাংক এ গিয়ে d-link করে দি
@bikerabhi2492
@bikerabhi2492 Жыл бұрын
খুব ভালো তথ্য কিন্তু আমার একটা ছোট প্রশ্ন যারা এখনও পর্যন্ত eaadhar করে নি তারা তো M Aadhar chalate parbe na । এছাড়া খুব কম centre ache E Aadhar করার
@EAlivlogs1995
@EAlivlogs1995 Жыл бұрын
এইরকম ভয়ানক চক্রান্ত সঙ্গে ব্যাংক ও জড়িত আছে এবং এটা কি করে হয় যে ব্যাংক জানেনা যে একাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে এবং কিসের মাধ্যমে উধাও হচ্ছে কোথায় যাচ্ছে, ক্রাইম তো আমাদের ভারতবর্ষের মধ্যে আছে তাহলে ক্রাইম ব্রাঞ্চ কেন এ ক্রাইম গুলোকে খুজে বের করতে পারছেন না
@joybanerjee3859
@joybanerjee3859 Жыл бұрын
Tahole ar thana gulor darkar nei sab crime branch hok.
@letsdance1713
@letsdance1713 Жыл бұрын
12/09/2023 তারিখ বিকালের দিকে আমাদের সাথেও এই একই ঘটনা ঘটেছে। 2 টো bank account থেকে 10000 করে 20000 টাকা debit হয়েছে । আমাদের অনুরোধ কেন্দ্রীয় সরকারের কাছে 🙏 এর কোনো ব্যাবস্থা করা হোক ।
@safiullagazi9531
@safiullagazi9531 Жыл бұрын
এই AEPS সিস্টেম টাই বন্ধ করে দেওয়া উচিত এতে করে অন্তত গরিব মানুষ গুলো বাঁচতে পারবে
@0negativelifethinking
@0negativelifethinking Жыл бұрын
১ টাকা কেটে নিলে ব্যাংক তার তথ্য দিয়ে দেই আর ১০০০০ যাই হোক এর জন্য রেজিস্টারি অফিস দায়ী দিদির নিউজ মতে
@rajumobileshop8770
@rajumobileshop8770 Жыл бұрын
M Aadhaar এখানে একটা প্রবলেম আছে যদি মোবাইল চুরি হয় তাহলে কি হবে আধার ফিঙ্গার অফ সিম রিপ্লেস হবে কি করে আধার ফিঙ্গার তো ব্লক আনলক করতে OTP Lagbe আর ওই চুরি হওয়া মোবাইলে সিম 😅😢😢😂
@moonchakraborty6192
@moonchakraborty6192 Жыл бұрын
আমার সাথেও হয়েছে গত জুন মাসে। বিশমিনিটের মধ্যে কমপ্লেইন করেছি। সব সর্বনাশের মূল আধার কার্ড। এই নম্বারে টাকা জমার সব খবর পেয়ে যায়
@sudipbanerjee2964
@sudipbanerjee2964 Жыл бұрын
এখন তো রেশন তোলার সময় ছাপ দিতে হয়। সেটা কি হবে।
@protikkayal660
@protikkayal660 Жыл бұрын
এখন রেশন তুলতে গেলেও ফিঙ্গার প্রিন্ট দিয়ে তুলতে হচ্ছে, সেখানে আধার এর বায়োমেট্রিক বন্ধ করলে মানুষ এই সুবিধা গুলো পাবেন নাকি এমন সুবিধা গুলো ও বন্ধ হবে?
@rajasenbaksi4745
@rajasenbaksi4745 Жыл бұрын
Ha . Ata jana uchit
@mdomarfaruk5571
@mdomarfaruk5571 Жыл бұрын
আমারও একই প্রশ্ন?
@rabindranathkandu4714
@rabindranathkandu4714 11 ай бұрын
1930 হেল্পলাইন নাম্বার সন্ধ্যা 6টাই বন্ধ হয়ে যায়, biometric lock enable রাখার পরও আমার বায়োমেট্রিক Adhar authentication success হয়েছে।
@piyassaha1647
@piyassaha1647 Жыл бұрын
khub bhalo akta content dekhlm. Kintu amar akta prosno ache, seta hocche maadhar ami anek bachor dhore e use kri kintu sob theke boro somossa holo maadhar anek samay e server down thake tr fol sorup drkr ar samay maadhar kaj kre na. abr amar biometric lock kre rkhle sei lock na khulle kono vabe e kono aadhar verification hay na. tkhn khub samassa hoa jay. jeta ami nije personally face krechi anekbr r tr pr theke ami baddho hoa e ak prokar ai biometric lock, unlock kre diachi. Eta nia jdi kichu blen then bhalo hay.
@arundas760
@arundas760 Жыл бұрын
ARO ARO BESHI PROTIBEDON CHAI 🙏
@therainmaker6174
@therainmaker6174 Жыл бұрын
কি ভাবে বায়োমেট্রিক বন্ধ করবো? কোনো অপশন দেখছি না app এর মধ্যে!
@saidulhossain8010
@saidulhossain8010 Жыл бұрын
একদম ঠিক, আমিও পাচ্ছি না...
@paddy79paddy
@paddy79paddy Жыл бұрын
UIDAI er portal থেকেও করা যায়। Lock adhaar biometric দিয়ে search করুন।
@goraghorai3881
@goraghorai3881 Жыл бұрын
খুব ই উপকার হল। আমি করলাম। thanks 'TV9বাংলা'।
@SUVROCHAKRABORTY-ig8wt
@SUVROCHAKRABORTY-ig8wt Жыл бұрын
Erpor photo theke ratina scan kore fraud korar pala😢
@ranjanghosh1206
@ranjanghosh1206 Жыл бұрын
AEPS গরীব মানুষের আশীর্বাদ। তাতেও ফ্রড
@pradiphazra9313
@pradiphazra9313 Жыл бұрын
আমি 24 ঘন্টার মধ্যেই একশন নিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি।
@65akdas
@65akdas Жыл бұрын
Start double authentication before payment With out OTP no payment This type of fraud happens maximum with SBI Axis Bank ICICI Bank HDFC Bank. Chances very limited
@RabiulIslam-sq2oh
@RabiulIslam-sq2oh Жыл бұрын
TV9 কে ধন্যবাদ
@Babli5214
@Babli5214 Жыл бұрын
SBI তেই যত জোচ্চুরি হয়
@ranjankumarbhattacharyya9941
@ranjankumarbhattacharyya9941 Жыл бұрын
Sbi chore bank, 26 bochorare a/c bondho koee diyechi.
@rc19009
@rc19009 Жыл бұрын
Correct
@binda007banerjee6
@binda007banerjee6 Жыл бұрын
Digital india বন্ধ করুন। লাভ এর থেকে ক্ষতি বেশি।
@goldentimes7731
@goldentimes7731 Жыл бұрын
Agree
@villageprantor7960
@villageprantor7960 Жыл бұрын
😂😂😂
@abirpramanik8954
@abirpramanik8954 Жыл бұрын
I have also faced the same things a few months ago. I did everything as per police station's & bank instructions but still now I did not get my money back. Please make it viral so that someone takes some initiative to prevent this.
@nayanmahata7981
@nayanmahata7981 Жыл бұрын
এই ফ্রড গুলো ট্রেস করা bank o police এর কাছে কোনো ব্যাপার নয়। Aeps এর সমস্ত bc agent এর তথ্য প্রুফ সহ থাকে। এবং প্রত্যেক bc service provider প্রতিদিন own ফিঙ্গার প্রিন্ট দিয়ে log in করতে হয়। তাদেরকে পুলিশ ধরতে সময় লাগার কথা নয়। Bank, police r sarkar sobai er satha jorito আছে. Ta na hola kono babosta nai ni kano.
@pallabkumarbanerjee3989
@pallabkumarbanerjee3989 Жыл бұрын
Bank told me that we have not introduced aadhar link with Bank account only Govt know this .. Then to whom we asked? ...
@safalghosh
@safalghosh Ай бұрын
ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সঙ্গে আধার যোগ বাতিল করতে হবে।
@ramkrishnapradhan4723
@ramkrishnapradhan4723 Жыл бұрын
Didi পাবেন না, আমি 24ঘন্টা মধ্যে সব process করে কিছুই হয়নি। Bank থেকে শুরু করে Cyber PS গিয়ে কিছুই হয়নি। 1930 and Website গিয়ে information দিয়ে কিছুই হয়নি। আমি একজন ছাত্র হয়েও এর শিকার, 21 বছর বয়সে। তখন 2021 সাল। এটা আপনি 1 process জানালেন।
@ashikrajroy8690
@ashikrajroy8690 Жыл бұрын
Thank you TV 9 bangla,,,, main TV 9 Hindi news dekhta hoon zyada
@saifuddinmallick9284
@saifuddinmallick9284 Жыл бұрын
ফ্রী সিম কার্ড দিচ্ছে প্লাস 1জিবি ডেটা এটা কিন্তু সন্দেহ জনক
@unlikelycreatives8161
@unlikelycreatives8161 Жыл бұрын
এমন অনেক CSP তে কখনো কখনো ফিংগারপ্রিন্ট ক্যাপচারিং ডিভাইস ফেল করে তখন CSP তে ভেসলিন থাকে সেই ভেসলিন আঙুলে লাগিয়ে আবার ফিংগার প্রিন্ট নেওয়া হয়। scam সেখান থেকেও হতে পারে। It's really scary.
@sarmisthamaji8753
@sarmisthamaji8753 Жыл бұрын
এক ই ঘটনা আমার সাথেও হল। 28 তারিখ। uco bank থেকে।24 ঘন্টার মধ্যেই ওনারা যা করতে বলেছেন তা করেছি । জানি না ফেরত পাব কিনা ।
@soumashreeghosh7276
@soumashreeghosh7276 Жыл бұрын
Piu di ami Srikanta Ghosh likh6i. Ei jinista Amar sathe 2yr aage hoye6ilo. Sob paper e beriye6ilo.. even Soma di ese amar interview o niye6ilen. Kintu telecast koren ni apnara na kono step niye6ilen.. Aaj nijer hote eto kichu. Tokhon step Nile Aaj apnar eta hoto na.
@indian744
@indian744 11 ай бұрын
Era govt r pa chate media, ekhon nijer taka churi hoyeche bole chillache
@madhuridebnath1036
@madhuridebnath1036 Жыл бұрын
Bank er uchit sabar biometric lock kre daoa.
@NiladriAuddy
@NiladriAuddy Жыл бұрын
Thanku ma'am .for sharing ur experience....plz go into the depth of investigation and nudge the govt to stop AEPS or else its difficult to maek these things understnd to a commoner who doesnt hv a smart ph... Using My Adhar wud also be difficult for those whose mobile no is not linked with adhar.....i knw the ground reality as a banker
@sabirsekh8686
@sabirsekh8686 Жыл бұрын
Yes 👍
@jkuila4122
@jkuila4122 Жыл бұрын
আমার মা ৫ মাস ধরে বাড়িতে ছিলেন শরীর খারাপ ছিল বাড়ির বাইরে বেরোতে পারে কিন্তুু কি ভাবে সব টাকা তুলে নিয়েছে কে। ব্যাংক কর্তৃপক্ষ এমন ভাব দেখাচ্ছে কিছু যানে না সোনাখালী মল্লভূমি ব্যাংক দাসপুর পশ্চিম মেদিনীপুর
@dishanipriyanjali
@dishanipriyanjali Жыл бұрын
Amar o same ei fraud ta hychilo kintu ami taka ferot peye gechi ... Bank e complaint korle r RBI te mail korle 24hr er mddhe taka peye jaben .... Taka ta reverse hoye jae .
@subhaghatak877
@subhaghatak877 Жыл бұрын
Consumer Forum e service korar subade ami dekhechhi... Aadhaar related erokom prochur protarona hochhe... Digital Transactions vouonkor kore tlchhe manuser jibon!
@buddhadevmaji3010
@buddhadevmaji3010 Жыл бұрын
SBI proper message send kare ni...jekhane retailer er proper adress thake..ekhane kono address nei.. Punjab Bank Custamer k send kare..
@NatureEventsJhargram
@NatureEventsJhargram Жыл бұрын
Ofus transaction বন্ধ করুন তাহলে সব ঠিক হয়ে যাবে ।
@babun4888
@babun4888 Жыл бұрын
Bank 100% এই কাজে জড়িত। আমার august এর 29 তারিখে 99,9,99 টাকা গায়েব করে দিয়েছে।
@tirthankarjana4973
@tirthankarjana4973 Жыл бұрын
ব্যাংক আপনার এই অপূরণীয় ক্ষতির জন্য 1% ও দায়ী নয়। জমি কেনা বেচার রেজিস্ট্রি অফিস গুলো আপনার বায়োমেট্রিক তথ্য চোরদের মোটা টাকার বিনিময়ে বিক্রি করছে, সেখানে ব্যাংক এর কিছুই করার নেই, । AEPS নিয়ে আরো বিশদে জানুন , তাহলে বুঝতে পারবেন এই ব্যাপারে ব্যাংকের ভূমিকা সব থেকে কম। Npci, uidai , bank এই তিনটা organisation একত্রে এই aeps এ কাজ করে । যাকগে আমার ও টাকা এইভাবে চুরি হয়েছে, তাই আপনার কষ্টটা বুঝতে পারছি,
@diptimanbanerjee4732
@diptimanbanerjee4732 Жыл бұрын
Thanks for this important notification through your channel
@user-kr6st8jm5w
@user-kr6st8jm5w Жыл бұрын
Thank you PIU for giving us a very very immportant observaton.
@SNjannaterPoth
@SNjannaterPoth Жыл бұрын
গ্রামে গিয়ে গিয়ে সিম Port করার নামে , অনেকের অ্যাকাউন্ট টাকা হ্যাক হচ্ছে ✓🤔🤔🤔
@SNjannaterPoth
@SNjannaterPoth Жыл бұрын
Yes or No?
@bholamondal1875
@bholamondal1875 Жыл бұрын
দিদি মামলা দায়ের করা হোগ, না হলে এই রকমই দেশদ্রোহী সমাজ বিরোধী কাজ করে সাহস পেয়ে যাবেন।
@monogbose
@monogbose Жыл бұрын
পুলিশ আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তারা কি খোঁজ নিয়ে পারবে না তুলতে এদেরকে এজালিয়া দেশ থেকে বিতাড়িত করা দরকার আছে।
@arjundebnath5589
@arjundebnath5589 Жыл бұрын
ধন্যবাদ এই ধরনের রিপোর্ট দেয়ার জন্য
@galpobubai1064
@galpobubai1064 Жыл бұрын
9:16 এটাই বাস্তব।
@mirmdmirza
@mirmdmirza Жыл бұрын
2-4 জনকে হাত কেটে ঘরে বসিয়ে দিতে হবে... তবে একটু ভয় পাবে... এইরকম করতে থাকলে একসময় আমাদের দেশ থেকে দুর্নীতি দুর হবে... জেলে ভরে বা জরিমানা করে কাউকে সংশোধন করা যায় না...
@joybanerjee3859
@joybanerjee3859 Жыл бұрын
Amader sonbidhan e eisob sasti nei max jail choreder phasi hoy na khun na korle. Er jonyo soudi niyom ante hobe
@randallorton3092
@randallorton3092 Жыл бұрын
Akdom
@musicaldhananjoy6942
@musicaldhananjoy6942 Жыл бұрын
ম্যাডাম যে কাস্টমার সার্ভিস থেকে টাকা তোলা হয়েছে আপনি চাইলে এজেন্টকে ধরতে পারবেন। ব্যাংকে গিয়ে বলুন এই টাকাটা কোন কাস্টমার সার্ভিস থেকে তোলা হয়েছে
@kalyanimahata5635
@kalyanimahata5635 Жыл бұрын
Right
@niranjansaha8755
@niranjansaha8755 Жыл бұрын
আমরা পৃথিবীতে এসেছি Pancard, Aadhar card লিঙ্ক করতে আর bank লুঠছে
@dipankarsardar2616
@dipankarsardar2616 Жыл бұрын
গিরি আধার কার্ড নিজের কাছে থাকলে যদি টাকা তুলে নেয় তবে আধার আধার কার্ড অনলাইনে যারা টাকা তুলে সকলের কাজের নাম্বার থাকে তাহলে ঢাকাতেও তুলে নেওয়া সম্ভব
@pallabidutta8070
@pallabidutta8070 Жыл бұрын
Ar golden hour transaction er por 24 hrs periye geleo sms ase na bank theke....
@KiranRock324
@KiranRock324 Жыл бұрын
Suprim court jodi addhar card cancel Kora adesh den tahole valo hobe
@bindingbingo7149
@bindingbingo7149 Жыл бұрын
tahole ke ma r ke bou chea jabe na valoi hobe jokhon khusi sue porbi
@smaranraychaudhury630
@smaranraychaudhury630 Жыл бұрын
বহু ক্ষেত্রেই ব‍্যাঙ্ক ফ্রড হচ্ছে ছুটির দিনে অথবা দিনের কাজ শেষ করে ব‍্যাঙ্ক বন্ধ হবার পর। এই সময় ব্র‍্যাঞ্চে আর যোগাযোগ করা যায় না। কাসটোমার সারভিসে যোগাযোগ করলে সব পরিষেবা পাওয়া যায়?
@amarnathpaul685
@amarnathpaul685 Жыл бұрын
Ekhane total ta banking system er fault , because bank aeps withdraw sathe jodi 2 way authentication chalu kore taholei eisb fraud easily stop kora possible. Tai eta jodi apni cyber cell e janate paren r banking sector e inform korte paren tahole sadharon manuser onek help hobe .
@news24livetv67
@news24livetv67 Жыл бұрын
Amar mone hoy ata akdom gojab . Karon life fingar chara taka othena .tobe bisesogora valo janbe jodi sotto hoy tahole sarkarke OTP system kora ochit.
@bapidance9376
@bapidance9376 Жыл бұрын
আমি যখন ভোট দিতে গিয়েছিলাম তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। এবং আমার মত শত শত লোক তারা তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। তারা সই করতে সক্ষম হওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। অর্থাৎ ভোটকেন্দ্রে আমরা আধার ডকুমেন্টস, ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য ডকুমেন্ট প্রদান করা হয়ে থাকে। আপনাদের কাছে অনুরোধ আপনারা এই বিষয়টি যদি একটু খতিয়ে দেখেন। আমার মনে হয় ভোটকেন্দ্রে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বন্ধ করা উচিত। যদিও আমার অ্যাকাউন্ট থেকে এখনো পর্যন্ত কোন টাকা কাটে নি, কিন্তু আমি ভীষণ ভয়ে আছি ।
@ashoksarkar528
@ashoksarkar528 Жыл бұрын
খুব ভালো প্রোগ্রাম ❤❤😊😊❤❤❤❤❤
@mojaffar_Ali
@mojaffar_Ali Жыл бұрын
Khub valo😂
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 18 МЛН