Рет қаралды 368,992
Ahmed Hasan Sunny - Chirokal Nobin - Inspired by Bob Dylan's Forever Young- High Quality version
Lyric inspired by Bob Dylan's Forever Young
Chirokal Nobin song lyrics -
খোদা যেন দেখে তোমায়, রাখে তোমারে
হয় যেন সব ইচ্ছে পূরণ তোমার অন্তরের
সবার জন্য থাকো তুমি, তোমার জন্য সব
আকাশে কান পেতে শুনো তুমি তারার কলরব,
আশা না হারাইয়ো বন্ধু,সামনে তোমার দিন
তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন।।।
বুকে তোমার বাড়ে যেন সত্য গাছের চারা
সে যেন সদা দেয় তোমার অন্তরপাহারা
সত্য যেন গুছায় তোমার আধার আর কালো
তুমি যেন দেখো নিজ অন্তরের আলো,
সাহস না হারাইয়ো বন্ধু, উচ্চ রাইখো শির
তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন।।।
ভাগ্যখানা তোমার যেন কর্ম খুজে পায়
পায়ের নিচে মাটির তোমার যেন না হারায়
শত ঝড়ে বন্ধু তুমি, দিশা না হারাও
প্রেম আনন্দ বুকে নিয়ে গান গেয়ে যাও,
আশা না হারাইয়ো বন্ধু, সামনে সুদিন
তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন।।।
Song- Chirokal Nobin
Lyric Tune Singer- Ahmed Hasan Sunny
Music Arrangement - Pavel Arin( Chirkut)
Clarinet- Shourav Sarkar
Recorded At Butter Communication
Dedicated to All The children suffering from War and Refugee situation