২০২২ সালের স্মৃতিতে জড়িয়ে আছে রামুর অলিগলি, অসম্ভব সুন্দর একটি উপজেলা। পুরো ১ বছর কাটিয়ে দিয়েছি, কাজের সুবাদে আজ দূরে আছি আবারো সব গোছগাছ করে ফিরে যাব রামু তথা প্রকৃতির বুকে, ইনশাআল্লাহ।
@abdurrazzaque58588 ай бұрын
আমার স্মৃতিতে ফকিরা বাজার। 2015 সালে জুন জুলাই মাসে তাবলীগ জামাতের চিল্লা হিসেবে রামুতে অবস্থান করেছি। রামু জনপদের হে প্রান্ত থেকে সে প্রান্ত চষে বেড়িয়েছি। ফকিরা বাজার, মন্ডলপাড়া, চা বাগান, গর্জনিয়া রাবার বাগান, চাকমারকুল, ফতে কারকুল, তেচছিপুল, মেরাং লোয়া, গোল মসজিদ, কল ঘর বাজার, অফিসের চর, উপজেলা মসজিদ, রামু কেন্দ্রীয় মসজিদ, আটঘরিয়া মসজিদ, চৌমুহনী মসজিদ, এমদাদিয়া মসজিদ, লামারপাড়া সিকদার পাড়া মসজিদ,