ঐতিহ্যবাহী বগুড়া জালশুকা খারুয়া মেলা | বগুড়ার ঐতিহ্যবাহী বউ মেলা | ঐতিহ্যবাহী খারুয়া জামাই মেলা

  Рет қаралды 14,938

Market হাট বাজার बाज़ार

Market হাট বাজার बाज़ार

Күн бұрын

ঐতিহ্যবাহী খারুয়া মেলার মিষ্টি | বগুড়ার ঐতিহ্যবাহী খারুয়া মেলার মিষ্টি | খারুয়া মেলার ঝুড়ি
#markethatbazar #market #mela #faiar #হাট_বাজার @fishnatureyt @bagdadallbd @realworldstorys
উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শাজাহানপুরের প্রায় ৩শ’ বছরের ঐতিহ্য খারুয়া মেলা। সন্ন্যাস পূজাকে ঘিরে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবার উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামে খারুয়া নদীর পাড়ে বসে আসছে এ মেলা।
বড় মাছ, ফাল্গুনের মিষ্টি বড়ই, হরেক রকমের মিষ্টি, গৃহস্থলির সামগ্রির জন্য সুপরিচিত এ মেলা। চুরি ফিতা কিনতে মেলার পরদিন সকালে শুরু হয় বৌ মেলা, চলে দুপুর পর্যন্ত। এবছর মেলায় বিক্রি হয়েছে প্রায় ৩ মেট্রিক টন মাছ ও ৪ মেট্রিক টন মাছ। শিশুদের বিনোদনের জন্য ছিল ম্যাজিক নৌকা, নাগরদোলা, হরেক রকমের খেলনা।
উৎসবকে কেন্দ্র করে নাইওরিতে ভরে উঠেছে জালশুকা ও আশপাশ এলাকার প্রতিটি বাড়ি। জনশ্রুতি আছে, প্রায় ৪শ’ বছর আগে বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহে যে সন্ন্যাস পূজার প্রচলন হয়েছিল ওই সন্ন্যাসীর মৃত্যুর পর তার মরদেহ পানিতে ভেসে জালশুকা খারুয়া খালে এসে পৌঁছে। এরপর তাকে ঘিরে জালশুকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজার প্রচলন করে।
এর প্রায় ১শ’ বছর পর থেকে পূজাকে ঘিরে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবারে বসছে খারুয়া মেলা। দীর্ঘপথ পরিক্রমায় পুজা বন্ধ হলেও টিকে আছে মেলা। খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক জানিয়েছেন, গ্রামীণ সংস্কৃতির একটি অন্যতম অনুসঙ্গ খারুয়া মেলা। শুধু জালাশুকা নয়, এ মেলার ব্যপ্তি ঘটেছে আশপাশ উপজেলাতেও। খারুয়া মেলাকে ঘিরে একই দিনে গাবতলীর বাগবাড়ি ও পেরীরহাট এবং ধুনটের বমগাড়াতেও বসছে মেলা।
মেলার ইজারাদার উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর জানিয়েছেন, করোনা মহামারিতে সরকারি ভাবে মেলা ইজারা হয়নি। সে সময় মেলার পরিসরও ছিল সীমিত। কিন্তু এবার মেলা সরকারি ভাবে ইজারা হয়েছে। এবছর মেলার ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থী বেড়েছে। মেলায় যাতে কোন বিশৃংখলা না হয়, দর্শনার্থীরা যাতে সুন্দর পরিবেশে মেলার আনন্দ উপভোগ করতে পারেন সে জন্য আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি মেলা কমিটির সদস্যরাও অত্যন্ত সজাগ ছিল।
গাবতলী উপজেলার গোলাবাড়ি এলাকার মাছ ব্যবসায়ী সাগর হোসেন জানিয়েছেন, তিনি প্রতি বছর খারুয়া মেলায় মাছ বিক্রির জন্য আসেন। এ বছর তিনি ৩০ মণ মাছ বিক্রি করেছেন। দামও পেয়েছেন ভালো। অপর মাছ ব্যবসায়ী মোমিন সরকার জানিয়েছেন, তার দোকানে হিমাগারে রাখা সামদ্রিক মাছ এবং মিঠা পানির টাটকা বোয়াল, চিতল, আইড়, রুই কাতলা তুলেছিলেন। সামদ্রিক মাছের চেয়ে মিঠা পানির মাছের কাটতি বেশি হয়েছে।
শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামের মিষ্টির দোকানদার খোকা মিয়া জানিয়েছেন, তিনি এ বছর খারুয়া মেলায় প্রায় ৭০ মণ মিষ্টি বিক্রি করেছেন। শিশুদের বিনোদনের জন্য গাবতলী উপজেলার মহিষাবাদ দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহিম এনেছিলেন ম্যাজিক নৌকা। ওই নৌকায় উঠে আনন্দ উপভোগ করেছে শিশুরা। নাগরদোলা ও ম্যাজিক নৌকায় জন প্রতি গুণতে হয়েছে ২০ টাকা। পাবনা থেকে আসা চুরি ফিতার দোকানী জেসমিন জানিয়েছেন, মেলায় বিক্রি সন্তোষজনক।
ঐতিহ্যবাহী খারুয়া মেলার মিষ্টি।ঐতিহ্যবাহী খারুয়া মেলার মাছ।ঐতিহ্যবাহী খারুয়া মেলা।৪০০ বছরের পুরোনো বগুড়ার ঐতিহ্যবাহী খাওড়া মাছের মেলা।মাছের মেলা।ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা।বগুড়ার ঐতিহ্যবাহী খাওড়া মেলার ঝুড়ি।বগুড়ার ঐতিহ্যবাহী খারুয়া মেলার মিষ্টি।বগুড়ার ঐতিহ্যবাহী খারুয়া মেলার ঝুড়ি।বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার মিষ্টি।বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা।৩’শ বছরের পুরোনো বগুড়ার ঐতিহ্যবাহী খাওড়া মাছের মেলা।ঐতিহ্যবাহী খাওরা মেলার মাছ
पारंपरिक खरुआ मेला मिठाई। पारंपरिक खरुआ मेला मछली। पारंपरिक खरुआ मेला। बोगरा का 400 साल पुराना पारंपरिक खौरा मछली मेला। मछली मेला। पारंपरिक जली हुई मछली मेला। बोगरा पारंपरिक खौरा मेला टोकरी। बोगरा पारंपरिक खरुआ मेला मिठाई। बोगरा पारंपरिक खरुआ मेला टोकरी। पारंपरिक जले हुए मेले की बोगरा मिठाई। बोगरा का पारंपरिक जली हुई मछली मेला। बोगरा का 300 साल पुराना पारंपरिक खौरा मछली मेला। पारंपरिक खौरा मेले की मछली।
Traditional Kharua Mela Sweets.Traditional Kharua Mela Fish.Traditional Kharua Mela.400 year old traditional Khaura Fish Fair of Bogra.Fish Mela.Traditional Burnt Fish Fair.Bogra Traditional Khaura Mela Basket.Bogra Traditional Kharua Mela Sweets.Bogra Traditional Kharua Mela Basket.Bogra Sweets of traditional burnt fair. Traditional burnt fish fair of Bogra. 300 years old traditional Khaora fish fair of Bogra. Fish of traditional Khaora fair.
حلويات خاروا ميلا التقليدية. أسماك خاروا ميلا التقليدية. أسماك خاروا ميلا التقليدية. معرض أسماك خورا التقليدي الذي يبلغ عمره 400 عام في بوغرا. أسماك ميلا. معرض الأسماك المحروقة التقليدية. سلة بوغرا التقليدية خورا ميلا. حلويات بوغرا التقليدية خاروا ميلا. سلة بوغرا التقليدية خاروا ميلا. حلويات بوجرا معرض المحروقة التقليدية معرض الأسماك المحروقة التقليدية في بوجرا معرض أسماك خاورة التقليدية 300 سنة في بوجرا أسماك معرض خورا التقليدية.
KZbin : www.youtube.co...

Пікірлер: 2
@baratblogbd
@baratblogbd Жыл бұрын
Ahh re misty
@markethatbazar
@markethatbazar Жыл бұрын
Thanks 🥰🥰
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 47 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 44 МЛН
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 8 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 47 МЛН