একজন মানুষের অনুপস্থিতিতে বাংলাদেশের নাটকের বারোটা বেজে গেছে। এখন যারা নাটক নির্মান করেন তাদের এই নাটক গুলো দেখা উচিত। নাটক কাকে বলে প্রিয় হুমায়ুন স্যার আপনার শুন্যস্থান পুরন হবার নয় ।
@vasunbanglatv4992 Жыл бұрын
বেকার থাকায়, ভালো কিছু খাবার ইচ্ছা অনেকবার হয়েছে, কিন্তু খেতে পারিনি। মীরার মতো কাউকে জানিয়ে ছিলাম সেও বাড়িতে ডেকে খাওয়াতে না পারলে টাকা দিয়ে বলেছে, বা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াছে। ধন্যবাদ স্যার কে এমন অনেক গল্পের বাস্তবতা তুলে ধরার জন্য। তাহার সকল নাটকে ও আমার পদচারণ হয়েছে। ❤
হুমায়ুনের এ নাটক আজীবন প্রান্তবন্ত থাকবে। এর মধ্যে হাজারো অশ্লীল নাটক আসবে আর যাবে। কিন্তু হুমায়ুন আহমেদের নাটকগুলো হৃদয়ের কোটরে দাগ কেটে যাবে। ভীষণ ভালো লাগে এ নাটকগুলো
@ArjuneshDas Жыл бұрын
উনি একজন সম্মানিত ব্যাক্তি তাই একটু সম্মান দিয়ে বলুন প্লিজ🙏
@mdsazzad56032 жыл бұрын
এ ধরনের নাটক নেই বলে আজ আমরা পর সংস্কৃতি ও ঐতিহ্যের মোহে আটকা পড়েছি। ধন্যবাদ স্যার ( হ্নমায়ুন আহমেদ)।
@abmmurshidhassan44522 жыл бұрын
সাহাবাদের সংস্কৃতি ও ঐতিহ্য কেন মন্দ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একমাত্র সাহাবাদের কে অনুসরণ করতে অনুমতি দিয়েছেন।
@robinhood98212 жыл бұрын
আমি ২০২২ সালে এসেও হুমায়ুন আহমেদ স্যারের নাটক গুলো দেখি,, এই নাটক তো একটা গালি নাই, বকা নাই, অশ্লীলতা নেই, এর পরও মানুষের মন ছোয়ে যায়। এটা হচ্ছে শিল্পীর সৃষ্টি। 💙💙🥀
@farhanaaktersharin3919 Жыл бұрын
Brown ukk
@mr.somratrt9557 Жыл бұрын
২০২৩
@KhadizaBanu-ne9ff Жыл бұрын
আমার ফারুকের জে আচ্ছা কথাটা অসাধারণ লাগে
@gamingwithanamul802910 ай бұрын
২০২৪ এ এসে কে কে এই নাটক টা দেখছেন, হাজিরা দিয়ে যাবেন😊
@mdrukon7886 Жыл бұрын
যুগের পর এই সওদা অতুলনীয়। ২০২৩ সালে এসেও দেখে মনটা তৃপ্ত হলো বর্তমানের কিছু নাটক দেখলে ক্ষিপ্ত হইয়া যাই।কি সুন্দর সাবলীল উচ্চারণ সুন্দর উপস্থাপন।কত সুন্দর মানসিকতার কথা সুর ছন্দ কবিতা। বেঁচে থাকুক হুমায়ুন আহমেদ স্যার সবার অন্তরে।
@shsagor6880 Жыл бұрын
বাহ্!!! আসলেই, অভাবী মানুষের জীবনে মজা থাকে না, মজা তৈরি করে নিতে হয়।
@Shaonshei Жыл бұрын
রুমমেড ভাইয়ের অভিনয় টা ১০০% রিয়ল, জাত অভিনেতা ❤
@achiaislamluba63112 жыл бұрын
এই ৪০ মিনিটের নাটকে যতটা সুন্দর ভাবে সবকিছু উপস্থাপন করা হয়েছে বর্তমানের ৪০ দিনের কোন নাটকেও এরকম পাওয়া যায় না। সত্যি হুমায়ুন আহমেদ স্যার একজন রত্ন🖤 5-10-2022 (3:33pm)
@আব্বা-হ৯ল Жыл бұрын
হুমায়ন স্যার এর নাটক মানেই অসাধারণ আর টুইস্ট
@MdAshraful-sw5vn Жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যারের নাটক গুলির সৌন্দর্য দিগুণ হতে তিনগুণ বাড়িয়েছে চ্যালেঞ্জার স্যার ও ফারুক আহমেদ স্যারদের মতো উদীয়মান কিংবদন্তিরা🖤🤗🥰🌼
@imranfacts-scl Жыл бұрын
আমি সব সময় হুমায়ুন আহমেদ স্যারের জন্য দুয়া করি.... আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। আমিন।
@monirulislam81872 жыл бұрын
সামান্য একটা নিমন্ত্রণের গল্পে যে দু'চোখ ভিজে উঠতে পারে, হুমায়ূন স্যার না থাকলে সেটা কখনো জানা হতো না।
@monermon7856 Жыл бұрын
😊😊😊
@mdrabbaniislam3565 Жыл бұрын
হুমায়ূন আহমেদ সারের নাটক গুলো বাস্তবতার সাথে অনেক মিলে যায়, তাই তাহার সব নাটক দেখার চেষ্টা করি,অনেক ভালো লাগে ❤
@-1588 Жыл бұрын
আহা বাংলাদেশের নাটক!!কত্ত সমৃদ্ধ 🤍🖤
@sagnikbiswas1705 Жыл бұрын
হুমায়ূন আহমেদ এর সৃষ্টি সেরা, তার নাটকের সমকক্ষ নাটক বাংলাদেশে আর নেই। সাথে এটাও বলতে হয় তার সৃষ্ট তিন জন অভিনেতাও সেরা: চ্যালেঞ্জার, ফারুক আহমেদ ও এজাজুল ইসলাম। এঁদের একজন কোনো নাটকে থাকলে সেই নাটকের মান বেড়ে যায়। From India.
@shamimulislam76092 жыл бұрын
হুমায়ুন স্যার মানেই অন্য রকম অনুভুতি অন্য রকম ভালোলাগা
@tanzumlata44552 жыл бұрын
১০ সেকেন্ড স্কিপ করলে ২০ সেকেন্ড রিভার্স আসি। হুমায়ুন স্যারের নাটক বলে কথা💟
@sheikhkamrul33922 жыл бұрын
একদম
@HalpTowficBangla1988 Жыл бұрын
একমাত্র রুচিশীল মানুষ গুলো স্যার হুমায়ূন আহমেদের নাটক গুলো দেখতে পছন্দ করেন।
@abdurrahman8192 жыл бұрын
দাওয়াত দিয়ে খাওয়ানোটা ম্যানার। কিন্তু ভবঘুরের আর নিজের লেবেলের সাথে যায় না, এমন কারো কাছে বিয়ে দেওয়া যায় না এটাও কিন্তু ঠিক।বিয়ে কিন্তু ইন্জিনিয়ারের সাথেই হবে। এটাই বাস্তবতা এবং যৌক্তিক।
@mursedkhanemran21809 ай бұрын
হুমায়ুন স্যার ছাড়া কারো নাটক দেখিনা স্যারের নাটকে আমি খুঁজে পাই আমার চিরচেনা সুনালী বাংলাকে
@SujonAhmeed Жыл бұрын
২০২৩ এসে এই নাটকটা দেখলাম কত সুন্দর একটা নাটক।
@refreshing37042 жыл бұрын
নতুন করে আর কি এমন নাটক তৈরি হবে? হুমায়ুন আহমেদের নাটকগুলোর জন্যই তিনি অমর হয়ে থাকবেন।
@imamulimu6740 Жыл бұрын
এ ধরনের নাটকগুলো জীবনের কথা বলে। জীবন আর বাস্তবতাকে এক কাতারে নিয়ে যায়।
@MDSabujAhmed-qt1xo Жыл бұрын
2023 সালে এসেও নাটক গুলা দেখতেছি খুব ভালো লাগছে,২০৪০ সালে যারা এই নাটক গুলা দেখবেন তারা একটা কমেন্ট করে যাবেন।।। আর একটা লাইক
@shahidbro18782 жыл бұрын
শুধু হুমায়ূন স্যার এর পরিচনায় ফারুক আহমেদ আছে বলেই নাটক টা দেখতে আসা।😍
@krishnasarkar4509 Жыл бұрын
আমি হুমায়ন আহমেদ স্যার এর নাটক 2021 সালে থেকে দেখি ...যত দিন পৃথিবীতে থাকবো তত দিন দেখবো।
@ShariFkhan-rg8wc11 ай бұрын
আগে অনেকবার দেখেছি আজ আবার নতুন করে দেখতাছি আমার মত কে কে হুমায়ুন স্যারের নাটক খুজে খুজে দেখেন মালয়েশিয়া প্রবাসী 5.12.2023
@HumayraHimu-ok6jj11 ай бұрын
স্যার, আপনি কথায় হাড়িয়ে গেলেল! 😢 আপনার এই সৃষ্টি গুলো দেখা শেষ হয়ে গেলে আর মনে হয় অশ্রু ঝড়বে না!! 😢😢😊
@sadatabrar526 Жыл бұрын
মন খারাপের সময় হুমায়ূন আহমেদ স্যারের নাটক গুলো খুঁজে খুঁজে দেখা আমি,,আমার মত আর কে আছেন যারাও কিনা মন খারাপের সময় হুমায়ূন আহমেদের নাটক দেখতে খুব ভালোবাসেন,
@sonjoydas43422 жыл бұрын
Can't say fantastic, she tried but every thing looks not that much as ment to being.Actors selection is good but no one can do the job 100%as our big boss done his life. Always respect Mr Ahmed.......
@md.shamimhossen7205 Жыл бұрын
ব্যক্তি মানুষ হিসেবে হুমায়ূন আহমেদ কে ভালো না লাগলেও উনার সৃষ্টিশীল নাটক, উপন্যাস, গল্প, ছবি সবকিছুই অতি উচ্চ মাত্রার ভালো লাগা কাজ করে।
@mdsujon-dn6jd2 жыл бұрын
অভাবী মানুষের জীবনে মজা থাকে না,মজা তৈরী করতে হয়।
@malachatterjee7384 Жыл бұрын
মন টা ভালো হয়ে যায়। মনে হয় অন্য একটা পৃথিবী তে আছি।
@shila39199 ай бұрын
এত সুন্দর গল্প, অভিনয়, উপস্থাপনা আর কারো পক্ষে হয়তো সম্ভব বা❤️🔥
@aponemuhammad3742 Жыл бұрын
এই মেসের লাইফ কেমন খুব ভালো অভিজ্ঞতা আছে।কি সুন্দর নাটক
@anamulhaque881311 ай бұрын
আহ কি অসাধারণ নাটক!! হুমায়ুন স্যারের জন্য দোয়া রইলো মহান আল্লাহ উনাকে বেহেশত নসীব করুক।
@FarhanaShimu-rm8oz11 ай бұрын
নাটকে সব কিছু অসাধারণ বাস্তবে সব কিছুই সাধারণ হয় বুঝলেন, স্যার, জীবন আর নাটক এক হয় না মেনে নিতে শিখেন। জীবন ও সুন্দর হবে।
@anamulhaque881311 ай бұрын
জি ভাল বলছেন কিন্তু আমি যে নাটকের মত এমন মানুষ চাই এমন ভাল মানুষ কোথায় পাই??
@FarhanaShimu-rm8oz11 ай бұрын
@@anamulhaque8813 দেখেন নাটকে এত কিছু চায় নি ভুল শিক্ষা নিবেন না নাটক দেখে।
@dewdrops59697 ай бұрын
40:07 বাংলাদেশের নাটক গুলো সুন্দর আর হুমায়ূন আহমেদ সাহেবের লেখা নাটক গুলো অতি সুন্দর। দুঃখের বিষয় নাটক গুলো যথাযথ মর্যাদা পায় না। তবে প্রসঙ্গত উল্লেখ্য যে " মীরার দুপুর " নামে গত শতাব্দীর ষাটের দশকে একটি বহুল পঠিত উপন্যাস প্রকাশিত হয়েছিল কোলকাতা থেকে। লেখক সম্ভবত জ্যোতিরিনদ্র নন্দী।
@mohuaaktar84753 ай бұрын
জাস্ট অসাধারণ লাগলো। এতো সুন্দর ভালো বাসা❤
@hkmalm58112 жыл бұрын
সত্যিই অভাবী মানুষের জীবনে মজা থাকেনা😪
@mdhelalshekh6433 Жыл бұрын
আমিও একদিন বড়লোক হবো।ইনশাআল্লাহ সেদিন মনের স্বাদ মিটিয়ে অনেক খাবার খাব। আর আমার মতো যারা আছে সামর্থ্য অনুযায়ী তাদের খাওয়াব 😢।
@monirulislammonir3663 Жыл бұрын
অসাধারণ একটি নাটক চোখের পানি ধরে রাখতে পারলাম না!!!!
@caphaddock53552 жыл бұрын
স্যারের যে নাটকটা অদেখা ছিলো সেটাও দেখা হয়ে গেলো 😓😓
@আব্বা-হ৯ল Жыл бұрын
এখন বাল ফালাও
@kobirhossen2001 Жыл бұрын
আজ ২০২৩ সালের আজ শুরু। এই সন্ধ্যায় হুমায়ূন আহমেদ স্যারের লেখা নাটকটা দেখলাম।
@SayeedAlam-ls6ff10 ай бұрын
নাটকে খুব সুন্দর একটি গানের সুর ব্যাবহার করা হয়েছে। ফুলে ফুলে দলে দলে বহে কি বা মৃদু ভায়
@LiYa-lm4cf2 жыл бұрын
নাটক টা মন ছুয়ে গেছে,,
@outwardlymehrin35372 жыл бұрын
তখন মনে হয় আমি ক্লাস ৪/৫ এ পড়ছি!একদিন ফুফুর রুমে এই উপন্যাস এর বইটা দেখে তখনই পড়ে নিয়েছিলাম!যদিও উপন্যাস সম্পর্কে তখন বিন্দুমাত্রও আইডিয়া ছিলো নাহ!গল্পের বই হিসেবে পড়েই এই গল্পের মায়ায় পড়েছিলাম🥺কি সুন্দর, সাবলীল!!! ❤️
@আব্বা-হ৯ল Жыл бұрын
আমাদের জীবন টাকেও সহজ আর সাবলীল ভাবে নিতে হবে। জীবনটা গল্পের মত সুখ দুখ মিলিয়ে পড়তে পড়তে কেটে যায়
@AfnaN-109 ай бұрын
Sir er jei natok ei dekhi ekta shomoy hothath chokhe pani chole ashe❤❤❤❤
@nahidolnahidol907011 ай бұрын
হুমায়ুন স্যার এ-র নাটক টেলিফিল্ম বর্তমান মানুষের বেশি দেখা উচিত কিছু শিক্ষতে পারবে, শুধু এ-ই নাটক না, যেমন উড়ে যায় বক পাখি,,,,,,,,,,,,,,,,সময় কয় ইত্যাদি।
@charles52722 жыл бұрын
Very good well intelligent family comedy show thank you God bless all
@সাঈদাহোসাইন Жыл бұрын
হুমায়ুন আহমেদ এর নাটকে মূল আকর্ষণ হচ্ছে গল্প আর পাত্র পাত্রী। গল্পটাই দর্শক ধরে রাখে, আর হুমায়ুন আহমেদ এর সেরা আবিষ্কার তার অভিনেতারা। তারা বারবার হুমায়ুন আহমেদ এর গল্পে অভিনয় করেও পুরাতন হয় না।
@NewSpeak1232 жыл бұрын
এমন প্রেমিকা শুধু নাটক, গল্প আর উপন্যাসেই হয় বাস্তবে হয় না । এতো বছর জীবনে পার করলাম পাইনি তেমন ভালোবাসা । খুঁজেই চলেছি এখনো,,,,,,
@khansabah41112 жыл бұрын
Real life a o hoy... but vhul manus ar prem a pora
@nahidahusan2201 Жыл бұрын
Ei golo hocca natok ❤️❤️🙂
@nurjamandhaly5242 жыл бұрын
anisur rahman milon is the great actor.
@blusky4732 Жыл бұрын
অসাধারন লাগলো নাটকটি, তাহার নাটক সৃষ্টির কোন তুলনা হবে না।
@hasanmahamud26872 жыл бұрын
অনেক,, সুন্দর,, একটি,, নাটক,,,,
@shariftanvir34332 жыл бұрын
হুমায়ুন আহমেদ স্যারের নাটক অনেক ভালো লাগে দেখতে।
@M_S_Tube2 жыл бұрын
অসাধারণ একটি পরিবেশনা । নাটকটি খুব ভালো লাগলো ধন্যবাদ ❤️
@jibonmia83452 жыл бұрын
আহ্ হূয়ায়ূন আহম্মেদে❤️❤️🥰
@mariamnasir20422 жыл бұрын
আপনারা যারা নাটকটা দেখেছেন,, তারা কি খেয়াল করেছেন হোটেলে দেয়ালে কি লিখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আমার অনেক ভালো লেগেছে
@tariquelislam2713 Жыл бұрын
হুম
@mdneon71849 ай бұрын
22:09 22:09
@mdneon71849 ай бұрын
25: 25:30 29 25: 25:30
@minarfarmershub54287 ай бұрын
❤
@prasenjithgupta751412 күн бұрын
Chagol
@MdKawser-mw8dy7 ай бұрын
যারা যারা এই রকম নাটক দেখে তাদের প্রতি আমার স্রধা
@md.romanhossain82828 ай бұрын
২৪ এ এসেও খোঁজে খোঁজে দেখি,, অসাধারণ
@supratikghosh27205 ай бұрын
অপূর্ব !
@Mu_slimBD Жыл бұрын
এ নিয়ে দুই বার দেখলাম নাটক টি..🥰
@mdsofiuzzamannihan33409 күн бұрын
সেরা।
@diliproy8422 жыл бұрын
দারুন নাটক খুব ভালো লাগলো।
@alokkumar.bd.3883 Жыл бұрын
আহা কি চমৎকার। ভাষায় প্রকাশ হয় না❤
@sajidlikhon69032 жыл бұрын
এই ৪০ মিনিটের নাটকে যত সুন্দর করে কাহিনী দেখালো, এখনকার নাটকে এই পুরা নাটকের ঘটনা দেখাইতে ৪০ পর্ব লাগবে।
@meherkhan1592 Жыл бұрын
Which year it made?? So beautiful story, simple but father is great. So kind hearted and honest. If she invites him that doesn’t mean she has to marry so caring baba ( best actor)❤ Humayun Ahmed was genius and Shaun is talented also everyone acted so well.
@saifahmed38232 жыл бұрын
Milon is a great actor
@talha_2012Odyssey Жыл бұрын
অসাধারণ
@subornabis.bis.400110 ай бұрын
নাটক গুলো দেখলে মনটা ভরে যায়।
@masukmiah9400 Жыл бұрын
আমি হুমায়ুন আহমেদের নাটক অনেক পছন্দ করতাম। কোনো একদিন আমার সন্তান কিংবা নাতিন আমার এই কমেন্ট দেখুক।
@NahidShakil72 Жыл бұрын
যারা বড় ছেলে নাটক দেখে কেদেছিলো তাদের একবার এসব নাটক দেখানো উচিৎ!
@shahinbagichistia32302 жыл бұрын
মাই হুমায়ূন ❤️❤️
@valobasasorbonasavalobasas40492 жыл бұрын
যাকে শ্রদ্ধা করেন তার নাম পুরোটা বললে কি দোষ হতো,, উনি একজন গুনি মানুষ, দয়াকরে ভুল বুঝবেন না আমার কথাটা ঠিক কি না মিলিয়ে নেবেন ধন্যবাদ।
@bmia57902 жыл бұрын
সাওন ও জুয়েল রানার পরিচালনা ও ভালো
@সোহেলরানা-ঘ৩ল৯ঘ Жыл бұрын
আসলেই অসাধারণ
@nurjamandhaly5242 жыл бұрын
khub sundor natok
@ainulhaque42869 ай бұрын
Ok ইন্ডিয়া থেকে দেখছি আমি ইন্ডিয়া থেকে দেখamiছিআমি ইন্ডিয়া থেকে দেখছি
@shamimasma39 Жыл бұрын
মেহের আপরোজ,আমার ❤️💯💯
@abdurrahim34432 жыл бұрын
Osthir bolte ja bujai tar chai te khub valo lage ase...Shaon Afroz..
@mursedkhanemran21809 ай бұрын
মিলন ভালো অভিনেতা!
@hridoybiswas29992 жыл бұрын
Sundor cilo
@VALORANT8526 Жыл бұрын
আমি হুমায়ুন আহমেদের নাটক দেখলে কেমন জানি আমার মনের ভিতর ভালোবাসা কাজ করে
@adityapal91362 жыл бұрын
হুমায়ুন আহমেদ এর নাটক মানেই এটা হলো না কেন? ওটা আরেকটু হলে ভালো হত, এসব বলে লাভ নেই৷ স্যার আমাদের কে ছোট্ট হিন্টস দিয়ে দেন। বাকী টা আমরা আমাদের মত করে ভেবে অনেক দূর নিতে পারি। এটা বিশেষত্ব৷ মীরার দুপুর টাইপ হলো মানে, আনিস একদিন অনেক বড় কবি হবে৷ নিমন্ত্রণ করে বাসায় নিয়ে গেলো মানে হচ্ছে, রাগী মানুষ টার মন অনেক বড়। তার কাছে মেয়ের মনেরর সুখ ই আসল সুখ৷৷
@zahidhasan41282 жыл бұрын
অনেক ধন্যবাদ। সম্পূর্ণ রুপে বুঝিয়ে দেয়ার জন্য।
@MasudRana-vq5wo2 жыл бұрын
Khub khub valo natok...
@logovect3702 жыл бұрын
খুব দারুন
@md.arifulislam16012 жыл бұрын
khub vlo laglo
@SohelRana-ck9og2 жыл бұрын
অনেক ভালো লাগলো
@user-nurulislam518 Жыл бұрын
বাহ্ অসাধারন একটা নাটক
@bmia57902 жыл бұрын
অসাধারণ অভিনয় করেছে সত্যিই অসাধারণ
@BestSongs74902 жыл бұрын
এভাবে নাটক শেষ হয়ে গেলো।😥 দূর ছাতার নাটকই দেখবো না😁😁
@voltair-d8l Жыл бұрын
মতি মিয়া নাটকের ধার ধারে না, আইজ দেখাইবো মতি মিয়া কি জিনিস