Рет қаралды 49,954
বাঙালির জীবন রবীন্দ্রনাথ ছাড়া অচল। সারা বছরের সমস্ত উদযাপনের মূলে রবীন্দ্রনাথ কোথাও না কোথাও লুকিয়ে অথবা বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় বিরাজমান থাকেন। এবারের নববর্ষের প্রাক্কালে তাই উদযাপনের বিশেষ একটি অংশ হিসেবে রবীন্দ্রনাথের দুটি গানকে বেছে নেওয়া হয়েছে। 'আজি বাংলাদেশের হৃদয় হতে' যদিও বা স্বদেশ পর্যায়ের গান, আর তার উল্টো দিকে 'মাটি তোদের ডাক দিয়েছে' গানটি 'চণ্ডালিকা' নৃত্যনাট্যের, তবুও দুটি গানের মূল ভাবটি এক। দুটি গানেই বাংলার মাটির কথা, বাংলার প্রকৃতি-জননীর কথা সবচাইতে বেশি করে উঠে আসে। অদ্ভুতভাবে দুটি গানের চলন এবং তালও এক। তাই অঙ্কন চট্টোপাধ্যায়ের ভাবনায়, ওর এবং বাকি শিল্পীদের কন্ঠে এই দুটি গান হাত ধরাধরি করে হেঁটেছে।
Vocal: Ankon Chattopadhyay, Patralika Dutta Roy, Antara Saha, Madhuparna Hajra, Madhuvanti Bandyopadhyay, Sananda Chatterjee, Shilpa Sahana Majumdar
Music arrangement Anupam Tabun
Melody design - Snehendu Tabun Chatterjee
Flute - Rupak Mukherjee
Guitar, Banjo & Dotara - Chandan Das
Sree khol , Bangla Dhol & Rhythm Programming - Anupam Datta
Recording - Akash Roy & Sunit Das
Assist by - Suman Manna
Mix & Master - Akash Roy (Grooves Studio)
Audio Recording - Grooves Studio (Kolkata) & Frozen Bangla (Serampore)
Music Label: Suchitra Music
Video Team: Rana Banerjee, Abhinaba Banerjee, Mahisin Khan & Sandipan
#rabindrasangeet #rabindranathtagore #AjiBangladesher
► ''Suchitra Music" is a platform for Bangla musicians. Along with the new contemporary music it will also bring along the traditional identity of Bangla music through well known artists as well as young and promising ones. It is a platform for a cultural exchange with a professional outlook. They are embracing new artists to promote their music here as well as join hands with them to create new tunes. It's an musical way to safeguard the cultural richness of Bangla art and literature.
🔸 Email - suchitra.music@gmail.com
🔸 WhatsApp/Call - +91-8597869210
Facebook: / suchitramusicofficialpage
Instagram: / suchitra.music