আমরা যারা ওনাকে নিয়ে হাসি তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো। কার দ্বারা ইসলামের কতটুকু কাজ হয়েছে আল্লাহর কাছে এজন্য জবাবদিহি করতে হবে না, বরং জবাবদিহি করতে হবে এজন্য যে আমরা কতটুকু চেষ্টা করেছি। যারা সিলেটি কথাবার্তা ভালো করে বুঝতে পারেন, অন্তর চক্ষু থেকে যদি ওনার ওয়াজগুলো শোনা যায়, তবে দেখবেন উনি উনার সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করতেছেন। আল্লাহ ওনার এই চেষ্টার ক্ষমতাটাকে আরো বাড়িয়ে দিন, এবং এর সওয়াব বহুগুনে বাড়িয়ে নাজাতের উছিলা হিসাবে কবুল করে নাও প্রভু।