Рет қаралды 88,617
AlienZ - Thak Santona (Official Audio)
From the album - SWAPNO NOE (2011)
Record Label - PURPLE MUSIC
Performed and Produced by ALIENZ
Lyrics by TAMAL KANTI HALDER
Composition - SANKHA SUBHRO GHOSH
Lyrics
আজও বিকেল তাও ঘুমাবো রাতের ঠাণ্ডা নরম কোলে
ঝাপ্সা কাঁচ আরও ঝাপ্সা হবে অসময়ের বৃষ্টি আর চোখের জলে
ভেজা রাস্তা ভেজা বিকেল সাক্ষী থেকে গেল
অন্যের তুই তবু কোনদিন আমাকেও বেসেছিলিস ভাল
থাক সান্ত্বনা, ভুলতে পারব না
এ সুখের যন্ত্রণা, সে বিকেল আমার
সে বিকেল ছিল আমার, সে স্মৃতি থাক আমার
সেদিন শুধু আমার ছিল তোর সবটা
অভিযোগ কিছু নেই আমার এই দু রত্তি জীবনের কাছে
সস্তা আমি টাই সস্তাই হবে আমার গল্প তাও জানা আছে
তবু আসব আবার ফিরে তোকে কেড়ে নিতে নিজের করে
আগামী জন্মে আমার কাহিনী বেচব চরা দরে
সেদিন মানব না কোনও সান্ত্বনা
সব যন্ত্রণা ছুড়ে ফেলব দূরে
সে জীবন হবে আমার, তোর সব হবে আমার
সময় আজ থামার
Follow AlienZ on FACEBOOK / alienzmusic
Buy the new album JORIMANA from iTunes itunes.apple.c...
Stream link www.saavn.com/s...