ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। কলকাতার আলিপুর চিড়িয়াখানা এবার পালন করছে ১৫০ তম বর্ষ। এই ১৫০ তম বর্ষে নতুন কি কি হল, নতুন কি কি জীবজন্তু এলো ,টিকিটের দাম কত ,কিভাবে এখানে আসবেন, কি কি দেখবেন, এই সমস্ত কিছু details নিয়ে আমাদের আলিপুর চিড়িয়াখানার ভিডিও। শীত এসে গেছে এখন বাড়ির বাচ্চাদের নিয়ে সবান্ধবে একদিনের ঘুরে আসার খুব ভালো জায়গা আলিপুর চিড়িয়াখানা। এটা শুধু নিছক একটা ভিডিও নয়, এটা চিড়িয়াখানার সম্পূর্ণ একটা গাইড। চিড়িয়াখানা বেড়াতে গেলে আশা করি এই ভিডিওটা খুব কাজে লাগবে।
@sharmisthasarkar598Ай бұрын
গত বছরের চিড়িয়াখানা ঘুরে আসার স্মৃতি ফিরে পেলাম 😊😊। কি পুঙ্খানুপুঙ্খ বিবরণ, ভীষণ উপযোগী হয়েছে ভিডিওটি।
@SUBHENDUNeogiАй бұрын
অনেক অনেক ধন্যবাদ ।চিড়িয়াখানা আমাদের একটা নস্টালজিয়া। আর এই সময় ছোটদের পরীক্ষা শেষ হবে আর কিছুদিনের মধ্যে আমরা সবাই মিলে যদি চিড়িয়াখানায় যাই বেশ ভালো লাগবে। আর হাতে যদি কিছু ইনফরমেশন থাকে তাহলে তো আরো উপকারে লাগে আমি চেষ্টা করেছি সমস্ত রকম ভাবে সাহায্য করার। গতবারে আমাদের চিড়িয়াখানায় গেট টুগেদার টা দারুন হয়েছিল। এবার চিড়িয়াখানায় গিয়ে সেই সব স্মৃতি ই মনে পড়ছিল।
@debabratapal5976Ай бұрын
Very good presentation. Nice videography. Keep it up.
@SUBHENDUNeogiАй бұрын
Thank you so much 🙂
@SUBHENDUNeogiАй бұрын
@@debabratapal5976 ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। কলকাতার আলিপুর চিড়িয়াখানা এবার পালন করছে ১৫০ তম বর্ষ। এই ১৫০ তম বর্ষে নতুন কি কি হল, নতুন কি কি জীবজন্তু এলো ,টিকিটের দাম কত ,কিভাবে এখানে আসবেন, কি কি দেখবেন, এই সমস্ত কিছু details নিয়ে আমাদের আলিপুর চিড়িয়াখানার ভিডিও। শীত এসে গেছে এখন বাড়ির বাচ্চাদের নিয়ে সবান্ধবে একদিনের ঘুরে আসার খুব ভালো জায়গা আলিপুর চিড়িয়াখানা। এটা শুধু নিছক একটা ভিডিও নয়, এটা চিড়িয়াখানার সম্পূর্ণ একটা গাইড। চিড়িয়াখানা বেড়াতে গেলে আশা করি এই ভিডিওটা খুব কাজে লাগবে।
@IliasMallick-w4d29 күн бұрын
BEAUTIFUL
@SUBHENDUNeogi29 күн бұрын
@@IliasMallick-w4d Thanks
@GlobeTrekkerX12Ай бұрын
It was a nice experience
@SUBHENDUNeogiАй бұрын
Thanks a lot.
@firdoshkhatoon458Ай бұрын
খুব ভালো লাগলো
@SUBHENDUNeogiАй бұрын
অনেক অনেক ধন্যবাদ ।আমি চেষ্টা করেছি সমস্ত তথ্য দিয়ে সহায়তা করার, আপনাদের উপকারে লাগলেই আমাদের ছোট্ট প্রচেষ্টা স্বার্থক ।ভালো থাকবেন।
@unitedathleticclub696025 күн бұрын
Very good details video.❤❤❤
@SUBHENDUNeogi25 күн бұрын
@@unitedathleticclub6960 Thanks
@debojyotibhattacharjee7861Ай бұрын
Khub sundor ❤❤
@SUBHENDUNeogiАй бұрын
@@debojyotibhattacharjee7861 অনেক ধন্যবাদ ভাই।
@sritanuneogi7630Ай бұрын
অপূর্ব উপস্থাপনা। উপস্থাপনায় গুনে মনে হচ্ছে এখন সামনে থেকে চিড়িয়াখানা দেখছি। এত তথ্য নির্ভর কোন প্রতিবেদন খুব কমই দেখা যায়।
@SUBHENDUNeogiАй бұрын
অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করেছি সমস্ত তথ্য দিয়ে সহায়তা করা আপনাদের ভাল লাগলেই আমাদের ছোট্ট প্রচেষ্টা সার্থক।
@SagarBesra-k9yАй бұрын
Beautiful
@SUBHENDUNeogiАй бұрын
Thanks
@saptarshineogicreationsАй бұрын
He he noice ❤
@SUBHENDUNeogiАй бұрын
Thanks 🥰
@sayantanghatak2426 күн бұрын
Khabar jol bhetore paoa jabe?Chele ke niye jabo January te.Aquarium ta niye kichu banalen na. Victoria Memorial,Nicco Park, Science City,Eco park etc niye video dile bhalo hoi.Valo hoyeche.
@SUBHENDUNeogi26 күн бұрын
@@sayantanghatak24 ভেতরে ফিল্টার খাবার জল আছে। খাবার জল এবং ইউরিনাল নিয়ে কোন প্রবলেম নেই। ইকোপার্ক নিয়ে অলরেডি আমার ডিটেইলস ভিডিও আছে। কলকাতার দর্শনীয় স্থান নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছে আছে। ভালো থাকবেন।
@sayantanghatak2426 күн бұрын
@SUBHENDUNeogi thank you.Neogi babu bhalo thakben.Gaaner video thakle pathaben.
@SUBHENDUNeogi26 күн бұрын
@sayantanghatak24 আমার চ্যানেলে আমার নিজের গাওয়া রবীন্দ্র সংগীতের ভিডিও আছে। দেখবেন আশা করি ভালো লাগবে।