ভাই ভালো থাকবেন। আমার টবে রোমা নামক বীজ থেকে চারা করে লাগিয়েছি।গাছের উপরের অংশ কেটে দেই।গাছের বয়স দুইমাস পাতাগুলো মোটা পুরু বড়। গাছ বাড়ে নাই ফুল এসেও সব শুকায় ঝরে যায়। খুব ঝোপালো কিন্তু ফলন নাই।কি করব জানাবেন প্লিজ।
@ar2agro Жыл бұрын
গাছে ভিটামন হিসাবে ফ্লোরা স্প্রে করুন তাহলে বেশি ফুল আসবে। আর ফুল ঝরে পরা বন্ধ করার জন্য সলুনোর বোরন স্প্রে করুওন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
@sohelmiah85772 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া আপনার কথাগুলো অনেক সুন্দর কথা স্পষ্টির ভাষায় যা বললেন তা সবই ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ অনেকেই আছে শুধু যারা ভালো ফলন বৃদ্ধি করেছে তাদের ভিডিওগুলি দেখায় কিন্তু কিভাবে কি করতে হয় সেটা দেখায় না বলাও না আপনি তাদের মাঝে অন্যতম একজন
@ar2agro2 жыл бұрын
ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা নিবেন।
@tv-pj4ty2 жыл бұрын
ভাই সেপ্টেম্বর মাসে কোন জাতের টমেটো চাষ করলে বেশি ফলনশীল রোগমুক্ত হবে।
@ar2agro2 жыл бұрын
ভাই এখন তো নভেম্বর মাস। সেপ্টেম্বর মাসে গ্রীস্মকালীন টমেটো চাষ করতে হয়। ধন্যবাদ
@tv-pj4ty2 жыл бұрын
@@ar2agro ভাই আমার টমেটো গাছের বস প্রায় ৪০দিন,একন ফুল-ফল আছে কিন্তু গাছ লাল হয়ে যাচ্ছে এবং গাছের আগা ছোট হয়ে যাচ্ছে এখন আমি গাছের আগা স্বাভাবিক করতে কি করনিও
@avijitsarker6374 Жыл бұрын
বিজ শোধন এর করতে হলে কি আটোস্টিন ছত্রাক নাশক পানিতে গুলে তার মধ্যে ভিজিয়ে রাখতে হবে।???
@ar2agro Жыл бұрын
জী ভাই, প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রাখবেন। এই ভাবে যে কোন বীজ শোধন করতে পারবেন।
@ramjanalijitu8474 Жыл бұрын
আমি একটি বিষয় বুঝতে পারছিনা? ১শতক জমিতে রোপনের সময় ৩০ কেজি গোবর, টিএসপি সার দেওয়ার পর সরাসরি চারারোপন করা যাবে কি?
@ar2agro Жыл бұрын
সরাসরি রোপন করা যাবে। তবে সার দেওয়ার ১০ থেকে ১৫ দিন পর চারা রোপন করতে হবে। ভিডীওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@mdkajol87642 жыл бұрын
শীত কালীন চাষের জন্য কি এহন চারা উৎপাদন করতে হবে? না কি আরো কিছু দিন পরে করলেও চলবে.?
@ar2agro2 жыл бұрын
এই মাসের যেকোনো সময় করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@shornajahan57182 жыл бұрын
Nice💓💓
@ar2agro2 жыл бұрын
Thanks for stay with AR2 AGRO
@pritammondal6192 жыл бұрын
টমেটো গাছের রোগ ও পোকামাকড় সম্পর্কে তেমন কিছু বললেন না তো, আমার টমেটো গাছের পাতায় ছোট ছোট কালো বা বাদামি ফোটা দেখা যাচ্ছে,কি করতে হবে এখন, জানাবেন প্লিজ
@ar2agro2 жыл бұрын
পরবর্তী ভিডীওতে জানানো হবে। এমিস্টারটপ আর মেনকোজেব একসাথে মিশিয়ে স্প্রে করুন। ১৫ দিন পর পর ২ বার। ঠিক হয়ে যাবে। ধন্যবাদ
@sohelmiah85772 жыл бұрын
ভাইয়া আমার আরেকটি প্রশ্ন জমি তৈরীর সময় ইউরিয়া পটাশ ফছ ফিট কতটুক পরিমান দেবো আর চারা রোপণের ২০ দিন পরে কতটুকু পরিমাণ দেব আর ৪০ দিন পরে কতটুকু পরিমাণ দেব এই সারগুলোর পরিমাণ আমাকে বলে দিন
@ar2agro2 жыл бұрын
চারা রোপনের সময় ইউরিয়া সার বেশি দিবেন, তিন ভাগের ২ ভাগ, ১ ভাগ পটাস ও ১ ভাগ টিএসপি। তারপর ইউরিয়া কমিয়ে , পটাস, টিএসপি বেশি করে দিয়ে । ধন্যবাদ আপনাকে ভিডিওটী দেখার জন্য।
@ummeytohfa54842 жыл бұрын
থিয়োভিট গাছে কিভাবে ব্যবহার করতে হবে, উপকারী তা কি।
@ar2agro2 жыл бұрын
স্প্রে করতে পারেন অথবা দানাদার সারের সাথে মিশিয়ে জমিতে দিতে পারবেন। ধন্যবাদ
@atikhasan15162 жыл бұрын
চারা প্রথম অবস্থায় কি কি সার দিব আর পরিমান কি??
@ar2agro2 жыл бұрын
চারা কি জমিতে লাগিয়েছেন? চারা জমিতে লাগানোর ১৫ দিন পর গোবর সার, এমওপি সার, ও টিএসপি সার দিতে হবে। ধন্যবাদ
@atikhasan15162 жыл бұрын
@@ar2agro জি আারা রোপন করেছি ১৫ দিন হয়েছে। সার এর পরিমান কত?? পরে আবার কত দিন পর কি সার দিতে হবে??
@nurjahanbegum9642 жыл бұрын
ইস্পাহানি কোম্পানির টমেটোর চারা বাজারে পাওয়া যায় তার নাম তো বললেন না, কেন সে গুলো কি খারাপ
@ar2agro2 жыл бұрын
দিপালি, বারি-৪, সরাসরি ইস্পাহানি নামে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে ভিডিওই দেখার জন্য
@atikhasan15162 жыл бұрын
আমার চারার বয়স ২৫ দিন। চারা বেশি বড় হয় নায় ৩/৪ ইন্চি চারা ৪ দিন হলো রোপন করেছি। এখন আমার করনিয় কি?
@ar2agro2 жыл бұрын
যেকোনো একটি ছত্রাকনাশক স্প্রে করুন। তারপর ২ দিন পর পানিতে ইউরিয়া সার মিশিয়ে গাছে স্প্রে করুন। মাটিতে রস এর অভাব থাকলে হালকা সেচ দিন। ধন্যবাদ
@atikhasan15162 жыл бұрын
@@ar2agro সার এর পরিমান কি?
@ar2agro2 жыл бұрын
প্রতি লিটার পানিতে ৪০-৫০ গ্রাম সার মিশিয়ে স্প্রে করুন
@saifurrahman64732 жыл бұрын
Tomator namki
@arifshahriar43992 жыл бұрын
Where can I find BARI or BINA seeds for Tomato or other vegetables
@ar2agro2 жыл бұрын
You can collect the seeds from certified seeds store at our city. Thank you