আহা,,, কি সুন্দর গাইলেন, গানের সাথে সঙ্গত একেবারে যথার্থ,,,,,, হৈমন্তী দিদির গায়কী মনে পড়লো,,,,🙏🙏🙏🙏
@swatmasyndhihrid11 ай бұрын
গীতিকা: আমার নয়নে নয়ন রাখি' পান করিতে চাও কোন অমিয়। আমার নয়নে নয়ন রাখি' পান করিতে চাও কোন অমিয়। আছে এ আঁখিতে উষ্ণ আঁখি-জল মধুর সুধা নাই পরান-প্রিয়।। আমার নয়নে নয়ন রাখি ওগো শিল্পী, গলাইয়া মোরে গড়িতে চাহ কোন মানস-প্রতিমারে, ওগো পূজারি, কেন এ আরতি জাগাতে পাষাণ*- প্রণয়-দেবতারে। এ দেহ-ভৃঙ্গারে থাকে যদি মদ* ওগো প্রেমাষ্পদ, পিও গো পিও।। আমার নয়নে নয়ন রাখি আমারে কর গুণী, তোমার বীণা কাঁদিব সুরে সুরে, কাঁ🎼 দি ব 🎼🎼🎼 কাঁ দি ব 🦿🦿কাঁদিব সুরে সুরে কণ্ঠ-লীনা আমার মুখের মুকুরে কবি হেরিতে চাহ কোন মানসীর ও ছবি চাহ যদি মোরে কর গো চন্দন তপ্ত তনু তব শীতল করিও *পাষাণ>প্রসাদ *মদ>মোর গানের তালে ও সুরের মূর্ছনায় শব্দগুলো দ্বৈত শুনায়। তবে লিরিকেরটায় মিলে অর্থপূর্ণভাবে। নাম: আমার নয়নে নয়ন রাখি গীতিকার: আমার কবি আপনার কবি তাঁর কবি,হিন্দুর প্রিয় কবি,মুসলমানের প্রিয়কবি, প্রেমের কবি,বিরহীর কবি! দ্রোহের কবি ;সবার কবি কাজী নজরুল ইসলাম।