কি মধুর কণ্ঠ দিদি। সারা জীবন লতা সন্ধ্যা আরতি বনশ্রী হৈমন্তী শুক্লাদের গান শুনেছি। তুমি তাদের থেকে মোটেও কম নয়; হয়তো প্রচারের অভাবে এততা পরিচিতি পাওনি। আমি নিজে একজন সঙ্গীত শিক্ষক হিসেবেই মন্তব্য করছি দিদি চমৎকার! একান্তই চমৎকার, উচ্চারন এবং কন্ঠের কারুকাজ একান্তই নজরুল গীতি তথা উচ্চাঙ্গ সঙ্গীতের সব কিছুই তোমাতে বিদ্যমান। ভালো থেকো দিদি। ধরে রাখো।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ দাদাভাই
@mukthizcreation2 жыл бұрын
@@SarojiniGhoshMusic দিদি তোমার গানটি আমি ভিডিও এডিটিং এবং কিছু একটা করার চেস্টা করছি। অনুমতি দিও। আপত্তি করোনা। না দিদি আমি এ বুড়ো বয়সে পয়সার জন্য কাজ করিনা, সময় কাটাই ঘরে বসেই
@gopalchandraadhikary71453 жыл бұрын
অপূর্ব খুব সুন্দর এত সুন্দর নজরুল গীতি তেমনি মধুর মত মিষ্টি সুরে গান শুনতে শুনতে মনটা সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয় ধন্য বাদ 🙏🙏🙏
@alpanadutta56373 жыл бұрын
সরোজিনী। তুমি করে বলছি। তোমার গান শুনতে আমার খুব ভালো লাগে। আমি ও একদিন গান করতাম।
@sudakshinadutta38523 жыл бұрын
@@alpanadutta5637 ta
@animamondalanimamondal8879 ай бұрын
Khub priyo akta gaan ❤ khub valo laglo 🎉 Asadharon
@অনন্যশ্রাবণ3 жыл бұрын
আপনার গায়কী এর অনন্যতা সত্যই মন টানে । যন্ত্রানুসঙ্গের আধিক্যবর্জিত আপনার পরিবেশনার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।
@SarojiniGhoshMusic3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@diliplahiri23472 жыл бұрын
Super super
@LaboniPaul-c2w9 ай бұрын
সত্যি সত্যিই অসাধারণ! প্রিয় শিল্পী সরোজিনী ঘোষ'কে ধন্যবাদ, শ্রদ্ধা এবং শুভ কামনা রইলো💞 আমাদের প্রজন্ম কালজয়ী স্মরণীয় এই গান টি বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তি শিল্পী সতীনাথ মুখার্জি'র অসাধারণ এবং অনবদ্য গায়কীতে বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছি! ভারতীয় বাংলা সঙ্গীতের এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি সতীনাথ মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রনাম।❤️🙏
তোমার গান শুনে আমার বার্ধক্য জীবনেও যেন রক্তের স্রোত বয়ে যায়। তুমি দীর্ঘ জীবি হয়ে থাকবে।
@rodoshikormoker64762 жыл бұрын
গানের ভুবনে এক ভালোবাসার নাম সরোজিনী ঘোষ। 🥰🥰🥰 আপনার গানের মধ্যে অন্য রকম প্রান আছে,ভালোবাসা আছে।🥰তাল, সুর সবকিছু মিলিয়ে অসাধারণ দিদি।🥰🥰🥰
@mdzahirul56462 жыл бұрын
প্রিয় রোদশী, সরোজিনী ঘোষ মিউজিক এ যুক্ত থেকে তোমার সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও সরোজিনী ঘোষ দিদির গানগুলো ছড়িয়ে দাও। আনন্দ বিনোদনে ভরিয়ে রাখ তোমার সকল বন্ধুদের। ধন্যবাদ।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাই
@rodoshikormoker64762 жыл бұрын
@@mdzahirul5646 জি স্যার 🥰🥰
@rodoshikormoker64762 жыл бұрын
@@SarojiniGhoshMusic 😍😍🥰🥰🥰
@tarakchowdhury737 Жыл бұрын
একদম অনবদ্য অসাধারণ দিদি ভালো থাকবেন।আমি ও একটু আদটু ভালো বাসি গান বাড়িতে সময় হলে গাই হারমোনিয়াম নিয়ে আসলে সময়ের অভাবে চর্চা টা হচ্ছে না বিশেষ জী কারণে গানের জগৎ ভুলে যেতে বসেছি।
@sovanusb4 жыл бұрын
নজরুল ইসলাম কে যেন নতুন করে চিনলাম,তোমার কন্ঠে। গান শেষে হঠাৎ করে অনুভব করলাম, চোখগুলো চিকচিক করছে। এতো দরদ,এতো গভীরতা কোথায় পেলে দিদি ?!!
@dipalipaul12542 жыл бұрын
তোমার পরিবারে ইর সকল
@BhismadebMondal-d1c10 ай бұрын
অপূর্ব বলেল কম বলা হবে
@subhasde27342 жыл бұрын
মনে হয় সারাদিন আপনার গান শুনি ।আপনার গান শুনে মনটা আমার আনন্দে ভরে যায়। ধন্যবাদ।
@Mallik2473 жыл бұрын
গানটি বেচে থাকুক অনন্তকাল। এবং গানটি সব সময় শুনছি। অসাধারণ গলা ও অসাধারণ বাজনা।মনটা কেড়ে নেয় গানটি। চরনে নমস্কার।
@tusharkantichakraborty8821 Жыл бұрын
আপনার মধুর কন্ঠ হতে গান শুনতে শুনতে আমার আরও অনেক গান শুনতে ইচ্ছে করে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার দীর্ঘায়ু সুস্থ জীবন দেয়,। অনেক শুভকামনা রইলো দিদি। ধন্যবাদ ভাই।
@dilipkumarbera85653 жыл бұрын
অসাধারণ।কী সাবলীল গায়নভঙ্গী। সত্যিই প্রশংসনীয়।আপনি অনেক দূর যাবেন আশা রাখি।
@kamalbhadra33394 жыл бұрын
আমায় নহে গো ভালবাসো শুধু ভালো বাসো মোর গান অপূর্ব কন্ঠ মাধুর্যে ধ্বনিত হলো। নজরুল গীতি আপনার পরিবেশনায় একটা আলাদা মাত্রা পায়।সুর ভক্তি শ্রদ্ধা অনুশীলন সব কিছু নিয়ে অনবদ্য হয়েছে। ভালো থাকুন সকলে।
@samirmitra83257 ай бұрын
Congratulations to you Didi for reaching the milestone of three lacs subscribers. Best wishes.
@gourisankarpatra99483 жыл бұрын
নজরুলের এই বিখ্যাত গানটি কী অপরূপ মাধুর্যে শিল্পী কণ্ঠে পরিবেশিত!যেমন দরদ তেমনি গায়কী।শুভ কামনা রইল সুজন।
@sucharitabiswas33494 жыл бұрын
এই গানটি আমি আপনাকে অনুরোধ করেছিলাম অনেক দিন আগে। ভীষণ ভালো লাগলো, আমার খুব পছন্দের একটা নজরুল গীতি। অসাধারণ অসাধারণ। মন ভরে গেলো। খুব ভালো থাকবেন। এই গানটি শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 👏👏
@tapaschakraborty2663Ай бұрын
❤❤ এই গানটির মাধ্যমে কাজী নজরুল ইসলাম একটা সুন্দর শিক্ষা দিয়েছেন, নিজেকে ভালোবাসো, কিন্তু সঙ্গীতের প্রতি যারা প্রতিভাবান তারা সঙগীতকে খুব খুব ভালো বাসো সাফল্য অর্জন হবেই হবে।❤❤❤
@tapanroy22213 жыл бұрын
গান নয় মনে হচ্ছে হৃদয়ের ব্যাথার ঘা শুকানোর মলম, যুগ যুগ ধরেই চলতে থাকবে এই মিষ্টি মধুর গান টা,, আর দিদি তোমার আমাকে তো আর নতুন করে কিছুই বলার নেই,, জাস্ট পাগল করা কন্ঠের অধিকারী তুমি,,,
@hindolkar86963 жыл бұрын
Asadharon ...
@AsimaSahamusicАй бұрын
Apurbo ❤
@mdabdurrashidr11372 жыл бұрын
সুমধুর গান শুনে আমার মন আনন্দে ভরে উঠলো। আমার পক্ষ থেকে অনাবিল শ্রদ্ধা।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
Thank you so much 💓
@ratnadas16142 жыл бұрын
মনের মনি কোঠায় পৌঁছে গেছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমার নিবেদন যে❤️❤️
@mitaliganguly56302 жыл бұрын
অপূর্ব....God bless 🙌 🙏....from Assam.....
@mdzahirul56462 жыл бұрын
আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এর কালজয়ী গানটি দিদির কন্ঠে অতি সুন্দর ভাবে পরিবেশনা গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গানের কথার সাথে গায়নশৈলী মিলে অসম্ভব সুন্দর একটি পরিবেশনা হয়েছে দিদি।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ দাদাভাই
@ishratnasreen80144 жыл бұрын
আমার অত্যন্ত প্রিয় গান ❤️❤️ চমৎকার গেয়েছেন .. ধন্যবাদ
@muklesrahman63623 жыл бұрын
Super
@GOPALMONDAL-ld5nj3 жыл бұрын
দিদি অসাধারণ ভগবান আপনার মঙ্গল করুন
@RanendranathBose2 ай бұрын
U don't know how many people not love u but also admire u for ur sweet song.
@EkusherNaree2 жыл бұрын
অসাধারণ, অপূর্ব, বহু বছর বাদে এই রকম সুরেলা কণ্ঠে গান শুনছি। মুগ্ধ হয়ে গেলাম, আমি এই গান টাতেও সন্ধ্যা মুখার্জী কে অনুভব করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার এই প্রাণবন্ত কণ্ঠ যেনো সবার কাছে পৌঁছে যায়।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
Dhanyabad dada
@sagorbiswas38097 ай бұрын
অসাধারণ দিদিভাই ❤❤
@TahabubAlam3 жыл бұрын
নজরুলগীতির একটি শ্রেষ্ঠ পরিবেশনা!❤️❤️🙏💥
@krishnacreation41316 ай бұрын
❤🎉 মন ভরে গেল । 🎉 অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি বোন ।
@nimaikhata65523 жыл бұрын
প্রায় এক কোটি মানুষের মন জয় করেছে, আপনার দৈব সুরের গান , ভালো থাকবেন ।
@sajalacharjee99933 жыл бұрын
সুন্দর একটি নজরল গীতি দীর্ঘ দিন পর শুনলাম। গানটি দরদ দিয়ে গাওয়ায় খুব ভালো লেগেছে।
@MusicalBapiMahata4 жыл бұрын
অসাধারণ 👌 ❤️ ❤️ খুব কম সুযোগ পেয়েছিলাম গান শেখার.. এই গান টা শিখিয়েছিলেন আমার গুরু... আপনার গান শুনতে শুনতে সেই দিন গুলো চোখের সামনে ভেসে উঠল.. খুব ভালো লাগলো ❣️ ❣️
@asisghosh91162 жыл бұрын
Amar priyo gaan ata
@subhaschandradebnath30009 ай бұрын
দিদিভাই, এমন সুন্দর গান, এমন সুন্দর পরিবেশনা, সত্যি আপ্লুত! 🙏
@saifultutul50634 жыл бұрын
এই গান শুনতে শুনতে হারিয়ে গেলাম পঁচিশ বছর আগে। অপূর্ব গেয়েছেন দিদি।
@tarunbiswastulsi1881 Жыл бұрын
গানটা আপনার কন্ঠে এতসুন্দর শুনলাম,,,যা অন্য কোন শিল্পির কন্ঠে আজও শুনিনি।আপনার সকল গান আমি ডাউনলোড করে বারবার শুনি,,এতে মন ভালো হয়ে যায়।বৌদি, আপনি একজন বিশ্ববিখ্যাত শিল্পি হন এই আশির্বাদ ছোট ভাইয়ের।প্রণাম
@SarojiniGhoshMusic Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এর জন্য। 🙏🙏
@anirudranaskar25584 жыл бұрын
আমার প্রিয় একটি গান।অসাধারণ গাইলেন দিদি🖤🥀
@asarkar8260 Жыл бұрын
বাঃ। এ গানে তাল ধরে রাখা কঠিন। কিন্তু সুরেলা আবেদনে তাল তমাল এক হয়ে যায়। অনেক আশীর্বাদ করি।সুরসিদ্ধি হোক।
@jonysaha22993 жыл бұрын
অপূর্ব গেয়েছেন দিদি খুব ভালো লেগেছে।
@muklesrahman63622 жыл бұрын
কি নজরুল,কি রবীন্দ্র,কি আধুনিক !!! দিদি তোমার কন্ঠে মধু ঝড়ে । নজরুলকে এ গানে তুমি নতুন করে চেনালে !!
@SarojiniGhoshMusic2 жыл бұрын
Dhanyabad 😊 🙏
@kamalghosh62203 жыл бұрын
অপূর্ব দরদী গলা, নজরুল গীতি আপনার এতো ভালো লাগে যে বলার ভাষা নেই!👌👌👌👌👌
@tarakeswarroy16543 жыл бұрын
Darun Laglo Thanks.
@shyamalkantichatterjee6193 жыл бұрын
Ecstatic
@Sankhachiil Жыл бұрын
গতকাল বাউলগানের অনুষ্ঠানে যায়। সেখানে যন্ত্রসঙ্গীতের দাপটে গায়কের কণ্ঠ হারিয়ে গেলো ।সেই অভিজ্ঞ্তা থেকে বলছি সরোজিনীর এই হারমোনিয়াম ও তবলা সঙ্গতে গানে এক প্রশান্তি খুঁজে পায় আর যন্ত্র দানবের যন্ত্রণা হতে মুক্তি পাই ।বারে বারে বাংলা গানের স্বর্ণযুগে ফিরে যাই ।
@SarojiniGhoshMusic Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@sanjibjana86293 жыл бұрын
খুবই সুন্দর কণ্ঠ আপনার, গানটা শুনে খুবই ভালো লাগলো , ধন্যবাদ আপনাকে
@santoshroy72222 жыл бұрын
স্কুল ও কলেজ জীবনে অন্য শিল্পীর কন্ঠে কন্ঠ মেলানোর চেষ্টা করতাম। দিদির গান শুনে সে সব দিনের মধুর স্মৃতি মানসপটে ছবির মত ভেসে উঠে।
@SarojiniGhoshMusic2 жыл бұрын
Thank you 😊
@manikpodder8393 жыл бұрын
মিষ্টি মধুর সুরালো কণ্ঠে গাওয়া গানটি পর পর তিন বার শুনলাম মা জননী। আপনার গান শুনে মনটা আনন্দে ভরে যায়।
@dipdebnath27542 жыл бұрын
@@joykrishnaadhikary1730 রত্না মুখার্জী।পূর্ব বর্ধমান।আমি তোমার গান শুনে মুগ্ধ।!আমার অনেক আশীর্বাদ রইলো আমি তোমার মায়ের মত। যখনই মন খারাপ হয় ।তোমার গান শুনলে মনভালো হয়ে যায়।
such a devotional tone a pure gift of the Almighty.
@hhdhdh90704 жыл бұрын
গানটি অনেক কঠিন তবুও আপু দারুন গাইছে,ধন্যবাদ আপুকে।
@SudhirranjanSarkar-f1x6 ай бұрын
বাঃকি অসাধারণ গাহিলেন দিদি আরও শুনতে চাই ❤❤❤❤❤❤
@shikhachoudhury95223 жыл бұрын
আপনার মধুর কন্ঠের গান শুনলে পরে আমি ভাষা হারিয়ে ফেলি কি যে লিখব ভেবে পাই না ।এতই হৃদয় স্পর্শ করে অবশ করে ফেলে ।
@kumkummitra39613 жыл бұрын
Darun.... Khub mishti voice. mon bhore galo..
@learn2fun1263 жыл бұрын
@@kumkummitra3961 khu
@arunsamanta69653 жыл бұрын
Very nice
@rojinaroji12303 жыл бұрын
ইউটিউব ঘাটতে ঘাটতে এই চ্যানেল টি চোখে পড়লো।এরপর প্রেমে পড়ে গেলাম।যত বাদ্যযন্ত্র ই পৃথিবীতে থাকুক না কেন আমার এই হারমোনিয়াম আর তবলা-ই ভালো লাগে। এর সাথে আমার শৈশব এর সম্পর্ক আছে। মনে হয় খুব আপন কাউকে শুনছি। বাংলাদেশ থেকে আপনার জন্য ভালোবাসা রইলো।
@SarojiniGhoshMusic3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
@rafiqueahamed69414 жыл бұрын
I am a non bangali man but academically I learned Bangla... I apprehend this song..... Basically many singer's sungs with so many different notes which distorted the basic version of the song... this song is so worthy to them who acknowledged NOZRUL as philosopher of bangali literature... I think u did the same.. which is all the singer done before...
@chandramamukherjee18663 жыл бұрын
Apurbo laglo, darun darun gaan shuney mon bhore jai, Shilpi k janai onek shubhechha 🌹🌹
@RunaRoy-xx5cn4 жыл бұрын
খুব সুন্দর খুব সুন্দর যেমন মিষ্টি দেখতে তেমনি গলা খুব ভালো লাগল আরও বেশি গান শুনতে চাই
আপনি ভালো মানের মানুষ,তাই আপনার কণ্ঠ এতো সুন্দর এবং আকর্ষণীয়। মধুর কণ্ঠে গান শুনতে আমার সব সময়ই প্রান চায়।
@sushilbarman46662 жыл бұрын
Didi apanar gayaki man kere ney.valothakben.
@schakraborty36893 жыл бұрын
অসাধারণ! মহানকবি তথা সঙ্গীত সাধক নজরুল ইসলামের হৃদয় যেন নিবিড় প্রেম ও অহৈতুকী ভক্তির এক পবিত্র অমর্ত্য রূপ। তাঁর অক্ষয় সৃষ্টির প্রতি সরোজিনীর যথার্থ মর্যাদা প্রদান মহান নজরুলের প্রতি প্রকৃত সম্মাননা 🙏🙏
@DeepakKumar-iy1ti2 жыл бұрын
দিদি এই গানটা যে শুনতে কত ভালো লাগলো আর সাধারনত অনেকবার শুনেছি কিন্তু আপনার মুখে অনেক ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ 👍👍🙏🙏
@dayamoypramanik36512 жыл бұрын
খুব সুন্দর
@rajkumarghosal29932 жыл бұрын
🙏🙏
@AbdulHakim-hf1it2 жыл бұрын
এস চক্রবর্তীর নজরুল গীতির মন্তব্য মুগ্ধকর, নজরুলের প্রতি ভালোবাসা বাড়ায় উত্তরোত্তর। পশ্চিমবঙ্গ বীরভূম
@dipalidhara5764 жыл бұрын
অপূর্ব.....অপূর্ব.......। অসাধারণ...... আর কোন কথা হবে না ।আমার ব্যক্তি গত ভাবে বলব এই গান টিতে যেখানে যেভাবে যতটুকু সুর দেওয়ার বা লাগাবার শিল্পী ঠিক ততটুকুই উজাড় করে দিয়েছেন।আর শিল্পীর কণ্ঠস্বর আমাকে মোহিত করেছে। ধন্যবাদ...।
@SarojiniGhoshMusic4 жыл бұрын
অনেক ধন্যবাদ
@dipalidhara5764 жыл бұрын
আমার একটি ছোট্ট অনুরোধ... যদি সম্ভব হয় তাহলে বিশিষ্ঠ নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগম এর গাওয়া "লাগুক দোলা আমার গানে তোমার প্রাণে ভোলা পথে পথিক হে মোর" এই গানটি আপনার কণ্ঠে শোনা র বড় ইচ্ছা।সম্ভবত এটি আধুনিক গান।
@runuhalder1089Ай бұрын
মন ভরে গেল।
@sandipmondal92554 жыл бұрын
একজন সুসম্পূর্ন নারী, আহা কি মধুর কন্ঠো. হঠাৎ কাছে মৃত্যু উপস্থিত হলে আমি শেষ ইচ্ছা হিসেবে আপনারি গান শুনতে চাই; আপনি শতশত বচ্ছর বেচে থাকুন অনুভূতি ও অন্তর রুপ দানময়ী দেবী! {গানের সুরভী ও পরিবেশনা অনবদ্য}
@nitamayee78443 жыл бұрын
খুব ভালো লাগছে প্রত্যেকটা গান🙏🏾 অসাধারণ অনবদ্য🙏🏾
@youknowme81833 жыл бұрын
Odinari
@subratamukherjee10932 жыл бұрын
ঠিক বলেছেন আপনি
@lastqueen66152 жыл бұрын
Kanai.pal Very.sweet
@sandipmondal9255 Жыл бұрын
ধন্যবাদ
@mijanurrahaman36473 жыл бұрын
এই গান শুনতে শুনতে হারিয়ে গেলাম, যেমন মিষ্টি দেখতে, তেমনি গলা, খুব ভালো লাগল, আরও বেশি গান শুনতে চাই অপূর্ব গেয়েছেন ।
আপনার মনটা খুব সুন্দর তাই কণ্ঠ থেকে যাই উৎসারিত হয় সেটা অনবদ্য হয়ে ওঠে। একনিষ্ঠ হয়ে শুনলাম, আহা!
@gayatriganguly80833 жыл бұрын
. অপুর্ব।
@jharnachampaty57323 жыл бұрын
Very good
@iladas41617 ай бұрын
দারুন শুনলাম❤❤
@mostafakamal75084 жыл бұрын
অনেক অনেক শুভ কামনা রইল দিদিমণি। আপনার অসাধারন গায়কীর জন্য। নজরুল সঙ্গীত আপনাকে অনেকদুর নিয়ে যাবে।
@payratv75083 жыл бұрын
0000
@papiatarafder9103 ай бұрын
Sundor ,apurbo, ki gaile di,satyi ami apluto hoye gechi❤️❤️❤️❤️
@babitachakraborty79144 жыл бұрын
দিদিভাই, আমার বিশ্বাস- একজন ভালো মানুষই এমন ভালো কাজ করতে পারেন-যে কাজটাই তার পরিচয়,শ্রোতা বন্ধুরা তার সেই পরিচয়ের নিরীখেই তাকে ভালোবাসে। আমাদের পথপ্রদর্শক কবিরা আমাদের সব কথাই গানে কবিতায় বলে গেছেন- কোনো অনুভূতিই যেন বাদ পড়েনি, তাই বলি গায়ীকা👌 ব্যতীত গান 👍ভালো বাসার দখল নিতেতো পারেনা ।🙏❤️🙏
@swarupsarkhel21463 жыл бұрын
Durdharso Kontho , sei Rakom tobla, tarsonge gayoki. Darun didibhay.
@Visible-k1c4 жыл бұрын
...বনের পাখীরে কে চিনে রাখে গান হলে অবসান...!! নজরুলের এই গানটি আপনি চমৎকার গেয়েছেন!! দিদি শুভকামনা রইল!!
সত্যি আপনি খুব অতুলনীয় সীমাহীন ছায়ায় পরিপূর্ণ মানুষ,,,🙏🙏
@ustadali828011 ай бұрын
অপূর্ব তোমার গান। Dear sister তোমার গান আমি সব সময় শুনি। তুমি নজরুল গীতির বড় শিল্পী হবে।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dilipkumarbera85653 жыл бұрын
একেবারে তনুমনপ্রাণ দিয়ে গাইছেন।আহা!
@shilpibaidya93093 жыл бұрын
খুব খুব সুন্দর আর খুব মিষ্টি গানের গলা দিদি তোমার ❤আমার অনেক পছন্দের গান.আমার যখন মন খারাপ হয় তখন গান টা গাই আর দু 'চোখ দিয়ে জল গড়িয়ে পরে. ভালো থেকো. ❤️U
@NASIRUDDINSHEK-r3c10 ай бұрын
দিদিভাই আপনার সুমধুর কণ্ঠে অপূর্ব লাগছে এই নজরুলগীতি,
@purnimaphaujdar5787 Жыл бұрын
গানের সাথে সাথে না দেখা বোনটিকেও যে ভীষণ ভালোবেসে ফেলেছি । গতকাল হতে মনটা খুব খারাপ হয়েছিল তোমার চ্যানেলটি না পেয়ে , বাপরে খুব খুব আনন্দ হচ্ছে এখন । অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাই 🎉🎉
@SarojiniGhoshMusic Жыл бұрын
🥰🥰🥰🥰
@s.p.banerjee2033 жыл бұрын
Expression, pronunciation and sweet voice charmed me most. Wish her speedy progress in this line--- S.P.Banerjee chuchura.