ছোট বেলা থেকে এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি....তারপরও এই গান গুলোর প্রতি আগ্রহ একটুকু ও কমেনি,এসব গান অমর চির অম্লান,এই গান গুলো গুনে শৈশবের স্মৃতি রোমন্থন করি আর হারিয়ে যাই হারানো দিনে।
@MdAbdusSalam-eg9ro10 ай бұрын
গানের কথা আর গায়কের সকল অনুভূতি একাকার হয়ে যায় তখন তা কালজয়ী শিল্পে পরিণত হয়। এখানেও তাই হয়েছে। salute মুজিব!
@mimobile33313 ай бұрын
মণমভঢ়মমমমমযমভমভভমযমমমমমমমমভমমমতমমমঢ়ভণভভমভভভভভমমমঢ়মমভভঢ়মৌ ও
@AhrarTahmid2 ай бұрын
Amar rokto🎉
@md.amanatalikhan92929 ай бұрын
আজ থেকে ৩০ বছর আগে গানগুলো শুনতাম, এখনও মাঝে মাঝে শুনি- যখনই শুনি ছোট বেলার অনেক স্মৃতি গানগুলির ভিতরে খুঁজে পাই।
@khandakershahalam80742 жыл бұрын
সারা রাত অপেক্ষায় থাকতাম কখন মুজিব পরদেশী কালজয়ী গানগুলো বেজে উঠবে। রাত ১১-১২ টার মধ্যে বেজে উঠতো সে কাঙ্ক্ষিত গানগুলো। বিয়ে কিংবা মুসলমানির অনুষ্ঠানে বেশি বেশি ওর গানগুলো টেপরেকর্ডে বাজানো হতো। সত্যিই মনকাড়ানো,হৃদয় নিংড়ানো, হৃদয়ষ্পর্সী ৭৮-৭৯ সাল থেকে আজো মানুষের হৃদয় জয় করে নিয়েছে। ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাই যে ভাই গানগুলো সুস্যাল মিডিয়ায় প্রচার করার জন্য।
@superonal63082 жыл бұрын
আমরা ছোট বেলায় হাট বাজারে গেলে এই গান গুলি খুব সুনতাম বেজে উঠেছে খুব ভালো লাগতো, খুব মিস করি, গান গুলি এখনো সুনলে মনে হয় শৈশবে পিরে যাই
@md.sharifulislam2923 Жыл бұрын
❤❤
@Shamim-ue9jf Жыл бұрын
আপনার কমেন্টেসে বুকটা কেপে উঠলো....
@SharminAkter-uz8ty Жыл бұрын
Thik bolesen. Beay barity. Basi colcilo. Say somy. Amaro. Preo gan. Cilo. Akono ase. Kito. Amer. . razz. O. Zanen@.. Ami akly sooni
@hanifali267910 ай бұрын
@@@superonal6308
@ranjandebnath3052 Жыл бұрын
আমার খুব পছন্দের শিল্পি .. আমি যত দিন বাচঁবো তত দিন এই গানগুলো শুনবো । ধন্যবাদ
@tapannath231910 ай бұрын
অসাধারণ পরিবেশনা,, ৮০ সাল হতে অদ্যবধি শুনি নিয়মিত।। স্যালুট মুজিব পরদেশী,, আপনার সবার হ্নদয়ে স্থান করে নিয়েছেন।। ✍️✍️🥰🥰🎁🎁🙏🙏
@MdRahamot-y1b3 ай бұрын
❤❤❤❤❤
@nurlhussan47682 жыл бұрын
ছোট বেলায় হয়তে শুনতেছি আজ অবদি 35 -37 বছরের কম নয় ধন্যবাদ মুজিব পরদেশী এবং অপলোড ম্যান কে
@litonbgdnewstv57522 жыл бұрын
ok
@asitsarkar7102 Жыл бұрын
X@@litonbgdnewstv5752
@FORIDAHMED-vi6sy5 ай бұрын
ধন্যবাদ
@MdRahamot-y1b3 ай бұрын
ওকে ভালো লাগছে গানটা অনেক সুন্দর গান 10 দশটা গান❤❤❤❤❤❤না অনেক ভালো লাগছে
@masumali653514 күн бұрын
Pllp
@shahanchowdhury92113 жыл бұрын
তখন হাইস্কুলে পড়ি । ১৯৮৬/১৯৮৭ সাল হবে।স্কুলে যাওয়ার রাস্তায় এক দোকানে বাঁজতো... আমি দাডিয়ে থাকতাম গানগুলি শুনার জন্য। কি সময় ছিলো ! কি দিন ছিলো!! কোথায় হারালো সেই স্বর্নালী দিন গুলি। ধন্যবাদ গানগুলি আপলোড করার জন্য ।
@রিয়াজুলরাজাখালী-ফ১খ3 жыл бұрын
আমিও,দাদা।
@mohbubmiah9553 жыл бұрын
That time I was in London 16/17 years old.
@rehanasharif11493 жыл бұрын
@@mohbubmiah955 a
@abdulalim15133 жыл бұрын
00
@swapankarmakar31372 жыл бұрын
Right 💖
@MegnathBiswas-g3n Жыл бұрын
আমি,ছোট বেলায় আমার,জামাই একটা কেচেট,ছিলো আমি মুজিব পরদেশী গান,খুব মনদেয়া শুনতাম এখনো এ-ই গান সুনি,স্যার,কে,,অনেক অনেক ধ্যনোবাদ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GolamRahman-l3v Жыл бұрын
Amar boro apur shamir kaset silo Ooy kaset a koto bar je sunsi tokhon thake valo laga suru
@azharulislam11319 ай бұрын
আপনার রুচির প্রংশসা করতে হয়
@amranpathan2497 Жыл бұрын
চির অমর,,,কোটি কোটি ভক্তের মনে আজীবন বেঁচে আছেন মুজিব পরদেশী,,, সেই হাইস্কুল লাইফে সারারাত ছলতো আমার রুমে,,, আর অনেক দিন পরে আজ ইউটিউবে একটু গান শুনতে ডুকেই সেই গান গুলো শুনলাম,,, সেই অতীতের অনেক স্মৃতি মিশে আছে,, ধন্যবাদ ভাইChenasur
@nirmalendubiswas12712 жыл бұрын
সুমধুর কন্ঠস্বর, সাবলীল গায়কী আবেদন এবং সরল প্রাঞ্জল ভাষায় অনবদ্য সঙ্গীত সকলের মন আপ্লুত করে।যন্ত্রসঙ্গীতের আতিসয্য ব্যাতিত গানের বাণী উপলব্ধি করতে অসুবিধা হয়না। বহুদিন পর শুনে খুব ভালো লাগলো।যিনি ইউটিউবে আপলোড করেছেন তাকে অনেক ধন্যবাদ
@firozislam3539 Жыл бұрын
@
@shafikislam6213 Жыл бұрын
গান শুনতে শুনতে যত গুলো কমেন্ট পড়লাম তাতে আমার অনুভূতি বুঝিয়ে দিলো সবার মনটা প্রায় এক যায়গায় গিয়ে মিলে গেছে আর তা হচ্ছে ফিরে যেতে না পারা সোনালী অতীত আর বর্তমানে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজে বের করা প্রতিটি কথার অর্থ যা বুকের মাঝখানে জমে থাকা কষ্টটাকে চোখের জলে ধুয়ে আবেগে ভাসিয়ে দিয়ে যায়। যুগ যুগ ধরে এভাবেই ভারাক্রান্ত মনকে হালকা করে দিয়ে অমর হয়ে থাকবে প্রিয় মুজিব পরদেশির আকুল করা গান।
@abdulmutaleb9679 Жыл бұрын
P
@biprojitgaming1138 Жыл бұрын
0
@Sonya-rv4xe Жыл бұрын
😢😢😢😢😢😢❤
@rubelmiah340 Жыл бұрын
❤
@fardousibegum279 Жыл бұрын
P+
@ShikotAhmed Жыл бұрын
১৯৯৯ সনে আমি কেবল প্রাইমারী তে পঞ্চম শ্রেণীতে পড়ি,,তখন বাসা থেকে স্কুলের টিফিনের টাকা জমিয়ে সেটা দিয়ে এই এ্যালবাম টা কিনি মাত্র ২০টাকা দিয়ে...এবং কতবার যে শুনেছি তার হিসেব নেই।এবং আমি খুব ইমোশনাল মানুষ ছিলাম সেই গান গুলো শুনে কখনো কান্না করেছি, আবার কখনো কারো প্রেমে পরেছি,যখন বিচ্ছেদ হয়েছে তখন আরও বেশী বেশী শুনতাম,আর চোখের জ্বল গড়িয়ে পরতো, এই গান গুলো আমার জীবনের সৃতি জুড়ে এখন আধুনিক যুগে এসে ইউটিউবে শুনছি.. মুজিব পরদেশী সারাজীবন দর্শকের হৃদয়ে জায়গা করে আছে থাকবে.❤❤
@md.raselmia69908 ай бұрын
1999 amio class five pori
@MdShohel-pb4lq7 ай бұрын
ছোট বেলার কথা মনে পড়ে গেল ❤
@omarfarukali60922 жыл бұрын
আমি এই গান গুলো শুনতাম 96 সালে আমার সব গান গুলো ভালো লাগে। সব সময় ভালো লাগে মর্জিব পরদেশীর গান।
@imranhossian93782 ай бұрын
আমি 1990 সাল থেকে এই গানগুলি শুনি এখনো মন প্রাণ জুড়ায় যায় গানগুলি শুনলে
@MDSiamhossain512 Жыл бұрын
ভালো লাগলো অনেক দিন এ গান শুনি নাই। ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে
@MisMuslima-lx3rl Жыл бұрын
এক কথাই অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে আমার পছন্দের মানুষের মুজিব পরদেশী দোয়া রহিলো আপনার জন্য
@md.amanatalikhan92922 жыл бұрын
এই গানগুলি 1995-2000 সালের দিকে বেশি শুনতাম, এখনও শুনি। তবে আগের যুগে শুনলে যতটুকু আনন্দ পেতাম, বর্তমান শুনলে আনন্দের চেয়েও কষ্ট পাই বেশি, অতীতের স্মৃতি মনে পড়ে পড়ে।
@bakkarali35842 жыл бұрын
A
@sajjadmolla81512 жыл бұрын
@@bakkarali3584 p
@JamalUddin-wg2nm2 жыл бұрын
Ok no
@yusufbokul6756 Жыл бұрын
মুজিব পরদেশী আমার পৃিয় শিল্পী। তাঁর জন্য দোয়া ও শুভকামনা রইল অনন্ত অসীম।
সত্যি ই একজন কালজয়ী শিল্পী ছিলেন বাংলার মাটিতে!! অসাধারণ কণ্ঠস্বর, ভঙ্গিমা!!
@jahangirkabirjk1912Күн бұрын
কালজয়ী সব গান। শুনতে শুনতে সমস্ত ঘুম চলে গেছে। আহা কি কন্ঠ! সেই শৈশবে বাবার কন্ঠে শোনা, এখন আমি বড় হয়ে শুনছি আর অতীতে ফিরে যাচ্ছি। মনে হচ্ছে সারা দুনিয়ায় মুজিব পরদেশী আর একটাও নাই, আর হয়তো কখনোই এমন একজন শিল্পী পৃথিবীতে আসবেনা। শ্রদ্ধা হে অমর প্রিয় শিল্পী।
@trokibprodhan800210 ай бұрын
বাংলাদেশের কিংবদন্তি শিল্পী মুজিব পরদেশী স্যারের সবগুলো গানের মধ্যে আলাদা একটা ভাব আছে 🥰❤️🥀
@JahidulIslamSajon9 ай бұрын
ছোট বেলা থেকে শুনে আসছি যত শুনি ততোই ভালো লাগে।এ গান গুলো কখনও পুরাতন হবে না। কমেন্ট করে সৃতি রেখে গেলাম ২০৫০ সালের জন্য। ২০২৪ সালে।
@borunthankssirchowdhury701 Жыл бұрын
অতীতের গান সত্যি অসাধারণ। যতই নতুন নতুন গান আসুক এ জগতে পুরোনো গানের মতো গান হতে পারে না।
@abhijitbarik2671 Жыл бұрын
অনেক ভাল লাগে আমার গান গুলা সুনতে 😊
@siddikurrahman667011 ай бұрын
সম্ভবত, ৯৩ ৯৪ সালে, যখন থ্রি ফোরে পড়ি, তখন আমার বড় ভাইয়ের ক্যাসেট প্লেয়ারে এই গান গুলো শুনতাম। এখনো আগের মতোই শুনি। সেইসব সোনালি দিনে ফিরে যাই।
@masudali1452 жыл бұрын
আগেকার গীতিকার, সুরকার ও শিল্পী সবাই অনেক ভালো ছিলেন, তাইতো এমন অমর গান সৃষ্টি করা সম্ভব হয়েছিলো। ধন্যবাদ এই ক্যাসেট সংশ্লিষ্ট সবাইকে।
@ashutoshsarkar9145 Жыл бұрын
L
@AminaKhatun-t4u7 ай бұрын
Q
@golamrabbani49097 ай бұрын
আজ থেকে ৩০ বছর আগে রেডিও তে গানগুলো শুনতাম, এখনও মাঝে মাঝে শুনি- যখনই শুনি ছোট বেলার অনেক স্মৃতি গানগুলির ভিতরে খুঁজে পাই। আসলে বাস্তবতার সাথে মিলে রয়েছে গান গুলো। 2 Reply
@joes8028 Жыл бұрын
এই গান ছোট বেলায় দেখিছি আমার আব্বা শুনতো, তারপর আমার বড় ভাই শুনেছে, এরপর আমার মেজো ভাইকে শুনতে দেখিছি এবং এখন আমি শুনি।
@muhammadyousufyousuf40765 ай бұрын
অসাধারণ গান সালের সাল চলে যাবে মুজিবের গান রয়ে যাবে আজীবন ❤❤
আব্দুল আলীমের পর বাংলাদেশের বাঙালিদের মনের মনিকোঠায় মুজিব পরদেশীর গানের মত এতটা আলোড়ন অন্য কোনো শিল্পীর গান সর্ব স্তরের জনসাধারণের মধ্যে আলোড়ন তুলতে পা্রেনি বলেই আমার বিশ্বাস। শিল্পীর মঙ্গল কামনা করছি।
@ranujbiswas3350 Жыл бұрын
সত্তী হৃদয়,আবেগিক হয়ে পড়েচি কিছু সময় জন্য,মুজিব পঢ়দেশী জনাব কে ধন্যবাদ জ্ঞাপন কৰলাম ,(আসাম)
@NafiIslam-l2d9 ай бұрын
ধন্যবাদ জানাই হে ভারতীয় ❤❤❤🇨🇮🇧🇩
@Kazishamsurnur19 күн бұрын
❤❤❤
@jahangirkabirjk1912Күн бұрын
কত শত শিল্পী বাংলা গানে, কিন্তু মুজিব পরদেশীর মত আমার হৃদয়ে একজনও দাগ কাটতে পারেনি। গান তো নয় যেন সমস্ত আবেগ আর অনুভূতির মিশ্রণে একটা অমর প্রেমের গল্প।
@ashraflukman47268 ай бұрын
মজিব পরদেশীর স্যারের এই গান গুলি সবার মনে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন
@mdzoinalabdin15263 жыл бұрын
এমন দরদী কন্ঠ একশো বছরেও পুরনো হবে না! নিরন্তর ভালোবাসা... প্রিয় মুজিব পারদেশী
@jaharakuwait99606 ай бұрын
আমি ছোট বেলায় থেকে বিগত ৪৮ বছর পযর্ন্ত শুনতেছি মুজিব পরদেশি গান
@FoyjunNesa-d5x4 ай бұрын
গানের কথাগুলো সবাই কিন্তু আবার বুঝতে চায় না বুঝেও না আমি যদিও বেশি শুনি নাই তবুও আমার খুব ভালো লাগে মন খারাপ লাগলেই শুনি
@forhadshaikh-gv9gw4 ай бұрын
3q@@FoyjunNesa-d5x
@all_munem..82993 ай бұрын
22:19 😮 22:38 @@FoyjunNesa-d5x
@all_munem..82993 ай бұрын
@@FoyjunNesa-d5x😊
@mossadakali8132 Жыл бұрын
অসাধারণ কন্ঠ ও বাস্তব কথা সুরে সুরে বলার জন্য ধন্যবাদ
@kmkamrulhasan6119 Жыл бұрын
তথাকথিত শিল্পীদের ভীড়ে আধুনিক শিল্পীদের কাতারে মুজিব পরদেশী স্থান না পেলেও কোটি বাংগালীদের কাছে সেরা শিল্পী হয়ে থাকবে। রাস্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া উচিত তার।
@hmmehedi6501 Жыл бұрын
Right
@kabirpaluan1911 Жыл бұрын
এই গান গুলো শুনলে সেই সোনালী অতীতের কথা স্বরণ করিয়ে দেয়। এই গান গুলো কখনো পুরানো হবে না। এই গান গুলো শুনলে হৃদয়ে লাগে। গান গুলি খুব অর্থ বহ। সবার জন্য রইলো দোয়া ও শুভকামনা।
@mdsaroaralom6799 Жыл бұрын
নববই দশকে শুনতাম ঐ সময়ের বেনডসংগিত ও মজিবপরদেশির গান এখন শুনলে সেই দিন গুলিকে অনেক বেশি মিস করি
@mdmijanurrahman85763 жыл бұрын
একটা সময় ছিল যখন বড়দের পাশে বসে এই গান গুলো শুনতাম এবং অল্প অল্প অনুভব করতে পারতাম যে বড়রা এই গান শুনে কত মজা পাইতো!!! আমার মনে এই রকম দরদ ভরা কন্ঠ,সুর ও কথা আর হবেনা, যেমন গীতিকার তেমন কন্ঠ শিল্পী, বর্তমান যুগের এবং নতুন প্রজন্মের dj ছেলে মেয়ে গুলো চরমভাবে মিছ করবে এই গান গুলি।
@johirhasan20052 жыл бұрын
Iii
@salamsaykh86682 жыл бұрын
3xxx
@mohammadjoni5834 Жыл бұрын
অসাধারণ। এইগানগুলি কখনোই পুরনো হয়না,যখন শুনি তখনই ভাল লাগে,কখনোই মনে হয়না পুরনো।আগের গানগুলি অর্থবহ্। ধন্যবাদ শিল্পী কে
@zahidulmolla510 Жыл бұрын
😊
@hasanuzzaman6718 Жыл бұрын
অপুর্ব! শিল্পীর হৃদয় উজার করা গান দরদী কন্ঠ। শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা।
@pobonpobon77763 жыл бұрын
মুজিব পরদেশী আমার প্রিয় শিল্পী। এই শিল্পীর গান শুনলেই বিচিত্র ও বৈচিত্রপূর্ণ শৈশবের ছন্দময় অধ্যায়গুলো ধ্রুবতারার মতো জ্বলজ্বল করে।।
@salmaislam14913 жыл бұрын
Very nice 👍👍👍
@nikhilakash24762 жыл бұрын
একদম ঠিক বলেছেন ভাই
@emsisshafiq80043 жыл бұрын
সেই ছোট বেলায় দেখতাম এসব গান টেপ রেকর্ডার এ বাজানো হত অসাধারণ।
@safaeducarehome3 ай бұрын
অসাধারণ পরিবেশনা,, ৮০ সাল হতে অদ্যবধি শুনি নিয়মিত।। স্যালুট মুজিব পরদেশী,, আপনার সবার হ্নদয়ে স্থান করে নিয়েছেন।।
@rabiladalbot6364 Жыл бұрын
অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইলো
@rukonchowdhury95796 ай бұрын
সেই স্কুল- কলেজ জমানা থেকে আজও বৃদ্ধ বয়সেও প্রবাসে বসে গান গুলি শুনি ভাল লাগে।মুজিব পরদেশীর প্রতি অনেক অনেক শ্রদ্ধা।
@JahangirAlam-bh9zo2 жыл бұрын
গান গুলো শুনতেছি,আর ভাবছি, কমেন্ট গুলো একটু পড়ি।পড়ে দেখি,পাগল আমি একা নই।আমার মতো আরও অনেকেই।আমার মতো পাগলদের দলে যোগ দিলাম। সব পাগলাদের আন্তরিক ধন্যবাদ।
@kalpanaroy4856 Жыл бұрын
BB r
@MdsahaAllom-t6c Жыл бұрын
@@kalpanaroy48563
@jahidhasanalamin9962 жыл бұрын
ছোটবেলা টেপরেকর্ডারে বাবার সাথে বসে শুনতাম আহা! কি মধুর স্মৃতিগুলো মনে পড়ে গেল গান গুলো শুনে💖
@SumonSumon-uh7sj Жыл бұрын
আমিও
@imrulkayes9992 Жыл бұрын
ভাই সেইম আমিও বাবার সাতে বসে শুনতাম ওনার গান শুনলেই বাবার কথা মনে পড়ে যায় 😢😢
@dipakbiswas5914 Жыл бұрын
গানের ডিটেইল দেয়ার জন্য ধন্যবাদ। অসাধারন গান।❤❤❤❤
@rakibabdur23342 жыл бұрын
গানগুলো শুনলে, ছোট বেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়।
@ayanbossayanbass1368 Жыл бұрын
m. I 🔃😊
@shamal.76kar2 жыл бұрын
মুজিব পরদেশি র গান শুনলে শৈশবের কথা মনে পড়ে।সেই সময়ে স্টুডিওতে ভালো কোন মিউজিক ছিলো না।তিনি জীবনমুখি গান,কালজয়ী গান গেয়ে আমাদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি ভক্ত হৃদয়ে চির অমর অম্লান হয়ে থাকবেন।
@SharminAkter-uz8ty Жыл бұрын
Ter zono doiya koiran
@ShantiAkter025 ай бұрын
পৃথিবী যতদিন থাকবে ঠিক ততদিন এগুলো গান অমর হয়ে থাকবে মজিদ পরদেশীর গান গুলো শুনলে আমার দাদার কথা মনে পড়ে যায় ক্যাসেটে সে এগুলা গালি শুনতো😢😢
@yousufjournalist9072 жыл бұрын
এই গানগুলো থেকে যাবে শৈশব কৈশোর যৌবন বৃদ্ধকালের সৃতি নিয়ে সকল শ্রেনীর মানুষের জন্য" আহ কি চমৎকার গান
@SaydulAlam-cd9ju Жыл бұрын
😊
@SaydulAlam-cd9ju Жыл бұрын
😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p0ppppppp0p0p0😊😊😊😊😊😊😊😊😊😊😊
@IfIf-xl4rd Жыл бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤
@prodipkumarbiswas8855 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤️ হরে কৃষ্ণ ❤️🙏🏻🙏🏻🙏🏻 বর্তমানের ডিজিটাল গানের চাইতে কোটি গুণ ভালো গান।যার কোন তুলনা হয় না।এসব গান শুনলে মনে হয়,আমি এখনো সেই রেকর্ডে মাইকে গান গুলো শুনছি।
@fulchanali5273 Жыл бұрын
L
@RakibKhan-ke4lo Жыл бұрын
@@fulchanali5273 bad
@ফিরেফিরেআসি2 жыл бұрын
শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখাবার তাওতো মা তুমি দেখা করো না।ওহ্ 😥😥 এই লাইনটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
@Afnan32992 жыл бұрын
আমার ও কান্না চলে আসছে। জেলখানায় গিয়েছিলাম। আর আমার বাড়ি নোয়াখালী মাস্টার্স কমপ্লিট। মা বাবা নেই
@rashedyaqub78602 жыл бұрын
৩৫ বছর মানে ১৯৮৭- ৮৮ তে প্রথম পরদেশিকে শুনেছি। মানুসের অর্ধেক জীবন চলেগেছে কিন্তু গান এখনও তেমনই আছে। আমিও হয়তো গত হয়ে যাবো। আমার কমেণ্ট রয়ে যাবে।
ছোটবেলায় দেখতাম বাবায় নিয়মিত শুনতো গানগুলো, সেই স্মৃতিচারণ করতে গিয়ে নিজেও শুনি ভালো লাগে গানগুলো আজও
@bayazidshekh16733 жыл бұрын
সত্যি বলতে আমি মুহূর্তে জন্য আমার ভিতর থেকে নিজেকে হারিয়ে ফেলি যত খন আপনার কন্ঠে প্রতিধ্বনিত সুরে গেয়ে যাওয়া গান শুনি
@MdRazu-fg7ti5 ай бұрын
আমার জীবনের একটি স্মরণীয় স্মৃতি ১৯৮৮ কিংবা ৮৯ সালের দিকে প্রথম একটি বিয়ে বাড়িতে এই গান শুনেছিলাম তখন শিল্পীকে ক্যাসেটের নাম কি কিছুই জানতাম না অনেকদিন পর আবার রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় রাস্তার পাশে খাল দিয়ে একটি নৌকা যাচ্ছিল নৌকার ভিতর মজিব পরদেশী স্যারের এই ক্যাসেটটি চলছিল তখন নৌকার পিছনে পিছনে কখনো দৌড়িয়ে কখনো দ্রুত হেঁটে হেঁটে স্যারের ক্যাসেটের এই গানগুলো শুনছিলাম সেই থেকে যত শুনি তত বারে শুনতে শুধু ইচ্ছেই করে আজও এই গানগুলি শুনি শুনলেই পুরনো দিনের কথাগুলি স্মৃতিতে ভেসে ওঠে কালজয়ী এই গানগুলি পৃথিবী যতদিন আছে ততদিন অমর হয়ে থাকবে স্যালুট জানাই মুজিব পরদেশী স্যারকে
@শিমুমেহজাবিন7 ай бұрын
প্রাণ জুড়িয়ে গেলো গানগুলো শুনে এবং কমেন্ট পরে আরো বেশি ভালো লাগলো
@mehedimolla26602 жыл бұрын
গান গুলো আসলে কলিজায় লাগে কারণ বর্তমান সমাজের মানুষ চেনা বোরো কষ্ট কারণ সবাই যার যার সোন্দর ব্যাবহার এর মধ্য janoar রূপ টি লোকিয়া রাকে যা বোঝা যাই না
@abubqkkarsiqqik2520 Жыл бұрын
😊
@MdMasud-ew4oo Жыл бұрын
মোঃ মাসুদুর রহমান মাসুদ
@anikali7931 Жыл бұрын
😊োোোোোো
@MdAmir-ip7pj Жыл бұрын
।।নদতমসতদ
@saifulislam64584 ай бұрын
মুজিব পরদেশী গান, আমার এতো ভালো লাগে বলার মতো, এই গান গুলাতে মনে হচ্ছে নির বেজাল,কোন বেজাল নায়,,,আর কিচু শিখার আচে
@ShakilMia-h4c Жыл бұрын
সৃতি রেখে গেলাম এই গানটি যে শুনবে এসে আমার কমেন্ট টা দেখবে ❤
@mohammadselimraja923110 ай бұрын
❤❤❤
@sanjidasompa21013 жыл бұрын
ছোটোবেলা গানগুলো বাবার সাথে বসে শুনতাম,,বাবা আমায় কোলে করে বলতো মা কয়েকটা গান শুনাওতো,,আহ্ সেই দিনগুলোতে আবার যদি ফিরে যেতে পারতাম😭😭😭
@mamummahamud14573 жыл бұрын
হুম
@farhannadimin62533 жыл бұрын
ন,,@@mamummahamud1457 ,,,, g,D
@raiyanrai93873 жыл бұрын
@@mamummahamud1457 llllllĺ
@jubayerahamed35033 жыл бұрын
@@mamummahamud1457 0
@mdrasel-fe2wj3 жыл бұрын
nice
@hossainchistehossainchiste1853 Жыл бұрын
বহু বছর পর আজ ইউটিউব চ্যানেল এ শুনে খুবই ভাল লাগলো, ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেল কতৃপক্ষ কে, 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@anilbarman-en8hv6 ай бұрын
আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমি এই গানগুলো শুনি আজ আমার বয়স ৩২ বছর আর এখনো এই গানগুলো শুনলে মনের ভেতরটা খুব শান্তি পায়
@amarkrish92754 жыл бұрын
Nice Nice Nice And It is very nice. Thank you. Thank you very much. May God bless you.
@mdsharifulislm5334 жыл бұрын
the 5
@shuvojitghosh5525 Жыл бұрын
সত্যি মন জুরিয়ে যায়❤❤
@palashbarman73303 жыл бұрын
এই সব গান শুনলে আজও সেই ৩০ বছরের আগের স্মৃতি চোখে ভেসে উঠে, মনটা কেমন যেন হয়ে যায়। জল ধরে রাখতে পারি না। ধন্যবাদ মুজিব পরদেশি ভাইকে, ভালো থাকবেন যেখানে থাকেন।
@biplobmondal1927 Жыл бұрын
অসাধারন গান গুলো কোন তুলনা হয়না,
@mdkazi53903 жыл бұрын
চমৎকার চমৎকার অত্যন্ত চমৎকার খুব সুন্দর পরিবেশনা মজিব পরদেশি ছোটবেলা থেকে শুনে আসছি আপনার গানগুলি অত্যন্ত ভালো লাগে অত্যন্ত মনমুগ্ধকর সংগীত
@ahommodali566 Жыл бұрын
আমি 1988 সাল হইতে ১৯৯৭ সাল পযন্ত একজন নিয়মিত সদস্য ছিলাম। আহম্মদ আলী মোল্লা কুষ্টিয়া।
@adeldraz1633 Жыл бұрын
Homaiunkadir 32:14
@indrajitbiswas2003 Жыл бұрын
এ জেনো এক জাদু । আমি ভারত থেকে বলছি খুব ছোট বেলায় বাবার সাথে টেপ রেকর্ডার এ শুনতাম ক্যাসেটে। আমাদের পরিবারের সবাই শুনত। আমি বুঝতাম না । কিন্ত এখন বুঝি। চোখে জল এনে দেয়। সত্যি একজন বাস্তবাদী শীল্পি। আপনি ভালো থাকুন ঈশ্বর আপনার দোয়া করুন। আপনার জায়গা কেউ কোনোদিন নিতে পারবেনা। আমি এখনো আপনার মধুর গান শুনি।
@mkzaman36742 жыл бұрын
এই গানগুলো শুনলে ছোটবেলার কথাগুলো মনে পরে যায়। হৃদয় বিধারক গান। আমার ঘুষ্টি শুধ্দা মুজিব পর্দেশি গান শুনছে।
@shukkurali43022 жыл бұрын
0
@abinashroy6622 Жыл бұрын
মুজিব পরদেশির গানগুলো হাজার হাজার বছর পরেও হৃদয় ছুয়ে যাবে।অন্তকাল বেচে থাকুক এই হৃদয় ছুয়ে যাওয়া অমৃত সুর।
@mdzia56702 жыл бұрын
সেই ৮৮.৯০ যে কেন বিয়ে বাড়ি, এ কথা ছোট বড় সব রকম অনুষ্ঠানে মুজিব পরদেশীর এই গান শুন তাম, সেই ছোট বেলা ফিরে যাই এই গান শুনলে, বাংলাদেশের এমন কেন বাড়ি ছিলনা যে গানের ক্যাসেট ছিল না,
@kabidebdalai81552 жыл бұрын
ভাই আমি west Bengal থেকে বলছি 🤗🤗🤗😘😘😘
@adyutdas9792 Жыл бұрын
যার লগে মিলে সে জানে 😢 এই গানের মর্ম
@msikder8414 Жыл бұрын
Right 👍
@ahommodali566 Жыл бұрын
পৃথিবী যতদিন থাকবে মজিব পরদেশী গান মানুষের হুদয়ে ততদিন গাথা থাকবে। যতবার বার শুনি , ততবারই মনে হয়, নতুন করে শুনতেই ইচ্ছা হয়।
@AbdurRazzak-zy6tp Жыл бұрын
কত দিনের কত কথা হৃদয়ে মোর আছে রে গাথা....🎉🎉🎉🎉🎉
@chanderhutgazipur2079 Жыл бұрын
শুধু শুনে যাচ্ছি... ❤❤❤
@S1967-p1w Жыл бұрын
অনেক অনেক বছর আগে মুজিব পরবাসীর গান শুনতে শুরু করছিলাম ্ সনটা মনে নেই তবে ২৯/৩০ বছর আগে হবে আর আজও প্রতি দিন ওনার গান শুনি মনে হয় নুতন শুনছি গানগুলো ্ কি অসাধারণ কন্ঠ ্
@abrarhossain9983 Жыл бұрын
এগুলো একটি মনের খোরাক।গানগুলোর মাঝে যে এত মায়া বলে শেষ করা যাবে না
@pinkuchakraborty3709 Жыл бұрын
ধন্যবাদ দিয়ে ছোট করবো না? বিনম্র শ্রদ্ধা জানাই এই কালজয়ী শিল্পীর প্রতি অত্যন্ত প্রিয় গান গুলো।
@alaminbhuiyan34763 жыл бұрын
শ্রদ্ধেয় মুজিব পরদেশী এবং শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান দুই জনের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালবাসা রইল।এই গান এবং সুর চিরকাল আমাদের কাছে স্বরণীয় হয়ে থাকবে।
@bidhansardar70073 ай бұрын
এই গান গুলি না হলে গ্রামগঞ্জের হালখাতা জমে না
@asaduzzamanasad3941 Жыл бұрын
খুব ছোট কালে আমাদের জমির কাজের জন্য শ্রমিক নেওয়া হতো তাদের মাঝে একজন এই গান গুলো ভালো গায়তে পারতো তাই আমিও তাদের সাথে কাজ করতাম আর তার কাছ থেকে গানগুলো শুনতাম মনে যোগ দিয়ে অনেক ভালো লাগতো। আজও সেই দিনগুলি মনে পড়ে যায় অনেক কষ্ট লাগে তখন।
@shoaibahmed2524 Жыл бұрын
সেইম আপনার মত আমার ও এমন হত ভাই ❤️💚
@minuuddinmondal56308 ай бұрын
সত্যিই সত্যিই মুঝে পরদেশী এবং আব্দুল আলিম এবং ইন্দ্র কিশোর আমার মনের মত গাহক আমি একজন পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি আমার খুবই ভালো লাগে আমার গান আমার ছোটবেলায় প্রচুর গেয়েছি এখন আমার বয়স হাতের উপর তাও জানা অনার গান শুনে আমি মধুর মত সাধ অনুভব করছি
@sohelmedia66982 жыл бұрын
সত্যি সত্যি সত্যি মজিদ পরদেশীর কোন তুলনা হয়না
@asadulahmed77072 жыл бұрын
right
@DollarFarmar13 күн бұрын
আমি ছোট বেলা থেকেই এই গান শুনে আসছি আমার বয়স এখন 35 বছর
@sajalbarua7968 Жыл бұрын
১৯৯৩ সাল থেকে প্রাণপ্রিয় শিল্পীর গান শুনছি। তখন কিন্তু গানের তেমন অর্থ বুঝতাম না।আমার বাবা ওনার একজন ভীষণ ভালো ভক্ত। ওনার তখনকার সব ক্যাসেট বাবার সংগ্রহে ছিলো।বাবা ওমান থেকে আসার সময় ১৯৯৩ সালে একটা ন্যাশনাল টেপরেকর্ডার আনছিলো ওটাতেই ব্যাটারী দিয়ে গান গুলো শুনতাম।শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেলো।
@SayedulIslam-el8dm Жыл бұрын
Mmknkb
@MDSANNIKHAN Жыл бұрын
আমার বয়স যখন ১০ বছর.... তখন টেপের বিতর কেসেট ডুকিয়ে দিয়ে...... এয় গান গুলা শুনতাম৷৷ আজ দিগ্য.. ১৩ টি বছর পার করে আসলাম৷৷ এখনো সেই পুরুনো গান গুলি... এখনো আমার কাছে মনে হয়... আরো ৫০ বছর পরেও... নতুন গানের মতন লাগবে৷৷ ৷ আমি নিজেও জানি না জে.. এয় গানের মধ্যে কি এমন আছে,,, জা আজো আমি বুজতে পারি না৷৷৷ আমার প্রিয় শিল্পী,,, মুজীব পরদেশী৷ ৷ আপনার গান গুলো,, কখনো ভুলার মতো না৷৷৷৷ আপনার গানের কথা বলে শেষ করার মতো,,,, আমার সামধ্যো নেই৷৷ আপনার জন্য আমার বালোবাসা অভিরাম৷৷৷৷৷ md....sanni....
@atikaatika9423 жыл бұрын
প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন চাচাতো ভাইয়ের কেসেটে শুনতাম খুব ভালো লাগে শুনতে গান গুলো হর্দয় শুয়ে যায়
@hafizurrahman26443 жыл бұрын
Qq
@mdbaser50203 жыл бұрын
pppplp
@mdbaser50203 жыл бұрын
@@hafizurrahman2644 pppp
@mdbaser50203 жыл бұрын
p
@mdbaser50203 жыл бұрын
pplll
@ashimsarkar9601 Жыл бұрын
শৈশব কৈশোর যৌবন এর কতো সৃতি বিজরিত এই গানগুলো... সৃতি রোমন্থন করানু প্রতিটি গান। শ্রদ্ধা আপনাকে মজীব পরদেশী স্যার।
@anarulislam613 Жыл бұрын
এই গান গুলো চির অমর হয়ে থাকবে
@tapannath231911 ай бұрын
এক কথায় অসাধারণ পরিবেশনা মনোমুগ্ধকর।। ❤❤✍️✍️💘💘🎁🎁
@armollah84132 жыл бұрын
দরদী কন্ঠ ছোট্ট বেলায় গিয়া আইসক্রিম খায়তাম আর মাইকে গান গুলো শুনতাম অনেক ভালো লাগতো আর এখন আমার মোবাইলে শুনছি অনেক ধন্যবাদ হাসান মতিউর রহমান স্যারকে