কলকাতা থেকে।একটা সময় ছিল, যখন বাঙালি বাংলা গান শুনতে ভুলে যেতে বসে ছিল। তখন কবির সুমনের হাত ধরে সেই ভরাডুবি থেকে আমরা উদ্ধার পাই। ঠিক সেইরকম, আজ চারিদিকে এত মিউসিকের জগঝম্প যখন কানকে ঝালাপালা করে দেয়, তখন আপনাদের পরিবেশনা প্রাণকে শান্ত করে মনকে আরাম দেয়। একটাই প্রার্থনা - বেশি বেশি প্রোগ্রাম করে গুণগত মান যেন নিম্নগামী না হয়।Hats off 'Seylon Music Lounge'
@debashisray42042 жыл бұрын
মিফতা জামান ভাইয়ের কণ্ঠ অসম্ভব সুরেলা । তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা । কিন্তু কবীর সুমন ?? আর বললাম না ।।
@indrajitchatterjee70182 жыл бұрын
কবির সুমন এক অত্যন্ত ওঁছা গায়ক, জামান ভাইয়ের সঙ্গে তুলনা করাটাই একেবারেই ভুল।
@debashisray42042 жыл бұрын
কবীর সুমন ?? নিজের ভবিষ্যতের জন্য একজন প্রথিতযশা বাংলাদেশী শিল্পীকে বিয়ে করে খাওয়া পড়া সুনিশ্চিত করেছে । নইলে ছেড়া ন্যাকড়া পরে পথে ঘাটে ঘুরে__ চাইত ।
@biplabbhowmick98032 жыл бұрын
আমার বয়স ৭১ বছর , ৩টা গান শুনলাম ।সেই সময়ের গানের সুর কথা আর বর্তমানের গান কতো পাল্টে গেছি আমরা তাই না ?
Amader ekhane Radio station gulote ar bivinno utsave anusthane sona jaye eisab kaljoi sonar gaan
@PGT-7773 жыл бұрын
Bhalo gan chilo takku mama
@PGT-7773 жыл бұрын
K
@romanaakter7883 жыл бұрын
মন ছুয়ে গেলো
@rumpabanerjee80063 жыл бұрын
Ki uu Uju 7 7 k7 K766 U U 7< is c সি সি fkij
@bravewarrior333 жыл бұрын
পার্থ বড়ুয়া বাংলাদেশের অসাধারণ মেধাবী শিল্পী, সংগীত পরিচালক ও আয়োজক। সিলন টির সবগুলোর গানের আয়োজনে আছেন পার্থদা। আপনাকে অশেষ শ্রদ্ধা।
@biswajitbarua18445 ай бұрын
Love❤ for partha da. From India. Kolkata.
@PESMASTER_00710 ай бұрын
কি চমৎকার! ১৯৬৩ সালকে কত সুন্দর ভাবে মিফতাহ জামান স্মরণ করলেন,আমিও স্মৃতি রেখে গেলাম।
@sunilchoudhury31513 жыл бұрын
তখনকার যে গানের যে মিউজিক ছিল অন্য যন্ত্র দিয়ে বাজানো হতো আজ সেই একই রকম সুর বাজছে নতুন সব যন্ত্র দিয়ে এতটুকু তফাৎ নেই।আর এখনকার বাদকেরা সত্যিই জিনিয়াস।আর গায়কের কথা কি বলবো উনি তো সদা হাস্য মুখে যে কোন গান এত সুন্দর ভাবে পরিবেশন করছেন ভাবতে পারছি না।আপনাদের টোটাল অনুষ্ঠান সবাই কে মিলিয়ে এক কথায় অত্যন্ত সুন্দর।শুভেচ্ছা রইল।
@manashdebnath38603 жыл бұрын
এক কথায় অনবদ্য ۔۔অপূর্ব
@ferdousi06442 жыл бұрын
Ppp up
@k.a.sarwar16413 жыл бұрын
চারিদিকে যেখানে রুচির দুর্ভিক্ষ সেখানে 'সিলন টি' ব্যতিক্রম। এক সময়ের হৃদয়ছোঁয়া বাংলা গানগুলো নতুন করে প্রায় একই মূল্যমানে বা আবেদনে নতুন/পুরাতন দর্শক-শ্রোতাদের মাঝে সার্থকভাবে উপস্থাপিত করা অত সোজা না। সেই কঠিনকে ভালবেসে আপনারা এগিয়ে এলেন ও জয় করলেন সবার মন। আপনাদের এই অবদান চিরস্মরণীয় হবে। ধন্যবাদ নিরন্তর...
@sandipchattopadhyay33383 жыл бұрын
ভালো।
@jaherkhan24473 жыл бұрын
সুন্দর
@babupara11243 жыл бұрын
পুরানো কে আবার ফিরে পেলাম ধন্যবাদ
@sandipchattopadhyay33383 жыл бұрын
@@babupara1124 পুরোনো কি আবার স্বমৃর্তিতে সম্পৃর্ণভাবে ফিরে আসে? আমরা তো দুধের স্বাদ ঘোলে মেটাই।শ্যামল মিত্রর সেই কণ্ঠ আবার পাবো কী? কোথায় পাবো সলিল চৌধুরির সেই সংগীতায়োজন? মূল যন্ত্র আর যন্রীরাই তো কালের নিয়মে চলে গেছে।শ্যামল মিত্রর কণ্ঠস্বরের সেই আবেগ, সলিলের সাক্ষাৎ উপস্থিতি আর নির্দেশনায় এই গানের পূর্ণ রসায়ন আর কোথায়? তবে হ্যাঁ, অপসংস্কৃতির যুগে এই প্রয়াসটুকুই যা পাওনা; কিন্তু পুরোনোটি যদি কারো কাছে সংগৃহীত থাকে, সে এ হেন নবীকরণে আকৃষ্ট হবে--- এমন ভাবা সমীচীন নয় বোধ হয়।
@biswajitdey88013 жыл бұрын
Real & rare realizations.....🙏
@sumanmukherjee32753 жыл бұрын
এই সকল কালজয়ী বাংলা গান কে এই রকম অবিকৃত করে ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে গাইতে কাওকে দেখিনি.......আপনাদের সকল শিল্পী ও যন্ত্রসংগীত শিল্পী দের ধন্যবাদ ও প্রনাম জানাই,,,,,,
@narayanbasak41843 жыл бұрын
Satti Apnara sabai khuv sundor gan poribeshon krchen. Mon k satti anek santo kre dai.. Khuv valo khuv valo. Seylon tea ☕music....
@ishitaadhikary45103 жыл бұрын
এই গান গুলো তে প্রেম ছিল গানের মানেও গভীর, আর এখন যেমন গান গুলো,তেমনি মানুষের কাছে প্রেম ও গুলোও খেলার মতো হয়ে গেছে। একটার জায়গায় ১০ টা girlfriend breakup, new pream.....কেমন সব হয়ে গেছে। আর এই গান গুলোতে একটা মানুষ এর জন্য বিভিন্ন ভাবে প্রেম নিবেদন, ও গানের প্রতিটা লাইন সত্যিই। খুব সুন্দর মানে পুরাতন গানগুলোর।
@sonatonbangla41159 ай бұрын
এতো সুন্দর সুন্দর গান আমাদের নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা হয় না একারণে অল্পবয়সী তরুণ তরুণীদের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গানের সুর তাল ঠিক রেখে এমন প্রাণদীপ্ত, কালজয়ী, অমর সংগীত নতুন করে কভার করা হোক। একটা কথা " যে গান বোঝে তার ভিতরে প্রাণ আছে " । সর্বোপরি। সবাইকে ধন্যবাদ ❤
@masudcseku9 ай бұрын
মিফতাহ, জানিনা তুমি এই কমেন্ট দেখ কিনা, তবে মাঝে মাঝে তোমার গান শুনি। খুব ভাল গাও। তোমার উচ্চাঙ্গ সঙ্গীত এর কথা মনে পড়ে :) - মাসুদ ভাই , ৩৪ ইনটেক, ঝকক।
@Chandra-oo9jt10 ай бұрын
আমি কলকাতা থেকে। আমার অন্য ফোনে অন্য মেল থেকে Seylon Music Lounge নিয়ে অনেক কথাই লিখেছি। এখনও লিখছি মিফতাহ্ ভাই এর গান শুধু নয়। অন্য যারা গাইছেন তাদের সকলের গান আমার খুব ভালো লাগে। আরো ভালো লাগে কারণ আপনাদের মিউজিক arrangement খুব সুন্দর। আগেকার দিনে একগাদা মিউজিক বাজিয়ে গানের কন্ঠস্বর চাপা দিয়ে দেওয়া হত কিন্তু বতর্মানে আপনাদের arrangement very nice and beautiful. এককথায় হৃদয় ছোঁয়া গানের গলা এবং বাজনা।
@joybanerjee70089 ай бұрын
আমি আপনাদের একজন গুণমুগ্ধ শ্রোতা, আপনাদের মনমুগ্ধ উপস্থাপনায় আমরা খুব খুশি, আপনারা স্বর্ণালী যুগের এই গানগুলো নিয়ে যে নতুন করে ভাবছেন, গাইছেন, এতে খুব ভালো লাগছে।
@sasankasekharmaitra16273 жыл бұрын
আপনাদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আপনার গলা আর বাদ্যযন্ত্র যারা বাজালেন সবাই অসাধারণ। কলকাতার শ্রোতার শুভেচ্ছা নেবেন।
@gopaldey7148 Жыл бұрын
জামান সাহেব গান গুলো খুবই দরদ দিয়ে এবং হৃদয় দিয়ে পরিবেশন করেন এবং সহকর্মী গুলো ও যথেষ্ট ভালো সংগত দেন ।ফলে এত সুন্দর লাগে উনার গান যেটাকে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই আমার কাছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
@sazzadhossain7277 Жыл бұрын
❤
@chayondeb16734 жыл бұрын
Seylon, আমাদের ক্ষুধা বাড়িয়ে এতদিন অপেক্ষা করানো ঠিক না। প্রতি সপ্তায় ১ টা গান চাই।
@chillar_boy7974 жыл бұрын
Yes
@robelbarua61294 жыл бұрын
@@chillar_boy797 @1q
@ashokebasu45394 жыл бұрын
Seylon Tea
@sanjudutta22664 жыл бұрын
Lgjhihhhhiio
@atanumaity85824 жыл бұрын
একদম ঠিক বলেছেন
@shirinaakter43768 ай бұрын
এ গান টা কে কে ২০২৪ সালে দেখছেন,,,
@taritkumarsarkar38617 ай бұрын
গান দেখা যায় না শোনা যায়। তবে এটি " দেয়া নেয়া " সিনেমার গান। দেখে নেবেন খুব ভালো লাগবে।
@rajeshmahanty99027 ай бұрын
Ami ekhan sunchi. Mon valo rakhte ekhane chole asi gaan gulo sunte ❤❤
@MasudRana-zg9qk6 ай бұрын
আমি ১৮! ৬!২৪ দেখছি পাবনা থেকে
@WeB_Hut776 ай бұрын
পুরো ছবি টা ১০০ বার দেখছি হয়ত
@ashischakraborty93336 ай бұрын
আমি
@azharbeg2614 жыл бұрын
আপনার কণ্ঠে এই গানগুলো ভীষণ যায়৷ আমার শৈশবের কতো স্মৃতি দাঁড়িয়ে আছে এই পুরোনো দিনের গানগুলোতে। আপনার প্রতি অভিনন্দন ও অশেষ শুভকামনা রইলো।
@gautambhowmik179210 ай бұрын
ফিরে যাই পুরানো দিনে আপনার সুরের মূর্ছনায়
@sayanikar77674 жыл бұрын
বাহ কী সুন্দর গান । এই গান গুলোই আমাদের বাঙালিয়ানা, আমাদের ভালোবাসা। আমদের মাতৃভাষা বাংলা, আমাদের গর্ব।
@srimantapal52183 жыл бұрын
বাংলা গানের প্রতি প্রেম হয়ে যাই এই গান গুলো শুনলে।বাংলা যে কত প্রেমের ভাষা তা এই গান গুলো প্রকাশ করে😍😍😍
@artandfashion44992 жыл бұрын
একদম ঠিক ❤️
@ripuchakma91953 жыл бұрын
অসম্ভব ভাললাগার কালজয়ী এই গান গুলো নতুনভাবে Seylon music যেভাবে উপস্থাপন করছে তা সত্যি অনবদ্য,সব সময় আমাদেরকে ভাল ও সুন্দর গান উপহার দিয়ে মনকে ভরিয়ে দিক প্রত্যাশা রাখি,Seylon এর এই প্রয়াশ অব্যাহত থাকুক,অনেক অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাই এই আয়োজনকে।
@sushobhanchowdhury64133 жыл бұрын
ঠীক বলেছেন দাদা।
@manilaldinda1849 Жыл бұрын
কিছু বলার নেই অসাধারণ উপস্থাপনা শ্রীবৃদ্ধি কামনা করছি
@mohammadnazmulahmed20283 жыл бұрын
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাইকি, গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাইকি, গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরীতে ওই ঝরো ঝরো কনকচাঁপা না বলা কথায় থর থর অধর কাঁপা কবরীতে ওই ঝরো ঝরো কনকচাঁপা না বলা কথায় থর থর অধর কাঁপা তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাইকি, গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেন এ হৃদয় রামধনু খুশীতে মাখা তাই কি গানে সুরে আজ ভরে আমায় রিনকিন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাইকি, গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল।
@artandfashion44992 жыл бұрын
খুব সুন্দর ❤️
@binodedasbinode43942 жыл бұрын
খুব ভালো লাগলো।
@flopbaji34732 жыл бұрын
ভরে আমার এ নিখিল, রিনিকিন আবার কি?? কোনো অর্থ হয়?
@sanchitapaul6342 Жыл бұрын
😊
@joyshritcgtanchangya4369 Жыл бұрын
ওয়াও! অনেক দিন খোঁজার পর পেলাম। এমন গানগুলা আর তেমন খুজে পাওয়া যায় না। অনেক ধন্যবাদ❣❣
@rash3dulhasan4 жыл бұрын
সব মিউজিশিয়ানস অসাধারণ! অপূর্ব! মিফতা ভাই দারুণ❤️ সবার হাসিমাখা বাদ্যযন্ত্র বাজানো দেখলে বেশিই ভাল্লাগে❤️
@anupammukherjee94253 жыл бұрын
অপূর্ব
@sadiaafrin8582 Жыл бұрын
সৃষ্টিকর্তা যদি পৃথিবীতে বাংলা ভাষা না দিতো তাহলে বুঝতে পারতাম না এমন আবেগঘন ধ্বনির গানের কথা। মনে আবেগ ফোটে উঠে এসব পুরোনো গানে
@pushpitaroy77004 жыл бұрын
অামাদের মিফতাহ্ ভাই ❤ কখনো হারিয়ে যাবেন না ভাই.... সৌমিত্র স্যারের চলে যাওয়ার খবরটায় মনটা খারাপ ছিল বেশ। গানটা শুনে মনটা একটু হলেও ভালো হলো।
@anirbanmajumdar23704 жыл бұрын
Nokkhotro poton holo industry te. R bhalo lagche na ei covid er otyachar
@pushpitaroy77004 жыл бұрын
মনে হচ্ছে খুব কাছের একজন মানুষকে হারিয়ে ফেললাম। কাছেরই তো, যার ছবি প্রায় প্রতিদিনই দেখি সে কাছের না? এরকম অার কাউকে পাবো না অামরা। বাংলা যে কি হারালো অাজ.....!! নতুন বাংলা সিনেমা অার বোধহয় দেখা হবে না। উনাদের ছবি ছাড়া অার দেখতামও না অবশ্য। একে একে সবাই চলে যাচ্ছেন।অামি এই স্বাদটা নিয়েই থাকতে চাই। ভালো থাকবেন প্রিয় ব্যক্তিত্ব ওপারে। অাবার জন্ম নিয়ে বাংলায় ফিরে অাসুন না স্যার!!!
@newtrend174 жыл бұрын
পৃথিবী থাকার জায়গা না। পুরাতন চলে যাবে নতুন আসবে এইটাই আমাদের বুঝাতে চায়।
@anupamdeb193811 ай бұрын
Osadharon geyechen. Sathe music recreareation awesome
@diptisingha86524 жыл бұрын
শিল্পীর সৃষ্টি কখনো কোন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনা।
@dhananjaychakraborty48734 жыл бұрын
Beautiful voice....but eto hair fall holo ki kore...khub chinta hochhe...
@sahabuddinabad113 жыл бұрын
আমি ফ্রেন্সকাট শ্মশ্রুমন্ডিত লোকদের পছন্দের তালিকায় রাখতাম না। কিন্তু জামানের ভাইয়ের গান আর হাসি পৃথিবীর সমস্ত ফ্রেন্সকাট শ্মশ্রুমন্ডিত লোকদের প্রতি অজানা এক ভাললাগা তৈরি হয়ে গেল। ধন্যবাদ মিফতা জামান ভাই আর পার্থ বড়ুয়া এবং বাদকবৃন্দ।
@mohammedabdulkahar66634 жыл бұрын
আপনাদের গানগুলো Spotify এ রিলিজ করলে আমাদের জন্য বেশ সুবিধে হতো! এমনে সারাদিন ইউটিউব এ চালানো দুষ্কর, অন্য প্লাটফর্মে থাকলেও ভালো হত। ধন্যবাদ।
@farahdeena7672 жыл бұрын
শ্রদ্ধেয় শ্যামল মিত্র এই গান কি অসীম অনুভূতি দিয়ে গেয়েছিলেন। মিফতা কি গাইল!! আমি চেয়ে চেয়ে শন্দ গুলো কানে খুবই বিশ্রী বিরক্তিকর লাগল।
@estiaqsyed6224 жыл бұрын
মিফতাহ ভাই, কি গাইলেন! আবারো অপূর্ব!! পার্থ দা, তুমি অসাধারণ সবসময়! সেই প্রথম থেকেই তুমি আমাদের খুবই প্রিয়, এবং সেটা অনেক অনেক ভাবেই তুমি আমাদের দিচ্ছ - নিজে গেয়ে, অন্যকে দিয়ে গাইয়ে, rearrangement করে। এত্তো সুন্দর ভাবে তুমি এই অসাধারণ গান গুলো করছো, মনে হয় না কেউ এভাবে পারবে। তোমার শিল্পি, ইন্সট্রুমেন্টে যারা আছেন, তোমার set arrangement, এগুলো সব মিলিয়ে তুমি যে আবহ তৈরি করেছ, তা অনন্যসাধারণ! খুবই গুণী না হলে এটা সম্ভব নয়। তুমি আমাদের গর্বিত করছো প্রতিনিয়ত। আরো আরো অনেক অনেক ভালো ভালো গান চাই!ভালো থেকো।
@beracraft96393 жыл бұрын
khub sundar bengala gaan ar ai new new composition korrer janno,dhannobad
@jyotichakma13693 жыл бұрын
অনেক ভালো লাগলো গানটি, সত্যি খুব অসাধারণ গাইছেন, আপনার প্রতি অশেষ শ্রদ্ধা এবং শুভ কামনা রইল, ইন্দিয়া থেকে
@debdulaldutta331311 ай бұрын
অপূর্ব সুন্দর লাগল দাদা গানটি শুনে। চিরদিন এই সব গান শুনবে যারা আসল গান ভালোবাসেন। অসংখ্য ধন্যবাদ।
@dilipkroy63164 жыл бұрын
Same to same, Mr Zaman sang this beautiful song as sung by Syamal Mitra.Awesome. I thank Seylon lounge for presenting such a memorable song Love from Chennai, South India.
@vivekanandamandal66312 жыл бұрын
এখন এই সমস্ত গানগুলো সত্যিই খুঁজে পাওয়া যায় না কিছু কালজয়ী হৃদয় ছুয়ে যাবার গান এগুলো শুধু গান নয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটাই মেসেজ দেওয়ার থাকে এগুলো আবেগ ছিল
@গাঙচিল-ম৬ল3 жыл бұрын
আমি ভিন্ন জাতি হলে ও এই কালজয়ী বাংলা গান গুলো আমাকে মন ছুয়ে দেয় ❤️আমার কমেন্টি আজীবনের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে গেলাম যেনো জানতে পারে কালজয়ী গান গুলো শুধু বাংলারই নই সারা দুনিয়ার❤️
@arozmir Жыл бұрын
জানি না আপনি কোন জাতির মানুষ, তবে বাংলার প্রতি আপনার ভালোবাসা আমাদের আপ্লুত করে।
@nbiswas6223 Жыл бұрын
বেঙ্গালুরু প্রবাসী একজন বয়স্ক মা আমি।আমাদের সময়কার এই গানগুলি তোমার গলায় শুনে কী রে আনন্দ পাই তা লিখে বোঝাতে পারবো না। তোমার গানের মধ্যে দিয়ে তোমার হৃদয়ের ভালোবাসাও আমাদের প্রাণে আসে,গান যে হৃদয়ের সব জানালাগুলো খুলে দেয়। এই অপূর্ব কন্ঠ তোমার কালজয়ী হোক , চিরকাল সবার প্রাণে ভালবাসার ছোঁয়া জাগাটা এই প্রার্থনা জানাই ঈশ্বরকে।অফুরান ভালোবাসা রইলো।
@PurnimaDas-vw9kx3 жыл бұрын
অতুলনীয় উপস্হাপনা। পুরানো দিনের গানগুলিকে আবার নতুন ভাবে পরিবেশনর জন্য অনেক ধন্যবাদ।
@utpolkumarofficial6833 Жыл бұрын
Seylon music launge কে অনেক অনেক ধন্যবাদ। এতো সুন্দর গান নতুন ভাবে,নতুন আঙ্গিকে উপহার দেবার জন্য।
@mitakahali68984 жыл бұрын
শ্যামল মিত্র আমার all time favourite singer...I am nostalgic...... মিফতাহ জামান এর গলায় আমি সেই মন হারানো প্রশান্তি পেলাম......ধন্যবাদ উপস্থাপকদের...🥀
@subhadeeppodder24 күн бұрын
Bangladesh ar ai bortoman ar odhopoton dekhe ai somoy khub miss kori. 7 December 2024
@piklubarua96833 жыл бұрын
শ্যামল মিত্রের গাওয়া এই বিখ্যাত গানটি মিফতায়ের মুখে অসাধারণ লেগেছে।
@SimantoNokrek40710 ай бұрын
আহা কি সুমধূর। এটা নিয়ে কতবার যে শুনছি নিজেরই মনে নাই। আধুনিক গান শুনতে ইচ্ছে হলেই সিলন মিউজিক নাহলে হেমন্ত লতা আশা ভোশলে এন্ড্রো কিশোর মান্না দে এরাই❤❤
@breathless_poem3 жыл бұрын
“কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা না বলা কথায় থর থর অধর কাঁপা।” 🌻❤️ সুশীল রুচির কাছে আজীবন বেঁচে থাকার মতো গানটি। ❤️
@emawatsonsheiiaabally68433 жыл бұрын
আমার পছন্দের দুটো লাইন আপনি লিখেছেন ।।
@EEEEnchandra23682 жыл бұрын
👍👍👍👍👍
@BipulBanerjee-r6e6 ай бұрын
Very very nice song.aei ganta nanditar mukhe sunte khub bhalo lagche bisesh kore aei ganer sathe musicgulo eksathe mise jabar. Aei ganer jonye Nandita dike janai anek anek dhanyabad sei sathe you tube channel ke janai anek anek dhanyababd aei rokom gan sunabar jonyo. Bipul Banerjee.
@nobnobrakras77604 жыл бұрын
Once again shows how deep the pool of talent is at the Seylon music lounge. Every few weeks they come out with excellent presentations which cannot be improved. Kudos to Partha Barua and all the singers and musicians.
জোড়বন্ধন হৃদয়ের সাথে । যতবারই শুনি না কেনো মুগ্ধ হই আবারো নতুন করে হে মহানসৃষ্টিকর্তারা আপনারা ছিলেন তাই আজও গর্বিত আমরা বাঙালি ।
@saswatinaskar994 Жыл бұрын
আমার মতো যারা এই গানটা শুনছো তারা please একটা reply করে যেও 🤗 আর এই গানটা শোনার সময় তোমাদের মনের অনুভূতিটা কেমন ছিল বলে যেও🤭😅 By the way আমার feelings টা আমি share করে যাচ্ছি🤭 আমার মনে হচ্ছে কেউ যদি আমাকে dedicate করে গানটা শোনাতো 🥰🤭❣️ 15/06/2023 , 12:17 am
@HASAN-ig1sw4 жыл бұрын
এতো সুন্দর গান ভাইরাল হয় না, ভাইরাল হয় হিরো আলমের কাম কাম কামঅন বেবি গান😴 বাঙ্গালির রুচি নেই বললেই চলে!
@sadhanamanna81384 жыл бұрын
Thik tai. Bangali valo jinis po6ondo kore na.👍
@ramkumarmitra30934 жыл бұрын
আরে এই গানটি যে আমাদের দেশের হিট গানগুলোর একটি অন্যতম গান।ভাল লাগতেই হবে।বন্দেমাতরম।
@sumansaha81514 жыл бұрын
You are wright
@soumeshghosh3 жыл бұрын
Taste matters
@felixsbrowniesxoxo3 жыл бұрын
@@sumansaha8151 Abe right spelling Toh thik karle😂
@MdIslam-yd8ce2 жыл бұрын
Prothome bujhtei parinai ! Vebechilam Indian singer !! Pore naam dekhe somvit fire pelam j uni Amader Bangladeshi singer ! Osadharon presentation ! Kono appreciation e jothesto noy ! Khub valo !!
@avijitdutta69793 жыл бұрын
Here i found beautiful spectacular views upon the old n golds .. in India old songs are in dangerous hands..love from heart
@akd71852 жыл бұрын
একদল নবীনের সাথে প্রবীন মিশে গেলে কি হতে পারে আপনারা প্রমান করে দিয়েছেন । অনেক শুভ কামনা রইলো ।
@aninditasinha19924 жыл бұрын
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ঐ চোখে সাগরের নীল; আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল | (2) কবরীতে ঐ ঝরঝর কনক চাঁপা, না বলা কথায় থর থর অধর কাঁপা; (2) তাই কি আকাশ, হল আজ, আলোয় আলোয় ঝিলমিল | আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ঐ চোখে সাগরের নীল; আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল | এই যেন নয়গো প্রথম, তোমায় যে কত দেখেছি; স্বপ্নেরও তুলি দিয়ে তাই, তোমার সে ছবি এঁকেছি | মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা; তাই কি গানের, সুরে আজ, ভরে আমার রিনিকিন | আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ঐ চোখে সাগরের নীল; আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল |
@tusharsubhramallik39294 жыл бұрын
মনে মনে মিল kintu akhono হল না...
@Army__Lifeline3864 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ
@aninditasinha19924 жыл бұрын
@@tusharsubhramallik3929 কার সাথে?
@aninditasinha19924 жыл бұрын
@@Army__Lifeline386 ধন্যবাদ কেন?
@tusharsubhramallik39294 жыл бұрын
@@aninditasinha1992 jake ami valobasi tar sathe... sotti katha bolte one sided love to tai... ami bar bar bole6i r se prottek bar e na bole6e...
@parimaldas3514 Жыл бұрын
খুবই শুন্দর সুস্থ সবল মিষ্টি মধুর গলা। আর ও শুন্দর হোক।
@souravmukherjee54663 жыл бұрын
দেশের থেকে এত দূরে থেকে যখন এই গানগুলো শুনি just মন ভরে যায়....from Los Angeles
@priyankaghose9383 Жыл бұрын
Sabas Bhai bhalo lagche old is gold
@AnimeOasis0072 жыл бұрын
সত্যি দাদা এক কথায় অনবদ্য সৃষ্টি 😍 আর নতুন প্রজন্ম এতো সুন্দর করে পরিবেশন করছেন, আমাদের মত নতুন প্রজন্ম কে অভিভূত করছে ❣️❣️❣️
@nuralamsiddiki32994 жыл бұрын
আহ! মিফতাহ ভাই! কি অসাধারণ গান করেন আপনি। আপনি যে অসাধারণ একজন মানুষ সেটা কিন্ত অনেকেই জানে না!
@rajatshubhramukherjee15074 жыл бұрын
Miftah Bhai- ami toh tomar fan hoye gechi. Ki geyecho! Are tomader orchestra ta fatafati...I wish this team all the very best 🙂
@magnet20114 жыл бұрын
Excellent
@SharukhKhan-us4qz4 ай бұрын
তোমাকে মনে পড়া পর এই গান টা শুনিনি কিম্বা শুনতে চাইনি এমন খুব কম সময়-ই আছে যখন-ই তোমাকে মনে করেছি ভেবেছি কিছু কথা বলতে চাই এই গানেই সেই সমাধান টা খুজে নিয়েছি। ভালো থেকো প্রিয়.... ৬ বছর আগেও প্রিয় গানের তালিকায় ১ম ছিল জানি আগামী ৬০ বছরেও তার ব্যাতিক্রম হবে না। ভ
@shamimasultana44224 жыл бұрын
Mind-blowing as always.. Miftah vai,,,,, valo thakun sobsomoy
@MdYousuf-xm3td2 жыл бұрын
এক-একটা গান এক-একটা জীবনের মত, তরুন পজন্ম আসল বাংলা গানের স্বাদ পেয়েছে আপনাদের মাধ্যমে, অসংখ্য ধন্যবাদ "সিলন মিউজিক"
@Sekumaku4204 жыл бұрын
অসাধারণ গেয়েছেন।আপনার ফ্যান হয়ে গেলাম। এপার বাংলা থেকে।
@kisorkumar77814 ай бұрын
Hats of Seylon Music longue!so much pleased the song touches my heart
@shantanuchakravarty86484 жыл бұрын
দারুন গেয়েছেন স্যার। আরও অনেক গান শুনতে চাই।
@IamAloka2 жыл бұрын
Ami usa te thaki apatoto. KZbin a bangla gaan khujte khujte enar gaan gulo sunte pelam. Recent shilpi der modhye ini amar sona sera shilpi jini erokom gaan gulo ki sundor pran dhele gaichhen. Amar 4 bochhor er meyeo enar gaan bhison pochhondo kore.
@mrnafisyt2263 жыл бұрын
O my godness !! এই channel এর সবগুলো গান এবং সকল লোকদের আমার মন থেকে আমি সম্মান করছি।
@akashdas9453 ай бұрын
এত সুন্দর গানের সৃষ্টি। এই জেনারেশন-এ কোনো সিঙ্গার সৃষ্টি করতে পারবে না।
@pujasengupta99094 жыл бұрын
আমি বুঝি না যারা এই গানটি কে ডিস লাইক দিয়েছে তারা যে কোন পাগলের পৃথিবী থেকে এসেছে কে জানে
@shirsendusaha38824 жыл бұрын
They are inhuman in the shape of human....
@pavelahmed55944 жыл бұрын
এরা অপরাধী টাইপ গানের ভক্ত
@mamunchowdhury38854 жыл бұрын
ওরাই এলিয়ন।
@sayancreation94634 жыл бұрын
একদম দাদা আমি একদম ঠিক কথাই বলেছেন।
@swatimukherjee73954 жыл бұрын
Pagol o bola Jay Abar chhagol o bola Jay.
@rajeshbhattacharya23143 ай бұрын
Unbelievable & mesmerised presentation. My heartiest thank goes to all arrangement crews of this timeless song.
@mohammadmuktadirbillah93593 жыл бұрын
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ঐ চোখে সাগরেরও নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল ll করবীতে ঐ ঝরো ঝরো কনক চাঁপা না বলা কথায় থর থর অধর কাঁপা তাই কি আকাশ হল আজ আলোয় আলোয় ঝিলমিল ll এই যেনো নয়গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি l মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেনো এ হৃদয় রামধনু খুশিতে মাখা তাই কি গানের সুরে আজ ভরে আমার রিনিকিনি ll
@jameschatterji29648 ай бұрын
Excellent rendition of this wonderful song. Very, very well sung Miftah Zaman. I am a big fan of yours'. 👍🏽😊
@anwarchowdhury8214 жыл бұрын
What a rendition. Shamol Mitra would have been proud of U. Mefta is our asset !
@mitadatta17793 жыл бұрын
আপনাকে ধন্যবাদ জানাবার কোনো ভাষা জানা নেই--"স্মৃতির ভেলায় ভাসিয়ে পুরণো দিনগুলির সুবাস পাইয়ে দেবার জন্য্য।God bless your entire team.
@sukychowdhury52134 жыл бұрын
প্রতিটা গানের প্রসঙ্গে যে কথাগুলো লেখা হয় সত্যি অসাধারণ!!!আর শিল্পীরা দারুণভাবে গানগুলোকে প্রজেন্ট করে!!!!
@ranaroy56573 жыл бұрын
Miftah Zaman dada tomar osadharon konthoswor, tomar konthe swoyong Maa Saraswati birajmaan. Dada tomar kontho o Seylon music sohojoge aro onek gaan sunte chai, hole janeo please. Thank you dada.
@bollywoodsongs97643 жыл бұрын
*Never ignore a person who loves you, cares for you, misses you. Because one day, you might wake up from your sleep and realize that you lost the moon while counting the stars 💔💔💖💖*
@rajeevsolomon3822 жыл бұрын
This is the best thing I heard today
@amiyasank3 жыл бұрын
Ekkebare authenticity bojay rekhe music arrange kora holo.. Daroon hats off
@shahriarhasan9500 Жыл бұрын
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি? বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি? বুঝি মনে মনে হয়ে গেল মিল কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা না বলা কথায় থর থর অধর কাঁপা কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা না বলা কথায় থর থর অধর কাঁপা তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল? আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি? বুঝি মনে মনে হয়ে গেল মিল এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপনেরও তুলি দিয়ে তাই, তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা যেন এই হৃদয় রামধনু খুশিতে মাখা তাই কি গানের সুরে আজ ভরে আমার রিনিকিন? আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি? বুঝি মনে মনে হয়ে গেল মিল
@thirthoraj39503 жыл бұрын
বর্তমান প্রজন্মকে এইসব গানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য সিলন টিকে আন্তরিক কৃতজ্ঞতা।
@teamaustralian4 жыл бұрын
Greetings from Australia! Brilliant singing and music.
@soumenmoitra3539 Жыл бұрын
অসাধারন দরদী কন্ঠের পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন
@reetikasaha27713 жыл бұрын
Greetings from Paris.Just love your voice...Amazing.
@ashokekundu89653 жыл бұрын
Sur, murchhona, gayoki r soho silpider songat e puro uposthaponatai oshadharon.... Avinandan roilo, from Kolkata 👍😀
@geetanjalikahali3 жыл бұрын
Great team work and very good rendition. Thanks to Seylon Tea!
@shaisaislam84423 жыл бұрын
মিফতাহ্ জামানকে ধন্যবাদ, , গান গুলোর যথাযথ মান রেখে নতুনভাবে উপস্থাপন করার জন্য,,,, চির অধরা,,,,,,থেকে মিফতাহ্ জামানকে চিনেছি ও এখন অবধি শুনছি,,,,
@Mehedihasan-ps9pi4 жыл бұрын
Miftah bro the most talented musician in Bangladesh 🇧🇩. You are awesome brother.love you so much
@mofizulislamsamrat4433 Жыл бұрын
।।😮ও
@saifullah-uq1kl Жыл бұрын
মাধবী মধুপে হল মিতালী আর জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব নিকাশ আর বিখ্যাত দোলে দোদুল দোলেনা, একই সিনেমার, এগুলোও অনেক সুন্দর ভালো গান
@msstatusworld_4 жыл бұрын
Seylon Music আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরনো দিনের গানকে এইভাবে নতুন প্রজন্মের কণ্ঠে ফুটিয়ে তোলার জন্য♥️
@rajuruidas85916 ай бұрын
❤ অসাধারণ গানের কন্ঠ আপনার👌🏻👍🏻 খুব ভালো লাগলো একটা কালজয়ী গান ❤🎉
@sumanasengupta79133 жыл бұрын
Extremely melodious voice with full of emotions.......I salute you, sir
@sumisingharoy21862 жыл бұрын
Wow....Your voice so melodious 💙💙
@jayantabanerjee4294 Жыл бұрын
খুব খুব ভালো একটি প্রয়াস। এগিয়ে চলুক। আরো এমন গান শুনতে চাই।
@ramonasen66193 жыл бұрын
How wonderfully sung 👍 This is one of my favourite songs ever! You have done full justice to it! And the musicians are excellent! Perhaps their names can be given? Looking forward to a lot more fabulous songs from the olden times!
@abdulmoyeen95782 жыл бұрын
May be to avoid hindu muslim conflict disrupting present situation.
@arindamkoley82473 жыл бұрын
seylon ট্রি কে অসংখ্য ধন্যবাদ আধুনিক গান গুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনরূপে উপস্থাপন করার জন্য.... আপানারা এগিয়ে চলুন......... এই কামনা করি..🙏
@cosmopolitan65473 жыл бұрын
This is not a song this is the nostalgia of Bengali emotions..... 🥰😍😍🥰🥳🥳