শাহনাজ রহমতুল্লাহর গাওয়া গানটি আমি বার বার শুনি কিন্তু লুইপা তোমার গাওয়া অসম্ভব জনপ্রিয় এই গান দ্বিতীয়বার শোনার ইচ্ছে হলোনা !!! না গানের শুরুটা তোমার ভাল হলো, না মাঝখানে ভাল হলো, না শেষে ভাল ভাল হলো অর্থাৎ তাল সুর লয় কোনটাতেই মনোযোগী মনে হয়নি !! গানের শেষে শাইখ সিরাজের অতি প্রশংসা শুনেও হাসিও পেলো আবার হতাসও হলাম ..... শেষান্তে এটুকুও বলব বড় বড় প্রথিতযশা শিল্পীদের কোনো গান গাওয়ার আগে অন্তত ৫০ বার সেই গানটা শুনে যেথেস্ট পরিমান অনুশীলন করে যার গাইবে তাঁকে সম্মান জানিয়ে তারপর গাইবে !!
@sheikhmoazzemhossain75792 жыл бұрын
ঠিক বলেছেন। এই গানটি গাওয়ার ব্যপারে লুইপার আরও সতর্ক হওয়া উচিত ছিল। নিরাশ হলাম।
@SwapanBraua-ec4nu9 ай бұрын
নাহ্, মোটেই গান টি গাওয়া ঠিক হয়নি। প্র্যাকটিস তো ছিল ই না গানটির মান ক্ষুন্ন করা হয়েছে । একরাশ দুঃখ পেলাম ।
@purbashatv8466 Жыл бұрын
লুইপা তুমি অনেক এগিয়ে যাও।আশীর্বাদ রইলো।
@mahatabkhan4795 Жыл бұрын
শাহান্সজ রহুমত উল্লার গা গাওয়া সবার পক্ষে সম্ভব না
@MdHossain-oi2cr2 жыл бұрын
এটি একটি অমর গান এর শুর এবং মিউজিক এ গানটিকে এতো প্রান বন্ত করে তুলে যা ভাষায় বুজানো যাবে না,
@MdHossain-oi2cr2 жыл бұрын
কিন্তুু দুঃখ লাগলো কেন গানটির হুবহু মিউজিকটি পাওয়া গেল না,
@sheikhmoazzemhossain7579 Жыл бұрын
গানটা গাইতে হবে তাই গাওয়া এমনই মনে হয়েছে আমার। শাহনাজ রহমতুল্লাহ আর লুইপার গায়কীতে অনেক পার্থক্য ধরা পড়লো।লুইপা অনেক গান ভাল গাইলেও এই গানটিতে অনেকটাই ব্যর্থ। এই গান গাওয়ার সময় প্রকৃত রোমান্টিকতা, দু:খবোধ, মনের আকুতির ব্যপ্তি, কন্ঠের অসম্ভব সুন্দর নিখূত কাজ খুজে পেলাম না। এমন একটা কালজয়ী গান গাওয়ার আগে এটি খুব মনোযোগ দিয়ে শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমার প্রিয় শিল্পী শাহনাজ রহমত উল্লাহ ও মাহমুদুন্নবীর কন্ঠের এই দ্বৈত গান সংগীত জগতের অপূর্ব সৃষ্টি। আজাদ রহমানের সূমধুর সুর, মিউজিক, সাজেদুর রহমানের এই গীতি কবিতা সত্যিই অতূলনীয়। এই অমর সৃষ্টি যুগ যুগ বেচে থাকবে।
@rafiqulalam5797 Жыл бұрын
অসাধারণ গানটি,বার বার শুনতে ইচ্ছে করে,
@abulazad8682 жыл бұрын
শাহনাজ রহমতউল্লাহ ম্যাডাম এর গানের ইজ্জত মেরে দিয়েছে! লুইপার গানে মেলোডি নেই বললেই চলে।
@শাহিনমৎসখামার2 жыл бұрын
১০০% ঠিক
@bidyutadak88552 жыл бұрын
Khub Sundar gaan o gayaki.
@bilkismasud90892 жыл бұрын
শাহনাজ আপু যদি আজ বেচে থাকতেন তাহলে লুইপা তোমার খবর ছিল? এত এত এত সুন্দর গানটা কে কি ভাবে উপস্থাপন করলে তুমি? ভাল লাগে নি মোটেও।
@nazmaparveen61252 жыл бұрын
শাহনাজ রহমতুল্লাহর গান সবার গাওয়া ঠিক না,উনার গলা আল্লাহ প্রদত্ত।
@zahangirkhan2676 Жыл бұрын
খুবই সত্যি কথা।
@mejbaulsany78383 жыл бұрын
mind blowing...onk sundor voice..all the best Luipa Appi
@habiburhabib64503 жыл бұрын
Tmi to onek bro hoye geso Khub sundor lagse best of luck
@MdKashem-fn9sz3 жыл бұрын
অসাধারণ হয়েছে লুইপা আপি
@mdmorshedkhan60853 жыл бұрын
নজিফা আপু তোমার গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে তুমি যে মিষ্টি একটা মেয়ে
@bmriganmahmud9823 жыл бұрын
/অসাধারণ🙂 ভালই লাগছে☺️
@rubulchoudhury86043 жыл бұрын
Silent Love Does Not Have Words It Has Its Own Language, Which Can Only Be Heard By The Person We Love...!!