খুব দুঃখের জীবন মধু কবির, আপনার ভিডিও মারফৎ অনেক অজানা ঘটনা জানতে পারলাম ধন্যবাদ।
@amiavijitbolchi Жыл бұрын
Songe thakun
@harunorrashid206910 ай бұрын
সত্যি।অনেক কষ্ট লাগলো।নিজেকে বড় ভাবা কখনো ঠিক নয়,এ শিক্ষা দিয়ে গেছেন মাইকেল মধুসূদন দত্ত। অসম্ভব মেধাবী হওয়া সত্বেও শুধু চিন্তাভাবনার অসংগতি মানুষকে বিশৃঙ্খল করে দেয়।আমাদের শিক্ষা পাওয়ার সাথে সাথে ওনার সৃষ্টিকে আমরা অভিনন্দন জানাতে পারি।ওখান থেকেও অনেক শিক্ষার আছে।শ্রদ্ধা জানাচ্ছি ওনার আত্মাকে।
কেউ অনাথ মেয়েকে বিবাহ করে নিজেই নিজের সন্তানদের অনাথ বানাতে পারে - বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কল্পনাতীত।
@amiavijitbolchi2 ай бұрын
Thik
@mkbiswas3898 Жыл бұрын
খুব ভালো লাগলো।
@amiavijitbolchi Жыл бұрын
ধন্যবাদ
@SugonBaswisАй бұрын
Balo
@দূরেরবন্ধু-ঝ৩ট Жыл бұрын
বাস্তবিকই সুখে থাকতে ভূতে পায় ...নিজের ভাগ্যে বারবার কুড়াল মেরেছেন কবি মধুসূদন ...চারিত্রিক দিক আর নৈতিকতার দিক থেকেও ভালো ছিলেন না ...স্বাভাবিকই কপর্দক হিসাবে মৃত্যু
@amiavijitbolchi Жыл бұрын
হা
@debasishchakrabarti4921 Жыл бұрын
প্রতিভাবান কিন্তু একদমই শৃঙ্খলাপরায়ণ ছিলেন না। না হলে আরও কিছু সৃষ্টি করতে পারতেন। আর মাত্র ৪৯ বছর বয়সে কপর্দকশূন্য অবস্থায় মৃত্যু হতো না। শৃঙ্খলাহীনতার উদাহরণ: ঋত্বিক ঘটক(৫০ বছর) শক্তি চট্টোপাধ্যায়(৬০ বছর) অনবদ্য অভিনেতা সঞ্জীবকুমার( ৪৮ বছর) মাণিক বন্দোপাধ্যায়( ৪৮ বছর) শৃঙ্খলাপরায়ণতার উদাহরণ : রবীন্দ্রনাথ( ৮০ বছর): ৬৫ বছর ধরে কলমকেঘোড়ার মতো ছুটাইয়াছি। সংসারের সব দাবি মিটিয়ে তবে আমার লেখা। সূর্য উঠেছে আর আমি উঠিনি এমন কখনো হয়নি। সত্যজিৎ রায় ( ৭২ বছর) শতরঞ্জ কি খিলাড়ি ছবির শুটিং সকাল সাতটায়। মাণিকদা স্নান সেরে তৈরি। সঞ্জীব কুমার শটের ফাকে ফাকে ঘুমিয়ে নিচ্ছেন। তিনি নাকি দশটার আগে ওঠেন না😮 সৌমিত্র চট্টোপাধ্যায় (৮৬ বছর) মর্নিং ওয়াক, যোগ ব্যায়ামের জন্য সকালে শুটিং করতে চাইতেন না।