Рет қаралды 510,649
#currentnews | #livenews | #supremecourt
গীতা লুথরা নন, সুপ্রিম কোর্টে এ বার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। আরজি কর মামলায় এখনও পর্যন্ত যুক্ত হয়েছে ৩৪টি পক্ষ। মামলা লড়ছেন কম করে ২০০ জন আইনজীবী। আইনি লড়াইয়ে এই মমলায় যেমন রয়েছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা, তেমনই রয়েছেন কপিল সিব্বল। রাজ্য সরকারের তরফে কপিল সিব্বলই সওয়াল করছেন। এই মামলায় যুক্ত হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিমের মতো দুঁদে উকিল। আর এ বার রাজ্যের জুনিয়র ডাক্তারদের হয়ে প্রশ্ন করবেন ৮৪ বছরের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। ১৭ সেপ্টেম্বর আরজি কর মামলার চতুর্থ শুনানি। মামলা শুনবে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: www.anandabaza...