প্রতিটা গান এবং কথা গুলো অসাধারন , মনে হচ্ছে এই গান গুলো অন্য কোন শিল্পি এই সুরে গাইতে পারবে না । বিশেষ করে শেষের গানটার সুর আর টান গুলো অসাধারণ ।
@bablubaidya34995 жыл бұрын
পঞ্চম গানটি ও মনের ব্যাথা বেদনা কে হার মানায়। খুব সুন্দর। চির কালের ভালো থাকার শুভেচ্ছা ও প্রার্থনা 🙏🌷💞
@BangaliAlamin3 жыл бұрын
আপনার মতো শিল্পি আর কখনো দুনিয়াতে আসবে না।
@motiurfriends68103 жыл бұрын
চির অমর গান। যতবার শুনি কিন্তু মন ভরে না।চিরকাল বেচে থাকুক আমার প্রিয় শিল্পীর গান গুলো।
@mr.aronno66364 жыл бұрын
ছোট্টো বেলায় শিশুদেরকে বাবা মা বিভিন্নরকম খেলনা সামগ্রী কিনে দেয় এটাই স্বাভাবিক। অামার পরিবারও হরেকরকম খেনলা সামগ্রী কিনে দিয়েছিলো। কিন্তু যখন অামার বয়স প্রায় অাট মাস হলো তখন অামার খালা অামার জন্য একটা রেডিও কিনে দিয়েছিলো, তিনি লাল রঙের রেডিও কিনে দিয়েছিলো কারন ছুটু বাচ্চারা লাল রং পছন্দ করে । রেডিও পেয়ে তো অামি মহা খুশি। রেডিও তে প্রথম যেদিন এন্ড্রু কিশোরের গান শুনলাম, সেদিনই তাকে মনে প্রানে ভালোবেসে ফেললাম, এতো সুন্দর মিষ্টি গালা দ্বরাজ কন্ঠ শুনে অামি তো পুরাই ফিদা। যদিও বাচ্চা বয়সে গানের লিরিক টিউনের ভালো মন্দ বুঝার জ্ঞান ছিলোনা তবুও গলার অাওয়াজ শুনেই অামি এন্ড্রো কিশোরের পাগল ফ্যান হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে বাংলা গানের ভক্ত হই, অার বাংলা গান শুনেই একপর্যায়ে বাংলা সিনেমার ভক্ত হয়েছি। অামার বয়স যখন তিন বছর তখন অামার হাত থেকে পড়ে গিয়ে রেডিওটি ভেঙে যায়। অামার কান্নাকাটির চাপে পড়ে কয়েকমাসের মধ্যেই তিন ব্যাটারিওয়ালা রেডিও পুনরায় কিনে দেন। এবং সেই রেডিও ক্লাস থ্রি পর্যন্ত ব্যাবহার করি। যায় হোক কয়েকবছর অাগে রেডিও কিনার জন্য মার্কেটে গিয়েছিলাম কিন্তু মার্কেটে কোনো রেডিও পায়নি। সময়ের পরিবর্তনে এখন স্মার্ট ফোন ব্যাবহার করি, সেই সাথে নিয়মিত এন্ড্রু কিশোরের গান শুনি, তিনি অামাদের মাঝে নেই এটা ভাবতেই কেমন যেনো লাগছে