একজন স্যার বলেছিলেন 'যা টিকে থাকে তাই ক্লাসিক'। এমন ক্লাসিক গান রক্তের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে
@shahjalalhossain92 Жыл бұрын
ভাগ্যিস আমি বাঙালি হয়ে জন্মেছি, নাহলে এতো সুন্দর গান... শোনার আসল অনুভূতিটাই বুঝতে পারতাম না❤❤
@madhumitamukherjee2937 Жыл бұрын
সার্থক জনম আমার জন্মেছি এদেশে বাঙালি হয়ে । 🙏🏻
@jaywantraokharat4418 Жыл бұрын
Music has No need of any language its melody is enough to understand music l AM Maharashtrian marathi my Mothertong is marathi but I love bangala music marathi and bangali is very similar language
@kamalgupta459 Жыл бұрын
এই সব কালজয়ী গান বাংলার সম্পদ। 86 বছর বয়স হল সেই ছোটবেলার কথা মনে পড়ে।ধন্যবাদ জানাই।
@rimjhimsensharma6039 Жыл бұрын
এক দম সত্যি কথা। সবাই ভালো থেকো। 🙏
@kamalenduchatterjee24188 ай бұрын
Sotti ekdum thik....
@zillurrahman80965 жыл бұрын
বিশ্বাস করুন দাদা গৌরী প্রসন্ন মজুমদারের মত গীতিকার হয় না আর। খুব কষ্ট হয় উনার জন্য। এত এত বেশি অসাধারণ গান লিখেছেন উনি যে বলে শেষ করা যাবে না কিন্তু গুটিকয়েক মানুষ নাম জানে উনার। খুব কষ্ট হয় উনি তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত। উনি বাংলার সেরা গীতিকার, উনি সেরাদের সেরা।
@confirmdestiny53664 жыл бұрын
Ekdom thik bolechen bhai🙏💐
@babunchakraborty54994 жыл бұрын
Apni akdum thik bolechen 👌👌👌
@onkarbanerjee86334 жыл бұрын
Ft so
@TheKauddin4 жыл бұрын
This song is no 1 to me ...When I listen this song a bowl of tears flows down, I can't stop it.
@linarodriguez11244 жыл бұрын
I agree with you
@pallabbagchi20063 жыл бұрын
যারা এই গানটিকে dislike করেছে,আমি বলব,তারা মানুষ নয়,তারা হল অমানুষ।এই গান শুনলে কান্না পেয়ে যায়,কিন্তু তাও মনে হয়,এই গানটা শুনি।সত্যি,হেমন্ত মুখ্যোপাধ্যায় এর কোনো তুলনা হয় না।
ওরা আসলে গানই বুঝে না । ওদের জন্য হিরু আলম ই সেরা ।
@সুরেরছোঁয়ায়-ব৮ঞ5 ай бұрын
আজ ২৬শে জুলাই, ২০২৪। কার্গিল দিবসের দিন কেন জানিনা গানটা শুনতে খুব ইচ্ছে করলো। এক অদ্ভুত প্রশান্তি পেলাম। কালজয়ী এই গানে একটা কমেন্ট রেখে গেলাম, আমি চলে যাওয়ার পরেও এই দিবসে হয়তো বা আমার অনুভূতি নিয়ে কেউ শুনবে গানটা!
@souvikkanrar65184 жыл бұрын
নতুন প্রজন্মের মানুষ হলেও আমাকে এই গান গুলো বারবার পিছু ডাকে .. বেঁচে থাকার শক্তি রয়েছে এই সৃষ্টিতে ❤
@bCanadian4 жыл бұрын
সত্যিই তাই দাদা
@sumanpal78544 жыл бұрын
Amar khub priyo ai gan guli
@souvikkanrar65184 жыл бұрын
এতো সুন্দর গান অপছন্দ করার কোনো কারণই থাকে না ❤
@infernogamerz92963 жыл бұрын
আমিও এই প্রজন্মের... কিন্তু এই গানের আকর্ষণ ছাড়া যায় না... এই গান অপছন্দ করার কোনো কারণ নেই
@jituvai37593 жыл бұрын
Gan to gan egulo kei bole.eisob gan shonar jonye projonmo , boyos lagena, lage shonar moto mon
@TofazzelHossain5 жыл бұрын
আমরা ভাগ্যবান যে আমাদের প্রজন্ম এমন অসাধারন শিল্পী পেয়ছিলাম; যার গান মনের ক্ষুধা মেটাবে জম্ম হত জম্মান্তর।
@100Exam5 жыл бұрын
Choke jol ase. .jokon ei gaan suni
@myfoodbdkitchen88743 жыл бұрын
Right vaia.
@debarghabiswas59562 жыл бұрын
Sotti. Ekdom. Kichu bolar nei 😭❤️🙏
@king_hhh2 жыл бұрын
আপনার আবার জন্মান্তর হবে। আবার এই বাংলায় জন্মাবেন।
@anupamchakrabarti3570 Жыл бұрын
কী অপুর্ব কণ্ঠ, সব ব্যাথা ভুলিয়ে আবার নতুন কাজের উদ্যম জাগায়
@faridahmed8405 Жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায় রেখে গেছেন স্মৃতি। হোক না চিরন্তন সত্য পুরাতন গান,কিন্তু অনন্তকাল দিয়ে যাবে নতুন হিসেবে যতই শুনি ততই ভালো লাগে, মনে হয় বারবার শুনি
@হাটওবাজার-খ৫ড Жыл бұрын
ভগবান আপনি আপনার চরনে ঠাই দিনন! আপনি ছাড়া এই আধারের জীবনের গতি নাই! হরে কৃষ্ণ!
@সরকার-ল৪ঝ3 жыл бұрын
দাদু শুনতো, বাবাও শুনে, আমিও শুনছি, আমার ছেলেও আমার সাথে অবাক হয়ে শুনে। এইভাবেই শোনা হবে প্রজন্মের পর প্রজন্ম।🙏
@somnathbanerjee30383 жыл бұрын
Sotti tai
@king_hhh3 жыл бұрын
আগত পাঁচ হাজার বছর ধরে শুনে চলা হবে মুখার্জি মহাশয়ের গাওয়া এই গান। এটাই হিন্দু সংস্কৃতি।
I am from Russia. And I am shocked by the soulfulness of this song. This is the true soul of India! An incredible voice. Thank you...
@bCanadian4 жыл бұрын
Do you understand the language; Bengali?
@user-vh1cz9gm6n4 жыл бұрын
@@bCanadian I found the english subtitles. The song about Divine Mother, isn't it?
@raunakjoy2 жыл бұрын
Thank you so much, our Russian friend. With love from India.
@debarghabiswas5956 Жыл бұрын
Thanks ❤️🙏
@2244saikatroy Жыл бұрын
Most Respect Sir of you .
@nepalbhattacharjee91906 ай бұрын
এই গানটি শুনলে হৃদয় গোটা শরীর পুরো শীতল হয়ে যায়। মনে হয় এর থেকে শান্তি আর কোথাও নেই। যখন অন্ধকার ঘরে চোখ বন্ধ করে এই শুনি সব কিছুই ভুলে যাই, কিছুই মনে থাকে না।
@tanusreedasgupta40374 жыл бұрын
ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা।সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গেও সুখ মেলে।তার চেয়ে আনন্দ মা ডেকে।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏
@aototthoapaproject76492 жыл бұрын
একজন গৌরীপ্রসন্ন মজুমদার জন্মেছিল বলে হয়ত এই গান পেয়েছি। কি অসাধারণ লেখা তার সব গান। কোনটা ফেলে কোনটা বলবো।
@BandhuMandal-du2lz9 ай бұрын
কমেন্টটা করে গেলাম, যদি কেও লাইক করে,তবে গানটার কথা মনে পরে গেলে আবার শুনতে আসবো।
@nazmulhossain20176 ай бұрын
ভাবলাম একটা খোঁচা দিয়েই যাই । তাতে হয়তো প্রিয় গানটা শোনা হবে আপনার ।
@santanamondal94785 ай бұрын
Ganta sune thakle reply deben
@SEBADIAGNOSTICCENTRE-qi7gs4 ай бұрын
Nischoi bar bar sunleo valo lage
@hridoykarmaker92614 ай бұрын
❤❤
@hridoykarmaker92614 ай бұрын
@❤❤santanamondal9478
@sahabuddinahmed91173 жыл бұрын
বাবার খুব পছন্দের গান ছিলো। বাবা মারা গেসে আজ ১৪ /১৫ বছর এই গান সুনলে বাবার কথা খুব মনে পরে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।আমিন
@sumitpaul23282 жыл бұрын
আপনার পিতার জন্য মন থেকে প্রার্থনা🙏 রইলো। উনি যেখানেই থাকুক ভালো থাকুক আর আমাদের আশির্বাদ করুক।।
@surerdharay16272 жыл бұрын
আপনার বাবার জন্য আমার প্রার্থনা ।
@souvikmisra29252 жыл бұрын
May Allah grant him jannatul e firdous...amen..
@pra7602 жыл бұрын
Pray for your father. I don't know where he is, certainly in heaven and I convey my sincere condolences to you and request you to listen this song when you are alone.
@pratyayp2 жыл бұрын
জগৎমাতার কোলে আপনার পিতার পুণ্যবলে অক্ষয় নির্ভয় অবস্থান হোক।
@soumalyaghosh25765 жыл бұрын
ঈশ্বরের চরম ভালোবাসা থাকলে তবেই এই ধরনের গান তৈরি হয় ।যেমন সুর তেমন গানের ভাষা আর তেমন কন্ঠ ।
@oppadoll11894 жыл бұрын
,,
@Soumyanildas4 жыл бұрын
Great expression 🙂🙂
@bikasmondal11013 жыл бұрын
_hiipmmmmmmn
@celine__vibe3 жыл бұрын
Thik
@ritansarkar32893 жыл бұрын
অসাধারণ গান, ভাষায় প্রকাশ করা যায় না।
@MdRuhulMia-h2b Жыл бұрын
*_হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি শুনলে আমার গা শিউরে ওঠে..._*
@sapathbisaye934 ай бұрын
শিউরে ওঠার মতো ভাষা,,, এই গানের সাথে গলা মেলালে চোখ ভরে জল চলে আসে
@asishmaity60312 ай бұрын
Right dada
@swagatasinha52824 жыл бұрын
এই গান তার কথা ও সুর এবং গায়কী দিয়ে চিরকাল পথের ক্লান্তি ভুলিয়ে দিয়ে যাবে। কালজয়ী গান । সমস্ত এ গানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জানাই কৃতজ্ঞতা।
২০১৯ কেন ৩০১৯,,৪০১৯..... যতদিন বাংলা ভাষা -বাংলা গান থাকবে,একটি একটু চিন্তাশীল বাঙালি বেঁচে রবে,ততদিন এই গান থাকবে...!!এ গান শুনলেই কী এক স্বর্গীয় শান্তি আমাকে ভর করে......!!!!
@priyankanaskar13284 жыл бұрын
Osadaron gaan
@md.jahangiralam85894 жыл бұрын
Right
@himonsaha55884 жыл бұрын
Ekdom thik
@sumanpal78544 жыл бұрын
Akdom thik bolechen Sangeet joto bacha thakba toto din ai gan bacha thakba
@sohamghoshal94454 жыл бұрын
Are na na.. Bangla te to 100 Percent love cholbe...
@tanusreedasgupta40375 жыл бұрын
হাজার হাজার বছর ধরে এই গানটা ও শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় বাংলা সিনেমায় এবং মানুষের হৃদয়ে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন থাকবেন।
@bCanadian4 жыл бұрын
অবশ্যই দিদি
@milanhaldarofficial53624 жыл бұрын
Hm
@shouvikmondal67134 жыл бұрын
"মাগো যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও।" আহা এত সহজ করেও এত মরমের কথা বলা যায় ! কই এখন তো আর এত সহজ করে এত গভীর কথা কাউকে লিখতে দেখিনা।
@rifatahmed7814 Жыл бұрын
২০২৩ সালে কে কে শুনছেন। এ-গান যুগ থেকে যুগান্তর, প্রজন্ম থেকে প্রজন্ম চলে যাবে তবুও এ-গান পুরোনো হবে না।
@rudraprasadganguly6791 Жыл бұрын
🙏🙏🙏🙏
@debasissahoo3192 Жыл бұрын
❤️🥰
@rajarshelahiri9800 Жыл бұрын
Kono din purono hobe na , ek anobodyo srishti
@uttomroy202 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🥀🥀🥀🥀🥀
@ruralbengal3514 Жыл бұрын
Masterpiece of legends❤
@rajulayek39533 жыл бұрын
দায়িত্ব,কর্তব্য,পালন করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ি,তখন এই গান টা শুনলে যেন অক্সিজেন পায়!!!!!!!!!
@imrulhasan59673 жыл бұрын
Pay na . Pai
@subhankarmondal8622 жыл бұрын
এক দম ঠিক
@ramjibangoswami9953 Жыл бұрын
একদম ঠিক বলেছেন ❤️
@Ranajit_8686 Жыл бұрын
আপনার সাথে সহমত।এই গান কতো সংযম করে, নতুন করে বাঁচতে শেখায়।
@@sharifulislam0707 দুলাল চন্দ্র মুখোপাধ্যয়।অবধূত ছদ্ম নামে লিখতেন।
@Linux_Newbie10 ай бұрын
২০২৪ সালে কে কে শুনছেন। এ-গান যুগ থেকে যুগান্তর, প্রজন্ম থেকে প্রজন্ম চলে যাবে তবুও এ-গান পুরোনো হবে না।
@MitaBhattacharjee-hy9br6 ай бұрын
প্রবোধ কুমার সান্যাল lekhok
@pradipghosh61615 ай бұрын
YES
@sarthokgayen444 ай бұрын
Akdom
@goldisold36124 ай бұрын
ঠিকই বলেছেন।।
@lovelaughlife78264 ай бұрын
Ami sunchi.. Aj jokhn charidik uttal..
@swarobarno-editingworld66734 жыл бұрын
এমন গায়ক,সুরকার, গীতিকার,নাট্যকার আর হয়তো পৃথিবীতে আসবেনা এ কথা ভেবেই😢😢😢😢😢
@Sdey23 жыл бұрын
প্রয়োজন হলে ঠিক আসবে
@mallikapan88432 жыл бұрын
এমন স্বর্গীয় গলা,এমন কথা ও সুর বিস্ময় জাগে।
@pratyayp4 жыл бұрын
এই দীর্ঘ COVID situation এর জন্য সত্যিই মনে হচ্ছে, "কতদূর, আর কতদূর বলো মা"। কী অসম্ভব প্রাসঙ্গিক একটি গান। মা, কবে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো?😔😔😔😔 রক্ষা করো মা তোমার করুণায়।
@rabinsamanta67883 жыл бұрын
ঠিক বলেছেন
@rudrajit16523 жыл бұрын
হৃদ স্পন্দন জাগানো গান
@sunilkantikar883314 күн бұрын
মাকে ডাকার মতন এত সুন্দর গান আর কোথাও নেই। নিজের মায়ের সম্পর্কেও এটা বলা যায়। এ গান শুনলে বারবার মনের মধ্যে একটা শান্তি আসে
@tanmoybhadra10153 жыл бұрын
এই গান শুনে আবার মনে হয় এই আধুনিকতা ধরাবাঁধা নিয়ম জাল ভূলে সেই পুরোনো দিনে ফিরে যাই, যেখানে মানুষে মানুষে আন্তরিকতা ছিল, সরলতা ছিল, খাঁটি ঐক্য ছিল।
@mahfuz12737 жыл бұрын
আমার মা গত 26 শে মে 2017 তারিখে না ফেরার দেশে চলে গেছেন... মা’ কে হারাবার আগে পর্যন্ত এই গানটি আমাকে মায়ের আচলের ছায়া দিত আর এখন গানটি শুনলে হৃদয় কেদে ওঠে মায়ের অকৃত্তিম ভালবাসা আর স্নেহের অভাবে.... খুজে ফিরি মা গো কত দুর আর কত দুর তোমার কোলে মাখা রেখে প্রশান্তিতে একটু ঘুমাবার পথ....
@jayantasarkar25325 жыл бұрын
Kadie dilen to bhai, amar ma achen, kintu baba chole gechen.
@karlhans41165 жыл бұрын
@@jayantasarkar2532 আমারও একই অবস্থা।৷এবং আমি আসলেই কেঁদে দিছি 😓😔
@jayantasarkar25325 жыл бұрын
@@karlhans4116 Duniyae keo omor non, onara opor theke amader valobasha o ashirbad dichen, valo thakben vai
@indranisengupta25765 жыл бұрын
Mahfuz bhai amio akjon etim. Apnar kasto amar matoi. Dogdoge gha hoye achhe. Bhalo thakben bolchhi apnake abar ami nijeo kadchhi. Ma baba chhara prithibi adhar.
@subhadipgoswami71345 жыл бұрын
Mahfuz ul Haque 😥😥
@intentdeepАй бұрын
নতুন প্রজন্মের মানুষ হয়েও এই গান অন্তরে এক আলাদা অনুভূতি জাগায়।। যতবার শুনি আহ, শান্তি।। 🌿❤❤
@dasguptakuntal6 жыл бұрын
কি অদ্ভুত! ভগবানের গলায় ভগবানের গান শুনছি
@shakilchowdhury89995 жыл бұрын
I like it
@rajumanna83765 жыл бұрын
Dada thik bolechen......
@alekhyakundu11324 жыл бұрын
@@rajumanna8376 আধুনিক হেমণতা মুখপাধ্যা
@pranabdas55604 жыл бұрын
Dada khub sundar comments... sadaranato ami kono comment kori na kin2 likhte badho holam..
@pesunitednation40724 жыл бұрын
Ekdom thik onar sundor gola aaha❤️❤️
@supriyo16787 жыл бұрын
আধ্যাত্মবাদ থেকে বিজ্ঞান.. যেখানেই তাঁর কণ্ঠ প্রবেশ করেছে,সবই যেন জীবন্ত হয়ে উঠেছে।
@fatemamostary3192 Жыл бұрын
CT by by by
@fatemamostary3192 Жыл бұрын
Mo🎉m in
@EmamulHoq575 Жыл бұрын
খুব কষ্টে থাকলে গানটি শুনি।সবাই যতবার লাইক করবেন ততবার নোটিফিকেশনে আমি শুনতে আসব।লাইক পিলিজ
@_ashifulalam9 ай бұрын
ডিজিটাল লাইক ভিক্ষুক
@subhaskayal4129 ай бұрын
@@_ashifulalam
@manikbanerjee30338 ай бұрын
Baa ! Sundor bolechhen..khuboi valo laglo
@bidishamondal43758 ай бұрын
Thik bolechen
@subhankardebnath56658 ай бұрын
❤
@nafisatasnim75557 жыл бұрын
আজকালকার নানান গানে ভাল কমেন্টও থাকে,নেতিবাচক কমেন্টও থাকে। কিন্তু এই পুরোনো দিনের গানগুলোতে কোনো জেনারেশনের মানুষই কোনোদিন অমন কমেন্ট করবে না।সত্যি,এই গানগুলো কখনও পুরোনো হয় না।Old is always gold.এ থেকেই বোঝা যায়,গানগুলো সকল যুগের মানুষেরই একান্ত প্রিয়।
@madhumitamukerje56827 жыл бұрын
Wireless Love Sorry to say that 344 People do not like this song. How strange human beings are ?
@sohanghosh72807 жыл бұрын
Wireless Love.
@evergreenbanglamoviesong13336 жыл бұрын
যারা ডিসলাইক দিয়েছে তারা বুদ্ধি প্রতিবন্ধী।
@DRony2s6 жыл бұрын
যে মানুষ ডিলাইক দিসে এত সুন্দর একটা গানে তাদের মা নেই
@somanthbhattacharya54856 жыл бұрын
Amar hiyar majhe lookiye
@pradippatra903 жыл бұрын
পৃথিবীতে এমনও অদ্ভুত মানুষ আছেন যারা এরকম গানকেও ডিজলাইক করে???
@samakasayam3 ай бұрын
এ গান অনন্ত এ কন্ঠ অমর, মর্ত থেকে স্বর্গ এর বিচরণ, আগেও ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে।
@deepamishra2254 Жыл бұрын
I am not Bangali still I love this song. I am lucky I understand Bangla. Whenever I feel depressed I listen to this lovely song.
@SupriyaMahanty-zq3ty6 ай бұрын
Khub valo
@jaynanda93423 жыл бұрын
আজ ভাবছিলাম মরুতির্থ হিংলাজ কোথায় সেটাই সার্চ করতে গিয়ে এই গানটিতে হারিয়ে গেলাম আহা ওই সময়ের গীতিকার সুরকার ও সংগীত শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীদের প্রশংসা যতই করি কম পরে যায়
@raselsk3822 Жыл бұрын
সত্যি দিল টা শীতল করে দিল। প্রতি লাইকে নোটিফিকেশন গেলে আবার এসে শুনবো এই ভয়ঙ্কর সৃষ্টি।
@debnathsikari47194 жыл бұрын
যতদিন পর্যন্ত পৃথিবী রক্ষত থাকবে ততদিন পর্যন্ত এগান রয়ে যাবে
@rzrahim689 Жыл бұрын
কালজয়ী গান, রুচির এই দুর্ভিক্ষে অনেক জন দেখি এই সব কালজয়ী গান ও শুনে,,, তাদের সকলের জন্য রইল শুভকামনা
@sabbirshah214211 ай бұрын
ওরা জানে না,,এসব কি কালজয়ী গান।❤❤❤❤❤
@sayansarkar944 жыл бұрын
সত্যিই গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা গানের গীতিকার হিসাবে কিংবদন্তি। গড়িয়া হাটের মোড়ে বাড়ি ফেরার সময় দীর্ঘ ট্রাফিক জ্যাম এ পড়ে বাসের মধ্যে থেকে কানে আসা কয়েকটি আওয়াজ ; " আর কত দূর, বলো মা "- লিখে ফেলেন সিগারেটের সাদা কাগজে, ব্যাস তার পরে বাঁকিটা তো ইতিহাস।
@chandanbhattacharya16662 жыл бұрын
Ekta itihas jana gelo
@sandipabhattacharya69982 жыл бұрын
সত্যিই এটা নতুন জানলাম.. ধন্যবাদ আপনাকে... কত খানি ট্যালেন্ট থাকলে ওই পরিস্থিতি তে এই লেভেল এর গান রচনা হয়... সত্যি !!! প্রণাম, প্রণাম... আর কী দেবার সাধ্য আছে আমাদের...🙏🏼🙏🏼🙏🏼
@debaryakarak81162 жыл бұрын
Eta jantam na...khub bhalo laglo 🙏🙏🙏
@asokghosh24642 жыл бұрын
@@sandipabhattacharya6998 l om
@mamonimitra40642 жыл бұрын
Gouri Prasanyo Majumder er emn onek gaan ache jegulo uni bibhinno poristhiti te totkhonat toiri korechen, onar ei asadharan guner kodor kori🙏🙏
@tanusreedasgupta40374 жыл бұрын
মা ছাড়া সন্তানের কোনো গতি নেই।মাকে যেমন ভোলা সম্ভব নয় এই গানকেও তেমনি ভোলা সম্ভব নয়। যতদিন আকাশে সূর্য চন্দ্র থাকবে ততদিন পুরোনো দিনের গানগুলো বাঙালীর হৃদয়ে অমর অক্ষয় হয়ে থাকবে।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@soumitrapaul93864 жыл бұрын
🙏
@AmitRoy-mc9td2 ай бұрын
পৌষালি তোমার তুলনা নেই। অপূর্ব গেয়েছো। তোমার সুন্দর মুখ থেকেই এতো সুন্দর গান নিস্মৃতি হতে পারে 🙏তোমার ওপর কৃষ্ণের আশীর্বাদ আছে 👌🌹
@premanshudas32683 жыл бұрын
এটা কোন গান নয় এটা সমগ্র অতৃপ্ত বাঙালী জাতির অন্তর আত্মার হাহাকার!!!!! আজ কমেন্ট রেখে গেলাম হয়তো একদিন আমার ছোট্ট সন্তান বড় হয়ে এই কমেন্ট এর রিপ্লাই দিয়ে যাবে!!!
@sanjanagangopadhyay89113 жыл бұрын
এই গানটা যতবার শুনি, ততবার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এই গানে একটা অদ্ভুত শান্তি আছে। এমন সুন্দর সুর, কথা আর গলা, শুনলে মনে হয় বারবার শুনি। ভগবান অনেক যত্ন নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় কে তৈরি করেছিলেন। 🙏🙏
@bappipaul388211 ай бұрын
কি এক অদ্ভুত সুর কি এক মায়াভরা গান,,,, কেন যে সেকালে জন্মালাম না,,,, প্রণাম হেমন্ত স্যার আপনাকে🙏🙏🙏🙏🙏
@rmmahmud27934 жыл бұрын
মায়ের কথা খুব মন পরতেছে,,, দোয়া করি পৃথিবীর সকল মা সুস্থ ও সুন্দর থাকুক ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@sujitbhawal66526 жыл бұрын
এমন শিল্পী কে আমরা ভারতবর্ষের মাটিতে পেয়েছি, আমরা ধন্য
I am from Bangladesh. We are proud for our culture and songs
@rabiaakter24875 жыл бұрын
আহারে!! গান আমার, শুন্য মনটাকে পুর্নতায় ভরে দেয়।।। এসব গানের মৃত্যু নেই, হাজার জনম এই গানগুলি নতুন ভাবে উঠে আসবে নতুন প্রজন্মের কাছে। এ যেন গান নয় মায়ের কাছে সন্তানের আবেদন "কত দুর আর কত দুর"
@sujonclassroom5444 Жыл бұрын
❤
@mirajhossain4049-z8l4 жыл бұрын
পথের ক্লান্তি নিয়ে আজও হেঁটে চলছি মা।কিন্তু আজও পথ শেষ করতে পারলাম না।আজ তুমি আমাদের থেকে অনেক দূরে মা। দূর আকাশের তাঁরা হয়ে আছ।সত্যি তোমাকে আমরা অনেক মিস করি মা।
@raselmamud Жыл бұрын
জীবনের সেরা গানগুলোর একটি। কতোবার যে শুনেছি তার ইয়াত্তা নেই। আমরা একুশ শতকের ছেলেমেয়েরা সত্যিই এস্থেটিক ও প্রাঞ্জল সংস্কৃতি মিস করেছি। ❤❤
@b.kchatterjee39975 жыл бұрын
মরুতীর্থ হিনংলাজ ছবি এই গান হেমন্ত মুখোপাধ্যায় এমন ভাবে গেয়েছেন যেন জীবন্ত হয়ে উঠেছে ।এই গান শুনলে মন ভরে যায়।
@bCanadian4 жыл бұрын
গানের সত্ব বা পারিশ্রমিক নিয়ে উনারা ভাবতেন না, হৃদয় দিয়ে একেকটা সুর তুলতেন। অমর এইসব গান।
@saburstube6 жыл бұрын
গানটা যতবার শুনি নিজের মাঝে প্রাণ ফিরে পায়। শক্তি সঞ্চারিত হয় মনের মাঝে। মা দোয়া রেখো।
@jayantadas30945 ай бұрын
সত্যি এই সঙ্গীতের তুলনা হয় না, প্রজন্মের পর প্রজন্ম আচ্ছন্ন থাকবে এমন সঙ্গীতে।
@mdsamirkhan64444 жыл бұрын
আল্লাহর নেয়ামতের মধ্যে একটা বড় নেয়ামত হল মানুষের কন্ঠ ।আর যা আল্লাহ হেমন্ত দার মধ্যে দিয়েছিলেন। এত মায়াবি সুরেলা কন্ঠ যা আল্লাহর অফুরন্ত নেয়ামত।
@parthapratimnandi84523 жыл бұрын
হেমন্ত দা তো একজন কাফের....এল্ল্যা একজন কাফের এর গলায় এত সুরের নেয়ামুত দিলেন😂
@teasellermodi58972 жыл бұрын
@@parthapratimnandi8452 হোগাবান দিয়েছেন এই সুর। 😂🤣😅😆
ও মা তুমি চলে গেছ পরপার আমি কাঁদি বারবার; তোমার শূন্যতায় হৃদয় হাহাকার ভালো লাগে না কিছু ; শ্যামল পৃথিবী পুড়ে হোক ছারখার...... 😢😢
@goutammaity2893 жыл бұрын
এই প্রজন্মের প্রায় সকল ছেলেমেয়েরা এই ধরনের গান এবং সিনেমা দ্যাখা শোনা তো দূরের কথা পুরোনো সিনেমা থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নেয় ।হয়ত আর একশো বছর পর এইসব গান সিনেমা দেখার মত কাউকেই আর পাওয়া যাবে না।
@mdsujan73954 жыл бұрын
২০২০ কেন ৩০২০....৪০২০.... যতদিন বাংলা ভাষা- বাংলা গান থাকবে, একটি একটু চিন্তাশীল বাঙালি বেঁচে রবে, ততদিন এই গান থাকবে, I love my country.i love Bangladesh
Eto chitto joyee gan... Sei abiskar aj ekhono rhini hoye tahuk... ❤❤❤❤❤❤❤❤
@RaiGanguly45899 ай бұрын
Sunchi. Joto sunchi toto besi kadchi. Khushi te. Janina keno.
@arupghosh84076 жыл бұрын
কষ্ট এটাই যে একদিন এই গান গুলো শুনতে পাব না মৃত্যুর পর.
@shyamaprasadmukherjee95565 жыл бұрын
Sattie dada...amio ek mat.
@ManimalaRudra5 жыл бұрын
যথার্থ বলেছেন
@SoumyajitMondal5 жыл бұрын
Jotodin beche achen totodin toh Bhalo kore sunun 😒😑
@subhraghosh11514 жыл бұрын
Darun bollen
@manasnaskar14473 жыл бұрын
💐
@mofazzalhaque2984 Жыл бұрын
আমি একজন বৃদ্ধ মানুষ এই গানটিকে ভালোবাসি। আল্লাহ সুবহানাতায়ালার প্রেম সম্পর্কেও।
@বিনোদন-ষ৯ভ6 жыл бұрын
গানটি জীবনে চলার শক্তি জোগায়
@adritachakma3645 жыл бұрын
à .aq1
@sarwarbabu26595 жыл бұрын
বাবাদের যুগের গান এখন আমরা পুরুষ থেকে বৃদ্ধা হওয়ার পথে চলেছি কিন্ত গানটা এখনো জীবিত, এই গানের কখনো মৃত্যু হবেনা।
@sabujbhakta9891 Жыл бұрын
নতুন প্রজন্মের হওয়া সত্যেও এই ধরনের গান গুলো সারাদিন শুনতে ভাল লাগে সত্যি কি অসাধারণ গেয়েছেন 🥰🥰
@MrSohan-tw7vd4 жыл бұрын
কমেন্ট করে গেলাম ৫০ বছর পরে দেখবো কয়টা লাইক পরে ❤❤
@rafiq72743 жыл бұрын
1/6/2021 at9:38 pm
@parthamondal78723 жыл бұрын
@100 miles northwest ariana a list price waterhouse
@indrajitkar60503 жыл бұрын
Darker nei 50 bacharer seconder janno holei hobe amar ganer kono akshay nei se j dharmei hok na keno bujle bhai gan k antar theke nite sekho tarpor gan sunbe
@swarashruti53353 жыл бұрын
How old are now?
@MrSohan-tw7vd11 ай бұрын
@@swarashruti5335 29
@alamscanada10 жыл бұрын
Immortal song... in melodious tone of Hemanta Mukherjee. He is the great....
@rkkhanna54597 жыл бұрын
Fully agree...
@RasedulhoqueBabuАй бұрын
মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই,তোমায় কেমনে রবো ভুলে..! গানটা শুনলে ১যুগ আগে হারানো মায়ের কথা মনে পড়ে যায়।
@satchatful7 жыл бұрын
যতদিন বাংলা গান থাকবে, হেমন্ত মুখোপাধ্যায় শ্রেষ্ঠ আসনেই সমাসীন থাকবেন।
@animabanerjee18957 жыл бұрын
satrajit chatterjee r
@animabanerjee18957 жыл бұрын
၇
@krishnachandramaity28977 жыл бұрын
ekdam
@joydeepbanerjee86817 жыл бұрын
satrajit chatterjee একদম সত্য বলেছেন
@runnerwinner46767 жыл бұрын
satrajit chatterjee ঠিক
@BeyondCurrybySoumita7 жыл бұрын
এই রকম গান জীবনে হইতো কোনদিনও হবে না জন্মের আগের গান তাও খুব শক্তি দেই
@sammijahan73126 жыл бұрын
Mane shakti pai
@Resistance.926 жыл бұрын
ajj amra amdr antorer manush k mere beche achi....
@satyacharankodali14766 жыл бұрын
Sammi Jahan ।
@satyacharankodali14766 жыл бұрын
. Sammi Jahan ংংং।। niufsd .. Ml
@abishankagangopadhayay74556 жыл бұрын
Thanks
@hasanshohidjitu484Ай бұрын
প্রতিটি ছেলের জীবন যুদ্ধ, সংসার যুদ্ধ, ঘাত প্রতিঘাতে মিশে থাকে মায়ের পবিত্র রুপটি। মা❤️
@krishnamahato93476 жыл бұрын
এই গান টা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম । অবশেষে আজ পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
@pinkiandothers41625 жыл бұрын
Bhai etato tomar monei chilo
@parthamukherjee26624 жыл бұрын
আজ পরিযায়ী শ্রমিক রাও lockdown এ এই গান মনে রেখে mile এর পর mile হেঁটে চলেছে..
@bCanadian4 жыл бұрын
খুবই দুঃখজনক যাত্রাপথ আর কষ্টের দিক দিয়ে মিল আছে বৈকি!
@UjjwalCreationUC75844 ай бұрын
অসাধারণ একটি গান ❤ মুগ্ধ হয়ে গেলাম। আজকে 28/08/2024 একটা ফেসবুক রিলসে শুনেছিলাম, কলকাতা অভয়া কান্ডের প্রতিবন্ধী দের প্রতিবাদের মিছিলের ভিডিও তে গান টা add করেছিল, গানটা শুনে সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ করে শুনি। সত্যি দারুন❤
@জলজ্যান্ত4 ай бұрын
2024 কে শুনছো
@prashantabhunia-yz8sw2 ай бұрын
আমরা
@kasturimajumdar71602 ай бұрын
Ami
@chandranathchatterjee20932 ай бұрын
Chandranath
@nilimanaskar6941Ай бұрын
যুগ যুগ জিও ❤
@parthasarathibagchi2828Ай бұрын
Best song
@kazihelaluddin1784 жыл бұрын
Excellent.. song about mother..I am crying for my mother who passed away 1988..May Allah keep my mother in Jannatul ferdous. Ameen.
@suvonkorbain1748 ай бұрын
সত্যিই অসাধারণ গান ভারতবর্ষে জন্ম না হলে হয়তো এত সুন্দর গান তৈরি হতো না একটা স্বাধীনতা কে আনতে যে কষ্ট ত্যাগ বলিদান ভাগ্যের নির্মম পরিহাস কত কিছু না সহ্য করতে হয় তারপর তো স্বাধীনতা সত্যিই অখণ্ড ভারত তুমি অমর আবেগ ভালোবাসা❤❤❤❤❤
@smbachchu31932 жыл бұрын
সুর যেখানে কথা বলে সেখানে আমার ভাষা স্তব্ধ, 06/18/2022 সালে এসে রাত 1:30 গানটি খুব শুনতে ইচ্ছে হলো
@Achine.27764 жыл бұрын
গানটি যদিও অনেক পুরনো এবং পরিচিত সব বাঙালির হৃদয়ে। "মা" শব্দটা হৃদয় টা জুড়ে যায়। গানটা র প্রতিটা শব্দই বাস্তব সত্য।
@animeshsau47644 ай бұрын
গানটির মধ্যে একটা অসাধারণ মায়াবিক শান্তি আছে,,,,এরকম শান্তি খুব কম গানের মধ্যেই পাওয়া যায়....যত বারই শুনি ,,,বার বার শুনতে ইচ্ছা হয়...
@shkhan85493 жыл бұрын
হেমন্ত মুখপাধ্যায় একজন legend ❤️ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@arindammaitra65537 жыл бұрын
প্রথম অর্ধলাইনটি - "পথের ক্লান্তি ভুলে" এবং তার দু' লাইন পরের "কত দূর, আর কত দূর, বলো মা" অংশদুটি আজ একধরনের প্রবাদে পরিণত হয়েছে। গানটির আবেদন মানুষের কাছে যে কত গভীর - এর থেকে তার বড় প্রমাণ আর কী হতে পারে?
@realityking51347 жыл бұрын
I
@tapashchandramodak31537 жыл бұрын
EI GAAN ER KONO BIKOLPO NEI..
@sumisarkar34927 жыл бұрын
Arindam Maitra y
@shanayazshahensa73167 жыл бұрын
AMIT DEY
@sabyasachiroy6557 жыл бұрын
Sabyasachi roy
@shamironswarnaker6 ай бұрын
২৪ সালে আজও আমি শুনছি হেমন্ত জির গান।মন জুড়ায় যায়।
@shyamsundardebsarkar81516 ай бұрын
hemanta mukherjee
@tanusreedasgupta40375 жыл бұрын
খুব ভালো লাগে গানটা শুনতে। শুনলে যেন মনে হয় জীবন সার্থক হয়ে গেল। এখন আর এমন গান শুনতে পাওয়া যায় না।
@goutammaity2893 жыл бұрын
শুনেছি সিনেমাটি দেখার জন্য সিনেমাটি মুক্তি পাওয়ার দিনে ভোররাত থেকে দর্শকরা সিনেমা হলের সামনে লাইন দিয়েছিল।
@mdsakib-tq2dd2 ай бұрын
ডাঃ মোস্তাক মাহমুদ স্যার এই গানটি শুনতেন আমি তার কাছেই প্রথম শুনেছি কি পরিমান ভালো লাগছে বলার মতো না । স্যার গানটি শুনতে❤ আসলে হয়তো কমেন্ট দেখতে পাবেন। আমি আলামিন
@lutfachowdhury86844 жыл бұрын
Ma is Ma. Ma is unparalleled. Nobody else in the earth is comparable to Ma. No pronoun is sufficient enough to depict Ma. The song is really hearttouching &wholeheartedly devoted to the Ma.